BirbhumTMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 31 Aug 2022 11:43:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BirbhumTMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
অনুব্রতর অবর্তমানে বীরভূমে জায়গা নিতে পারতেন দুধকুমার, সুযোগ দেয়নি বিজেপি https://thenewsbangla.com/dudhkumar-mondal-can-take-place-in-birbhum-politics-in-anubrata-mondal-absence/ Fri, 12 Aug 2022 08:15:42 +0000 https://thenewsbangla.com/?p=16101 অনুব্রতর অবর্তমানে বীরভূমে জায়গা নিতে পারতেন দুধকুমার, কিন্তু সেই সুযোগ দেয়নি বঙ্গ বিজেপি। অনুব্রত মণ্ডল আর দুধকুমার মণ্ডল। একজন তৃণমূলের দাপুটে নেতা, অন্যজন বিজেপির। তবে বীরভূমে দুই মণ্ডলের সম্পর্ক, প্রথম থেকেই একেবারে ‘সাপে-নেউলে’। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে, কখনও পিছপা হননি রাজ্য বিজেপির বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডল। বীরভূমে প্রথম অনুব্রতর বিরুদ্ধে, সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। বীরভূমের একমাত্র বিরোধী নেতা, যিনি অনুব্রতকে হু’মকি দেবার সাহস রাখেন।

অনুব্রতর নকুলদানার পাল্টা, তিনি অনুব্রতকে ‘নির্বাচন কমিশনের নকুলদানা খাওয়া’-র হুমকি দিয়েছিলেন। আবার কখনও অনুব্রতর ‘তৃণমূলের কর্মীদের হাত কেটে নেওয়া’-র, হুমকি দিয়েছিলেন দুধকুমার। দুধকুমারের সঙ্গে অনুব্রতর বাকবিতণ্ডা, বারবারই শিরোনামে উঠে এসেছিল। এবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরও, তা নিয়ে মুখ খুলতে পিছপা হলেন না তিনি। অনুব্রতকে ‘বাজে লোক’ বলে উল্লেখ করে বলেন, সঠিক কাজ হয়েছে আরও অনেক আগে হওয়া দরকার ছিল”।

আরও পড়ুনঃ বাবাকে মেরেছিল ‘অনুব্রতর দল’, কেষ্টদার জন্য চোখে জল তৃণমূলে ‘গদি’ পাওয়া হৃদয়ের

একটা সময় বীরভূম বিজেপির জেলা সভাপতি ছিলেন, এই দুধকুমার মণ্ডল। তখন অনুব্রতর সঙ্গে তাঁর টক্কর, দেখার মত ছিল। আজও মনে করা হয়, বীরভূমে বিজেপিকে দাঁড় করাতে পারেন, একমাত্র দুধকুমারই। কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি, আজও দুধকুমারকে সেই সুযোগ দেয়নি। জুনেই দুধকুমার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “জেলা থেকে ব্লক কমিটি, আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তার চুপচাপ বসে যান”।

এরপরেই তাঁকে শোকজ করে বিজেপি। জানা যায়, ব্লক কমিটি ও বুথ কমিটি গড়ার ব্যাপারে দুধকুমারের কোন প্রস্তাব মানেনই, দলেরই প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। পরে দেখা যায় বুথ কমিটিতে দুধকুমার অনুগামীদের জায়গাই দেওয়া হয়নি। তারপরেই ওই ফেসবুক পোস্ট করেন, বিরক্ত দুধকুমার মণ্ডল। ঘটনায় দুধকুমারের পাশেই দাঁড়ান তথাগত রায় থেকে অনুপম হাজরা।

বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা, দুধকুমারের ফেসবুক পোস্টের ‘স্ক্রিনশট’-সহ ট্যুইট করেন। তিনি লেখেন, “বর্তমানে যাঁরা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ, যাঁরা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান-গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা।

]]>
বাবাকে মেরেছিল ‘অনুব্রতর দল’, কেষ্টদার জন্য চোখে জল তৃণমূলে ‘গদি’ পাওয়া হৃদয়ের https://thenewsbangla.com/father-killed-by-anubrata-team-tmc-leader-hridoy-ghosh-worried-for-anubrata-mondal/ Fri, 12 Aug 2022 07:04:02 +0000 https://thenewsbangla.com/?p=16092 বাবাকে মেরেছিল অনুব্রতর দল, কেষ্টদার জন্য চোখে জল তৃণমূলে ‘গদি’ পাওয়া হৃদয়ের। ‘বাবার হ’ত্যাকারী’, অভিযোগ এখনও করেন, কিন্তু পদের লোভে বাবার হ’ত্যাকারির সঙ্গেই হাত মিলিয়ে এখন ‘গদিতে’ বীরভূমের পারুইয়ের হৃদয় ঘোষ। ফিরে যেতে হবে প্রায় এক দশক আগে। ১৯৯৮ সাল থেকেই ‘কেষ্টদা’র সঙ্গে, তৃণমূল করেন হৃদয়। কিন্তু গোষ্ঠীকো’ন্দলের জেরে ২০১৩ সালে, তৃণমূল কর্মী হৃদয় ঘোষ পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হন। আর তারপরেই সেই বছরের ২০ জুলাই সন্ধ্যায়, পাড়ুই কসবা বাসস্ট্যান্ডের জনসভা থেকে অনুব্রতের সেই হুঙ্কার, “যারা নির্দল প্রার্থী হয়েছে, তাদের ঘরটা জ্বা’লিয়ে দিন। আর পুলিশ প্রশাসন যদি নির্দল প্রার্থীদের পাশে দাঁড়ায়, তা হলে পুলিশের গাড়িতে বো’মা মারুন। আমি বলছি, বো’মা মারুন”। ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের রাতেই, হামলা হয় নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে।

অনুব্রত মণ্ডলের সেই বিতর্কিত মন্তব্যের পরেই, একের পর এক হামলা হয় নির্দল প্রার্থীদের বাড়ি। ২১ জুলাইয়ের রাতে হামলা হয় হৃদয়ের বাড়িতেও। গুলিবিদ্ধ হয় তার বাবা সাগর ঘোষ, ২৩ তারিখ মৃত্যু হয় তাঁর। হৃদয়ের স্ত্রী শিবানী ৪৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন, অভিযুক্ত হিসেবে প্রথম নামটিই ছিল অনুব্রত মণ্ডলের। ওই ঘটনার পরে বিজেপিতে চলে যান হৃদয়।

আরও পড়ুনঃ চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

কিন্তু মাস কাটতে না-কাটতেই ফের কেষ্ট-ম্যাজিক! ‘দাদা’ কেষ্টর পাশে বসে, বাবার মৃত্যু কয়েকদিনের মধ্যে ভুলে, হৃদয়ের ‘ঘর ওয়াপসি’। ২০১৮-তে সেই দাদার কল্যাণেই দলের প্রার্থী হিসেবে ভোটে জিতে, বর্তমানে বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছেন তিনি। পেয়েছেন ‘কামানোর সুযোগ’, তৃণমূল গু’ণ্ডাদের হাতে খু’ন হওয়া বাবার মৃতদেহ, আর চোখে ভাসে না হৃদয়ের।

তারপর থেকে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে, ফের সুখের সম্পর্ক। এক সময়ে যে অনুব্রতর নামে থানায় খু’নের অভিযোগ দায়ের করেছিলেন, আবার যার দয়ায় প্রশাসনে গদি পেয়েছেন, সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা গ্রেফতার হতে হৃদয় কি বললেন? ‘দাদা’র গ্রেফতারিতে মন ভালো নেই হৃদয়ের। বললেন “কেষ্টদার ওই হু’মকির পরেই, আমার বাড়িতে হা’মলা হয়েছিল, এটা সত্যি। তারপরেও ওই কেষ্টদাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। পরিবারের পাশে শেষ পর্যন্ত থেকেছেন। দলের আর কেউ ছিলেন না”।

]]>
‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই https://thenewsbangla.com/tmc-leader-birbhum-dist-president-anubrata-mondal-arrested-by-cbi-in-cow-smuggling-case/ Thu, 11 Aug 2022 06:27:21 +0000 https://thenewsbangla.com/?p=16051 ‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই। অনেক টালবাহানার পর গরু পাচার মামলায়, সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। যদিও সিবিআই এখনও অফিসিয়ালি, গ্রেফতারের কথা জানায়নি।

সূত্রের খবর, আজই আসানসোল আদালতে পেশ করা হতে পারে অনুব্রতকে। তবে বাড়ি থেকে বের করার পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল নেতাকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা, দুর্নীতির দায়ে কেন্দ্রীয় এজেন্সির জালে।

আরও পড়ুনঃ চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে, বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে, বিশাল কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন, সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই, গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।

গরুপাচার মামলায় ১০বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯বার হাজিরা এড়ায়, তৃণমূল বীরভূম জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। শুধু সায়গলেরই ১০০ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ পাওয়া গেছে।

]]>