India – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 27 Sep 2022 07:48:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ https://thenewsbangla.com/operation-octopus-nia-raid-again-at-pfi-offices-across-the-country/ Tue, 27 Sep 2022 07:44:41 +0000 https://thenewsbangla.com/?p=16867 ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ। মঙ্গলবার ফের দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয় বা PFI এর নানান দফতরে তল্লাশি চালাচ্ছে এনআইএ বা ন্যাশান্যাল ইন্টলিজেন্স এজেন্সি বা NIA। ইতিমধ্যেই দিল্লি থেকে আটক করা হয়েছে, সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের, অন্যতম প্রধান মুখ ছিলেন এই কওসর। দিল্লি বিধানসভা নির্বাচনেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, উত্তরপ্রদেশের নানা জায়গায় তল্লাশি চলছে। ইতিমধ্যেই প্রায় ২৫০ জনকে আটক করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে দিল্লির একাংশে।

২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে, এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার, তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।

আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই

গত ২২ সেপ্টেম্বরও দেশজুড়ে পিএফআইয়ের বিভিন্ন দফতরে, তল্লাশি চালিয়েছিল এনআইএ ও ইডি। সেইদিনও প্রচুর পিএফআই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এই সংগঠনের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। পিএফআইকে যদি জ’ঙ্গি-গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল-কায়দা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে এক তালিকায় আসবে এই সংগঠন। সংগঠনের কার্যকলাপ দেশবিরোধী, এমনটাই তথ্য-প্রমানে উঠে এসেছে।

]]>
রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ https://thenewsbangla.com/russia-federal-security-service-detains-isis-plans-against-india/ Mon, 22 Aug 2022 11:34:17 +0000 https://thenewsbangla.com/?p=16309 রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, রাশিয়ায় ধৃত এক আইএসআইএস জ’ঙ্গিকে জেরা করে। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর, হামলার পরিকল্পনা করছিল ধৃত স’ন্ত্রাস’বাদী। ভারতে আ’ত্মঘা’তী হামলার বি’স্ফোর’ক তথ্যও সামনে উঠে এসেছে। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তাদের আধিকারিকরা ই’সলা’মিক স’ন্ত্রাস’বাদী গোষ্ঠীর এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জেনেছে, এই ধৃত জ’ঙ্গি ভারতের কোনও এক বড় নেতার উপর হা’মলার ছক কষছিল। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই স’ন্ত্রাস’বাদীর হি’টলিস্টে রয়েছে।

রুশ গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিকে তুরস্কের এক আইএস নেতা নিয়োগ করেছিল। আ’ত্মঘা’তী হা’মলাকা’রী হিসেবেই নিয়োগ করা হয়েছিল তাকে। আটক জ’ঙ্গি ই’সলা’মিক স্টেটের নেতার প্রতি তার আনুগত্য প্রকাশ করেছিল। তাকে রাশিয়ায় আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। রাশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে, উড়ে যাওয়ার কথা ছিল এই আ’ত্মঘা’তী জ’ঙ্গির।

আরও পড়ুনঃ চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

ধৃত এই ব্যক্তির সঙ্গে আরও কেউ আছে কিনা, তা খতিয়ে দেখছে রুশ গোয়েন্দারা। তবে কেন্দ্রের ক্ষমতাসীন কোন নেতাকে হ’ত্যার ছক কষা হয়েছিল, তা এখনও নিশ্চিত নন রাশিয়ান গোয়েন্দারা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোনও বড় রাজনৈতিক দলের এক বিখ্যাত প্রতিনিধির উপর হা’মলা চালানোর ছক কষেছিল এই আইসিস জ’ঙ্গি। রাশিয়ার রিপোর্ট খতিয়ে দেখছে ভারত।

]]>
ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু https://thenewsbangla.com/draupadi-murmu-youngest-india-president-first-adivasi-woman-winning-effortlessly/ Wed, 22 Jun 2022 08:03:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15644 জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে; দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মূর্মু। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী; যশোবন্ত সিনহা। তবে এখনও পর্যন্ত ভোটের যা হিসাব; তাতে খুব সহজেই ভোটে জিতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। একনজরে দেখে নিন, ঠিক কিভাবে ভোটে জিতবেন তিনি।

মোট ভোট মূল্যঃ ১০,৯৮,৯০৩ টি
১) সকল রাজ্যের বিধায়কের ভোট মূল্য; ৫,৪৯,৪৯৫ টি
২) লোকসভা + রাজ্যসভা সাংসদদের ভোটমূল্য; ৫,৪৯,৪০৮ টি

জম্মু-কাশ্মীর বিধানসভা নেই এবং রাজ্যসভার নির্বাচন হয় নাই। সুতরাং মোট ভোট মূল্য থেকে জম্মু কাশ্মীরের বাদ দিলে মোট ভোট মূল্য দাঁড়াবে।
৬৭ জন বিধায়ক এবং ৪ জন রাজ্যসভা সদস্যের ভোট মূল্য; ৬২৬৮ + ২৮৩২ = ৯০৯৬ টি। সতরাং চুড়ান্ত ভোট মূল্য; ১০,৯৮,৯০৩ – ৯,০৯৬ = ১০,৮৯,৮০৭ টি।

এবার ভোটে জিততে হলে পেতে হবে; এর অর্ধেকের চেয়ে একটি বেশি ভোট। অর্থাৎ ১০,৮৯,৮০৭ ÷ ২ + ১ = ৫,৪৪,৯০৪ টি। শ্রীমতী মূর্মু-কে জিততে হলে, পেতে হবে; পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত চারটি ভোট।

এবার দেখা যাক কাদের ভোট শ্রীমতী মূর্মু পাবেন।
১। বিজেপি-র নিজস্ব ভোট মূল্যঃ
বিধানসভার ১,৩৭৯ জন বিধায়কের ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ টি।
লোকসভার ২৮৯ জন সদস্যের ভোট মূল্য; ২,০৪,৬১২টি।
রাজ্যসভার ১০০ জন সদস্যের ভোট মূল্য; ৭০,৮০০ টি।
বিজেপির মোট ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ + ২,০৪,৬১২ + ৭০,৮০০ = ৪,৫৯,৯৮৫ টি।

২। বিজেপি জোট শরিকদের ভোট মূল্য;
বিধানসভার ৩০৭ জন বিধায়কের ভোট মূল্য; ২৬,০৫৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
মোট ভোট মূল্যঃ ২৬,০৫৫ + ১১,৩২৮ + ৮,৪৯৬ = ৪৫,৮৭৯ টি।

৩। BJD দলের ভোট মূল্য;
বিধানসভার ১১৪ জন বিধায়কের ভোট মূল্য; ১৬,৯৮৬ টি।
লোকসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
রাজ্যসভার ৯ জন সদস্যের ভোট মূল্য; ৬,৩৭২ টি।
মোট ভোট মূল্য; ১৬,৯৮৬ + ৮,৪৯৬ + ৬,৩৭২ = ৩১,৮৫৪ টি।

৪। JDU দলের ভোট মূল্য;
বিধানসভার ৪৫ জন বিধায়কের ভোট মূল্য; ৭,৭৮৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ৫ জন সদস্যের ভোট মূল্য; ৩,৫৪০ টি।
মোট ভোট মূল্যঃ ৭,৭৮৫ + ১১,৩২৮ + ৩,৫৪০ = ২২,৬৫৩ টি

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

সুতরাং, বিজেপি + শরিক দল + নবীন পট্টনায়ক + নীতিশ কুমার এর মিলিত মোট ভোট মূল্য;
৪,৫৯,৯৮৫ + ৪৫,৮৭৯ + ৩১,৮৫৪ + ২২,৬৫৩ = ৫,৬০,৩৭১ টি ভোট।

রাষ্ট্রপতি পদে জিততে মোট ভোট প্রয়োজন; ৫,৪৪,৯০৪ টি। এই হিসাবেই দ্রৌপদী মূর্মু জেতার সীমা থেকে অতিরিক্ত ১৫, ৪৬৭ টি ভোট বেশী পাবেন। অর্থাৎ তাঁর জেতা এখন শুধুই সময়ের আপেক্ষা।

এছাড়াও এখন মহারাষ্ট্রে ৪৫ জন বিধায়কের; ভোট পাওয়ার সম্ভবন আছে। যাদের ভোট মূল্য; ৭,৮৭৫ টি। অন্ধপ্রদেশের জগমোহন রেড্ডীর দল YSRCP দলের ভোটও; শ্রীমতী মূর্মু-র পক্ষে আসতে পারে। যাহার ভোট মূল্য; ৪৫,৭৯৮ টি। এই দুই দলের ভোট যুক্ত হলে শ্রীমতী দ্রৌপদী মূর্মু জিতবেন; ৬৮,১৪০ ভোটে। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পূর্বে; আদিবাসী পরিবারের একজন সুশিক্ষিতা, মার্জিত ব্যবহারের মহিলাকে; আমাদের দেশের প্রথম নাগরিক হিসাবে পেয়ে ভারতবাসী গৌরবান্নিত হবেন বলেই আশা রাখি।

]]>
লজ্জার অন্ধকারে ডুবল বাংলা, দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’ https://thenewsbangla.com/bengal-in-darkness-of-shame-chappa-vote-every-day-in-bengal-assembly-surprising-india/ Fri, 17 Jun 2022 04:15:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15524 লজ্জার অন্ধকারে ডুবল বাংলা; দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’। এও সম্ভব? হ্যাঁ, আমাদের বাংলায় সব সম্ভব; অসম্ভব বলে কিছুই নেই। রাজ্যের আইনসভাতেও, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে; চলে ‘ছাপ্পা ভোট’। তাও আবার একদিন নয়; পরপর দুদিন। একদিন বিজেপি ছাপ্পা ভোটের অভিযোগ করে; তো পরের দিন তৃণমূল ‘ছাপ্পা ভোটের’ অভিযোগ করে। তৃণমূল বিধায়ক ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলছেন; “ক্লারিক্যাল মিস্টেক”। গোটা দেশ হাসছে; বাংলার অবস্থা দেখে।

রাজ্য বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট। বিধানসভা অধিবেশনে না থাকা দুই বিজেপি বিধায়ক; শুভেন্দু অধিকারী ও মিহির গোস্বামীর নামেও পড়ল ভোট! রিগিং কারচুপির অভিযোগ তুলে; তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পাল্টা ছাপ্পা ভোটের অভিযোগে সরব; বিজেপি বিধায়করাও। “হয়ত টেকনিক্যাল ভুল”; বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ “আমি নমাজ পড়ি না, ইফতারে গেলেও আপত্তি”, দক্ষিণেশ্বর মন্দিরে বিজেপিকে ঠুকলেন মমতা

বৃহস্পতিবার বিধানসভায়, পশ্চিমবঙ্গ কৃষি সংশোধনী বিল পাসের জন্য ভোটাভুটি হয়য়। ভোটের পর দেখা যায়, বৈদ্যুতিন মেশিনে ভোট পড়েছে; মোট ১৭৫ টি। তার মধ্যে সরকারের পক্ষে পরেছে ১২০টি এবং বিজেপির পক্ষে ৫২টি। কিন্তু দুই বিধায়ক অনুপস্থিত ছিলেন; ভোট দেননি এক জন। ভোটের ফলাফল দেখে বিজেপি দাবি করে; বিধানসভায় তাদের ৫৩ জন বিধায়ক উপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে বিজেপির পক্ষে ৫২টি ভোট হয় কী করে?

আরও পড়ুনঃ পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’

এরপরই স্পিকার পুরো ফলাফল চেয়ে পাঠান; বিধানসভার সচিবালয়ের কাছ থেকে। এরপর স্পিকার বিজেপি সদস্যদের নাম ধরে ডাকতে থাকেন, তখনই দেখা যায়; শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীর নামেও ভোট পড়েছে। অথচ দুই বিজেপি বিধায়কই; হাজির ছিলেন না বিধানসভা অধিবেশনে। এরপরেই তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে; ছাপ্পা ভোটের অভিযোগ তোলে। উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা।

গত সোমবার, আচার্য বিলের ভোট গণনার দিনও; বিধানসভায় ভোটের ফল দেখে বিতর্ক ওঠে। বিজেপির ১৭টা ভোট চলে যায় তৃণমূলের ঘরে; তাই নিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিজেপি। যদিও অধ্যক্ষ জানিয়েছিলেন; বিধানসভার এক আধিকারিকের ভুলে এটা হয়েছে। বিজেপি বিধায়কদের প্রতিবাদের পরে; সেই ভুল সংশোধন করা হয়।

]]>
বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে একজোট ভারত মার্কিন https://thenewsbangla.com/strengthen-trade-investment-relations-usa-and-india-become-together/ Thu, 27 Jun 2019 07:54:15 +0000 https://www.thenewsbangla.com/?p=14522 এই প্রথম ভারতে এলেন আমেরিকার কোনও উচ্চ পদস্থ সরকারি আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আশা করা যাচ্ছে তাঁর ভারত সফর ঘিরে; নতুন করে দুই দেশের সম্পর্ক; আরও উন্নতি করবে ভবিষ্যতে। ভারতীয় কূটনৈতিক মহলও এমনই আশা দেখছে।

সরকারি সফরে ভারতে আসা; মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সকালে রাজধানীতে; এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য ও শুল্কারোপ নিয়ে; চলমান উত্তেজনার মধ্যে ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ জনতার অসন্তোষে মমতার ক্ষতিপূরণ কি নাম দেখে, প্রশ্ন বিজেপির

মূলত দুই দেশের মধ্যে; বাণিজ্য উত্তেজনা হ্রাসে; ভারত সফরে এসেছেন পম্পেও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে; দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ফের আলোচনা শুরু হবে। তবে পম্পেও দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে; যে বিবাদ চলছে তা কীভাবে সমাধান করা হবে; তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

আরও পড়ুনঃ ভাগাড় পচা মাংস কাণ্ডে মুখ পুড়ল সিআইডির, বেকসুর খালাস আসল অভিযুক্তরা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পম্পেও বলেন, এই দুই দেশ এমন বন্ধু; যারা একে অন্যকে সবসময় সাহায্য করতে পারে। বর্তমানে যে বিবাদ তৈরি হয়েছে; তা বন্ধুত্বের সজীবতা।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

এক টুইটার বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্দো-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ শান্তি ফেরাতে বৃহস্পতিবার ভাটপাড়া যাচ্ছেন বাঙলার বুদ্ধিজীবিরা

মঙ্গলবার রাতে ভারতে পৌঁছোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতে আসার আগে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান সফর করেছেন। ইরানের বিরুদ্ধে জোট গঠনের প্রয়াসে এ সফর করছেন পম্পেও।

ভারত ও মার্কিন জোটবদ্ধ হয়ে; দেশের উন্নতির দিকে তাকিয়ে গোটা দেশ। আদেও প্রতিশ্রুতি পূর্ণ হবে কিনা! সে বিষয় দেখার অপেক্ষায় দেশ। আশা করা হচ্ছে; দেশের সর্বাঙ্গিন উন্নতির দিক গুলির বিষয়ে। এখন ভবিষ্যৎ্‌-ই বলবে ভবিষ্যতের কথা।

]]>
ন্যাটো সহযোগীদের সমান মর্যাদা পাবে ভারত, সেনার হাতে আসবে আধুনিক অস্ত্র https://thenewsbangla.com/us-congress-bill-introduced-in-aims-to-put-india-on-par-with-nato-allies/ Sun, 14 Apr 2019 15:03:27 +0000 https://www.thenewsbangla.com/?p=10843 ভারতকে ন্যাটো সহযোগীদের সমান মর্যাদা দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে ন্যাটো সহযোগীদের সমান মর্যাদা পাবে ভারত। আর এর ফলে ভারতের হাতে আসবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরেক ধাপ উন্নীত করতে একটি গুরুত্বপূর্ণ আইন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে আবার উত্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি দল। আইনটি পাস হলে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের জন্য ভারতকে ন্যাটোর একটি সহযোগী দেশ হিসেবে বিবেচনা করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুনঃ ভোট বাজারে ফের খবরের শীর্ষে অনিল আম্বানি ও ফ্রান্সের রাফাল চুক্তি

গুরুত্বপূর্ণ এই আইন নিয়ে কাজ করছে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ)। ভারতের কাছে অগ্রাধিকার ভিত্তিতে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে কাজ করছে ফোরামটি। আইনটি আবার উত্থাপনের মাধ্যমে ভারতের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে শক্তিশালী ইঙ্গিত দেওয়া হলো।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

চলতি সপ্তাহে ‘এইচআর ২১২৩’ নামে একটি বিল উত্থাপন করেন হাউজ অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ সদস্য জো উইলসন। তিনি বলেন, ভারত বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ এবং আঞ্চলিকভাবে স্থিতিশীলতার একটি স্তম্ভ। একই সঙ্গে দেশটি রফতানি নিয়ন্ত্রণ নীতির প্রতি জোরালোভাবে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

তিনি বলেন, মার্কিন আইনের সঙ্গে ভারতের সমন্বয়ের ফলে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের যে নিরাপত্তা প্রতিশ্রুতি রয়েছে, তাতে যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্ব আরো সমৃদ্ধ হবে। আমি মুকেশ আঘির নেতৃত্বাধীন ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রতি কৃতজ্ঞ। গুরুত্বপূর্ণ এ আইনের প্রতি তাদের সমর্থন ছিল।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

আইনটির মূল পৃষ্ঠপোষকদের একজন কংগ্রেস সদস্য অমি বেরা। তিনি মার্কিন কংগ্রেসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা মার্কিন-ভারতীয় নাগরিক। অন্য পৃষ্ঠপোষকরা হলেন হাউজ অব ককাসের সহপ্রধান এবং কংগ্রেস সদস্য জর্জ হোল্ডিং, ব্র্যাড শেরমান, তুলসি গ্যাবার্ড ও টেড ইয়োহো।

আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার একটি স্বতন্ত্র প্রতিরক্ষা সম্পর্কের উল্লেখ করা হয়। সেখানে ভারতকে যুক্তরাষ্ট্রের একটি ‘প্রধান প্রতিরক্ষা অংশীদার’ হিসেবে আখ্যা দেয়া হয়। অ্যাক্টটিতে ভারতের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ের বিষয়ে বিশেষ বিবেচনার কথা বলা হয়। এছাড়া সামরিক বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহায়তা ও মনোযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বহু

ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম জানায়, আইনটি জাতীয় নিরাপত্তাকে জোরদার করবে এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাত্মতা নিশ্চিত করবে। এ ধরনের পরিবর্তন দ্বিপক্ষীয় সম্পর্কের অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং দুই দেশের মধ্যে একটি স্থায়ী ভিত্তি গড়ে দেবে, যার মাধ্যমে উভয় দেশ এই বিশেষ প্রতিরক্ষা অংশীদারিত্বকে কাজে লাগাতে পারবে।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট ও সিইও মুকেশ আঘি বলেন, এ গুরুত্বপূর্ণ বিল আবার উত্থাপন করায় আমরা কংগ্রেস সদস্য জো উইলসনের নেতৃত্বের প্রশংসা করি। আমরা আত্মবিশ্বাসী যে, মার্কিন কংগ্রেস দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের এ আইনটি পাসে এগিয়ে আসবে। যেসব কংগ্রেস সদস্য ভারতের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের কৌশলগত অপরিহার্যতা বুঝতে পেরেছেন, তাদের কাছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও বোধগম্য।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

ফোরামটির চেয়ারম্যান জন চ্যাম্বারস বলেন, যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এ আইনটি একটি মাইলফলক হবে। ফোরামের চেয়ারম্যান হিসেবে আমি এ পদক্ষেপকে সমর্থন করি। কারণ এ পদক্ষেপ দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করবে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমরা আশা করছি আইনটি শিগগিরই পাস হবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর https://thenewsbangla.com/farooq-abdullah-warns-to-separate-kashmir-from-india-if-article-370-is-abolished/ Tue, 09 Apr 2019 04:52:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10329 ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন ফারুক আবদুল্লাহ। এই ঘোষণার পরেই রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। বিজেপির তরফ থেকে ফারুকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

সোমবার প্রকাশিত হয় বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে, ক্ষমতায় প্রত্যাবর্তন হলে জম্মু ও কাশ্মীরের ৩৭০ নং ধারা এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানান ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ প্রতিক্রিয়া দিয়ে জানান, “৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে”।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

ফারুক আব্দুল্লাহ আরও বলেন, “৩৭০ ধারা বিলোপের কোনও প্রচেষ্টাই সফল হবে না”। এরপর তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, কাশ্মীরের মানুষ স্বাধীনতা লাভ করুক, এটা উপরওয়ালারও ইচ্ছে। সোমবার শ্রীনগরে তার নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারের সময় তিনি এই মন্তব্য করেন। এরপরেই দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সোমবার প্রকাশিত হয় ২০১৯ লোকসভা ভোটের বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রামমন্দিরের মতই কিন্তু যা শেষ পর্যন্ত হয়নি।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

এদিন প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, বিগত ৫ বছরে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন রকম প্রকল্প ও বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও সমস্ত প্রকার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। উন্নয়ন স্থাপনের পথে যত প্রকার বাধা বিপত্তি এসেছে, সরকার সমস্ত রকম বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছে। উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে অর্থনৈতিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। জনসংঘ প্রতিষ্ঠার সময় থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সরকার, এমনই বলা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ৩৫ এ ধারা কাশ্মীরের অস্থায়ী জনগন ও মহিলাদের জন্য পক্ষপাতদুষ্ট এবং এই ধারা বিলোপের জন্য বিজেপি বদ্ধ পরিকর। বিজেপি মনে করে, ৩৫ এ নং ধারা জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নতির পক্ষে বাধাস্বরূপ। ৩৫ এ ধারা বিলোপ করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিজেপির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

বিজেপির ইস্তেহারের সমালোচনা করেছে কংগ্রেসও। তবে ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়ে ফারুক আবদুল্লাহ ভোটের বাজারে কংগ্রেস ও জোটের বিরুদ্ধে বিজেপিকে নতুন নির্বাচনী ইস্যু তুলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এটাকে ইতিমধ্যেই ভোট প্রচারের হাতিয়ার করেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৩৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-to-release-360-indian-imprisoned-individuals-in-april/ Sat, 06 Apr 2019 07:49:22 +0000 https://www.thenewsbangla.com/?p=10164 ৩৬০ ভারতীয় বন্দীকে মুক্তি দেবে পাকিস্তান, এমনটাই জানাল পাকিস্তান। বন্দিদের মধ্যে অধিকাংশই মৎসজীবী। সম্প্রতি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি করেছে, পাকিস্তানের এই পদক্ষেপে তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটে জিতলেই মুসলিম উপ মুখ্যমন্ত্রী করা হবে, ঘোষণা চন্দ্রবাবুর

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, ৪টি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৮ই এপ্রিল প্রথমে ১০০ জনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এরপর ১৫ই এপ্রিল ও ২২শে এপ্রিল ১০০ জন করে এবং আর বাকিদের ২৯শে এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

শুক্রবার ইসলামাবাদে একটি সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ফয়সাল বলেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা এটি। ভারত এর যথাযথ মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মার্কিন নয় চিনা যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান

এদিন পারিসংখ্যান দিয়ে তিনি জানান, ভারতে এই মুহূর্তে পাকিস্তানি বন্দীর সংখ্যা ৩৪৭। অন্যদিকে পাকিস্তানে ভারতীয় বন্দীর সংখ্যা ৫৩৭। এর মধ্যে ৩৬০ জন ভারতীয়কে পাকিস্তান মুক্তি দিতে চলেছে, যাদের মধ্যে ৩৫৫ জন মৎসজীবী।

রবিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে পাকিস্তান জানিয়েছে। রবিবার প্রথম ১০০ জনকে করাচী থেকে ফেরানোর ব্যবস্থা হবে। সোমবারই ওয়াঘা সীমান্ত দিয়ে তাদের ভারতের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

পাকিস্তান ও ভারতের হাতে প্রায়শই মৎসজীবীরা আটক হন সীমান্ত পেরোনোর অভিযোগে। আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করতে না পারার জন্য দুই দেশের মৎসজীবীরাই এই সাধারণ ভুল করে থাকেন। তাদেরই ফেরাতে উদ্যোগী ইমরান সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অ্যান্টি স্যাটেলাইট টেস্ট নিয়ে নাসার অভিযোগ উড়িয়ে দিল ভারত https://thenewsbangla.com/india-denies-allegation-of-nasa-about-anti-satellite-missile-test/ Thu, 04 Apr 2019 07:18:21 +0000 https://www.thenewsbangla.com/?p=9928 ভারতের সাম্প্রতিক অ্যান্টি-স্যাটেলাইট টেস্ট বা স্যাটেলাইট ধ্বংস পরীক্ষা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও বিপদের মুখে ফেলতে পারে, নাসা প্রকাশ্যে এই অভিযোগ করার পর ভারত তা জোরালভাবে অস্বীকার করেছে। নাসার অভিযোগ ঠিক নয়, এতে কোন বিপদের সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে ভারতের তরফ থেকে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

গত ২৭ মার্চে মহাকাশে একটি অব্যবহৃত স্যাটেলাইট বা উপগ্রহকে ধ্বংস করে দেওয়া হয় এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র দিয়ে। মাত্র তিন মিনিটে এই গোটা অপারেশন শেষ হয়। এই পরীক্ষার পর আমেরিকা, রাশিয়া ও চিনের সঙ্গে মহাকাশে নিজের স্থান করে নিয়েছিল ভারত। যেটা ভারতের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরপরেই মহাকাশে ৪০০ টি টুকরো ঘোরা ফেরা করছে বলেই জানায় নাসা। এগুলি যে কোন মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে বলেই জানান হয়।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

ভারতের সাম্প্রতিক অ্যান্টি-স্যাটেলাইট টেস্ট এর ফলে মহাকাশে বিশ্বের চতুর্থ শক্তি হিসাবে উঠে আসে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণার এক যুগান্তকারি ঘটনার জন্য এই দিনটাকে স্মরণ করে রাখা হবে, বলেই জানান প্রধানমন্ত্রী। এতদিন অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ক্ষমতা ছিল বিশ্বের মাত্র তিনটি দেশের। আমেরিকা, রাশিয়া ও চিনের। এবার ভারত হল বিশ্বের চতুর্থ দেশ। মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র থাকা মানে শত্রুর যে কোন নজরদারি স্যাটেলাইট বা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে ভারত।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র প্রধান এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “গত সপ্তাহে ভারতের ওই পরীক্ষার জেরে মহাকাশে চারশোরও বেশি ‘স্পেস ডেব্রি’, অর্থাৎ ধ্বংস হওয়া স্যাটেলাইটের বিপজ্জনক টুকরো তৈরি হয়েছে। যে যে কোন মুহূর্তে বিপদের মুখে ফেলতে পারে অন্যান্য উপগ্রহকে, জানিয়ে দেয় নাসা।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

ভারতের মহাকাশ বিজ্ঞানীরা কিন্তু দাবি করছেন, লো অরবিটে তৈরি হওয়া ওই সব ডেব্রি খুব দ্রুতই পৃথিবীতে নেমে আসবে বা বিলীন হয়ে যাবে। ফলে তা থেকে বড় কোনও বিপদের আশঙ্কাই নেই।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

গত বুধবার ভারত যখন সফলভাবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার কথা ঘোষণা করেছিল, তখন তাদের এটাও জানা ছিল যে এই পরীক্ষার ফলে যে সব স্পেস ডেব্রি তৈরি হবে তার জন্য আন্তর্জাতিক স্তরে সমালোচনারও সম্মুখীন হতে হবে।

আরও পড়ুনঃ নির্বাচনী ইস্তাহারে রাহুলের ছোট ছবি ব্যবহার করায় চটে লাল সনিয়া

কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র প্রধান জিম ব্রাইডেনস্টাইন যেরকম কঠোর ভঙ্গীতে এর বিপদের দিকটি তুলে ধরেছেন অতটা ভারতও কিন্তু আশা করেনি। নাসার প্রধান জানিয়েছেন, “ভারতের চালানো ওই একটা টেস্ট থেকে তৈরি হওয়া চারশোরও বেশি ডেব্রি আমরা শনাক্ত করতে পেরেছি”।

মমতার সাথে নয়, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সাথে প্রধানমন্ত্রীকে লড়ার চ্যালেঞ্জ দিলেন জ্যোতিপ্রিয়

“যার অন্তত ষাটটা ডেব্রি আমরা ট্র্যাক করতে পারছি, আর তার মধ্যে থেকে অন্তত চব্বিশটা তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথেরও ওপরে চলে গেছে”। এমনটাই জানান হয় নাসার তরফ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

এটা একটা ‘টেরিবল, টেরিবল থিং’-মানে সাঙ্ঘাতিক বিপজ্জনক ঘটনা। স্পেস স্টেশনে মহাকাশচারীরা এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদ আছেন ঠিকই-তবে দশ দিনের ভেতর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনও ডেব্রি আঘাত করতে পারে, সেই ঝুঁকি এখন অন্তত ৪৪ শতাংশ বেড়ে গেছে। পরিস্কার জানিয়ে দেয় নাসা।

আরও পড়ুনঃ চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের

এরপরেই মুখ খোলে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র প্রধান ড: জি সতীশ রেড্ডি বলেছেন নাসার এই মূল্যায়নের সঙ্গে তারা মোটেও একমত নন। নাসার এই ধারণা একদম ভুল।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

ড: রেড্ডি বলছেন, “অ্যান্টি-স্যাটেলাইট টেস্টের জন্য আমরা কিন্তু ইচ্ছে করেই লো অরবিট বা কম উচ্চতার নিশানা বেছে নিয়েছিলাম। কারণ একটি দায়িত্ববান রাষ্ট্র হিসেবে মহাকাশের বিভিন্ন অ্যাসেট যাতে অক্ষত থাকে, নিরাপদ থাকে সেটা দেখাও আমাদের দায়িত্ব ছিল।” “আর তা ছাড়া যেটুকু ডেব্রি তৈরি হয়েছে সেটাও খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে, আমরাও ঠিক সেটাই চেয়েছিলাম”।

আরও পড়ুনঃ শান্তিপূর্ণ ভোটের জন্য রাজ্য সরকারের সাহায্য চাইলেন কমিশনের পর্যবেক্ষক বিবেক দুবে

এই নিয়ে বিতর্ক যে ৭ দিন পরেও থামছে না সেটাই দেখা যাচ্ছে। আর নাসার এই বক্তব্যকে ফের হাতিয়ার করেছে দেশের বিরোধী দলগুলি। মোদীর ভোট চমক বলেই তারা এই পরীক্ষাকে ফের অভিহিত করেছে। বিরোধীদের ভোট প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে এই অ্যান্টি স্যাটেলাইট টেস্ট ও তা নিয়ে নাসার অভিযোগ।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>