TMCCorruption – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Aug 2022 10:54:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMCCorruption – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী https://thenewsbangla.com/partha-paresh-anubrata-now-arup-another-mamata-banerjee-minister-accused-of-corruption/ Thu, 25 Aug 2022 10:53:58 +0000 https://thenewsbangla.com/?p=16447 পার্থ, পরেশ, অনুব্রতর পর অরূপ, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতার আরেক মন্ত্রী। পার্থ, পরেশ, অনুব্রত’র পর এবার অরূপ রায়! রাজ্যের সমবায় মন্ত্রীর ঘনিষ্ট এক ব্যক্তির বোনের, সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতি নিয়ে, মামলা করা হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, শূন্য পদের থেকে দ্বিগুন লোক নিয়োগ করা হয়েছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায়, বিস্ফোরক অভিযোগ মামলাকারিদের। ওই হলফনামায় সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে, একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে একাধিক ব্যক্তির নাম, অভিযোগ যাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর মধ্যে মন্ত্রী-ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপো, ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও বর্তমানে অবসরপ্রাপ্ত প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপো, ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো, ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে, ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে, এরা সবাই দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা

সমবায় ব্যাংকে ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, মোট ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলেই অভিযোগ। মামালাকারীদের আরও অভিযোগ, নিয়ম বহির্ভূত-ভাবে নিয়োগের জন্য, দু-দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়াই, নিয়োগ করতে পারবে ব্যাংক, এই মর্মে দুবার অনুমোদন দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মামলাকারিদের আরও দাবি, কো-অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়া, চাকরিতে নিয়োগ করা আইনবিরুদ্ধ কাজ।

মোট ২০৩৫ জন আবেদন করেছিলেন এবং ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে ফি জমা দিয়েছিলেন। কিন্তু ফি জমা দেওয়ার এই তালিকায়, ১০০টির বেশি নাম ফাঁকা রয়েছে বলে অভিযোগ। আবেদন না করেও, অনেকেই চাকরি পেয়েছেন। এমনকি মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও, অনেকেই চাকরি পেয়েছেন বলে ওই হলফনামায় জানিয়েছেন মামলাকারিরা। ২০১৯ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, সমবায় ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে, নতুন এইসব অভিযোগ নাম দিয়ে জানানো হয়েছে।

]]>
পুজো অনুদান বাড়িয়ে, মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-suppress-tmc-corruption-by-increasing-puja-donations-rally/ Mon, 22 Aug 2022 13:30:26 +0000 https://thenewsbangla.com/?p=16319 পুজোর অনুদান বাড়িয়ে ও মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা? এটাই এখন বড় প্রশ্ন। ৫০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার হল এবারের দুর্গা পুজোর অনুদান। রাজ্য জুড়ে হবে ইউনেস্কোর জন্য র‍্যালি। কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, সেই স্বীকৃতি উদ্বোধন করতে ও ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে, কলকাতার রাজপথে বিশাল শোভাযাত্রার আয়োজন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে, এতে করে কি তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে?

মহামিছিলের কারনে, ওই দিন যাতে অফিসকর্মীরা দুপুর একটার মধ্যে ছুটি পেতে পারেন, সোমবার ভার্চুয়াল সভা থেকে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলগুলিকেও যাতে ওইদিন ১২টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে রাজ্য জুড়ে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জন্য, তৃণমূলকে শুনতে হচ্ছে চোর চোর শব্দ। চাকরি, গরু, কয়লা, বালি, পাথর সহ বিভিন্ন চুরি ও দুর্নীতিতে জড়িত নেতারা এখন সিবিআই ও ইডির নজরে। দুই হেভিওয়েট নেতা পার্থ ও অনুব্রত, ইতিমধ্যেই জেলে। চরম অস্বস্তিতে তৃণমূল ও রাজ্য সরকার।

সেই সময় পুজো উদ্যোক্তা-দের ও বিভিন্ন ক্লাবকে রাস্তায় মিছিলে নামিয়ে বাংলার মানুষের দৃষ্টি ঘোরাবার কি চেষ্টা করছেন মমতা? পুজোর অজুহাতে কি দুর্নীতির দৃষ্টি ঘোরাবার চেষ্টা? বিরোধীদের অভিযোগ সেরকমই। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ও রাজ্য সরকার। পুজোয় রাজনীতি নয়, জানিয়েছেন তৃণমূল নেতারা।

]]>
পার্থ অর্পিতা কি জামিন পেয়ে, জেল থেকে বাড়ি ফিরতে পারলেন https://thenewsbangla.com/partha-arpita-did-not-get-bail-again-14-days-jail-in-bengal-ssc-scam-by-calcutta-high-court/ Thu, 18 Aug 2022 11:21:42 +0000 https://thenewsbangla.com/?p=16232 পার্থ-অর্পিতা কি জামিন পেয়ে, জেল থেকে বাড়ি ফিরতে পারলেন? ট্রেনে বাসে এটাই ছিল আলোচনার বিষয়। আজও খারিজ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন। ১৪দিন জেলে থাকার পরে, আরও ১৪দিন জেলেই থাকতে হবে ‘অপা’কে। এদিন আদালতে পার্থর আইনজীবী টেকনিক্যাল কারণ ও অসুস্থতার কারণ দেখিয়ে, পার্থর জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল। তাঁকে ফের জেলেই পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিচারপতি। জেল হেফাজতে থাকাজালীন ইডির তদন্তকারী আধিকারিকরা, পার্থ-অর্পিতা দু-জনকেই জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

১৪দিন জেলে কাটিয়েও, মিলল না জামিন। জেলেই স্থান হল পার্থ-অর্পিতার। দুজনকেই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১ সেপ্টেম্বর ফের, তাদের ফের পেশ করা হবে আদালতে। সকাল থেকেই নজর ছিল কী হতে চলেছে পার্থ-অর্পিতার ভবিষ্যৎ! অবশেষে মিলল উত্তর। ফের জেল হেফাজতে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের

পার্থকে ফের পাঠানো হল প্রেসিডেন্সি সংশোধনাগারে। অর্পিতা মুখোপাধ্যায় গেলেন সেই আলিপুর মহিলা সংশোধনাগারে। এদিন আদালতে পার্থর আইনজীবী ফের জামিনের আবেদন জানিয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায় এখন কোনও পদে নেই, মন্ত্রীও নন। অর্থাৎ ইডি যে ‘প্রভাবশালী’ তত্ত্ব দিচ্ছে, তা ঠিক নয়। তিনি বলেন, “পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি, উনি কোথাও পালিয়ে যাবেন না”। কিন্তু বিরোধ করেন ইডির আইনজীবী। সব শুনে বিচারপতিও, আবার ১৪দিন জেল হেফাজত দেন ‘অপা’ জুটিকে।

]]>