BengalMedia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 08:14:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengalMedia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, একবালপুর দেখাতে পারে না https://thenewsbangla.com/bengal-media-silent-in-mominpur-ekbalpur-metiabruz-incidents-at-kolkata/ Mon, 10 Oct 2022 03:24:57 +0000 https://thenewsbangla.com/?p=16921 কি হচ্ছে দফায় দফায় গত দুদিন ধরে মোমিনপুরে? কি হয়েছে রবিবার একবালপুর থানাতে? কি চলছে দুদিন মোমিনপুরে? কোন মিডিয়ায় কোন খবর নেই। পুলিশ প্রশাসনের কোন খবর নেই। যেন কিছুই হয়নি। ঠিক কি হচ্ছে এই দুটি এলাকায়? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কি হল লক্ষ্মীপুজোর রাতে, এই বাংলায়? বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না। কি আশ্চর্য, তাই না?

মোমিনপুর, একবালপুর থানায় চলল, একটি বিশেষ ধর্মের মানুষের তাণ্ডব। ভাঙা হল হিন্দুদের গাড়ির দোকান। ভাঙা হল দুর্গা পুজো শেষ হয়ে যাবার পরে, রয়ে যাওয়া প্যান্ডেলের বাঁশের কাঠামো। শনিবারের হামলার পরে, রবিবার সন্ধ্যার পর থেকে ফের চলল তাণ্ডব। বাংলার কোন মিডিয়া, সে খবর দেখায়নি। এই তিন এলাকায় কোন রিপোর্টার পাঠাবার সাহস দেখায়নি, বাংলার কোন মিডিয়া। ইউক্রেনে প্রতিনিধি পাঠাতে পারলেও, অফিসের কাছে ঢিল ছোঁড়া দুরত্বে কোন প্রতিনিধি পাঠাবার সাহস কেউ দেখায়নি।

আরও পড়ুনঃ অক্টোবর ১০, লক্ষ্মী পুজোর দিন শুরু হয়েছিল নোয়াখালীর ‘হিন্দু নি’ধন’ যজ্ঞ

মোমিনপুর এলাকায়, একবালপুর থানায় তাণ্ডবের ঘটনায়, ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সৈয়দ ইশতিয়াক আলম টুইট করে জানাচ্ছেন, এইসব হামলার পিছনে কারা আছে, এই নামগুলো নিয়ে তদন্ত করুক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন।

বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না
বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

সৈয়দ ইশতিয়াক আলম নিজের টুইটে অভিযোগ করেছেন, ১। গোলাম আশরফ, Phoenix Group এর মালিক ২। রেহান খান, তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের জামাই ও ৩। শাহবাজ আলম, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এই তিনজন এই পরিকল্পনার তাণ্ডবে জড়িত। তিনি নিজের অভিযোগ টুইটে জানিয়ে ট্যাগ করেছেন, কলকাতার পুলিশ কমিশনারকে।

কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে, আদৌ কোন তদন্ত হবে কি? নাকি মোমিনপুর এলাকায়, একবালপুর থানায়, এইভাবেই ছিটেফোঁটা টিকে থাকা হিন্দুদের বারবার ভয় দেখানো হবে? তাদের উপর তাণ্ডব হবে বারবার? লক্ষ্মীপুজোর সময় কি নোয়াখালীর ঘটনা আর একবার স্মরণ করিয়ে দেওয়া হল হিন্দুদের? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
শুরুর আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান, সৌজন্যে মমতার পুলিশ https://thenewsbangla.com/nabanna-avijaan-by-bengal-bjp-makes-super-hit-by-mamata-banerjee-govt-bengal-police/ Tue, 13 Sep 2022 05:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16765 রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের আটকে, নবান্ন অভিযান শুরুর আগেই ‘সুপারহিট’ করে দিল মমতার পুলিশ। গতকাল বিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ঢুকে, বিজেপি কর্মীদের আটকে দেয় রাজ্যের পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, আটকানো হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের। আর এইভাবে নবান্ন অভিযান শুরুর আগেই, বিজেপিকে খবরে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে বিজেপিকে আটকে, নবান্ন-অভিযান শুরু আগেই ‘হিট’ করে দিল পুলিশ।

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চলছে, গোটা রাজ্য জুড়ে। বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কোথাও একনাগাড়ে বৃষ্টির পর, জল জমেছে। যান চলাচল ব্যহত হাওড়া-কলকাতা শহর জুড়ে। বিরূপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান সফল করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই, রাত থেকেই শহরের বিভিন্ন-প্রান্তে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

হাওড়া, শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির, যাত্রীদের বেশিরভাগই এসেছেন বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া বর্ধমান, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও, ট্রেন, বাস, গাড়ি করে কলকাতা-মুখী বিজেপি সমর্থকরা। পাল্টা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনে, কড়া পুলিশি প্রহরা।

তবে যেভাবে সোমবার বিকাল থেকে ও মঙ্গলবার সকাল থেকেই, বিভিন্ন স্টেশনে ঢুকে বিজেপি-কর্মীদের কোথাও আটকানো হল, কোথাও গ্রেফতার করা হল, তাতে শুরু আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান।

]]>
তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা https://thenewsbangla.com/tmc-student-leaders-from-ghiyasuddin-to-bittu-bengal-education-in-darkness-of-shame/ Thu, 01 Sep 2022 04:14:05 +0000 https://thenewsbangla.com/?p=16558 তৃণমূলের ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন মোল্লা থেকে বিট্টু মল্লিক, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে হেনস্থার ইস্যুতে, খবরে এসেছিল তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন। এবার জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের, টেবিল-চাপড়ে আঙুল-উঁচিয়ে হু’মকি দিল জামালপুর টিএমসিপির ব্লক-প্রেসিডেন্ট বিট্টু মল্লিক। শিক্ষা-জগতে ছাত্রনেতার নামে, তৃণমূলের গু’ন্ডাগিরির নজির দেখছে বাংলার মানুষ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার ঘটনার, নিন্দায় সরব হয় সবস্তরের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। চরম অস্বস্তিতে পরে রাজ্যের শাসকদল। চাপে পরে উপাচার্যকে হেনস্তার ঘটনায়, অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এবার সামনে এল জামালপুর টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের শা’সানির ঘটনা। যা দেখে চমকে উঠেছে গোটা বাংলা।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা ভাঙড়ের কুখ্যাত নেতা আরাবুল ইসলাম, হামেশাই টেবিল চাপড়ে অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিত। সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হল, পূর্ব বর্ধমানের জামালপুর। টিচার্স রুমে ঢুকে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আরাবুলের কায়দায় টেবিল চাপড়ে ও আঙুল উচিয়ে কলেজ শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিলেন।

বিট্টু মল্লিক জামালপুর কলেজের বর্তমান পড়ুয়াও নন, প্রাক্তনীও নন। তারপরও কীভাবে এই ছাত্রনেতা, ঢুকে এলেন টিচার্স রুমে? কার জোরে এভাবে টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে, তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিলেন? ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, সেই প্রশ্নই তুলছে বাংলার মানুষ, উঠেছে নিন্দার ঝড়।

]]>