Birbhum TMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Aug 2022 08:34:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Birbhum TMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ https://thenewsbangla.com/anubrata-mondal-worked-in-father-grocery-store-now-king-of-birbhum-after-tmc-dist-president/ Thu, 11 Aug 2022 08:34:17 +0000 https://thenewsbangla.com/?p=16065 বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’। বাংলায় তৃণমূল নেতাদের মধ্যে সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতারই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতা এখন, গরু চুরি কাণ্ডে সিবিআই হেফাজতে। কখনও ‘খেলা হবে’, আবার কখনো ‘ভয়ঙ্কর খেলা হবে’, ইত্যাদি হু’ঙ্কার দেওয়ার মাধ্যমে সর্বদাই খবরের শিরোনামে থাকেন কেষ্ট তথা অনুব্রত মণ্ডল। প্রথম জীবনে তিনি কাজ করতেন, বাবার ছোট্ট মুদির দোকানে।

দোর্দণ্ডপ্রতাপ এই নেতার জীবনে সংগ্রাম কাহিনী শুনলে, যে কোন মানুষের চোখ কপালে উঠবে। রাজনীতিতে প্রবেশের আগে পর্যন্ত, তিনি তাঁর বাবার মুদির দোকানে পর্যন্ত কাজ করতেন। সেই অবস্থা থেকে কিভাবে, আজ তাঁর এই উত্থান। বীরভূমবাসীর কথায়, অষ্টম শ্রেণি পাস করে তিনি বাবার মুদির দোকানে বসে পড়েন কাজ করতে।

আরও পড়ুনঃ গরুতে ফাঁসলেন অনুব্রত, মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী

প্রথম জীবনে অনুব্রত মণ্ডল কংগ্রেস করলেও, পরবর্তীকালে নিজের এলাকায় সুশোভন নামের এক ব্যক্তি তৃণমূল ছেড়ে চলে গেলে, সেই জায়গায় আসেন কেষ্ট। এরপরই তিনি বীরভূম জেলার, তৃণমূল সভাপতি হিসেবে নিযুক্ত হন। জেলা সভাপতি হিসেবে কাজ করতে করতেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র হয়ে ওঠে অনুব্রত। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মুদির দোকানের কর্মী হয়ে ওঠেন, বীরভূমের মুকুটহীন রাজা। আর এখন গরু পাচার মামালায় ফেঁসে, সিবিআই হেফাজতে। অনুব্রতের জীবন হার মানাবে, ফিল্মের গল্পকেও।

]]>
চাপে পরে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করে দিলেন অনুব্রতর ডাক্তার https://thenewsbangla.com/anubrata-mondal-doctor-chandranath-adhikari-claims-he-was-forced-to-write-prescription-on-white-page/ Wed, 10 Aug 2022 04:54:40 +0000 https://thenewsbangla.com/?p=16013 হাসপাতাল সুপারের নির্দেশে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করলেন অনুব্রতর ডাক্তার। ‘হাসপাতাল সুপারের নির্দেশেই, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’, বিস্ফোরক মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলকে দেখতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এমনই বিস্ফোরক দাবি করলেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। আর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই, শোরগোল রাজ্য জুড়ে। আদালতে যাচ্ছে সিবিআই।

অনুব্রত মণ্ডলের অনুরোধেই, তিনি চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দিয়েছিলেন। এমন মন্তব্যও করেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর আরও অভিযোগ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই, অনিচ্ছা সত্ত্বেও অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। ‘বীরভূমে থাকি, সরকারি চাকরি করি, ওনাদের কোথা তো শুনতেই হবে’। জানিয়ে দেন ডাক্তার চন্দ্রনাথ অধিকারী।

আরও পড়ুনঃ ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

‘সিবিআই হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত’, জানান চন্দ্রনাথ অধিকারী। ‘বাড়িতে গেলে ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দিতে বলেন অনুব্রত, উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? বোলপুরে থাকি বলেই ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি। সুপারের নির্দেশেই সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’। বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর।

তাঁর এমনও দাবি, বিশ্রামের প্রয়োজন থাকলেও সাপোর্টিভ সিস্টেম দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব। অনুব্রত সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার মতো অবস্থাতেও রয়েছেন বলে দাবি চিকিৎসকের।

]]>
গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক, অনুব্রতর পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল https://thenewsbangla.com/anubrata-mandal-cbi-called-in-cow-theft-case-again-admitted-in-sskm-hospital/ Mon, 08 Aug 2022 06:39:58 +0000 https://thenewsbangla.com/?p=15917 গরু চুরি কাণ্ডে ফের সিবিআই ডাক; অনুব্রত মণ্ডলের পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল। সোমবার গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেবার কথা অনুব্রত মণ্ডলের। রবিবার বোলপুর থেকে চিনার পার্কের ফ্লাটে এসে পৌঁছেছেন; বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত; কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁর হাজিরা দেওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এখনও পর্যন্ত হাজিরা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি তিনি; জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। মনে করা হচ্ছে, ফের অনুব্রত মণ্ডল ভর্তি হবেন; সেই এসএসকেএম হাসপাতালেই।

এদিকে বিজেপি নেতারা মজা করে বলছেন, “গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক; পোঁদ দেখাতে অনুব্রত ছুটলেন এসএসকেএমে”। অনুব্রত মণ্ডলের ফিসচুলার সমস্যা রয়েছে; তাই এই নিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। কিছুদিন আগেই ২১শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ-জনিত সমস্যার জন্য; এই ‘পোঁদ দেখানো’ নিয়ে তুমুল সমালোচনা করেছিল বিরোধীরা।

আরও পড়ুন; ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

হাজিরা দিতে পারছেন না বলে; কেন্দ্রীয় গোয়েন্দাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু রবিবার চিনার পার্কে তিনি এসে পৌঁছনোর পর; হাজিরা দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষারও কথা রয়েছে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা কেমন; হাজিরা দিতে পারবেন কিনা; সে সব উত্তর এড়িয়ে গিয়েছেন অনুব্রতর আইনজীবী।

গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর; জেরায় উঠে আসে অনুব্রতর নাম। এই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে; ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।

]]>
Exclusive: বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজাল অনুব্রতর চ্যালারা https://thenewsbangla.com/student-leaders-playing-the-band-of-the-bengali-culture-in-anubratas-area/ Sat, 01 Dec 2018 14:02:38 +0000 https://www.thenewsbangla.com/?p=3413 The News বাংলা, দুবরাজপুর: কলেজে নবীন বরণ বলে কথা। সেখানে মঞ্চে বাউল, পল্লীগীতি, ছৌ নাচ চলছে। সহ্য হয় বলুন!? হয়ও নি। তারপর যা হবার তাই হল। মঞ্চে উঠে বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজিয়ে দিল ছাত্র সংসদের ছেলেরা। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যক্ষ ভাবছেন ভুলটা কোথায় হল!

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

কলেজের নবীন বরন অনুষ্ঠানে চটুল গান নাচের দৃশ্য অনেক দেখা গিয়েছে, তা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। কিন্ত, বীরভূমের দুবরাজপুরে কৃষ্ণচন্দ্র কলেজে চটুল গান-নাচ কেন হচ্ছে না, এর প্রতিবাদে মঞ্চ ভাঙলেন তৃণমূল ছাত্র সংসদ-এর ছাত্র নেতারা। এই কলেজের পরিচালন কমিটির সভাপতি আবার জেলার নেতা কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী কলেজের নবীন বরন অনুষ্ঠানে বাউল, ছৌ নৃত্য এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায়, অনুষ্ঠানই বন্ধ করে দিল ছাত্ররা। এমনকি ভেঙে ফেলা হলো মঞ্চও। কৃষ্ণচন্দ্র কলেজের মত বীরভূমের ঐতিহ্যবাহী কলেজে এমন ঘটনায় হতবাক সকলেই।

কি বলছেন কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীঃ

কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী, শনিবার ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যেখানে কলেজ কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছিলো বাউল গান, ছৌ নৃত্য সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান চলার সময়ই বেশ কিছু ছাত্র মঞ্চে উঠে ঝামেলা করতে শুরু করে। ভাগিয়ে দেয় সব শিল্পীদের।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ আইনজীবী খুনে পুলিশের হাতে আটক রজতের স্ত্রী অনিন্দিতা

তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। তারা বলে, বাউল, ছৌ নাচ দিয়ে এরকম নবীন বরন অনুষ্ঠান হতেই পারে না। অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করে তারা। ভেঙে দেওয়া হয় মঞ্চ। পরে চাঁদা তুলে আবার অনুষ্ঠান করার কথা জানায় তারা। সেখানে ‘অন্য’ গান নাচ হবার ঘোষণাও করে দেওয়া হয়েছে। আর সেটাই নাকি হবে ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আসল আয়োজন হবে!

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ ‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয়

সাংস্কৃতিক মঞ্চে ছাত্র সংসদের এইরকম অসাংস্কৃতিক তান্ডবে হতবাক কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জী। তিনি হাতজোড় করে বিক্ষুব্ধ ছাত্রদের অনুরোধ করেন শনিবারের অনুষ্ঠান হতে দাও, পরে আবার তাদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান হবে। তা মানতে চায় নি ছাত্ররা। মঞ্চ ভেঙে অনুষ্ঠান বন্ধ করে দেয় তারা।

অনুষ্ঠান মাঝপথে এলাকা ছেড়ে ভয়ে পালিয়ে যায় বাউল, ছৌ শিল্পীরা। ভয়ে এলাকা ছাড়েন অনান্য সাংস্কৃতিক শিল্পীরাও। শিক্ষাবিদরা মজা করে বলছেন, ‘অনুব্রতের চ্যালারা কিছুটা ছাপ তো রাখবেই’।

]]>
ফের বিজেপি কর্মীদের ‘পাচন’ মারার পরামর্শ কেষ্টর https://thenewsbangla.com/again-anubrata-mondal-advice-tms-workers-to-beat-the-bjp-workers-with-stick/ Sat, 17 Nov 2018 13:15:05 +0000 https://www.thenewsbangla.com/?p=2579 The News বাংলা, নলহাটি: ফের বেলাগাম বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। আবারও ‘পাচন’ মারার হুমকি। এবার সরাসরি হুমকি বিজেপি ও আরএসএস-কে। গ্রামে আরএসএস-এর কেও ঢুকলেই ‘পাচন বাড়ি’ মারার নির্দেশ দিলেন তিনি। আবার বললেন ‘পাচন বাড়ি দিন, পাশে আমি আছি’।

শুনে নিন, বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতির শনিবারের হুমকি ভাষণ:

শনিবার, নলহাটির লোহাপুর-এ একটি সভায় এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, গ্রামে গ্রামে আরএসএস যাচ্ছে, গিয়ে বলবে বিজেপি-কে ভোট দিন। হাতে পাচন রাখুন। পাচনের বাড়ি দিন, উর্বর জমিতে যে ভাবে পাচনের বাড়ি দিই সেভাবে দিন। আমি আছি পাশে৷

The News বাংলা

বারবার মানুষকে লাঠি ও অন্যান্য অস্ত্র হাতে তুলে নিতে বলছেন অনুব্রত। এই নিয়ে বিতর্কও কম হয় নি। কিন্তু অনুব্রতের পাচনটা কি? বাংলা কথ্য ভাষায় ‘পাচন’ মানে লাঠি। ‘পাচন বাড়ি’ মানে লাঠির মার। সোজা কথায় গ্রামে ঢুকলেই বিজেপি কর্মীদের মারতে উৎসাহ দিলেন কেষ্ট মণ্ডল।

আরও পড়ুনঃ Exclusive: কার ক্ষমতা বেশি? থানার ডিউটি অফিসার বনাম এসডিও-র ঝামেলা ভাইরাল

গত রবিবারও বোলপুরের গীতাঞ্জলি সভাগৃহে জেলা তৃণমূলের বর্ধিত সভায় কর্মীদের একাধিক বার ভয় না পাওয়ার দাওয়াই দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে কেষ্ট মন্ডল বলেন, ‘কিসের ভয়, কাউকে ভয় করার দরকার নেই। ব্রিগেড পেরলেই নিজের উর্বর জমিতে পাচন পিটিয়ে চাষ করে যান। কটা পরল দেখার দরকার নেই’। এখানেই শেষ নয়, কেষ্ট মন্ডল আরও বলেন, ‘ভয় পাবে না, কিসের লোকসভার ভয়’?

শনিবার ফের সেই পাচন বা লাঠির বাড়ি দেবার দাওয়াই দিলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। অতীতেও গুড়, বাতাসা খাইয়ে বিরোধী আপ্যায়নের কথা শোনা গিয়েছে এই দোর্দণ্ডপ্রতাপ নেতার মুখে। শোনা গিয়েছে ‘চড়াম চড়াম’ করে ঢাক বাজাবার কথা।

আরও পড়ুনঃ থানায় ঢুকে আটক এসডিও, সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ

তবে, এবার শীতে তাঁর অভিধানে জায়গা করে নিল পাচনও। আর কে না জানে কেষ্ট মন্ডল এর ‘মারধরের পরামর্শ’ মানেই সেটা ভাইরাল। ‘গুড়-বাতাসা’ আর ‘চড়াম চড়াম ঢাক বাজাবার’ পর বাংলায় তাই এখন চলছে ‘পাচন বাড়ি’।

]]>