International – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 26 Sep 2022 05:34:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg International – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের জন্য ‘বিশেষ সামরিক প্যাকেজ’, আমেরিকাকে ‘একহাত’ নিল ভারত https://thenewsbangla.com/usa-special-military-package-for-pakistan-india-protest-against-america-decisions/ Mon, 26 Sep 2022 05:33:34 +0000 https://thenewsbangla.com/?p=16848 পাকিস্তানের জন্য ‘বিশেষ সামরিক প্যাকেজ’ ঘোষণা করল জো বাইডেন সরকার, আর তারপরেই আমেরিকাকে ‘একহাত’ নিয়েছে ভারত। এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জিনিসের সরবরাহ, পাকিস্তানকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পরিকল্পনা ‘ফরেন মিলিটারি সেলস’এর আওতায়, এফ-১৬ যুদ্ধবিমানের হার্ডওয়্যার-সফ্টওয়্যার সহ পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী দেওয়া হবে। আর এতেই চটেছে ভারত।

পাকিস্তানের জন্য বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। “পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ জেটগুলির আধুনিকীকরণের জন্য, এই অর্থ বরাদ্দ করা হয়েছে”, দাবি ওয়াশিংটনের। এতে নাকি পাকিস্তানের সন্ত্রা’সবি’রোধী লড়াই, আরও জোরাল হবে! কিন্তু এতেই চরম ক্ষুব্ধ ভারত। শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ায়, আমেরিকাকে একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

আরও পড়ুনঃ মহালয়ার ভিডিওয় দুর্গা সেজে, ‘মৌল’বাদী’দের হু’মকির মুখে ‘মহানায়িকা’

ওয়াশিংটনের এক অনুষ্ঠানে, আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে, আমেরিকার কোনও উদ্দেশ্যপূরণ হচ্ছেনা”। কড়া ভাষায় জয়শংকর বলেন, “বিষয়টি নিয়ে আমেরিকার ভেবে দেখার সময় হয়েছে। আপনারা বলছেন, এফ-১৬ যুদ্ধবিমান সন্ত্রা’সবিরোধী লড়াইয়ে ব্যবহার করবে পাকিস্তান। আপনারা কাকে নির্বোধ ভাবছেন! সবাই জানে, এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার হবে। ভেবে দেখুন আপনারা কী করছেন”।

যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আমেরিকার ‘পাকিস্তানি প্যাকেজ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। রাজনাথ জানান, “যেভাবে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, তা নিয়ে ভারত একেবারেই সন্তুষ্ট নয়”।

]]>
ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা, তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান https://thenewsbangla.com/india-import-ban-by-pakistan-now-lifted-and-begging-on-knees-for-tomato-onion/ Mon, 29 Aug 2022 14:58:51 +0000 https://thenewsbangla.com/?p=16482 ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে ছিল, সেটা তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান। এবার দেশে ৫০০ টাকা কেজি টমেটো, ৪০০ টাকা পেঁয়াজ! ফলে এবার বাধ্য হয়ে, ভারত থেকে আমদানির প্রস্তুতি পাকিস্তানের। ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানে। এমনিতেই বাজাত দর আকাশছোঁয়া। তারপরে এখন মারাত্মক বন্যায়, কাতারে কাতারে মরছে মানুষ। এরই সঙ্গে বাজারে অভাব, নিত্য প্রয়োজনীয় বস্তুও। সব সব্জির দাম ছুঁয়েছে, মানুষের নাগালের বাইরে। ফলের দামও মধ্যবিত্তের নাগালে বাইরে। এই পরিস্থিতির মোকাবিলা করতে, এবার ভারত থেকে জিনিসপত্র আমদানি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

জানা যাচ্ছে, ভারত থেকে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ও টমেটো আমদানি করতে পারে পাকিস্তান। সে দেশের পাইকারি ব্যবসায়ীদের কাছে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ইমরান খান আমলে ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছিল, পাকিস্তান সরকার। এবার সেটা তো তুলে নেওয়া হয়েছেই, ভারত থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। কথা শুরু হয়েছে, ভারত সরকারের সঙ্গে।

পাকিস্তানের লাহোর বাজারের এক ব্যবসায়ী জানান, “রবিবার টমেটোর দাম ছিল, ৫০০ টাকা প্রতি কিলো। পেঁয়াজের দাম ছিল, ৪০০ টাকা কিলো। বাকি জিনিসের দামও ছিল, আকাশছোঁয়া। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি। ওই ব্যবসায়ী জানান, “বন্যার কারণে বিপুল পরিমাণ সব্জি নষ্ট হয়েছে। আমদানি করা সব্জির যোগানও যথেষ্ট কম। বাজারে চাহিদা মতো জোগান না থাকায় এই মূল্যবৃদ্ধি। এখন ভারত থেকে সবজি না এলে, দাম কমার সম্ভাবনাই নেই”।

]]>
চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে https://thenewsbangla.com/pakistan-face-problems-with-chinese-fighter-jet-jf17-seeking-help-from-russia/ Wed, 24 Aug 2022 08:03:44 +0000 https://thenewsbangla.com/?p=16388 চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে। জেএফ-১৭, চিনের তৈরি যু’দ্ধবিমান। ভারতকে টক্কর দিতে, বন্ধু চিনের এই বিমানের উপর নির্ভর করেছিল পাকিস্তান। আর এই নিয়েই এখন মহাবিপদে পড়েছে পাকিস্তান। না পারছে গিলতে, না পারছে উগরাতে। গলার কাঁটা হয়ে গিয়েছে, বন্ধু চিনের দেওয়া জেএফ-১৭। খুব তাড়াতাড়ি যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে, সেই যন্ত্রাংশ আর পাঠাচ্ছে না চিন। বন্ধ হয়ে পরে আছে, অধিকাংশ জেএফ-১৭ বিমান। এবার চিনের সেই বিমান সারাতে, রাশিয়ার কাছে হাত পাতল পাকিস্তান।

ইউক্রেন যু’দ্ধের আবহে রাশিয়া থেকে গোপনে, জেএফ-১৭ যু’দ্ধবিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ কিনতে তৎপর হয়েছে পাকিস্তান। ইউক্রেন সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে, চিনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার যু’দ্ধবিমানের জন্য, রাশিয়ায় তৈরি ক্লিমোভ আরডি-৯৩ জেট ইঞ্জিন ও তার যন্ত্রাংশ কেনার বিষয়ে ইতিমধ্যেই গোপনে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন; ৩০ বছর পর কাশ্মীরে আবার যুগান্তকারী ঘটনা, আনন্দে ভাসছে ভূস্বর্গের মানুষ

এদিকে ইউক্রেন যু’দ্ধের কারণে, আমেরিকা এবং ইউরোপের দেশগুলি একাধিক রুশ সংস্থার উপর নিষে’ধাজ্ঞা জারি করেছে। জেএফ-১৭ ছাড়াও মিগ-২৯, মিগ-৩৫-সহ একাধিক রুশ যু’দ্ধবিমানের, ইঞ্জিন নির্মাতা সংস্থা ক্লিমোভ রয়েছে সেই নিষে’ধাজ্ঞার তালিকায়। আগে থেকেই ওয়াশিংটনের নিষে’ধাজ্ঞার তালিকায় রয়েছে, ক্লিমোভের ইঞ্জিন সরবরাহকারী সংস্থা ‘রোসোবোরোনেক্সপোর্ট’। ফলে যু’দ্ধবিমানের ইঞ্জিনের যন্ত্রাংশের অভাবে, বিপাকে পড়েছে পাক বিমানবাহিনীর জেএফ-১৭ স্কোয়াড্রনগুলি। বন্ধু চিন যে এভাবে ডুবিয়ে দেবে, তা ভাবতেও পারেনি ভারতের ‘প্রতিবেশী’ পাকিস্তান।

]]>
রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ https://thenewsbangla.com/russia-federal-security-service-detains-isis-plans-against-india/ Mon, 22 Aug 2022 11:34:17 +0000 https://thenewsbangla.com/?p=16309 রাশিয়ায় ধৃত আইএসআইএস জ’ঙ্গির টার্গেটে ছিলেন মোদী-শাহ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, রাশিয়ায় ধৃত এক আইএসআইএস জ’ঙ্গিকে জেরা করে। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর, হামলার পরিকল্পনা করছিল ধৃত স’ন্ত্রাস’বাদী। ভারতে আ’ত্মঘা’তী হামলার বি’স্ফোর’ক তথ্যও সামনে উঠে এসেছে। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তাদের আধিকারিকরা ই’সলা’মিক স’ন্ত্রাস’বাদী গোষ্ঠীর এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জেনেছে, এই ধৃত জ’ঙ্গি ভারতের কোনও এক বড় নেতার উপর হা’মলার ছক কষছিল। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই স’ন্ত্রাস’বাদীর হি’টলিস্টে রয়েছে।

রুশ গোয়েন্দা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিকে তুরস্কের এক আইএস নেতা নিয়োগ করেছিল। আ’ত্মঘা’তী হা’মলাকা’রী হিসেবেই নিয়োগ করা হয়েছিল তাকে। আটক জ’ঙ্গি ই’সলা’মিক স্টেটের নেতার প্রতি তার আনুগত্য প্রকাশ করেছিল। তাকে রাশিয়ায় আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। রাশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে, উড়ে যাওয়ার কথা ছিল এই আ’ত্মঘা’তী জ’ঙ্গির।

আরও পড়ুনঃ চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

ধৃত এই ব্যক্তির সঙ্গে আরও কেউ আছে কিনা, তা খতিয়ে দেখছে রুশ গোয়েন্দারা। তবে কেন্দ্রের ক্ষমতাসীন কোন নেতাকে হ’ত্যার ছক কষা হয়েছিল, তা এখনও নিশ্চিত নন রাশিয়ান গোয়েন্দারা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোনও বড় রাজনৈতিক দলের এক বিখ্যাত প্রতিনিধির উপর হা’মলা চালানোর ছক কষেছিল এই আইসিস জ’ঙ্গি। রাশিয়ার রিপোর্ট খতিয়ে দেখছে ভারত।

]]>
চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা https://thenewsbangla.com/china-spy-ship-technique-utterly-defeated-by-indian-space-scientists/ Mon, 22 Aug 2022 06:37:31 +0000 https://thenewsbangla.com/?p=16290 চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। গত মঙ্গলবার শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে এসে পৌঁছায়, চিনের ‘গুপ্তচর’ জাহাজ ইয়ান ওয়্যাং-৫। এই জাহাজ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল, ভারত-আমেরিকা। জাহাজ না পাঠাতে কলম্বোর তরফেও, বেজিংকে অনুরোধ করা হয়। তবু ভ্রুক্ষেপ না করে ভারতের আপত্তি উড়িয়ে, শ্রীলঙ্কার বন্দরে নোঙর করে এই ‘গুপ্তচর’ জাহাজ।

ইয়ান ওয়্যাং-৫ জাহাজ শ্রীলঙ্কা পৌঁছনোর আগে, বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে চর্চা চলছে। কী আছে এই জাহাজে, যার কারণে এই জাহাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত-আমেরিকা? হামবানটোটা বন্দর শ্রীলঙ্কায় থাকলেও, নিয়ন্ত্রণ বেজিংয়ের হাতে রয়েছে। বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে বেজিং, তাছাড়া শ্রীলঙ্কা প্রচুর ঋণ নিয়েছে চিনের কাছে।

‘গুপ্তচর’ জাহাজ ইয়ান ওয়্যাং-৫, যে কোনও উপগ্রহের উপরেও নজরদারি চালাতে পারে। পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হদিস দিতেও সক্ষম এই জাহাজ। বিশেষজ্ঞদের দাবি, সেন্সর-সহ বেশ কিছু উন্নত প্রযুক্তিযুক্ত এই নজরদারি জাহাজ, ভারতের নিরাপত্তায় বড় সমস্যা তৈরি করতে পারে। জাহাজটির ৭৫০ কিলোমিটারের মধ্যে কোনও ক্ষেপণাস্ত্র বিষয়ক গবেষণার তথ্য, সহজেই সংগ্রহ করতে পারে এই জাহাজ।

এর অর্থ, তামিলনাডুর কালপাক্কাম, কুডানকুলাম-সহ ওই এলাকায় থাকা পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর, গুপ্তচরবৃত্তি করতে পারে এই জাহাজ।
চিনের পিপলস লিবারেশন আর্মির ইঞ্জিনিয়ার দল, জাহাজের দায়িত্বে রয়েছে।

ভারত কি করল?

চিনের জাহাজটি ডক করার আগেই ভারতের দুটি মিলিটারি ইন্টেলিজেন্স GSAT 7/7A স্যাটেলাইট (রুক্মিণী আর অ্যাংরি বার্ড), RI SAT আর ভারতের স্পাই স্যাটেলাইট EMISAT শ্রীলঙ্কার ওই বন্দরের ওপর পজিশন নেয়। একটি ইলেক্ট্রোম্যাগনেটিক মেশ ব্লক (অনেকটা তড়িৎ-চুম্বকীয় জাল দিয়ে ঢেকে ফেলা) করে ফেলে পুরো জায়গাটিকে।

এর ফলে জাহাজটি কোন মাইক্রোওয়েভ সিগনাল পাঠিয়ে, তথ্য সংগ্রহ করতে পারেনি। এটি এক-ধরনের জ্যামিং। উল্টে ভারতের EMISAT চিনের জাহাজের ট্রান্সপন্ডার সিস্টেমে ঢুকে, অনেক গোপন অ্যালগরিদম জেনে নেয়। এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে ‘কৌটিল্য’ নামে ভারতীয় একটি ইলেকট্রনিক স্পাইং সিস্টেম, যেটি ভারত ২০১৯ সালেই স্পেসে পাঠিয়েছিল।

চিনের এই ‘রিসার্চশিপ’ নিয়ে যা “রিসার্চ” করার, সেটা ভারত করেই নিয়েছে। এটি আজ ২২শে আগস্ট দেশে ফিরে যাচ্ছে। শোনা যাচ্ছে, যে চিনা জেনারেলের মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছিল, তাঁকে বরখাস্ত করা হয়েছে।

]]>
মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই, দু’ষ্কৃতী দ্বারা ছু’রিকাহত হলেন সলমন রুশদি https://thenewsbangla.com/author-salman-rushdie-writer-the-satanic-verses-wounded-in-new-york-by-a-unknown-man-attacked/ Fri, 12 Aug 2022 16:32:32 +0000 https://thenewsbangla.com/?p=16118 আমেরিকার নিউইয়র্কে একটি অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই, এক দু’ষ্কৃতী দ্বারা ছু’রিকাহত হলেন বিখ্যাত লেখক সলমন রুশদি। গুরুতর আহত সলমন রুশদি-কে হেলিকপ্টারে উড়িয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকারজয়ী লেখকের আক্র’মণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রুশদি মঞ্চে ভাষণ দেওয়া শুরু করতেই, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মঞ্চে উঠে পড়েন। লেখকের সঙ্গে পরিচয়ের অছিলায়, তাঁকে ছু’রিকাঘাত করে। ছুরির আঘাতের পরেই, মাটিতে লুটিয়ে পড়েন জনপ্রিয় লেখক। তারপরেই বিশেষ হেলিকপ্টারে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় বংশোদ্ভূত কিন্তু এখন ব্রিটেনের নাগরিক লেখক সলমন রুশদি, গত ২৫ বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। নিউইয়র্কের শৌতকুয়া নামের একটি প্রতিষ্ঠানে, পঁচাত্তর বছর বয়সি রুশদির উপর এই হামলা চালানো হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গেই, প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, কেন এই হামলা তা জানার চেষ্টা চলছে হামলাকারীর কাছ থেকে।

আরও পড়ুনঃ ডিএ ‘ডেডলাইনের’ ৮ দিন আগে মা-মাটি-মানুষের ‘কারসাজি’, ক্ষুব্ধ সরকারি কর্মীরা

দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখককে, নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। ১৯৮৮ সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’, বিশ্ব জুড়ে বড় আকারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বইটি প্রকাশের পর, বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশের মানুষ প্রতিবাদ জানায়। অনেকের তরফেই লেখক-কে মৃ’ত্যুর হু’মকিও দেওয়া হয়। ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এই বই লেখার জন্য ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি রুশদির বিরুদ্ধে মৃ’ত্যুদণ্ডের ফ’তোয়া জারি করেছিল।

]]>
ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত https://thenewsbangla.com/china-violates-airspace-on-ladakh-border-india-gives-warning-to-take-action/ Sat, 06 Aug 2022 10:37:26 +0000 https://thenewsbangla.com/?p=15859 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের; এবার রীতিমত হুঁশিয়ারি দিল ভারত। ২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা, সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল; তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে বারবার চিনের বিমানের সীমান্ত দিয়ে উড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক; আগামী-দিনে এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে চিনকে সতর্ক করল ভারত।

সীমান্তে আকাশসীমা লঙ্ঘন এবং প্ররোচনা দেওয়ার ঘটনা নিয়ে; ফের এক দফা বৈঠক সারলেন ভারত-চিন সামরিক পর্যায়ের কর্তারা। গত ২রা অগস্ট এই বৈঠক হয়; পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়। চিন সেনা যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে; তা নিয়ে সরব হয় ভারত। এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না ঘটে; বৈঠকে তার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

গত একমাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায়; চিনের বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এই ধরনের উস্কা’নিমূলক কার্যকলাপ যাতে আর না হয়; সেই ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। চিন-বাহিনী তাদের যুদ্ধবিমানের মহড়া; পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও চালাচ্ছে। সেই সময়ই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে; ভারত প্রশ্ন তুলেছে। এরপর কিছু ঘটলে, ভারতীয় বায়ুসেনাও নিয়ম মেনেই পদক্ষেপ নেবে; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে উভয়পক্ষের বিমানবাহিনী ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
“মু’সলিম দেশে যোগ দিবস হবে না”, ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে ভারতের যোগ দিবসে হা’মলা https://thenewsbangla.com/no-yoga-day-in-muslim-country-international-yoga-day-incident-in-maldives/ Wed, 22 Jun 2022 13:44:56 +0000 https://www.thenewsbangla.com/?p=15655 “মু’সলিম দেশে যোগ দিবস হবে না”; ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে ভারতের যোগ দিবসে হা’মলা”। মাসখানেক আগে, বিজেপি নেত্রী নূপুর শর্মার সত্যি কথা নিয়ে যারা উ’ত্তাল হয়ে উঠেছিলেন; আন্তর্জাতিক যোগ দিবসে তাদের ধ’র্মের মানুষের হা’মলা নিয়ে কেন উদাসীন তারা? মালদ্বীপের রাজধানীতে যোগ দিবসের অনুষ্ঠানে ভারতীয়দের আ’ক্রমণ; ফুটবল স্টেডিয়ামে ভাঙ’চুর উন্ম’ত্ত মুস’লিম জনতার, বন্ধ অনুষ্ঠান।

বিশ্বের সিংহভাগ দেশেই, ২১ জুন দিনটিকে; আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপন করা হয়। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে চিহ্নিত করতে; রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে যে ১৭৭টি দেশ সায় দিয়েছিল; তার মধ্যে অন্যতম ছিল ইস’লাম অধ্যু’ষিত দেশ মালদ্বীপ। সেইমতো এতদিন ধরে প্রতি বছর এই বিশেষ দিনে, আয়োজিত হয় অনুষ্ঠান; তত্ত্বাবধানে ভারতীয় হাই কমিশন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে; যোগচর্চায় যোগ দিয়েছিলেন বহু মানুষ। কিন্তু আচমকাই তাল কাটল।

আরও পড়ুন; জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু

পতাকা, পোস্টার নিয়ে হইহই করতে করতে, ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে; ফুটবল স্টেডিয়ামে ঢুকে পড়ল প্রচুর মুস’লিম ধ’র্মের মানুষ। “মু’সলিম দেশে যোগ দিবস হবে না; যোগাভ্যাস বন্ধ করতে হবে”; এই দাবিতে তুমুল উত্তে’জনা শুরু হয় সেখানে। ভারতীয় কূটনীতিকদের রীতিমতো হু’মকির মুখে পড়তে হয়; চূড়ান্ত বিশৃ’ঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও তাতে ব্যর্থ হয় মালদ্বীপের পুলিশ। বন্ধ করে দিতে হয় অনুষ্ঠান।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে; গোটা বিশ্ব জুড়ে। সেখানে দেখা যাচ্ছে, ইস’লামের পতাকা হাতে; মাঠে ঢুকেছে কয়েকজন। যাঁরা যোগাসন করছিলেন, তাঁদের উপর হা’মলা চলে; যোগের ম্যাটে আ’ছড়ে পড়ে লাঠি। আশপাশে ছোটখাটো খাবারের দোকানেও ভাঙ’চুর চলে। না গোটা বিশ্বের মুস’লিম মানুষরা; এখন অব্দি একটা শব্দ বলেননি প্রতিবাদে; কোথাও বিক্ষো’ভ মিছিল হয়নি।

আসলে ক’ট্টরপ’ন্থী ইস’লামিকদের বিশ্বাস; যোগাসন মানে সূর্যের উপাসনা। কিন্তু ইস’লাম ধ’র্মে পুজো কিংবা উপাসনা তো নি’ষিদ্ধ। তাই যোগচর্চা তাদের ধ’র্মে নি’ষিদ্ধ; তাই দেশেও কাউকে এটা করতে দেওয়া হবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ সোলি টুইট করে জানান; “পুলিশ ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে। এটা খুবই গুরুতর ঘটনা; দোষীদের অবিলম্বে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে”।

]]>
বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত https://thenewsbangla.com/prophet-muhammad-controversy-kuwait-govt-sent-protesters-back-to-their-country/ Tue, 14 Jun 2022 05:18:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15426 বাংলায় ‘হাত জড়ো’ করে অনুরোধ করছে রাজ্য সরকার; অন্যদিকে রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! হজ’রত মহ’ম্মদ ইস্যুতে, রাস্তায় নেমে বিক্ষো’ভকারী মুস’লিম-দের; দেশ থেকে তা’ড়াচ্ছে কুয়েত সরকার। তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে; এদের বেশিরভাগই ভারত, পাকিস্থান ও বাংলাদেশের মানুষ। শুধু তা-ই নয়, তাঁরা কেউই আর কোনদিন; কুয়েতে আসতে পারবেন না বা এ দেশে বসবাস করতে পারবেন না।

কুয়েত প্রবাসী অনাবাসী মুস’লিম-দের, যারা নূপুর শর্মা ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষো’ভ দেখিয়েছিল; তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কুয়েত সরকার। দেশে কোনরকম বিশৃ’ঙ্খলা বর’দাস্ত করা হবে না; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে কুয়েত সরকারের তরফ থেকে। ঠিক কত জন প্রবাসী বিক্ষো’ভকারীকে, নিজেদের দেশে ফেরত পাঠানো হবে; সেটা এখনও স্পষ্ট নয়। তাঁরা কোন কোন দেশের বাসিন্দা; তা-ও স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুনঃ ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক

বাংলায় নবান্ন থেকে হাত জড়ো করে, রাস্তায় নেমে বিক্ষো’ভকারীদের; থামতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু মুস’লিম দেশ হিসাবে পরিচিত কুয়েত; হাঁটল ঠিক উল্টো রাস্তায়। কুয়েতে মুস’লিম-দের তরফ থেকে যে বিক্ষো’ভের আয়োজন করা হয়েছিল; তার আয়োজক ও তাতে যোগ দেওয়া লোকদের খোঁজ চলছে। যে সব বিক্ষো’ভকারী তাতে অংশ নিয়েছিলেন, দেশের গোয়েন্দারা এখন; তাদের খুঁজে বের করছে, বলেও জানানো হয়েছে। ওই সব বিক্ষো’ভকারীকে প্রথমে গ্রেফতার করে; তারপরে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

২০১৯ সালের একটি রিপোর্টে দেখা গিয়েছিল; কুয়েতে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। সেই সংখ্যাটা প্রতি বছর; পাঁচ থেকে ছ-লক্ষ করে বাড়ে। কিছুদিন আগেই বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়’গম্বরকে নিয়ে, বিত’র্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে; ভারতীয় দূতকে ডেকে পাঠিয়েছিল কুয়েতের বিদেশমন্ত্রক। শুধু কুয়েতই নয়, উপসাগরীয় এলাকার বেশ কয়েকটি মুস’লিম প্রধান দেশ; সেখানকার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের তলব করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। বিজেপি নূপুরকে সাস’পেন্ড করার খবরে, তারা সন্তুষ্ট বলে; পরে জানায় কুয়েত সরকার। এবার খুঁজে খুঁজে বিক্ষো’ভকারীদের; দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত।

]]>