AbhijitGanguly – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 18 Nov 2022 13:12:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AbhijitGanguly – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিচারপতি যখন আমজনতার ভগবান, তখন ৪০ পেরোলেও শিক্ষকের চাকরি সম্ভব https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-primary-education-board-hold-interviews-of-92-tet-passed-candidates/ Fri, 18 Nov 2022 13:12:05 +0000 https://thenewsbangla.com/?p=16980 বিচারপতি যখন আমজনতার ভগবান, তখন ৪০ পেরোলেও শিক্ষকের চাকরি সম্ভব। চাকরিপ্রার্থীদের হাহাকারের মধ্যেই এবার স্বস্তির ছবি। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে হয়ে গেল, ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ পর্ব। ৬ বছর পর হকের চাকরি মেলার একেবারে সামনে আসায়, আদালত ও বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেন সাক্ষাৎ ভগবান তাদের কাছে।

একদিকে এখনও অনিশ্চয়তা, আরেকদিকে কিছুটা আশার আলো। একদিকে নিয়োগপত্রের জন্য অনন্ত অপেক্ষা, আরেকদিকে অপেক্ষার অবসান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে, প্রাইমারি স্কুলে চাকরি পেতে চলেছেন, ২০১৪-র টেট উত্তীর্ণ ৯২ জন পরীক্ষার্থী।

শুক্রবার, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে, তাঁদের ইন্টারভিউ ও ভেরিফিকেশন পর্ব হয়ে গেল। চাকরিপ্রার্থীরা একযোগে বলছেন, “ভুল প্রশ্নপত্র মামলায়, আমরা ৬ নম্বর পেয়েছি। পেয়ে আজ ইন্টারভিউ দিলাম। ৪০ বছর পেরিয়ে যাবার পরেও, ইন্তারভিউ দিতে পারলাম, তার জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রণাম। উনি না থাকলে এটা কোনদিন হতই না। উনি আমদের কাছে সাক্ষাৎ ভগবান”।

এই ৯২ জনের প্রত্যেকেই ২০১৪-র TET পরীক্ষার্থী। সেবারের পরীক্ষায়, ৬টি প্রশ্নে ভুল থাকা নিয়ে, কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলায় বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্টে, ৬টি প্রশ্ন ভুল থাকার কথা জানায়। পরবর্তীকালে হাইকোর্ট নির্দেশ দেয়, যে পরীক্ষার্থীরা এই ৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন, ঠিক বা ভুল যাই হোক, তাঁদের ৬ নম্বর দিতে হবে। ৬ নম্বর বেড়ে যাওয়ায় অনেক চাকরিপ্রার্থীকেই, TET উত্তীর্ণ বলে ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কিন্তু দেখা যায়, এই কবছরে অনেকেরই বয়স ৪০ পেরিয়ে গেছে। ফলে ইন্টারভিউতে বসার সুযোগ হারিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে, চাকরিপ্রার্থীদের একাংশ ফের হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় বেশ কয়েকজন প্রশিক্ষিত চাকরিপ্রার্থীকে, ইন্টারভিউতে বসার ও নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>
রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-the-appointment-of-23-tet-passers-5-years-wasted-by-wb-govt/ Tue, 06 Sep 2022 04:20:06 +0000 https://thenewsbangla.com/?p=16666 রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। বড় ভুল করেছিল রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। অথচ গত ৫ বছর যাবৎ সেই ভুলের খেসারত দিচ্ছেন, বাংলার ২৩ জন চাকরিপ্রার্থী। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই ২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, আগামী ২৩ দিনের মধ্যে। শূন্যপদ না থাকলে, তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কি না, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে।

ঠিক কি হয়েছিল? ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায়, ৬টি প্রশ্ন ভুল ছিল। সেবছরই পরীক্ষা দিয়েছিলেন, এই ২৩ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায়, তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, পর্ষদের প্রশ্নে ভুল ছিল, ওই ছনম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

অন্য একটি মামলায় দেখা যায়, ভুল প্রশ্ন থাকায় চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়েছে পর্ষদ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন এই ২৩ টেট পরীক্ষার্থী। পর্ষদকে বিচার করতে বলে হাইকোর্ট, নিজেদের ভুল স্বীকার করে নম্বর বাড়িয়ে দেয় পর্ষদ। ফলে টেট পাশ করে যান ওই ২৩ জন। এরপরই শুরু বিপত্তি। মামলাকারীদের অভিযোগ, তাঁরা নম্বর পাবে কিনা তা বিচারাধীন থাকা অবস্থায়, ২০২০ সালে নতুন নিয়োগ করে পর্ষদ। এমনকী, প্রশিক্ষণহীনরাও চাকরি করছেন।

এদিকে আদালতে পর্ষদ জানিয়েছে, আপাতত কোনও শূন্যপদ নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বোর্ডের ভুলে পাঁচ বছর চাকরি পাননি ওঁরা, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে”। একইসঙ্গে তিনি জানান, এই ধরনের যত মামলা আসবে তিনি সেগুলি বিবেচনা করবেন। ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল, রাজ্য সরকারের।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-calcutta-high-court-conspiracy-to-remove-from-ssc-recruitment-scam-case/ Tue, 30 Aug 2022 05:16:58 +0000 https://thenewsbangla.com/?p=16493 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’ শুরু। এমনটাই বলছেন বাংলার সাধারণ মানুষ। একের পর এক চাকরি দুর্নীতি মামলায়, যুগান্তকারী রায় দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার চরম ফ্যাসাদে। বাংলার একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। আর তাতেই নড়েচড়ে বসেছে অনেকেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে তৎপর, তৃণমূলের আইনজীবীরা, অভিযোগ অনেকেরই। এবার সেই ‘চক্রান্ত’ এর এখন নেতৃত্ব দিচ্ছেন, বর্ষীয়ান আইনজীবী অরুনাভ ঘোষ, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।

আগেই এসএসসি মামলা থেকে সরানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং শিক্ষক বদলি সংক্রান্ত দুর্নীতি মামলার, আর শুনানি করতে পারছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে এখন প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ৬ জুন থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে, কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা

এবার প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার বিচারের দায়িত্ব থেকেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাতে উদ্যোগী আইনজীবী অরুনাভ ঘোষের নেতৃত্বে তৃণমূলের আইনজীবীরা। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভ ঘোষের নেতৃত্বে কিছু আইনজীবী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, মামলার বিষয় বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। আর এতেই ক্ষুব্ধ বাংলার সাধারণ মানুষ।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-attempted-to-remove-ssc-recruitment-scam-case-by-arunava-ghosh-other-lawyers/ Mon, 29 Aug 2022 13:45:39 +0000 https://thenewsbangla.com/?p=16472 বাংলার মানুষের ‘প্রিয় বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রধান বিচারপতিকে নালিশ কংগ্রেস নেতা-আইনজীবী অরুণাভ ঘোষের। “বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে”! নাম না করেই হাইকোর্টে নালিশ অরুণাভর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করেই, নজিরবিহীন আক্রমণ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির এজলাসে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে নালিশ করলেন, হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবী।

তাঁদের দাবি, “কয়েকটি বিশেষ মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে”। বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা করছেন অরুণাভর নেতৃত্বে কয়েকজন আইনজীবী? কিন্তু কেন?

আরও পড়ুনঃ এ দুর্নীতির শেষ কোথায়, অনুব্রত-কন্যা সুকন্যার নামে ভারত সেবাশ্রমের জমি

সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে, অভিযোগ জানিয়েছেন অরুনাভের নেতৃত্বে কিছু আইনজীবী। নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়, বদলেরও আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, কোর্টরুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে, বিচারের কাজ হচ্ছে না।

সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও, আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। প্রধান বিচারপতি এদিন বলেন, “আদালতের গরিমা রক্ষার দায়-দায়িত্ব আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি”। কিন্তু বাংলার মানুষের চোখে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন ‘ভগবান’।

]]>
মানিক ভট্টাচার্যর জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি, নতুন কমিটি https://thenewsbangla.com/manik-bhattacharya-replaced-by-gautam-paul-as-new-president-of-the-primary-education-board/ Tue, 23 Aug 2022 15:31:11 +0000 https://thenewsbangla.com/?p=16360 মানিক ভট্টাচার্যর জায়গায় এলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি, নতুন কমিটি। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু তথ্য পায় তদন্তকারী সংস্থা, সেই তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসতেই, নিজের পদ থেকে সরানো হয়েছিল মানিক ভট্টাচার্যকে। মঙ্গলবার তাঁর জায়গায় নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন গৌতম পাল, তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের দায়িত্বে রয়েছেন। রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল।

নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই, প্রাথমিকে রদবদল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদেরও। সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় এলেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই, প্রাথমিক শিক্ষা পর্ষদে সভাপতি পরিবর্তন করা হল। মানিক ভট্টাচার্যকে অপসারণ করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, প্রাক্তন অধ্যাপক তথা পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষাবিদ স্বাতী গুহ, স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়্যারম্যান অভীক মজুমদার, অধ্যাপক রঞ্জন চক্রবর্তীরা।

পাশাপাশি, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানকেও, এই অ্য়াড হক কমিটির সদস্য করা হয়েছে। রাজ্যের তিনটি স্কুলের তিন শিক্ষক-শিক্ষিকাও, নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন।

]]>
“আপনি আইন জানেন না”, নিজের এজলাসেই আইনজীবীর আ’ক্রমণের মুখে বিচারপতি গাঙ্গুলি https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-advocate-arunabh-ghosh-in-calcutta-high-court/ Thu, 18 Aug 2022 12:43:37 +0000 https://thenewsbangla.com/?p=16238 “আপনি আইন জানেন না”, নিজের এজলাসেই আইনজীবী অরুনাভ ঘোষের আ’ক্রমণের মুখে পড়লেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। টেট মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীর এই বাকবিতণ্ডা ঘিরে, তীব্র উত্তেজনা তৈরি হল কলকাতা হাইকোর্টের এজলাসে। যা নজিরবিহীন। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। আর সেখানেই চরম বাদানুবাদে জড়ালেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুনাভ ঘোষ।

বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান, আইনজীবী অরুণাভ ঘোষ। গোড়া থেকে কার্যত আক্রমণের ভঙ্গিতেই, আজ ছিলেন তিনি। বিচারপতির উদ্দেশ্যে আইনজীবী অরুণাভর বক্তব্য, “আপনি আইন জানেন না। আপনাকে কী করে ডিল করতে হয় জানি। কোর্টকে বাজার করবেন না”। পালটা অরুণাভর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনার বিরুদ্ধে রুল ইস্যু করে, আপনাকে জেলে পাঠাব”।

আরও পড়ুনঃ ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়

শেষে অবশ্য বর্ষীয়ান দুজনেই, ঝামেলা মিটিয়ে নেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি বর্ষীয়ান আইনজীবী। যা হয়েছে ভুলে যান। আমি কিছু মন্তব্য করেছি। ভুলে যান। আমি তুলে নিচ্ছি”। অরুণাভ বলেন, “আমি কিছু মনে রাখি না”।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “আমি আমার মন্তব্য তুলে নিচ্ছি। কল্যাণদার (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) কাছেও বলেছি। ভালবাসা থাকুক। ক্ষোভ রাখবেন না। যা হয়েছে ভুলে যান। আমিও ভুলে যাচ্ছি”। শেষে বিচারপতি হেসে অরুণাভকে দেখে হাতজোড় করেন। অরুণাভ ঘোষও উঠে দাঁড়িয়ে হাসেন, বিচারপতি গাঙ্গুলির দিকে তাকিয়ে। হাঁফ ছেড়ে বাঁচেন, আদালতের সবাই।

]]>
কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের https://thenewsbangla.com/calcutta-high-court-withdraws-order-of-anubrata-mondal-daughter-sukanya-mondal-court-presence/ Thu, 18 Aug 2022 10:43:18 +0000 https://thenewsbangla.com/?p=16229 কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাঁর বিরুদ্ধে জমা পড়া অতিরিক্ত হলফনামা, প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামায় অভিযোগ করা হয়েছিল যে, সুকন্যা মণ্ডল-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৬ শিক্ষক টেট পাস নন। যার ভিত্তিতে এদের টেট সার্টিফিকেট-সহ, চাকরির নিয়োগপত্র নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই হাজিরার নির্দেশ প্রত্যাহার করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে সুকন্যা মণ্ডলকে, এদিন টেট সার্টিফিকেট জমা করতে হয়নি। দিতে হয়নি অন্যান্য কাগজপত্র।

আদালতে সুকন্যার হাজিরা, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ প্রত্যাহার। নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। অনুব্রতর মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল-সহ ছ-জনেরই হাজিরার নির্দেশ প্রত্যাহার। প্রত্যাহার টেট পাস সার্টিফিকেট পেশ করার নির্দেশও। নির্দেশ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নিজেই।

আরও পড়ুনঃ ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়

গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরই, তাঁর মেয়ের আয় বহির্ভূত সম্পত্তি ও বাড়ির পাশে স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই, প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন, স্কুলেও যান না, বাডি়তে হাজিরার খাতা এসে পৌঁছয়, এমন নানা অভিযোগ সামনে আসে। এসএসসি নিয়ে আগেই, মামলা চলছিল আদালতে। তাতে সুকন্যাকে নিয়ে, নতুন হলফনামা জমা পড়ে। অনুব্রতর আরও পাঁচ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে।

]]>