CalcuttaHighCourtOrder – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 07:29:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CalcuttaHighCourtOrder – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প, বেআইনি বলে বাতিল https://thenewsbangla.com/mamata-banerjee-duare-ration-scheme-canceled-as-illegal-scheme-by-calcutta-high-court/ Wed, 28 Sep 2022 07:25:43 +0000 https://thenewsbangla.com/?p=16880 মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি বলে বাতিল। বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ পরিকল্পনা বাতিল করল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকারে এসেই, দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন। তার আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট রায় দিল, রাজ্য সরকারের ওই প্রকল্প বেআইনি।

এর আগে গত বছর অগস্ট মাসে, বাংলার রেশন ডিলারদের একটা অংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের বক্তব্য ছিল, এই ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার, পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত সেই অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে, আদালতে মামলা করেন রেশন ডিলাররা। কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা, রেশন ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি বলে বাতিল।

আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ, ‘দুয়ারে রেশন’কে বেআইনি বলে রায় দিয়ে এই প্রকল্প বাতিল করে দিয়েছে। যা রাজ্যের পক্ষে, একটা বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই। মামলাকারী শেখ আবদুল মাজি বলেন, “জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী হল, দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালাচ্ছিল। কখনও ডিলারদের ভয় দেখিয়ে, জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য”।

]]>
“কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/no-da-due-mamata-banerjee-govt-told-the-calcutta-high-court-in-puja-grant-case/ Tue, 06 Sep 2022 14:45:28 +0000 https://thenewsbangla.com/?p=16681 “কোনও DA বকেয়া নেই”, পুজোর অনুদান মামলায় আদালতে জানাল রাজ্য সরকার। হ্যাঁ, এই মর্মেই হলফনামা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। “রাজ্য সরকারি কর্মীদের, কোনও DA বকেয়া নেই”, পুজো অনুদান মামলায় হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য। পুজোর অনুদান সংক্রান্ত মামলাটির কোনও গ্রহণযোগ্যতা নেই, বলে দাবি করে তা খারিজেরও দাবি জানিয়েছে রাজ্য। একইসঙ্গে মামলাকারী-দের বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানা করার, আর্জিও জানিয়েছে রাজ্য সরকার।

এবছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান হিসেবে, ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরই কলকাতা হাইকোর্টে, বেশ কয়েকটি মামলা হয়েছে এর বিরুদ্ধে। মামলাকারী-দের তরফে অভিযোগ করা হয়, বকেয়া DA বা মহার্ঘভাতা বাকি রয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও সরকারি কর্মীদের তা না দিয়ে, পুজোয় টাকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল

এরপরই রাজ্য়ের কাছে, হলফনামা চেয়ে পাঠায় হাইকোর্ট। এদিন সেই হলফনামা পেশ করে রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়, পুজোর অনুদান ও DA সম্পূর্ণ আলাদা বিষয়। হলফনামায় একথাও জানানো হয়, রাজ্যের কাছে কর্মচারীদের কোনও DA বকেয়া নেই। সেই কারণেই আদালতের রায়কে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। এটি এখন আদালতের বিচার্য বিষয়।

তাই আদালতের নির্দেশের পরে, রাজ্য তার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে উদাসীন, এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়। কর্মীদের মহার্ঘ ভাতা এবং পুজোর অনুদান দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

]]>
রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ https://thenewsbangla.com/calcutta-high-court-orders-recruit-primary-tet-qualified-before-durga-puja/ Tue, 06 Sep 2022 14:38:08 +0000 https://thenewsbangla.com/?p=16682 রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ। পুজোর আগে টেট উত্তীর্ণ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেট পরীক্ষা দেন, ওই ৫৪ জন পরীক্ষার্থী। টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে, প্রাথমিকভাবে জানতে পারেন তাঁরা। পরে জানান যায়, প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্রে ভুল ছিল। তার ফলে ওই ৫৪ জন পরীক্ষায় পাশ করতে পারেননি। এনিয়ে মামলা করেন পরীক্ষার্থীরা। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নেয়, প্রশ্নপত্রে ভুল ছিল। এরই প্রেক্ষিতে সেই ৫৪ জনকে, পুজোর আগে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ওই ৫৪ জনকে চাকরিতে বহাল করতে হবে। এর আগেও আরও ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে পুজোর আগেই, রাজ্যকে সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকে নিয়োগ করতে হবে, নিয়োগের সময়সীমাও বেঁধে দিল আদালত।

আরও পড়ুনঃ শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর আগেই আদালত নিয়োগের নির্দেশ দেওয়ায়, স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানান, তাঁদের একটাই ভয় ছিল, বয়স পার হয়ে যাবে। অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে মামলাকারীদের। পাঁচ বছর লড়াই করার পরে, চাকরি পাবেন এই যোগ্য চাকরিপ্রার্থীরা। ফের লজ্জার অন্ধকারে ডুবল রাজ্য, সামনে এল রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতার নজির।

]]>
ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল https://thenewsbangla.com/division-bench-retained-justice-abhijit-ganguly-order-canceled-269-teachers-job-for-corruption/ Fri, 02 Sep 2022 06:27:35 +0000 https://thenewsbangla.com/?p=16589 ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল। প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও। বহাল থাকল ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল এর নির্দেশও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে, মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল থাকল। বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। মান্যতা দিলেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। TET বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই। শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ টেট মামলার তদন্তে, সিবিআইয়ের উপরই ভরসা রাখল।

আরও পড়ুন; ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সভাপতি মানিক ভট্টাচার্য এবং চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এই তদন্ত কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হোক, তা চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, বহাল রাখল সিঙ্গল বেঞ্চের রায়কেই।

]]>