Indian Army – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Aug 2022 11:17:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Army – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জম্মু কাশ্মীরের অনন্তনাগে ৬ ITBP জওয়ানের মৃত্যু, আহত বেশ কয়েকজন https://thenewsbangla.com/itbp-bus-accident-in-jammu-kashmir-pahalgam-6-itbp-jawans-death/ Tue, 16 Aug 2022 11:17:18 +0000 https://thenewsbangla.com/?p=16153 স্বাধীনতা দিবসের পরের দিনেই, শোকের ছায়া ITBP জওয়ান পরিবারে। জম্মু কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে, মৃত্যু ৬ ITBP জওয়ানের, আহত আরও বেশ কয়েক জন। গুরুতর আহত বেশ কয়েকজন, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে, শ্রীনগর সেনা হাসপাতালে।

কাশ্মীরের চন্দনওয়াড়ি থেকে বাসে করে, পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন জওয়ান। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন, জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে, নিচে নদীতে পড়ে যায় বাসটি। ITBP-র তরফে আধিকারিকরা জানিয়েছেন, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন এই জওয়ানরা। ফেরার পথেই ঘটে, এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার

যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে, ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জওয়ানদের বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে, হঠাৎই ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে, রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে দুমড়ে-মুচড়ে ধ্বংস হয়ে যায়।

খবর পাওয়া মাত্র উদ্ধার-কাজে নামে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত ১৯টি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে, ভর্তি করা হয়।

]]>
ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা https://thenewsbangla.com/aatma-nirbhar-bharat-by-narendra-modi-got-great-success-on-tejas-fighter-jet/ Mon, 08 Aug 2022 07:39:03 +0000 https://thenewsbangla.com/?p=15921 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা; এবার ভারতের কাছে হাত পাতল আমেরিকা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ভারতীয় সেনার জন্য, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে; দেশ এতদিন পুরোটাই বিদেশ-নির্ভর ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের হাত ধরে; সেই প্রবণতা আগেই ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র-প্রতিরক্ষা সরঞ্জাম; এবার বিদেশে রফতানিতেও জোর দেওয়া হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। চিন-রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে, ভারতের তেজস ফাইটার-জেট কিনতে; আগ্রহী একাধিক দেশ। মালেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুরের পর; সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়; গতবছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধবিমান; মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তেজস কেনার জন্য; ভারতকে অনুরোধ করল আমেরিকা। এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন; চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট; একাধিক পরীক্ষায় নিজের শক্তি-প্রদর্শনের পাশাপাশি; নির্ভুল নিশানা দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান; শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থেকেও; নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।

]]>
লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত https://thenewsbangla.com/china-violates-airspace-on-ladakh-border-india-gives-warning-to-take-action/ Sat, 06 Aug 2022 10:37:26 +0000 https://thenewsbangla.com/?p=15859 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের; এবার রীতিমত হুঁশিয়ারি দিল ভারত। ২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা, সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল; তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে বারবার চিনের বিমানের সীমান্ত দিয়ে উড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক; আগামী-দিনে এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে চিনকে সতর্ক করল ভারত।

সীমান্তে আকাশসীমা লঙ্ঘন এবং প্ররোচনা দেওয়ার ঘটনা নিয়ে; ফের এক দফা বৈঠক সারলেন ভারত-চিন সামরিক পর্যায়ের কর্তারা। গত ২রা অগস্ট এই বৈঠক হয়; পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়। চিন সেনা যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে; তা নিয়ে সরব হয় ভারত। এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না ঘটে; বৈঠকে তার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

গত একমাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায়; চিনের বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এই ধরনের উস্কা’নিমূলক কার্যকলাপ যাতে আর না হয়; সেই ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। চিন-বাহিনী তাদের যুদ্ধবিমানের মহড়া; পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও চালাচ্ছে। সেই সময়ই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে; ভারত প্রশ্ন তুলেছে। এরপর কিছু ঘটলে, ভারতীয় বায়ুসেনাও নিয়ম মেনেই পদক্ষেপ নেবে; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে উভয়পক্ষের বিমানবাহিনী ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই https://thenewsbangla.com/agniveer-scheme-agnipath-recruitment-2022-eligibility-criteria-age-limit/ Fri, 24 Jun 2022 04:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15697 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন; ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোন পদে কী যোগ্যতা লাগবে জেনে নিন এখনই। সেনায় জওয়ান নিয়োগের জন্য, এই বছরেই অগ্নিপথ প্রকল্পের কথা; ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে; তারমধ্যেই নিয়োগ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র এবং ভারতীয় সেনার তরফে। এবার শুরুও হয়ে গেল; অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। অগ্নিবীর পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই জেনে গেছে সবাই; এবার দেখে নিন এই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে।

বিভিন্ন পদে ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; নিয়োগ হবে সেনার তিন বাহিনীতেই। বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া; তবে সব বাহিনীর ক্ষেত্রেই নিয়ম একই। দেখে নিন এখনই।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

অগ্নিবীর (জেনারেল ডিউটি, অন আর্মস);
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে, দশম শ্রেণি বা তার সমকক্ষ; কোনও পরীক্ষা পাশ করে থাকতে হবে। তার সঙ্গেই প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর; পেয়ে থাকতে হবে। যে বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, তার ক্ষেত্রে প্রতি বিষয়ে; অন্তত ডি-গ্রেড (৩৩%-৪০%) পেতে হবে। অথবা এমন কোনও গ্রেড পেতে হবে; যা আদতে ৩৩% শতাংশ নম্বর বোঝায়। এছাড়া সব মিলিয়ে সি২ গ্রেড অথবা ৪৫% নম্বর বোঝায় এমন গ্রেড পেতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস):
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকতে হবে। ওই তিনটি বিষয় এবং ইংরেজিতে আলাদা করে; অন্তত ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া সামগ্রিক ভাবে মোট ৫০% নম্বর থাকতে হবে।

অথবা
কেন্দ্র বা রাজ্য স্বীকৃত যেকোনও বোর্ড থেকে; ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের NIOS এবং ITI কোর্স করা থাকবে হবে; যেখানে NSQF লেভেল ৪ বা তার উপরে থাকতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, এভিয়েশেন অ্যান্ড অ্যামুনিশন সেন্টার)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লিখিত অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস) পদের মতোই।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার (টেকনিক্যাল, অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে (কলা, বিজ্ঞান বা কমার্স) ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মোট ৬০% নম্বর এবং প্রতিটি বিষয়ে; অন্তত ৫০% নম্বর থাকতে হবে। দ্বাদশ স্তরের পরীক্ষায় ইংরেজি এবং অঙ্ক অথবা অ্যাকাউন্টেসি অথবা বুক কিপিংয়ে; অন্তত ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

বয়সসীমায় বিশেষ ছাড়; শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায়; বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে তা ২৩ বছর করা হয়েছে।

]]>
‘অ’শান্তি নিয়ন্ত্রণে বাংলার রাস্তায় ভারতীয় সেনা’, মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/indian-army-on-bengal-streets-to-control-unrest-calcutta-high-court-verdict/ Thu, 16 Jun 2022 12:31:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15503 ‘অ’শান্তি নিয়ন্ত্রণে বাংলার রাস্তায় ভারতীয় সেনা’; মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট। ‘অশান্তি নিয়ন্ত্রণে ভারতীয় সেনা ডাকা হবে কিনা; সেই সিদ্ধান্ত নেবে রাজ্যই’। পরিস্কার জানিয়ে দিল; কলকাতা হাইকোর্ট। হিং’সা নিয়ন্ত্রণে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার; রাজ্যের উপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে; বাংলার বেশ কিছু জেলায় অ’শান্তির আঁচ ছড়িয়েছিল। সেই অশান্তি নিয়ন্ত্রণে সেনা ডাকা হবে কি না; তা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলায় রায় দিল; প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ।

অশান্তি নিয়ন্ত্রণে রাজ্যের ভূমিকা সঠিক কি না, সিট গঠন, সেনা ডাকা-সহ একাধিক ইস্যুতে; মোট ৫টি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানি হলেও; রায়দান স্থগিত রাখা হয়েছিল। এদিন রায়দান করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে যে অশান্তি ছড়িয়েছে এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে; আদালতে তা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন; মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

আরও পড়ুনঃ পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’

বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে; প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য সরকারকে। এদিন হাইকোর্ট জানাল, যে কোনও ধরনের অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা আটকাবার জন্য; রাজ্যকে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। বাস্তব পরিস্থিতির মূল্যায়ণ করে, রাজ্য যদি মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে; তাহলে প্রয়োজনে সেনা ডাকতে পারে। অর্থাৎ সেনা ডাকা হবে কি না; সেই সিদ্ধান্ত নেবে একমাত্র রাজ্য সরকারই।

আরও পড়ুনঃ ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও

একইসঙ্গে বিচারপতি-দের নির্দেশ, সম্পত্তি এবং প্রাণহানি ঠেকাতে; প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য। একইসঙ্গে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে; অশান্তির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করবে। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাগুলির শুনানি চলছিল। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য কী কী পদক্ষেপ করল; আগামী ২৭ জুনের মধ্যে রিপোর্ট পেশ করে জানাতে হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের; ক্ষতিপূরণের বন্দোবস্তও করতে হবে।

]]>
লাদাখ সীমান্তে তৈরি চিনের ২৫টি যুদ্ধবিমান, ফের ভারতে হা’মলার প্রস্তুতিতে লালফৌজ https://thenewsbangla.com/ladakh-border-25-chinese-warplanes-stationed-red-army-preparing-to-attack-india-again/ Sat, 11 Jun 2022 05:39:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15386 লাদাখ সীমান্তে তৈরি চিনের ২৫টি যুদ্ধবিমান; ফের ভারতে হা’মলার প্রস্তুতিতে লালফৌজ। চিনের সামরিক তোড়জোড় নিয়ে; ফের উদ্বেগজনক পরিস্থিতি লাদাখ সীমান্তে। লাদাখে যে ভাবে যু’দ্ধ প্রস্তুতি শুরু করেছে চিনের সেনা; তা নিয়ে আশ’ঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ভারতের। না ভারতের কোন গোয়েন্দা সংস্থা নয়; নয়াদিল্লিতে এসে এমনটাই বলেছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন।

মার্কিন কমান্ডারের এই সতর্কবার্তার রেশ না কাটতেই জানা গিয়েছে; পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তের কাছে প্রায় ২৫টি অত্যাধুনিক যু’দ্ধবিমান তৈরি রেখেছে চিন। ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে; চিনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ তৎপরতা নজরে এসেছে। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যু’দ্ধবিমান; মোতায়েন করেছে লালফৌজ। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মত; যু’দ্ধবিমান রাখত চিন।

আরও পড়ুন; ‘বর্বর পাকিস্তান’, প্রমাণ নিয়ে দেশে ফিরেছিলেন কার্গিল যুদ্ধের প্রথম শহিদ ক্যাপ্টেন সৌরভ কালিয়া

কিন্তু এবার আধুনিক ও যেকোন পরিস্থিতে যু’দ্ধে সক্ষম; জে-১১ এর মতো যু’দ্ধবিমান মোতায়েন করেছে চিন; যা যথেষ্ট চিন্তার বিষয় ভারতের কাছে। এর থেকেই বোঝা যাচ্ছে, গালওয়ান সং’ঘর্ষের পরও; ভারতের দিকে নিজেদের আ’গ্রাসী পদক্ষেপ থামায়নি চিন। লাদাখ সীমান্ত ঘেঁষা চিনের এই হোটান বিমানঘাঁটি-তেই; পরীক্ষা চলছে লালফৌজের ‘H-20’ বো’মারু বিমানের। জানা গেছে, চিনের এই স্টেলথ বিমানটি; ট্রায়ালের অন্তিম পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন; সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ-দের মতে, “আগামী কয়েকমাসের মধ্যেই; চিনা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যু’দ্ধবিমানটি। আসলে ভারতের অত্যাধুনিক রাফাল ফাইটার জেটগুলির মোকাবিলায়; এই নয়া যু’দ্ধবিমান মোতায়েন করতে চলেছে বেজিং”। অবশ্য তার আগেই নিজেদের, অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যু’দ্ধবিমান; লাদাখে মোতায়েন করেছে চিন।

ভারতের কারাকোরাম পাসের, উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে; চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে; ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। দুই দেশের কূটনৈতিক আলোচনায়, সেনা প্রত্যাহারে মৌখিকভাবে চিন রাজি হলেও; বাস্তবে তেমন কোনও পদক্ষেপ করেনি লালফৌজ। এই পরিস্থিতিতে সেখানে আরও ২৫টি যু’দ্ধবিমান মোতায়েন করার খবর; যে ভাল ইঙ্গিত নয় বুঝেছে ভারত।

]]>
সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি https://thenewsbangla.com/state-govt-failed-to-control-the-minorities-agiration-need-indian-army-suvendu-adhikari-letter-to-governor-jagdeep-dhankhar/ Sat, 11 Jun 2022 04:12:07 +0000 https://www.thenewsbangla.com/?p=15382 ‘সংখ্যা’লঘুদের তা’ণ্ডব সামলাতে ব্যর্থ রাজ্য সরকার’। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে রাজ্যকে, ‘ঠাণ্ডা’ করার আর্জি নিয়ে; রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে, গত দু-দিন ধরে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায়; অগ্নি’গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার চলেছে ১১ ঘণ্টার বিক্ষোভ; পথ অবরোধ। শুক্রবারও হাওড়া জেলার বিভিন্ন জায়গায়; অ’শান্তি চরমে ওঠে। ফের অবরুদ্ধ হয়; ৬ নম্বর জাতীয় সড়ক। এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে; চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে, বাংলার পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা-সেনা নামানোর আর্জি জানালেন নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শুভেন্দু। বিজেপি নেতা জানিয়েছেন, “রাজ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ; পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় চলছে বিশৃ’ঙ্খলা”।

একই সঙ্গে বিজেপি পার্টি অফিসে অগ্নি-সংযোগের ঘটনা নিয়ে; সরব হন বিরোধী দলনেতা। এই অবস্থায়, শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন; রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেই চিঠিতেই তিনি রাজ্যের এই পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা সেনা নামানোর অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

শুভেন্দু বলেন, “সিপিএমের সবসময় নিন্দা করে বলব, রিজয়ানুরের ঘটনার পরে আধঘণ্টার মধ্যে; মিলিটারি নামানো হয়েছিল। ভারতীয় সেনাই; মানুষের জীবন-সম্পত্তি রক্ষা করেছিল সেইসময়। আজ উলুবেড়িয়া নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত; কয়েকশো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা; হাতের বাইরে চলে গিয়েছে। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার; আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছি রাজ্যপালকে”।

শুভেন্দু আরও বলেন, “বিজেপি-র জেলা কার্যালয়ে ঢুকে ভাঙ’চুর করা হয়েছে; আগুন ধরানো হয়েছে। এতেই প্রমাণ হচ্ছে নির্বাচন পরবর্তী হিং’সা; আবার ফিরিয়ে আনতে চায়। কারণ বিজেপির কর্মসূচি-গুলিতে; আবারও মানুষজন বেরোতে শুরু করেছেন। এসএসসি থেকে নানা দুর্নীতিতে সরকার নিমজ্জিত; মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এই মুখ্যমন্ত্রী হল; স্লিপিং চিফ মিনিস্টার। দূষণ এবং তুষ্টি’করণ এর সমস্ত সীমারেখা উনি পার করে দিয়েছেন”।

]]>
হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা https://thenewsbangla.com/hazrat-muhammad-controversial-remarks-al-qaeda-threatens-to-attack-india/ Wed, 08 Jun 2022 05:49:02 +0000 https://www.thenewsbangla.com/?p=15300 হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য; ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা। বিজেপি নেত্রী নূপুর শর্মার, হজরত মহম্মদ-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের; দিল্লি সহ চার রাজ্যে ভয়াবহ আ’ত্মঘা’তী বি’স্ফোরণের হুমকি দিল আল কায়দা। একটি হু’মকি চিঠি দিয়ে, এই হামলার কথা সরাসরি জানিয়েছে; আল কায়দা জ’ঙ্গি সংগঠনটি। রাজধানী দিল্লির পাশাপাশি এই আ’ত্মঘা’তী হা’মলা হতে পারে; গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে। চিঠিতে এই ‘মিশন’কে; ‘প্রফেটের সম্মান রক্ষার্থে লড়াই’ বলেও অ্যাখ্যা দিয়েছে আল কায়দা। আর এই চিঠি পাওয়ার পরেই; নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা-গুলি।

গত ৬ই জুন তারিখ এই জ’ঙ্গি সংগঠনের তরফে, প্রকাশ করা বিবৃতিতে; এই আ’ক্রমণকে ‘নবীর মর্যাদা রক্ষার লড়াই’ বলে উল্লেখ করা হয়েছে। হু’মকি বার্তায় ‘আল কায়দা ফর সাব কন্টিনেন্ট’ লিখেছে; “দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু স’ন্ত্রাসবা’দী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়দার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে; বি’স্ফোরক বেঁধে হা’মলা চালাবে”। আল কায়দার এই হুমকি নিয়ে অবশ্য; কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই বিবৃতিকে আদৌ কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার

মুসলিমদের পয়গম্বরকে জড়িয়ে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে বিতর্ক তৈরির পর; আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছে; কাতার বাহরিন সহ বিভিন্ন আরব দেশ। আরবের বেশ কয়েকটি দেশ; নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই, নুপুর শর্মা ও নবীন জিন্দাল; এই ইস্যুতে মন্তব্য করা উভয় নেতাকেই সাসপেন্ড করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইতিমধ্যেই ৫৭টি মুসলিম দেশের সংগঠন, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’; এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকটি আরব দেশে; ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরোধিতা শুরু করেছে; ছোট-ছোট মুসলিম দেশগুলোও।

]]>
আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল নৌসেনা https://thenewsbangla.com/atmanirbhar-bharat-indian-navy-drdo-launched-country-first-anti-ship-missile/ Wed, 18 May 2022 14:53:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15118 আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে; আরও একধাপ এগিয়ে গেল ভারত। বুধবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও(DRDO)। এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে; এই মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে; এই জাহাজ বিধ্বংসী মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। নৌসেনার একটি সি-কিং ৪২বি হেলিকপ্টার থেকে; ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রটি। নৌসেনা ও ডিআরডিও-র যৌথ উদ্যোগে; এই মিসাইল পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষায় বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে, আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে; দেশের প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইলের উৎক্ষেপণ বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুনঃ কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা

চিনকে নজরে রেখেই, ভারতীয় নৌবাহিনীকে; অত্যাধুনিক মিসাইল ও রণতরীতে সাজিয়ে তুলছে ভারত। মঙ্গলবার মুম্বইয়ের মাজগাওঁ ডক থেকে, আইএনএস সুরাট ও আইএনএস উদয়গিরি নামে; দু-দুটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করে; চিনা নৌবহরকেই বার্তা দিল নয়াদিল্লি; এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষঙ্গরা।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন

গত এপ্রিল মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে; ফের অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারতীয় নৌসেনা ও বিমানবাহিনী। লাদাখে সীমান্ত সংঘাতের পর থেকেই; মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গতবছর ভারত মহাসাগরে, সুমাত্রার পশ্চিমে নজরদারি চলতে দেখা যায়; ‘শিয়াং ইয়াং হং ০৩’ নামের একটি চিনা জাহাজকে।

উপগ্রহ ছবিতেও ওই চিনা রণতরীর; হদিশ পাওয়া যায়। তারপর থেকেই দারুণ সতর্ক ভারত। চিনা নৌসেনার গতিবিধির উপর; তীক্ষ্ণ নজর রেখেছে ভারত এর গোয়েন্দারা। নয়া দিল্লি সাফ জানিয়েছে, ভারতীয় জলসীমায় কোনও ধরনের অনুপ্রবেশ; মেনে নেওয়া হবে না। যদিও এই আগ্রাসী কার্যকলাপের পরও বেজিংয়ের দাবি; জলদস্যু দমনের জন্য আন্তর্জাতিক জলসীমায় নৌবহর পাঠাচ্ছে তারা। চিনকে সাবধান করতেই এবার, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র; উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা।

]]>