BratyaBasu – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 05:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BratyaBasu – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল আমলে সব সম্ভব, হাজার টাকা ডোনেশন দিতে না পারায় সরকারি স্কুলে ছাত্রকে টিসি https://thenewsbangla.com/govt-school-student-gets-tc-for-not-giving-donation-everything-possible-in-tmc-era/ Sat, 10 Sep 2022 05:15:15 +0000 https://thenewsbangla.com/?p=16746 তৃণমূল আমলে সব সম্ভব, হাজার টাকা ডোনেশন দিতে না পারায় সরকারি স্কুলে ছাত্রকে টিসি। তৃণমূল আমলে বাংলার সরকারি স্কুলেও, ‘ডোনেশন’ দুর্নীতি। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে হলে, ছাত্র পিছু এক হাজার টাকা ডোনেশন দিতেই হবে। বাধ্যতামূলক। সবাই মুখ বুজে দিয়েও দেয়। আর সেই হাজার টাকা দিতে না পারায়, এক ছাত্রের রেজিস্ট্রেশন আটকে দিল স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে, ওই ছাত্রকে স্কুলে না রেখে পরীক্ষার আগেই টিসি দিয়ে দিয়েছে। পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের বিরুদ্ধে, ভয়ঙ্কর অভিযোগ তুলেছে একাদশ শ্রেণীর এক পড়ুয়ার পরিবার।

এক হাজার টাকা ডোনেশন দিতে না পারায়, ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার অভিযোগ সরকারি স্কুলের বিরুদ্ধে। উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে গেলেই, দিতে হবে ১১৫০ টাকা। কিন্তু সরকারি স্কুলের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি হাজারের বেশি হয় কীভাবে? পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের বিরুদ্ধে, এই অভিযোগ তুলেছে একাদশ শ্রেণীর এক পড়ুয়ার পরিবার।

আরও পড়ুন; গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়

রাজ্য সরকারি স্কুলেও, রেজিস্ট্রেশন ফি-র আড়ালে ডোনেশন চাওয়ার অভিযোগ। অভিযোগ অনেকটাই প্রমাণিত। হ্যাঁ, ১০০০ টাকা করে স্কুল ফাংশানের নাম করে নিচ্ছে, পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুল। সবাই দিয়েও দিয়েছে, ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু গরিব ছেলের বাবা-মা তা দিতে অস্বীকার করেছেন। তাদের পক্ষে ১০০০ টাকা দেওয়াটাও বেশ সমস্যার। আর সেটাই হল অপরাধ। লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা।

]]>
“মৃত শিক্ষারত্নের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের তদন্ত চলছিল”, জানালেন শিক্ষামন্ত্রী https://thenewsbangla.com/investigation-of-financial-irregularities-against-shiksharatna-teacher-said-education-minister-bratya-basu/ Wed, 17 Aug 2022 14:05:24 +0000 https://thenewsbangla.com/?p=16202 “মৃত শিক্ষারত্নের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের তদন্ত চলছিল”, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু। হেয়ার স্কুলের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে, আর্থিক বেনিয়মের তদন্ত চলছিল, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু। পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুরের রাজবাগান এলাকার বাসিন্দা শিক্ষক সুনীলকুমার দাসের মৃত্যু নিয়ে, এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর পেনশন না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য, একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষারত্ন পেলেও নিজের পেনশনটা পেলেন না বাংলার শিক্ষক। তিন-বছর পেনশন না পেয়ে, নিজেকে শেষ করে দিলেন বাংলার শিক্ষারত্ন। হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের, ঝুলন্ত দেহ উদ্ধার। বর্ধমানের মেমারী-তে, নিজের বাড়িতে মিলল ঝুলন্ত দেহ। অবসরের পর ৩ বছরেও পেনশন না পেয়ে অবসাদে ভুগছিলেন, অভিযোগ পরিবারের, অভিযোগ শিক্ষকের স্ত্রীর। ২০১৯-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষারত্ন সম্মানে, ভূষিত হন শিক্ষক সুনীলকুমার দাস। পেনশনের জন্য অনেকবার বিকাশ ভবনে গিয়েছিলেন, দাবি মৃত শিক্ষকের স্ত্রী-র। কিন্তু বিকাশ ভবনের আধিকারিকদের দয়া হয়নি। পেনশন শুরু করেনি, অবসরপ্রাপ্ত্য শিক্ষক সুনীলকুমার দাসের।

আরও পড়ুনঃ অনুব্রত ও তার আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত

এই প্রসঙ্গে ব্রাত্য বাসু বলেন, “খোঁজ নিয়ে দেখছি বিষয়টা”। সুনীলকুমার দাসকে ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর, শিক্ষারত্ন সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মাসেই উনি অবসর নেন। ব্রাত্য বাসু জানিয়ে দিলেন, ওই মাসেরই ১১ তারিখ অর্থাৎ শিক্ষারত্ন পাওয়ার ঠিক ছ-দিন পর, ওঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছিল।

]]>
“শিক্ষক নিয়োগে জট খুলবে”, টেট উত্তীর্ণদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু https://thenewsbangla.com/education-minister-bratya-basu-assured-the-tet-passers-that-teacher-recruitment-will-start/ Wed, 17 Aug 2022 13:24:49 +0000 https://thenewsbangla.com/?p=16199 “শিক্ষক নিয়োগে জট খুলবে”, টেট উত্তীর্ণদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি ও টেট দুর্নীতি প্রকাশ্যে আসার পর, এবার টেটের জট খুলতেও উদ্যোগী রাজ্য শিক্ষা দফতর। বুধবার বিকাশ ভবনে টেট উত্তীর্ণদের ৬ জন প্রতিনিধির সঙ্গে, বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন, ব্রাত্য বাসু ও চাকরিপ্রার্থীরাও। আদালতের নির্দেশে আইনের পথে হেঁটেই, খুব শীঘ্রই এই টেট চাকরির জট খোলার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার চাকরিপ্রার্থীরা লিখিতভাবে, তাঁদের দাবিদাওয়া জানাবেন বলেই খবর।

নিজেদের অর্জিত চাকরির দাবিতে, কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা। তাদের নিয়োগের বিষয় বারবার আশ্বাস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ হাজারের বেশি পদে নিয়োগের ব্যবস্থা শুরু করেছিল শিক্ষা দফতর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও, ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেখানে দ্রুত নিয়োগের দাবিতে, আন্দেোলন করছেন চাকরিপ্রার্থীরা। সেই সমস্ত দাবিদাওয়া এদিন শিক্ষামন্ত্রীকে জানান তাঁরা।

আরও পড়ুন; অনুব্রত ও তার আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চাকরিপ্রার্থীদের দাবি, “ইতিবাচক আলোচনা হয়েছে, দ্রুত চাকরি মেলার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে যতক্ষণ না সকলে নিয়োগপত্র হাতে পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে”। শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু বলেন, “আইন মেনেই যে নিয়োগ করা সম্ভব, তা করব। আদালত যে নিয়ম করে দিয়েছে, সেই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি নিয়োগ জট খুলব”।

]]>
“পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ https://thenewsbangla.com/tmc-leader-minister-firhad-hakim-and-bratya-basu-comments-on-partha-chatterjee/ Wed, 10 Aug 2022 13:26:57 +0000 https://thenewsbangla.com/?p=16018 “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। অবশেষে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারি নিয়ে, বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছে মানে, আমরা সবাই চোর এমনটা নয়”। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ইডি টাকা উদ্ধার করার পর, যত দিন গেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তত দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। এবার দলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে, ফের বিস্ফোরক জোড়াফুল শিবির। পার্থর কলঙ্কের ছোঁয়া থেকে দলকে বাঁচাতে, মাঠে নেমেছেন ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু।

“প্রাক্তন সহকর্মীর কর্মকাণ্ডের জন্য লজ্জিত”, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান; “পার্থ যা করেছে, তাতে আমি লজ্জিত। আমি এই পার্থকে চিনি না”। নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে ফিরহাদ হাকিম এও জানান, “তৃণমূল করি বলে এই না, যে আমরা সবাই চোর। মানুষের জন্য কাজ করার পরও এসব শুনতে হচ্ছে। সবটাই চক্রান্ত। অপমান করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আমরা আয়কর দিই। যদি কোনও গোলমাল থাকে, আয়কর দফতর বলবে”।

আরও পড়ুনঃ শিক্ষকের চাকরি চুরি কাণ্ডে, গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের দুই প্রাক্তন উপদেষ্টা

কিন্তু তৃণমূল মন্ত্রীদের এই সাংবাদিক সম্মেলনের পরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি তৃণমূল মেনে নিচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পার্থ চট্টোপাধ্যায়? স্বাভাবিক-ভাবেই কলকাতার মেয়রের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। ‘পার্থ চোর’ স্বীকার করে নিল তৃণমূল?

]]>