WB Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 16:09:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WB Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”, জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের https://thenewsbangla.com/partha-chatterjee-request-chop-televaja-muri-on-rainy-evening-at-presidency-jail/ Mon, 08 Aug 2022 16:09:23 +0000 https://thenewsbangla.com/?p=15954 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”; জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই খাবার নিয়ে; পার্থ নানারকম আবদার করছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হেফাজতেও, খাওয়া নিয়ে নানান ‘বায়না’ জুড়েছেন; তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার জোর বায়না; “চাই তেলেভাজা চপ মুড়ি”। ডাক্তার-দের অনুমতি নিয়ে; খানিকটা বাধ্য হয়েই পার্থর সেই আবদার মেটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের মাটিতে বসে; জমিয়ে চপ-মুড়ি-তেলেভাজা খেলেন পার্থ।

১৪ দিনের ইডি হেফাজত শেষে; গত শুক্রবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে জেল। আর প্রেসিডেন্সি জেলে বাকি সমস্যার মধ্যে; সব থেকে প্রধান হয়ে উঠেছে জেলের খাবার। ‘খাদ্যরসিক’ পার্থর জেলের খাবার, আর মুখে রুচছে না। তার ওপর জেল কর্তৃপক্ষ তাঁকে দিচ্ছে; শুধুই ডায়াবেটিক খাবার, পদ। জেলজীবনের চতুর্থ দিনে, অবশেষে কাটল সেই একঘেয়েমি। সোমবার রীতিমতো বায়না ধরে, জেলের ক্যান্টিন থেকে চপ, বেগুনি, মুড়ি আনিয়ে দেদার খেলেন পার্থ চট্টোপাধ্যায়।

বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই; জেলে চপ-মুড়ির আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই আবদার নাকচ হয়ে যায়; কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ-তেলেভাজা-মুড়ি, তাঁর চাই-ই-চাই। অবশেষে জেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন; প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। শেষ পর্যন্ত অনুমতি মেলায়, জেলের ক্যান্টিনে তৈরি চপ-তেলেভাজা ও মুড়ি পান পার্থ। তৃপ্তি করে সেগুলি খান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; হাঁফ ছাড়েন জেল আধিকারিকরা।

]]>
পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে, পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা https://thenewsbangla.com/partha-chatterjee-secretary-osd-on-compulsory-waiting-instructions-of-nabanna/ Sat, 06 Aug 2022 12:53:19 +0000 https://thenewsbangla.com/?p=15884 পার্থর সচিব ওএসডি কম্পালসারি ওয়েটিংয়ে; পরেরবার টিকিট পাবেন তো ঘনিষ্ঠ কাউন্সিলররা। চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই; তাঁকে মন্ত্রীসভা ও দল থেকেই ছেঁটে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকার। এবার পার্থর ব্যক্তিগত সচিব এবং ওএসডিকে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। এরপরেই আশঙ্কার মেঘ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ-দের মধ্যে। কার কার উপর আর কোপ পড়বে; পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হবার জন্য।

আপাতত জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। এদিকে তাঁর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) প্রবীর বন্দ্যোপাধ্যায়কে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ কর্মিবর্গ দফতর; এই সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে; মা-মাটি-মানুষের সরকার। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন; তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন সুকান্ত আচার্য। পরবর্তীকালে রাজ্যের শিল্পমন্ত্রী পদে থাকাকালীনও; সুকান্তই ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব। পরিষদীয় দফতরে পার্থর ওএসডি বা অফিসার-অন-স্পেশ্যাল-ডিউটি ছিলেন প্রবীর বন্দ্যোপাধ্যায়।

এসএসসি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চলাকালীন; সুকান্ত ও প্রবীর দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিল। সুকান্তর বাড়িতে তল্লাশিও চালায় ইডি; জেরার জন্য তলবও করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো এই দুই আধিকারিককে; কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন।

]]>
মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের https://thenewsbangla.com/police-home-guard-of-jamboni-ps-jhargram-allegedly-spreading-rumour-of-maoist-activity/ Sat, 02 Jul 2022 11:59:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15765 মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি; টাকা আদায় খোদ রাজ্য পুলিশের! ঝাড়গ্রামে গ্রেফতার, পুলিশের হোমগার্ড-সহ ৬ জন। ইদানিং জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মা’ওবা’দীদের নামে; একাধিক জায়গায় পোস্টার পড়ছিল। তাতে সন্দেহ তৈরি হচ্ছিল; পুলিশের মধ্যেই। এবার ঝাড়গ্রামে মা’ওবা’দী কার্যকলাপের অভিযোগে; গ্রেফতার হল এক পুলিশকর্মী। এই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, মা’ওবা’দীদের নাম করে সে টাকা তুলেছে; আর তার জন্যই পোস্টারিং করেছিল। এই ঘটনায় জোর আলোড়ন পড়েছে; ঝাড়গ্রাম সহ গোটা রাজ্যের পুলিশ মহলে।

ঝাড়গ্রামের একদা মা’ওবা’দী অধ্যু’ষিত অঞ্চলগুলিতে; সম্প্রতি ফের মা’ও আত’ঙ্ক ছড়িয়েছে। মা’ওবা’দীদের নামে ফোন করে হু’মকি; চিঠি পাঠানো, টাকা আ’দায়ের জন্য চা’প দেওয়া; এমন বেশ কিছু কার্যকলাপ ফের দেখা যাচ্ছিল। পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে; জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডিই এসব কাজের মূল চ’ক্রী।

আরও পড়ুনঃ “মুকুল রায় হাল ছাড়লেও, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূলের ‘বদমায়েশি’ থামছে না”

শনিবার সকালে মা’ওবা’দীদের নামে পোস্টার লাগাতে গিয়ে; একেবারে হাতেনাতে ধরা পড়ে বাহাদুর। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের নাম শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, ও বাবুলাল সরেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা; আ’গ্নেয়া’স্ত্র, মোবাইল ফোন। ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অন্যতম; জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। শনিবার সকালে মা’ওবা’দীদের নাম পোস্টার লাগানো হচ্ছিল এলাকায়; তাতেই হাতেনাতে ধরা পড়ে বাহাদুর ও তার সঙ্গীসাথীরা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, মা’ওবা’দীদের নামে টাকা তোলার অভিযোগে; এক হোমগার্ড সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “ধৃতদের কাছ থেকে একটি পি’স্তল এবং ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে; উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। সেই ফোন দিয়ে বারবার সিমকার্ড বদলে কাজ করা হতো”।

সম্প্রতি ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছিলেন; জঙ্গলমহলে মা’ওবা’দী সমস্যা নেই। এটা কেউ বা কারা তৈরি করছে। পুলিশকে খোঁজ নিতে নির্দেশ দিয়েছিলেন; তাঁর দাবিতেই সিলমোহর দিল পুলিশ।

]]>
হলুদ-সবুজের যুগ শেষ, কলকাতার রাস্তায় এবার চলবে নীল-সাদা অটো https://thenewsbangla.com/yellow-green-era-is-over-blue-white-auto-will-run-on-kolkata-streets/ Tue, 28 Jun 2022 13:28:43 +0000 https://www.thenewsbangla.com/?p=15748 হলুদ-সবুজের যুগ শেষ, কলকাতার রাস্তায় এবার চলবে নীল-সাদা অটো। কলকাতার রাজপথ ও গলি থেকে এবার উধাও হয়ে যাবে হলুদ-সবুজ অটো; তার বদলে শুরু হতে চলেছে নীল-সাদা অটোর যুগ। এবার কলকাতা শহরে বদলে যেতে চলেছে অটোর রঙ। হলুদ-সবুজ রংয়ের অটোর পরিবর্তে; তিলোত্তমার বুকে এবার ছুটবে নীল সাদা অটো। রাজ্য পরিবহণ দফতরের তরফে; সেরকমই ভাবনার কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই নাকি পরিবহণ দফতর থেকে; নীল-সাদা অটোর নির্দেশিকা জারি করে দেওয়া হবে; তা কার্যকরও হবে এবছরেই।

কিন্তু হঠাৎ কেন রাজ্য সরকার; অটোর রং বদলের সিদ্ধান্ত নিল? পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা শহর এবং শহরতলিতেও; একই পারমিট নিয়েই অটো চলে। কলকাতা ও শহরতলীর অটোগুলির রং যেহেতু একই; সেক্ষেত্রে অনিয়ম বুঝতে মাঝে-মধ্যে সমস্যায় পড়তে হয় ট্রাফিক পুলিশকেও। এই বিষয়ে সংস্কার আনার ক্ষেত্রে অতীতে বহুবারই, পরিবহণ দফতরের পক্ষ থেকে নানা চেষ্টা করা হলেও; বিশেষ কোন পরিবর্তন আনা সম্ভব হয়নি। তাই, আপাতত রঙের বদল ঘটানোর; সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট

ঠিক হয়েছে, জেলা ও শহরতলিতে সবুজ-হলুদ বা হলুদ-কালো রংয়ের অটোর যেমন চলছে চলবে; কিন্তু কলকাতা শহরে নীল-সাদা রংয়ের অটো ছুটবে। অর্থাৎ, দুজায়গায় দুরঙের অটো চলবে। তাতে ট্রাফিক পুলিশের পক্ষেও, বোঝা সম্ভব হবে; কোন অটো নিয়ম ভেঙে অন্য এলাকায় ঢুকে পরেছে। কখনও বেশি ভাড়া নেওয়া বা কখনও নির্ধারিত রুটে না গিয়ে; ‘কাটা-ভাড়া’ খাটা। নিত্যদিন শহরের আনাচে-কানাচে অটোচালকদের বিরুদ্ধে, এমন অভিযোগে; সোচ্চার হন যাত্রীরাও। কলকাতা ও শহরতলীর অটোগুলির রং আলাদা হলেই; সেক্ষেত্রে অনিয়ম বোঝা যাবে। সুবিধা হবে ট্রাফিক পুলিশরেও।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রং নীল-সাদা। ২০১১ সালে মা-মাটি-মানুষের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই; নীল-সাদা রঙের গুরুত্ব বেড়েছে। কলকাতার বিভিন্ন সরকারি ভবন ও রাস্তার রেলিং বা গণপরিবহণের ক্ষেত্রে; অনেক আগেই নীল-সাদা রংয়ের প্রচলন শুরু হয়েছিল; এবার সেই ছোঁয়া এসে লাগল অটোর গায়েও। এক্ষেত্রে অটো-মালিকদের; কোন আর্থিক সাহায্য দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে।

]]>
সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/saradha-depositors-calcutta-high-court-took-major-initiative-to-return-money-to-saradha-depositors/ Tue, 28 Jun 2022 08:18:39 +0000 https://www.thenewsbangla.com/?p=15742 সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য; বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। সারদা চিটফান্ডে টাকা রেখেছিলেন যারা; এবার ফেরত পাবেন। সারদা চিটফান্ড সংস্থার আমানতকারীদের আনা একাধিক মামলায়; সোমবার রাজ্য সরকার এবং সিবিআই, সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে; একযোগে টাকা ফেরানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ। ফের আশার আলো দেখছেন; সারদায় টাকা লাগানো বাংলার সাধারণ মানুষ।

উচ্চ আদালতের নির্দেশ, বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে; প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের কমিটির কাছে জমা করতে হবে; ইডি, সেবি, সিবিআইকে। এরপর কমিটিকে সেই টাকা আমানতকারীদের; ফেরানোর উদ্যোগ নিতে হবে। সারদা মামলায়, আইনজীবী শুভাশিস চক্রবর্তী আবেদন করেছিলেন; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের কাছে সারদার মোট ১৫০০ কোটি টাকা রয়েছে। সেই টাকা যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয়; সারদায় আমানতকারীদের।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

সেবি, সিবিআই, ইডি এবং রাজ্যের উদ্দেশ্যে আদালতের নির্দেশ; সারদার বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য-র কমিটির কাছে জমা করতে হবে। যে সম্পত্তিগুলো এখনও বিক্রি হয়নি; তাও অবিলম্বে তুলে দিতে হবে এক সদস্যের কমিটির হাতে। আমানত ফেরতের প্রকল্প অনুযায়ী এই কমিটিই; অমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগ নেবে বলেও স্পষ্ট করে দিয়েছে; বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল, ‘আবদার’ শুনে হতবাক ধনকড়

এছাড়াও সেবির হাতে থাকা তিনটি সম্পত্তি, অবিলম্বে নিলাম করে; সেখান থেকে উদ্ধার হওয়া টাকাও, এই কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকার নিযুক্ত শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর, কলকাতা হাইকোর্টের এই নির্দেশে; সারদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত পাবার নতুন আশা জাগল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, সারদার উদ্ধার হওয়া প্রায় ১৪০ কোটি টাকা; এখনও রাজ্য সরকারের হাতে রয়েছে। সেবি, সিবিআই, ইডি-র হাতেও; প্রায় ১২০০-১৩০০ কোটি টাকা রয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা; আমানতকারীদের ফেরাতে হবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে সেই টাকা এবার; পাওয়া যাবে বলে আশা আমানতকারীদের।

]]>
“২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক https://thenewsbangla.com/suvendu-adhikari-controversial-remarks-on-duration-of-mamata-banerjee-govt-in-west-bengal/ Mon, 27 Jun 2022 16:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15714 “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”; শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন”; কেন একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে; সোমবার কোচবিহারে সভা করে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সভা হয়। ২০২১-এ বিধানসভা নির্বাচন হয়েছে; ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার কথা; ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু নির্বাচিত সরকারের স্থায়িত্ব নিয়েই; প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাঁর মন্তব্য নিয়ে; শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সোমবার কোচবিহারে বিজেপির সভা করেন; পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন; “২০২৬ পর্যন্ত যেতে হবে না; ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। অপেক্ষা করে থাকুন; ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”। এরপরেই মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে শুভেন্দু বলেন; “সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর; বাংলায় পৌঁছে যাব”। কোচবিহারের জনসভা থেকে ঠিক এভাবেই হুঁ’শিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন; “মা সারদা জন্মগ্রহণ করেছেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”, ঘোষণা নির্মল মাজির

শেষ কয়েকদিন ধরে ক্রমশ টালমাটাল হচ্ছে; মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। শিবসেনার অন্তর্দ্বন্দ্বে সেখানকার উদ্ধব সরকার, টিকে থাকবে কিনা; সেটাই এখন বড় প্রশ্ন। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে মাথাচাড়া দিয়েছেন; শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তাঁর নেতৃত্বে একাধিক শিবসেনা বিধায়ক; উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিদ্রোহী বিধায়কদের নিয়ে অসমের গুয়াহাটিতে রয়েছেন; শিন্ডে গোষ্ঠীর বিধায়করা। এই পরিস্থিতিতে শুভেন্দুর বক্তব্য, বিরোধীদের অভিযোগকে; আরও ইন্ধন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন; দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী, শিবসেনা-কংগ্রেস-এনসিপির জোট সরকার রয়েছে। ঝাড়খণ্ডে এখন রাজত্বে; ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট। রাজস্থানেও রয়েছে কংগ্রেস সরকার। পশ্চিমবঙ্গেও রয়েছে বিজেপি-বিরোধী তৃণমূল সরকার। যেসব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে; সেখানেই সরকার ভাঙার ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে; তৃণমূলের তরফ থেকে। তৃণমূল নেতাদের দাবি, ‘অন্য রাজ্যের মত, যতই চেষ্টা করুক; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনরকমেই ভাঙতে পারবে না বিজেপি’।

]]>
“মা সারদা জন্মগ্রহণ করেছেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”, ঘোষণা নির্মল মাজির https://thenewsbangla.com/maa-sarada-was-born-in-kalighat-as-mamata-banerjee-said-tmc-mla-nirmal-maji/ Mon, 27 Jun 2022 15:28:55 +0000 https://www.thenewsbangla.com/?p=15709 “মা সারদা জন্মগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”; বিতর্কিত মন্তব্য নির্মল মাজির। “মা সারদা জন্মগ্রহণ করেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”; প্রকাশ্য মঞ্চে ঘোষণা তৃণমূল বিধায়ক নির্মল মাজির। আর সেই নিয়ে শুরু হয়েছে; জোর রাজনৈতিক বিতর্ক। পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস থেকে ছেলে আর পুত্রবধূর একাধিক সরকারি চাকরি; বিতর্কিত মন্তব্য এবং অদ্ভুত কার্যকলাপের জন্য একাধিক সময় খবরের শিরোনামে থাকেন তৃণমূল নেতা বিধায়ক নির্মল মাজি। সেই ধারা বজায় রেখে, ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন; নির্মল মাজি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে; যেখানে বিধাননগরে একটি মঞ্চে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। মঞ্চ থেকে তিনি বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন মা সারদা”। তাঁর এই দাবি ঘিরে ইতিমধ্যেই; চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। তিনি বলছেন, “মা সারদা মারা যাওয়ার পূর্বে, স্বামী বিবেকানন্দের শিষ্য ও সতীর্থদের কাছে; বেশ কয়েকটি কথা বলে যান। তিনি বলেন যে, তাঁর মৃত্যু হয়ে গেলেও পরবর্তী জন্মে; কালীঘাটের কালীতীর্থে জন্মগ্রহণ করবেন। পরের জন্মে ত্যাগ কর্মের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে; যুক্ত হওয়ার কথা বলেন তিনি”।

আরও পড়ুনঃ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে

তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলছেন, “সম্প্রতি আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাই, এবং সকল সংখ্যাতত্ত্ব মিলিয়ে আপনারা বুঝতে পারবেন যে; এই যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন আসলে মা সারাদা। মা সারদাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্মগ্রহণ করেছেন”। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম অষ্টমী-নবমী তিথিতে। এই তিথিতে যার জন্মগ্রহণ হয়; তিনি নবরূপে উন্মোচিত হয়। বর্তমান যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা; তিনিই সিস্টার নিবেদিতা”।

আরও পড়ুনঃ মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার

“মা সারদার পুনর্জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই সারদা মা; তিনি নবরূপে উন্মোচিত হন যুগে যুগে, দেশে দেশে কালে কালে”; এমনটাই দাবি তৃণমূল নেতা নির্মল মাজির। আর এই মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। “তৃণমূলে তেল দেবার কোন লিমিট নেই”; বলছেন বিজেপি নেতারা। তবে নির্মল মাজির এই বক্তব্য নিয়ে; তৃণমূলের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায়; হাসিঠাট্টায় মেতেছেন সাধারণ মানুষ।

]]>
দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে https://thenewsbangla.com/cm-mamata-banerjee-will-arrive-at-noon-undeclared-emergency-in-burdwan-from-morning/ Mon, 27 Jun 2022 06:06:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15705 দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন; তাই সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমান শহরে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বারবার বলছেন, পুলিশ-প্রশাসনকে; যে তাঁর জন্য রাস্তা আটকে রাখার দরকার নেই; মানুষের কোন অসুবিধা করার দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা। মুখ্যমন্ত্রী মমতা আসবেন তাই সোমবার সপ্তাহের কাজের দিনের শুরুতে; সকাল থেকেই বর্ধমান শহরে অঘোষিত এমারজেন্সি। বন্ধ সব যান চলাচল।

সোমবার থেকে তিনদিনের সফরে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে যাচ্ছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি; রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর। সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমান শহর লাগোয়া গোদা বালির মাঠে; একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা। দুপুর ২টোর সময় অনুষ্ঠান। তবে পূর্ব বর্ধমান পুলিশ-প্রশাসন; সকাল থেকেই বর্ধমান শহরে অঘোষিত এমারজেন্সি জারি করেছেন।

বন্ধ রিকশা, টোটো, বেসরকারি বাস; সহ সবরকম যানবাহন। দু-একটা সরকারি বাস ছাড়া কিছুই চলছে না; সেটাও সকাল দশটার পর থেকে বন্ধ। টোটো, রিকশা চালকদের ধমকে, কোথাও আবার মারধর করে; বন্ধ করা হয়েছে মানুষকে সার্ভিস দেওয়া। বর্ধমান স্টেশন এলাকায় ঢুকতে পারছে না কোন গাড়ি। সকালে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে আসতেই; হিমশিম সাধারন মানুষ। পুরুষরা হাঁটছেন, মহিলাদের কারোর বাইকে লিফট নিতে হচ্ছে; বাকিদের হাঁটতে হচ্ছে। পরিবার নিয়ে যারা বেড়িয়েছেন; তাদের অবস্থা আরও খারাপ। সকাল থেকেই চরম ভোগান্তির মধ্যে; বর্ধমান শহরের সাধারন মানুষ।

মুখ্যমন্ত্রী নিজে যেখানে বারবার বারণ করছেন; সেখানে তাঁর জন্যই মানুষকে ভুগতে হচ্ছে কেন? কেন পুলিশ সকাল থেকেই বর্ধমানে অঘোষিত এমারজেন্সি ঘোষণা করে; সব যানবাহন বন্ধ করে দিল? প্রশ্ন সাধারণ মানুষের; যদিও এই কেনর কোন উত্তর নেই। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী যা বলছেন; আর রাস্তায় মানুষ যা ভুগছেন, দুটো সম্পূর্ন বিপরীত; বলছেন বর্ধমান শহরের মানুষ।

পুলিশ কর্তারা এই নিয়ে মুখ খুলতে নারাজ। “এই ব্যাপারে আমি তো কিছুই জানি না”; ফোনে বললেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা, আইএএস। মানুষ জানেন মেনেও নিয়েছেন, দিদি আসছেন; তাই দুদিন ভুগতে হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন, তাঁর বারবার বলার পরেও; দিনের পর দিন ভুগছে বাংলার মানুষ। দুপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে।

]]>
গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার, সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা https://thenewsbangla.com/beer-record-sale-state-treasury-overflowed-in-two-months-courtesy-bengali-bear-lovers/ Thu, 23 Jun 2022 04:44:37 +0000 https://www.thenewsbangla.com/?p=15671 গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার; সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা। মদ বিক্রিতে আগেই, অনেক রেকর্ড গড়েছে রাজ্য। প্রত্যেকবার দুর্গা পুজোতেই মদ বিক্রির নতুন রেকর্ড গড়ে রাজ্য। তবে এবার চিলড বা ঠান্ডা কনকনে বিয়ার বিক্রিতেও; রেকর্ড গড়ল বাংলা। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, গত দুমাসে অর্থাৎ এপ্রিল-মে মাসে; প্রায় ৪৫ লক্ষ কেস চিলড বিয়ার বিক্রি হয়েছে রাজ্যে; যার আর্থিক মূল্য কয়েক শো কোটি টাকা। বলাই বাহুল্য এর দরুন; রাজ্যের কোষাগারে ঢুকেছে কয়েক কোটি টাকা।

এবছর ছিল রেকর্ড গরম। দুমাস ও তার বেশি সময় ধরেই; তীব্র গরমে হাঁসফাঁস করেছে রাজ্যবাসী। আর ওই কথায় আছে না; “কারো পৌষ মাস তো কারো স’র্বনাশ”। এমন তীব্র গরম আবহাওয়ায় যত হাঁসফাঁস করেছে রাজ্যবাসি; তত ফুলেছে রাজ্যের কোষাগার। এইরকম আবহাওয়ায় বাংলার সুরাপ্রেমীদের; প্রথম পছন্দ ছিল ঠান্ডা বিয়ার। সেই চাহিদা মিটিয়েই; এবার রাজ্যের লক্ষ্মীলাভ ঘটেছে।

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা

মা-মাটি-মানুষের সরকারের কোষাগারে দুমাসেই এসেছে; প্রায় ৬৫০ কোটি টাকা। সাম্প্রতিক-কালে রাজ্যে বিয়ার বিক্রিতে; এমন রেকর্ড হয়নি বলেই দাবি আবগারি দফতরের কর্তাদের। এবার মে মাসের শুরু থেকেই; রাজ্যের তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। ফলে বিয়ারের চাহিদা যে বাড়বে; তা বোঝা গিয়েছিল। কিন্তু সেই চাহিদা যে আকাশ ছোঁবে তা কে জানত! তাতেই বাজিমাত রাজ্য সরকারের।

রেকর্ড যে হবে তা বোঝা গিয়েছিল; এপ্রিল মাসেই। এপ্রিল-মাস থেকেই; রাজ্যে শুরু হয়েছিল বিয়ার সংকট। এমনকি বিয়ারের রেশনিং ব্যবস্থাও করতে হয়েছিল; অর্থাৎ একজন সর্বাধিক কতগুলো বিয়ার কিনতে পারবে। তখনই আবগারি আধিকারিকরা অনুমান করেছিলেন; এবার গরমে রাজ্যে রেকর্ড বিয়ার বিক্রি হবে। সেই অনুমানেই এবার সিলমোহর পড়ল। তীব্র গরমের মাস গুলিতে বিয়ার বিক্রি করে; রেকর্ড আয় করল রাজ্য।

আবগারি দফতর সূত্রে খবর, মাত্র গত দুমাসে; প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর। গড়ে হিসাব ধরলে যা থেকে রোজগার প্রায় ৬৫০ কোটি টাকা। এত পরিমান বিক্রি অন্তত সাম্প্রতিক সময়ে হয়নি; বলে দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা। আবগারি দফতরে সূত্রে খবর, বিয়ার সংকটের জেরে; রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে।

]]>
অভিমানের প্রাচীর ও রাজনৈতিক সন্ন্যাস ভেঙে ফের মমতার দলে শোভন সঙ্গে বৈশাখী https://thenewsbangla.com/sovan-baishakhi-in-nabanna-breaking-the-pride-wall-and-political-monasticism-sovan-baishakhi-in-mamata-tmc-again/ Wed, 22 Jun 2022 11:57:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15648 অভিমানের প্রাচীর ও রাজনৈতিক সন্ন্যাস ভেঙে; ফের মমতার দলে শোভন সঙ্গে বৈশাখী। তৃণমূলে শোভন-বৈশাখীর প্রত্যাবর্তন; এখন কি শুধুই সময়ের অপেক্ষা? বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক ঘিরে জোর জল্পনা। “অভিমানের প্রাচীর ভেঙেছে; রাজনীতি নিয়েও কথা হয়েছে”; মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

সবাইকে কিছুটা চমকে দিয়েই, হঠাৎই নবান্নে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে; বৈঠকের কথা ছিল তাঁদের। তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন; কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী? রাজনৈতিক মহলে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ “সামাজিক শিক্ষাগুরু বলেই মমতা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে”, ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যর

২০১৮ সাল থেকেই, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে; সরগরম বাংলার রাজ্য রাজনীতি। ব্যক্তিগত সমস্যা নিয়ে শোভন এবং রত্নার দ্বন্দ্বও; প্রকাশ্যে আসে ওইসময়ই। সূত্রের খবর, সেই সময় শোভন চট্টোপাধ্যায়কে নিজের কাজ নিয়ে; সতর্কও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-শোভন সম্পর্কের অবনতির মাঝেই, কলকাতার মেয়রের পদ ও তারপর রাজ্যের মন্ত্রিত্ব পদ থেকে; ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ “গরু ছাগলে খেয়েছে ২২ লাখ টাকার গাছ”, তৃণমূল পঞ্চায়েতের দাবি শুনে হাসছে জনগণ

২০১৯ সালে ভাইফোঁটার দিন, আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে; গিয়েছিলেন শোভন-বৈশাখী। তা নিয়ে সেই সময় জোর চর্চা শুরু হয়; দুজনের তৃণমূলে ফেরার জল্পনাও মাথাচাড়া দেয়। তবে সেসব জল্পনাকে মিথ্যে প্রমাণ করে; রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। যদিও গেরুয়া শিবিরে বেশিদিন মন টেকেনি তাঁদের; শুরু থেকেই গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে ঝামেলা মতান্তর লেগেই ছিল। এরপরে বিজেপি ছাড়েন দুজনেই।

বর্তমানে রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগই নেই; কোন দলেই নেই তাঁরা। এদিন নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর শোভন বলেন; “২০১৮ সালের ২২ নভেম্বর আমি এখান থেকে চলে এসেছিলাম কিন্তু; এই নয় যে দিদির সঙ্গে আমাদের দেখা হয়নি। আমাদের মধ্যে যে ভালোবাসা-আবেগ রয়েছে; সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। মমতাদির ইচ্ছে, চিন্তা-ভাবনা বাস্তবায়িত করাই; আমার কর্তব্য। মমতাদির কাছে আসব, একটু চা খাব; তাঁর নির্দেশ পালন করব। এটাই তো স্বাভাবিক”।

]]>