AlQaeda – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 06:52:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AlQaeda – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের https://thenewsbangla.com/stf-and-kolkata-police-starts-investigating-about-al-qaeda-indian-module/ Mon, 10 Oct 2022 06:34:12 +0000 https://thenewsbangla.com/?p=16926 শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের। দিনে দিনে বাংলা হয়ে উঠছে জ’ঙ্গিদের ঘাঁটি, এমনটাই উঠে আসছে গোয়েন্দাদের তদন্তে। গত মাসে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাণ্ডি এলাকা থেকে গ্রেফতার হয় হাসনত শেখ। সেখানে শিক্ষকতার নামে সে, ভারতীয় আল কায়েদা বা ‘আকিস’-এর (AQIS) স্লিপার সেল চালাত বলে গোয়েন্দাদের অভিযোগ। হাসনত শেখকে জেরা করে জানা যায়, বাংলাদেশ থেকে আল কায়দার যে সব সদস্য ও নেতারা চোরাপথে এই রাজ্যে আসত, হাসনত তাদের এই রাজ্যে থাকার ব্যবস্থা করে দিত। শুধু তাই নয়, সেই সব জ’ ঙ্গিদের জাল ভারতীয় পরিচয়ও তৈরি করে দিত সে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এইভাবে, বহু জ’ ঙ্গি ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে জাল পরিচয়ে।

জুলাইয়ে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে, বাংলাদেশী জ’ঙ্গি সংগঠন ও ভারতীয় আল কায়েদার নেতা ফয়জল আহমেদকে। বাংলাদেশ থেকে পলাতক ওই জ’ঙ্গির ফাঁ’সির আদেশও জারি করেছে বাংলাদেশের আদালত। চোরাপথে এই রাজ্যে প্রবেশ করে, পরিচয় বদলে শহিদ মজুমদার নাম নিয়ে সে চলে যায় বেঙ্গালুরুতে। বাংলাদেশের গোয়েন্দাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পেয়ে এসটিএফের গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন। সেই নাম্বারটি ছিল বেঙ্গালুরুর বাসিন্দা শহিদ মজুমদারের। তদন্ত করে গোয়েন্দারা নিশ্চিত হন যে, ওই শহিদ মজুমদারই আসলে এবিটি তথা আল কায়েদা জ’ঙ্গি নেতা ফয়জল আহমেদ।

আরও পড়ুনঃ বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

ফয়জলকে জেরা করেই হাসনত শেখের সন্ধান মেলে উত্তরপ্রদেশে। পুলিশের জেরার মুখে হাসনত স্বীকার করে যে, বাড়িতে সে লুকিয়ে রেখেছে আকিস বা আল কায়েদার কার্যকলাপের বহু নথি, যেগুলি একটি পেন ড্রাইভেই বন্দি রয়েছে। এসটিএফ আধিকারিকরা হানা দেন মালদহের কালিয়াচকে সুজাপুর এলাকার নাজিরপুর গ্রামে তার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় ওই পেন ড্রাইভ।

পুলিশি তদন্তে উঠে এসেছে, কলকাতার আশপাশের কয়েকটি জেলায় মডিউল তৈরি করেছে আল কায়েদার জ’ঙ্গিরা। ওই পেন ড্রাইভ থেকে ভারতের কোন রাজ্যে কতজন যুবককে, ভারতীয় আল কায়েদা জ’ঙ্গি সংগঠনে নিয়োগ করা হয়েছে, বা দেশের বাইরে কোনও জায়গায় পাঠানো হয়েছে কি না, সেই তথ্য জানা চেষ্টা হচ্ছে। বেশ বিপদে বাংলা।

]]>
মেধাবী ছেলেটাও জ’ঙ্গি, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদা https://thenewsbangla.com/talented-muslim-boy-arrested-by-kolkata-police-stf-as-al-qaeda-hasnat-sheikh-family-surprised/ Thu, 15 Sep 2022 15:17:13 +0000 https://thenewsbangla.com/?p=16827 ‘মেধাবী ছেলেটাও জ’ঙ্গি’, আলকা’য়দা সন্দেহে হাসনাত শেখ গ্রেফতার, অবাক মালদার সুজাপুর। বাড়ি মালদার সুজাপুরে, মেধাবী ছাত্র। কিন্তু সেই আল-কায়’দার ভারতীয় উপমহাদেশ শাখার হয়ে, মূলত হাওড়া জেলায় আল-কায়’দার হয়ে সদস্য সংগ্রহ সহ জ’ঙ্গি সংগঠনের বিভিন্ন কাজকর্ম করত বলেই অভিযোগ। সন্দেহভাজন জ’ঙ্গি হাসনাত শেখ-কে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে, গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স।

মালদার কালিয়াচকের বাসিন্দা, ওই জ’ঙ্গির নাম হাসনাত শেখ। রবিবার তাকে গ্রেফতার করে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি আদালতে জানান, ধৃতের বিরুদ্ধে দেশ-বিরোধী কার্যকলাপের, অকাট্য প্রমাণ রয়েছে। এ রাজ্যে সে নিষিদ্ধ জ’ঙ্গি সংগঠন আল-কায়’দার হয়ে কাজ করছিল। হাসনাতকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন; লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়

মালদার সুজাপুরে প্রত্যন্ত গ্রামে ছোট্ট বাড়ি, সেখানেই বেড়ে ওঠা হাসনাতের। এলাকায় মেধাবী-ছাত্র হিসাবেই পরিচিত। সকলের মুখে-মুখে ফেরে, ‘ভাল ছেলে’ মন্তব্য। আর সেই ছেলেই কিনা, আল-কা’য়দা জ’ঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছে। মানতেই পারছেন না, ধৃত হাসনাত শেখের পরিবার, প্রতিবেশীরা।

স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে হাসনাত। এরপর উচ্চশিক্ষার জন্য, উত্তরপ্রদেশের সাহারানপুরে পাড়ি দেয় সে। এসটিএফের দাবি, সেখানেই ভারতের আল-কা’য়দা জ’ঙ্গি সংগঠন ‘আকিস’-এর নেতারা তার মগজধোলাই করে। বাংলাদেশি আকিস জ’ঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদারকে জেরা করে তার সন্ধান মেলে।

]]>
শিক্ষকতার আড়ালে জ’ঙ্গি নিয়োগ করত আব্দুল রাকিব, ১৭ জন জ’ঙ্গি লুকিয়ে রাজ্যে https://thenewsbangla.com/abdul-rakib-recruits-mili-tants-under-the-guise-of-teacher-17-mili-tants-are-hiding-in-state/ Fri, 19 Aug 2022 06:23:27 +0000 https://thenewsbangla.com/?p=16251 শিক্ষকতার আড়ালে জ’ঙ্গি নিয়োগ করত আব্দুল রাকিব, আরও ১৭ জন জ’ঙ্গি লুকিয়ে রয়েছে রাজ্যে। শিক্ষক পরিচয় দিয়েই ভারত জুড়ে জ’ঙ্গি নিয়োগ করত, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের আব্দুল রাকিব সরকার। আ’ল-কায়দা জ’ঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। কীভাবে চলত নিয়োগ? কার নির্দেশে চলত গোটা প্রক্রিয়া? দেশের কোথাও না’শকতার ছক ছিল কিনা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আ’ল-কায়দার ভারতের শাখা সংগঠন ‘আকিস’ বা আ’ল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট। উত্তর ২৪ পরগনার শাসন থেকে আ’ল-কায়দা জ’ঙ্গি সন্দেহে ধৃত, হুগলির আরামবাগের সামতা এলাকার বাসিন্দা কাজি আহসানউল্লাহ এবং দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বাসিন্দা আব্দুল রাকিব সেই জ’ঙ্গি সংগঠনের অন্যতম ‘কিংপিন’ ছিল। এমনটাই মনে করছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

আরও পড়ুনঃ পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শাসন থেকে, ওই দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে রাকিব সংগঠনে পুরনো লোক। সে বছর দশেক ওই জ’ঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, মনে করছেন এসটিএফ আধিকারিকরা। বাংলাদেশ এবং ভিনরাজ্য থেকে বাংলায় পা রাখা জ’ঙ্গিদের, থাকা-খাওয়ার ব্যবস্থা করতে রাকিব।

পাশাপাশি সংগঠন তাকে ‘সমমনস্ক’দের মগজধোলাই করে, ভারতেই জ’ঙ্গি দল গড়ার দায়িত্বও দিয়েছিল বলে মনে করা হচ্ছে। দুজন-কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে, আরও অন্তত ১৭ জন জ’ঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

]]>
রাজ্যে ফের দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, বাংলায় কি করছে এই ভয়ঙ্কর জ’ঙ্গিরা https://thenewsbangla.com/al-qaeda-in-west-bengal-what-are-these-terrible-persons-doing-in-west-bengal/ Thu, 18 Aug 2022 05:02:34 +0000 https://thenewsbangla.com/?p=16211 রাজ্যে ফের দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, বাংলায় কি করছে এই ভয়ঙ্কর জ’ঙ্গিরা। রাজ্যে দুই আল কায়দা জ’ঙ্গির খোঁজ, শাসন থেকে গ্রেপ্তার ২ জন। রাজ্য পুলিশের এসটিএফের জালে, এই দুই আল কায়দা জ’ঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায়, বেশ কয়েকটি মামলা রুজু করেছে। বৃহস্পতিবার এই দুজনকে আদালতে তোলা হবে।

বুধবার রাত ৯ টা নাগাদ শাসন থানার অন্তর্গত, খড়িবাড়ি এলাকা থেকে নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহ নি’ষিদ্ধ জ’ঙ্গি সংগঠন, ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। এই দুজনকে জেরা করে, আরও মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।

আরও পড়ুনঃ শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ

ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশ’কতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা।

আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। ধৃত দুজনেই আল কায়দা জ’ঙ্গি, নি’ষিদ্ধ জ’ঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করছে।

]]>