TMCMLA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 13 Oct 2022 06:43:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMCMLA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক https://thenewsbangla.com/tapas-chatterjee-tmc-mla-expressed-grief-for-not-invited-by-mamata-banerjee-in-bijaya-sammilani/ Thu, 13 Oct 2022 06:43:20 +0000 https://thenewsbangla.com/?p=16957 “দলে এখন দুটো শ্রেণি, বাবু ও চাকর”, মমতার বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর বিজয়া-সম্মিলনীতে ডাক পাননি, রাজারহাটের ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা তাপস চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে, পরপর দুবার তিনি ব্রাত্য রইলেন। দলের বিজয়া সম্মিলনী-তে, তাঁকে ডাকাই হয়নি। ‘অভিমানী’ এই তৃণমূল নেতার আক্ষেপ, “হয়তো আমার কাজের স্ট্যাটাস-টা, ওই অনুষ্ঠানে যাওয়ার মতো নয়”।

তাপসবাবুর আরও কটাক্ষ, “দলে এখন দুটো শ্রেণি হয়েছে, বাবু শ্রেণি ও চাকর শ্রেণি। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি ভাল গাইতে পারি না, ভাল নাচতে পারি না, তাই হয়তো আমার বাড়ির পাশেই, এইসব অনুষ্ঠানে ডাক পাই না। যারা একুশের বিধানসভা নির্বাচনের আগে, মুখ্যমন্ত্রী মমতাকে কটূ কথা বলেছেন, তাঁরা এখন ডাক পান”।

নাম না করে বিজেপি থেকে ঘরে ফেরা, সব্যসাচী দত্ত-কেই তিনি নিশানা করেছেন, বুঝতে পেরেছে রাজনৈতিক মহল। রাজারহাট এলাকার পোড়খাওয়া রাজনীতিবিদ আক্ষেপ করে বলেন, “আমি সারা-বছর কাজ করি। কিন্তু আমার কাজ হয়তো, ঠিক জায়গায় পৌঁছয় না। যেখানে জানার সেখানে জানতে পারে না”। তাঁকে আমন্ত্রণ না করে, সমগ্র নিউটাউন-বাসীকে অপমান করা হয়েছে, দাবি বিধায়কের।

দলের প্রভাবশালি নেতার এই মন্তব্যর পর, বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, “তাপসদা মন দিয়ে তৃণমূল করছেন, উনি দক্ষ সংগঠক। ক্ষোভ থাকতেই পারে, আমি এনিয়ে কথা বলব”।

]]>
“নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”, গরু পাচার নিয়ে মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক https://thenewsbangla.com/tmc-mla-shahnawaz-sheikh-speaks-against-cow-smuggling/ Fri, 02 Sep 2022 05:43:07 +0000 https://thenewsbangla.com/?p=16579 “নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”, গরু পাচার নিয়ে মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে, আপাতত আসানসোল জেলে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার মাঝেই বেআইনি ভাবে গরু পাচার নিয়ে মুখ খুললেন, পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি বলেন, “গরু পাচার কীভাবে হয়েছে সেটা আইন অনুযায়ী তদন্ত হবে, বেআইনি কাজ হয়ে থাকলে, সেটা নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”।

গরু পাচার নিয়ে তিনি আরও বলেন, “গরু পাচার সারা পশ্চিমবঙ্গে তো এই প্রথম হয়নি! ব্রিটিশ আমল থেকে বাম আমল সব সময়েই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সব বিভিন্ন জায়গা পেরিয়ে পাচার হয়েছে। যেখানে যেখানে হচ্ছে, তার নির্দিষ্ট প্রমাণপত্র থাকলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা হবে। প্রশাসন, পুলিশ, রাজনীতিক, বিএসএফ জড়িত না থাকলে গরু পাচার সম্ভব হত না”।

আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১০ সালে মঙ্গলকোট বিস্ফোরণে, অনুব্রত মণ্ডলের সঙ্গে নাম জড়িয়েছিল এই শেখ শাহনওয়াজের। বৃহস্পতিবার সেই কারণেই তিনি, বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। এই একই মামলায় আসানসোল জেল থেকে অনুব্রতকেও, বৃহস্পতিবার কলকাতায় আনা হয়। সেখানেই শাহনওয়াজ শেখ মুখ খোলেন গরু পাচার নিয়ে।

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ জহর সরকার ও বিধায়ক শ্রীকান্ত মাহাত, দলের নেতা-নেত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলে তৃণমূল নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতকে, ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-in-bengal-assembly-but-cbi-look-out-notice-in-ssc-scam/ Tue, 30 Aug 2022 11:23:10 +0000 https://thenewsbangla.com/?p=16530 রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। তাঁকে না পেয়ে, লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্য মঙ্গলবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিধানসভায়। তাঁকে এদিন বিধানসভায় দেখে চমকে যান, বিজেপি ও তৃণমূল বিধায়করা। সবাই দেখতে পাচ্ছে, আর সিবিআই পাচ্ছে না? প্রশ্ন বাংলার মানুষের।

এদিন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কেন তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “আমি তো সিবিআই যতবার ডেকেছে, ততবার ওদের দফতরে গিয়েছি। তদন্তে সমস্তরকম সাহায্য করেছি। তারপরেও কেন আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল জানি না”।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের খাতায় তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্যই, সবাইকে চমকে দিয়ে হাজির বিধানসভায়। বিধায়ক হিসাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। সেখানেও কেন তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে, বিধানসভায় পৌঁছন মানিকবাবু। এদিন বিধানসভায় ছিল উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এরপর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেন, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানিকবাবু।

]]>
‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-mla-rafikur-rahman-against-amdanga-police-station-ic-amdanga/ Tue, 09 Aug 2022 10:58:41 +0000 https://thenewsbangla.com/?p=15994 ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। মা’দক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা থানার আইসি-র। থানা ও পুলিশ-কর্তাদের মদতেই চলছে, মা’দকের রমরমা কারবার। কোন বিরোধী নেতা নন, এমন বি’স্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মা’দক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়।

‘মাদক নিজে মজুত করেন থানার আইসি, ডিলারদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ আছে’। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন, দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া, এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী

তৃণমূল বিধায়কের স্পষ্ট অভিযোগ, থানার আইসির মদতেই এতদিন এলাকায় মা’দক-সহ নিষিদ্ধ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। এমনটা চলতে থাকলে কখনওই আমডাঙা এলাকায়, শান্তি আসবে না বলে দাবি তাঁর। তৃণমূল নেতার দাবি ঘিরে, এলাকার রাজনৈতিক মহলে শোরগোল। এর আগে সোমবার মা’দক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে, উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার।

কয়েকজন ব্যবসায়ীকে আগ্নে’য়াস্ত্রের বাঁট দিয়ে, মারার অভিযোগ ওঠে মা’দক বিক্রেতাদের বিরুদ্ধে। দারিয়াপুর হাটের ব্যবসায়ী-দের সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই দু’ষ্কৃতী মা’দকের কারবার করে। তারই প্রতিবাদ করেছিলেন হাট-মালিকের ছেলে। অভিযোগ, পাল্টা দিতে তিন দু’ষ্কৃতী আগ্নে’য়াস্ত্র নিয়ে, হামলা চালায় তাঁর উপর।

]]>