CoalScam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 07 Sep 2022 06:28:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CoalScam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
“কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয়ের সঙ্গে ফোনে যোগ শুভেন্দুর”, বি’স্ফোরক অভিযোগ https://thenewsbangla.com/tmc-general-secretary-abhishek-banerjee-claims-suvendu-adhikari-spoke-to-binay-mishra/ Sat, 03 Sep 2022 04:22:57 +0000 https://thenewsbangla.com/?p=16621 কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয়ের সঙ্গে ফোনে যোগ শুভেন্দুর, বি’স্ফোরক অভিযোগ অভিষেকের। শুক্রবার, কয়লাপাচার মামলায় ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে, সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি, অমিত শাহকে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও, গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের অভিযোগ, কয়লা কাণ্ডে ফেরার বিনয়ের সঙ্গে ৮ মাস আগে বিরোধী দলনেতার কথা হয়েছিল। শুভেন্দু বিনয়কে আশ্বাস দিয়ে বলেছেন, তাঁর কেস তিনি দেখে নেবেন। অভিষেকের দাবী, তার কাছে বিনয় ও শুভেন্দুর কথোপকথনের অডিয়ো ক্লিপিংসও রয়েছে। কেন ইডি বা সিবিআই বিনয়কে ধরতে পারছে না? প্রশ্ন তলেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, ক্ষমতা থাকলে বিরোধী দলনেতা আমার বিরুদ্ধে মামলা করুন। আমি যা বলার আদালতে বলব। প্রয়োজন হলে সেই অডিয়ো ক্লিপিংসও আদালতে দাখিল করব।

আরও পড়ুনঃ “কয়লা কেলেঙ্কারি বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই, সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি”

অভিষেকের অভিযোগের উত্তরে শুভেন্দু জানান, “সত্যি সবাই জানে, কাঁচে ঘরে বসে ঢিল মারবেন না। ইডি তো আমাকে বা আপনাকে ডাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আর কয়েকটা ভাইপো-ভাইঝি আছে। তাঁদেরও তো ডাকছে না। কয়লা ভাইপোকে কেন ডাকছে”? এদিকে অভিষেকের এই অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। অভিষেকের এই অভিযোগও কি শেষ পর্যন্ত মানহানির মামলা হয়ে হাইকোর্ট অব্দি গড়াবে, প্রশ্ন বাংলার আমজনতার।

]]>
“কয়লা কেলেঙ্কারি বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই, সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি” https://thenewsbangla.com/coal-scam-cow-smuggling-case-abhishek-banerjee-calls-amit-shah-pappu/ Fri, 02 Sep 2022 13:46:31 +0000 https://thenewsbangla.com/?p=16617 “কয়লা কেলেঙ্কারি বা গরুপাচার কেলেঙ্কারি বলে কিছু নেই, সবটাই স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি”; ৬ ঘণ্টার সিবিআই জেরার পরে বাইরে বেরিয়ে এমন কথাই বললেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “অমিত শাহ চান বিরোধী শূন্যভাবে সব দখল করতে। আর তাতে সবচেয়ে বড় বাধা তৃণমূল কংগ্রেস। সেকারণেই তাঁকে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে”।

এদিন টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর, সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই এদিন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে, আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ। বললেন, “টানা জিজ্ঞাসাবাদের নেটফল জিরো”। এবং তিনি আরও বলেন, “আমি আগে যা বলেছি, এখনও তা বলছি। কয়লাপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হলে, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁ’সির, আমি মৃ’ত্যুবরণ করব”।

আরও পড়ুন; শুক্রবারের বড় খবর, সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, ‘কোলিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে এই সব জায়গায় যদি কেলেঙ্কারি হয়ে থাকে, তাহলে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? গরু সীমান্ত দিয়ে কীভাবে পাচার হচ্ছে? কয়লা কীভাবে পাচার হচ্ছে? এর দায় কার?

ইডির সমন পাওয়ার পরই, অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করে টুইট করেছিলেন অভিষেক। এদিন আক্রমণের সুর ছিল আরও চড়া। তিনি বলেন, “বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। এজেন্সি ব্যবহার না করে, তিনি রাজনীতি করতে পারেন না”।

আরও পড়ুন; ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

তৃণমূল সাংসদের আরও প্রশ্ন, “শুধু যেসব রাজ্যে বিরোধীদের সরকার আছে, সেই রাজ্যগুলিতে ইডি-সিবিআইয়ের হানা কেন? গুজরাটে কেন সিবিআই হানা হয় না। বিহারে এতদিন বিজেপির সরকার ছিল, সেখানে এতদিন সিবিআই হানা হত না, এখন কেন হচ্ছে”?

এদিন অভিষেক ফের বললেন, “আমি দুই-বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র যোগসূত্র, যদি এই কেলেঙ্কারি-মামলায় পায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫পয়সাও আমি নিয়েছি, তাহলে ইডি-সিবিআই দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁ’সির, আমি মৃ’ত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি”।

]]>
গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম https://thenewsbangla.com/anubrata-mondals-name-in-the-coal-scam-case-after-cow-smuggling/ Wed, 24 Aug 2022 12:18:32 +0000 https://thenewsbangla.com/?p=16403 গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে, জামিনের আবেদন করেছিলেন। তবে সরকারি আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। আসানসোল বিশেষ সিবিআই আদালত জামিনের আবেদন খারিজ করে, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘গরু পাচারের পর এবার কয়লা কাণ্ডেও, নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের অন্যতম কয়লা মা’ফিয়া, শরাফত হোসেনের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। খয়রাশোলের বাসিন্দা শরাফত, কয়লা পাচার বাবদ কেষ্টকে মাসে ৫ কোটি টাকা নজরানা দিত বলে জানা গিয়েছে। কয়লা ছেড়ে যখন সে বালির অবৈধ ব্যবসা শুরু করে শরাফত, তখনও সে মোটা অঙ্কের টাকা কেষ্টকে দিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

বুধবার আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের জেলেই থাকতে হবে তাঁকে। গরু পাচারের পর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নজর অনুব্রত মণ্ডলের কয়লা পাচারের আয়ের দিকে। গরুর পর গোয়েন্দাদের নজর এখন ফের কয়লার দিকে। এখানেও কি যুক্ত ছিলেন কেষ্ট?

]]>