CBIRaid – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 07 Sep 2022 04:18:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBIRaid – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/cbi-raid-mamata-banerjee-govt-minister-malay-ghataks-house-asansol-in-coal-smuggling-case/ Wed, 07 Sep 2022 04:16:33 +0000 https://thenewsbangla.com/?p=16694 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

]]>
মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান https://thenewsbangla.com/cbi-raid-in-anubrata-mondal-close-tmc-leaders-at-bolpur-on-cow-smuggling-case/ Wed, 31 Aug 2022 05:22:24 +0000 https://thenewsbangla.com/?p=16542 বোলপুরে ‘খেলছে’ সিবিআই, তৃণমূল কাউন্সিলর সহ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে অভিযান। গরুপাচার কাণ্ডে ফের সিবিআই তল্লাশি বোলপুরে। বোলপুরে একযোগে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে, সাত-সকালে হানা সিবিআইয়ের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরের শুঁড়িপাড়ায়, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা চার সিবিআই অফিসারের। কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি।

কাউন্সিলরের বাড়ির কিছুটা দূরে তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল-পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে, অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই এই তল্লাশি, দাবি সিবিআই সূত্রে। তিনজনকে গ্রেফতারও করা হতে পারে, বলেই খবর। টানা ২ঘণ্টা তল্লাশির পর বাড়ি থেকে ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন; খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব

পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারির বাড়ি-সহ, মোট ৪ জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডের মূল শিকড়ে পৌঁছতে মরিয়া তদন্তকারী সিবিআই অফিসাররা। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী, এই মামলায় সিবিআইয়ের নজরে।

তদন্তকারীদের হাতে এসেছে বহু ব্যাংক অ্যাকাউন্ট, সেই সব কিছুর ভিত্তিতেই চলছে এই তল্লাশি। এই পরিস্থিতিতেই বুধবার সাত-সকালে, বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। অনুব্রতকে গ্রেফতারের পর যে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টও।

]]>
অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা, সার সার বিলাসবহুল গাড়ি দেখে চমকে গেল বাংলা https://thenewsbangla.com/cbi-raid-at-anubrata-mondal-rice-mill-bolpur-high-priced-vehicles-found-inside-mill/ Fri, 19 Aug 2022 06:51:02 +0000 https://thenewsbangla.com/?p=16254 অনুব্রতর রাইসমিলে সিবিআই হানা, সার-সার বিলাসবহুল গাড়ি দেখে চমকে গেল বাংলা। এবার অনুব্রত মণ্ডলের ‘ভোলে ব্যোম রাইসমিল’এ, শুক্রবার সকাল থেকেই সিবিআই হানা। প্রথমে সিবিআই আধিকারিক-দের, মিলের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ পর খানিকটা বাধ্য হয়েই, মিলের দরজা খুলে দেন কর্মীরা। এই মুহূর্তে গোটা রাইসমিল জুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

অনুব্রত মণ্ডলকে জেরা করে বাজেয়াপ্ত করা, প্রায় ১৭ কোটি টাকার উৎস জানার চেষ্টা করছে সিবিআই। এরই মধ্যে বোলপুরে ভোলে ব্যোম রাইসমিলে হানা দিয়েছে সিবিআই দল। অনুব্রতকে গ্রেফতারের পরই, প্রকাশ্যে আসে তাঁর একাধিক সম্পত্তি। তার মধ্যে ছিল তিন থেকে চারটি রাইসমিল। যার একটি ভোলে বোম। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ, বীরভূমের কালিকাপুরের ভোলে ব্যোম রাইসমিলে পৌঁছন সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক

কিন্তু তারা দেখেন মিলের গেট, ভিতর থেকে বন্ধ। সিবিআই-আধিকারিকরা বাইরে দাঁড়িয়ে থাকলেও, ৪৫ মিনিট পেরিয়ে গেলেও মিলের গেট খোলা হয়নি। কিন্তু ভিতরে কর্মীদের দেখা যায়। শেষে দরজা খুলে দেয় কর্মীরা। এরপরই মিলের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। দেখা যায় সারি-সারি দাঁড়িয়ে আছে, বিলাসবহুল কালো কাঁচ ঢাকা গাড়ি।

২০১১ সালের আগে অব্দি এই রাইসমিলের মালিকানা ছিল অন্য কারও হাতে। পরে অনুব্রত মণ্ডল কিনে নেন। এর অংশীদার হন ছবি মণ্ডল, অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী, বাকি ৫০ শতাংশ মালিকানা অনুব্রত-কন্যা সুকন্যার।

]]>