TMC Leader – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 04:14:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Leader – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের https://thenewsbangla.com/govt-jobs-theft-now-money-to-get-party-posts-tmc-leader-house-ransacked-by-tmc-workers/ Tue, 09 Aug 2022 04:13:45 +0000 https://thenewsbangla.com/?p=15973 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা; তৃণমূল নেতার বাড়িতে হা’মলা দলেরই কর্মীদের। সরকারি চাকরির পর এবার তৃণমূলের দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল; মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে। তৃণমূল নেতা ইদ্রিশ আলির বাড়িতে; রীতিমতো তা’ণ্ডব চালালেন দলের কর্মীরাই। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন; এই তৃণমূল নেতা।

তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতেই; তাঁর বাড়িতে চলে দলীয় কর্মীদেরই তা’ণ্ডব। অবাধে চলল ভাঙ’চুর, তছনছ করে দেওয়া হল নেতার বাড়ির আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন; তখনই বাড়ির জানলায় আছড়ে পড়ল ইট, বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। অভিযোগ, তৃণমূলের দলিয় পদ পাইয়ে দিতেই; টাকা নিয়েছেন ইদ্রিস আলি।

আরও পড়ুনঃ বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে; সোমবার এভাবেই তা’ণ্ডব চলে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে; ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ। কিন্তু কোন কাজ হয়নি। সব অভিযোগ অস্বীকার করে; পাল্টা আইনি ব্যবস্থার হুঁ’শিয়ারি দিয়েছেন ইদ্রিশ।

বাড়ি-গাড়ি ভাঙ’চুর ও দলীয় কর্মীদের একাংশের বি’ক্ষোভের ঘটনায়; পুলিশের দ্বারস্থ হয়েছেন ইদ্রিশ। রাতেই বিধায়কের আপ্ত-সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি; তৃণমূল নেতা মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দু’ষ্কৃতীর।

]]>
‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা https://thenewsbangla.com/khela-hochche-general-people-raids-tmc-leader-house-in-case-of-govt-job-theft/ Sat, 06 Aug 2022 11:45:05 +0000 https://thenewsbangla.com/?p=15872 ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা। সদ্যই সামনে এসেছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ; অর্থাৎ এসএসসি-তে বড়সড় কেলেঙ্কারির ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছে; রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত তারা রয়েছে জেল হেফাজতে। এই পরিস্থিতিতে এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের নামে; চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ জনতার বিক্ষোভের মুখে পড়ল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা।

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই; চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। এরপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে; চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার চাকরির আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল; পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দাপটে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে। আর এই অভিযোগে তৃণমূল নেতাকে না পেয়ে; তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন; বান্ধবীর ফ্লাটে কোটি টাকা, জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার, ভগবানপুর ১ নম্বর ব্লকের; কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে; গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ; নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর। শনিবার তার বাড়িতে চড়াও হয়ে, টাকা আদায়ের জন্য; দফায় দফায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের পরিবারের সদস্যরা।

তাঁকে বাড়িতে না পেয়ে স্ত্রী, ছেলের উপরই আছড়ে পড়ল রোষ। তাদের গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। দীপক মাইতি নামে এক ব্যক্তি জানান, তিনি তার ছোট ভাইয়ের গ্রুপ ডিতে চাকরির জন্য; ওই তৃণমূল নেতা-কে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে দু-লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। কিন্তু, তারপর চাকরি তো দূরের কথা; টাকাও ফেরত দেওয়া হয়নি। এমনকি থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি।

ওই তৃণমূল নেতার স্ত্রীর দাবি, যদি তার স্বামী টাকা নিয়ে থাকে; তাহলে যেমন তিনি দোষী তেমনি যারা টাকা দিয়েছে তারাও দোষী। এদিকে প্রতারিতদের দাবি, অবিলম্বে শিবশংকরকে গ্রেফতার করে; সবার টাকা ফেরানো হোক।

]]>
বিজেপি লোকসভায় কটা আসন জিতলে, কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম https://thenewsbangla.com/tmc-leader-firhad-hakim-challenges-bengal-bjp-president-sukanta-majumdar/ Sat, 02 Jul 2022 13:18:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15778 কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম। ‘কান ধরে ওঠবস করবেন’! চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ কেন করলেন; রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? আসলে লোকসভা ভোট নিয়ে বিজেপিকে এই ধরনের; চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ‘আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ২৫টি আসন পাবে’; বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের সেই দাবিকে চ্যালেঞ্জ করে, কলকাতার মেয়র বলেন; “লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ আসন পায়; আমি তাহলে কান ধরে ওঠবোস করব”। আগামী লোকসভা ভোটে; বিজেপি শূন্য পাবে বলেও দাবি করেন তিনি।

বাংলা বিধানসভা নির্বাচনের সময়, বিজেপির জনপ্রিয় শ্লোগান ছিল; “আব কি বার, দোশো পার”। কিন্তু বিধানসভার নির্বাচনের রেজাল্টের পরে; বাংলা নিয়ে বিজেপির মোহ ভঙ্গ হয়েছিল। একশোর গণ্ডিও পার করতে পারেনি বিজেপি। এবারে ২০২৪ লোকসভা নির্বাচনে, বিজেপি বাংলা থেকে অন্তত ২৫টি আসন পাবে বলে; দলীয় কর্মীদের উৎসাহিত করছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদারকে তোপ দেগে ফিরহাদের মন্তব্য; “বিজেপি যদি ২৫টি আসন না পায়; তাহলে রাজনীতি ছাড়তে হবে সুকান্তকে”।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

শনিবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই ফিরহাদের বলেন; এবার বিজেপি শূন্য পাবে; লিখে রাখুন। আগেরবার ধুয়ো তুলে কিছু আসন পেলেও; এবার বিজেপি একটা আসনও পাবে না বলে দাবি ফিরহাদ হাকিমের। ২০১৯ এর লোকসভা নির্বাচনে রেকর্ড ১৮টি আসন; বাংলা থেকে জেতে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

এদিন ফিরহাদের দাবি; “মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না”। এরপরই ফিরহাদের চ্যালেঞ্জ, “সুকান্তবাবু লিখে দিক বিজেপি যদি ২৫ আসন না পায়; তাহলে উনি কী করবেন। লিখে দিক, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি বাংলায় ২৫টি আসন পেলে; কান ধরে ওঠবোস করব”। এর আগেও তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল; এইরকম ভোটের চ্যালেঞ্জ নিয়ে হেরে গিয়েছিলেন; কিন্তু দাবি অনুযায়ী কথা রাখেননি।

]]>
“শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব” https://thenewsbangla.com/budge-budge-tmc-leader-warned-bjp-if-cbi-arrest-canning-east-tmc-mla-saokat-molla/ Thu, 16 Jun 2022 03:58:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15483 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; বাড়ি থেকে বেরোলেই হাত-পা ভা’ঙব”; প্রকাশ্য ভিডিও-তে এমনটাই হুঁ’শিয়ারি দিলেন বিধায়ক শওকত মো’ল্লার সহযোগী তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শওকত মো’ল্লা গ্রেফতার হলে; এবার বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করার ও হাত-পা ভা’ঙার নি’দান দিলেন তৃণমূল নেতা। বজবজ দু-নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়; আবার বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিও। রাজ্য প্রশাসনের পদে বসেও; গু’ণ্ডার মত হু’মকি দিলেন তৃণমূল নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার; কয়লা পা’চার কাণ্ডে শওকত মো’ল্লাকে বারবার জেরা করছে সিবিআই। কয়লা পা’চার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে; বারবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আসানসোল থেকে পা’চার করা কয়লা; রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। এর মধ্যে ভিনরাজ্যের পাশাপাশি রয়েছে; নদিয়া, পুরুলিয়া, ক্যানিং।

যারা এই দু’ষ্কর্মের সঙ্গে যুক্ত, তাদের জেরা করে; তৃণমূল নেতা বিধায়ক শওকত মো’ল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি; তাঁর থেকেও নানান তথ্য জানতে চাইল সিবিআই। তবে দক্ষিণ ২৪ পরগনার দাপুটে এই তৃণমূল নেতা জানিয়েছেন; “সিবিআই চাপে মাথা নো’য়াবো না”।

আরও পড়ুনঃ ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আর এরপরেই প্রকাশ্যে হু’মকি ও হুঁ’শিয়ারি দিলেন; শওকত মো’ল্লার সহযোগী ও বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য ভিডিও-তে পরিস্কার শা’সানি দিলেন; “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; যারা বাড়ির বাইরে বেরবে, তাদের হাত-পা ভা’ঙব”। বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের; এই গু’ণ্ডামি দেখে শি’উরে উঠেছে গোটা বাংলা।

কি করে রাজ্য প্রশাসনে থাকা একজন নেতা; এইভাবে গু’ণ্ডাদের ভাষায় হু’মকি দিতে পারে? প্রশ্ন তুলেছে বিজেপি নেতারা। কেন পুলিশ এদের গ্রেফতার করছে না? প্রশ্ন তুলেছেন অনেক আমজনতাও। তৃণমূলের রাজ্যস্তরের নেতারা; এই ভিডিও দেখে বেশ বিব্রত; তারা জানিয়েছেন; “বিজেপি সিবিআইকে কাজে লাগিয়ে; তৃণমূল নেতাদের ‘হ্যা’রাস’ করছে। কিন্তু বিরোধীদের হু’মকি দেওয়া তৃণমূলের রীতি নয়; কে কি ব্যক্তিগত-ভাবে করছে, তার জন্য দল কোনভাবেই দায়ী নয়”।

]]>
প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে https://thenewsbangla.com/primary-teacher-dismissed-tmc-leader-daughters-lost-job-justice-avijit-ganguly-order-on-primary-tet-scam/ Tue, 14 Jun 2022 14:34:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15441 চাকরি পেয়েও, কাজে যোগ দিয়ে, পাঁচ বছর চাকরি করেও যে চাকরি যেতে পারে; তা ভাবতেই পারছেন না আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা গুণধর খাঁড়ার দুই মেয়ে সীমা খাঁড়া ও শিবানী খাঁড়া। প্রাথমিকে বরখাস্তের তালিকায়; পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির ২ মেয়েই। এসএসসি নিয়োগে দুর্নীতির পর, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগেও; দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির অভিযোগে আদালতে গড়ানোর পর; সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেন; তাদের পুরো মাইনে ফেরত দেবার নির্দেশ দেন।

শিক্ষক-শিক্ষিকাদের বরখাস্ত হওয়ার এই তালিকা, আদালতের নির্দেশের পর; জেলায় জেলায় পৌঁছাতে শুরু করেছে। জেলায় জেলায় সেই তালিকা পৌঁছানোর পর; বরখাস্ত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে হাহাকার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বরখাস্ত হওয়া এই তালিকায়; একাধিক নাম রয়েছে তারা শাসকদল তৃণমূলের নেতা-নেত্রী, আত্মীয়স্বজন এবং সন্তানদের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত; প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।

আরও পড়ুনঃ মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আদালতের নির্দেশে হুগলি জেলায় ৬৮ জনকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি; গুণধর খাঁড়ার ২ মেয়ের নাম। এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের কর্মী বলে পরিচিত গুণধরবাবু। পঞ্চায়েত সমিতির সভাপতি হবার পর; তাঁর দাপট আরও বেড়েছে। ২০১৭ সালে তার দুই মেয়ে সীমা ও শিবানী; প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেয়। মঙ্গলবার সকালে জেলায় যে তালিকা পৌঁছেছে, তাতে ৫ নম্বরে নাম রয়েছে শিবানী খাঁড়ার; আর ৮ নম্বরে নাম সীমা খাঁড়া প্রামাণিকের।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

২০১৪ সালের প্রাথমিক টেটে দুর্নীতির মামলা করে, আবেদনকারীরা আদালতকে জানিয়েছিলেন; এই নিয়োগ-প্রক্রিয়ায় ২০১৭ সালে বেআইনি-ভাবে দ্বিতীয় একটি মেধাতালিকা তৈরি করা হয়। এই নিয়ে সংসদের আইনজীবীর দাবি ছিল; ২০১৪ সালের টেটে একটি প্রশ্ন ভুল ছিল; সেই প্রশ্নে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হয়েছে। আদালত পালটা প্রশ্ন করে; বাকি ২৩ লক্ষ পরীক্ষার্থী কী দোষ করল? কোনও জবাব ছিল না সংসদের আইনজীবীর কাছে; এরপরই ২৬৯ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>
তৃণমূল নেতা খু’ন, অথচ ১১ বছর ধরে চুপ তৃণমূল নেতা মন্ত্রীরা https://thenewsbangla.com/tmc-leader-tapan-dutta-murder-but-tmc-leaders-ministers-have-been-silent-for-11-years/ Thu, 09 Jun 2022 07:57:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15329 তৃণমূল নেতা খু’ন; অথচ ১১ বছর ধরে চুপ তৃণমূল নেতা-মন্ত্রীরা। কি অদ্ভুত না!? তৃণমূল নেতা খু’ন, অথচ ১১ বছর ধরে আন্দোলন নেই তৃণমূলে; কিন্তু কেন? কোথাও একটা কথা নেই; প্রতিবাদ আন্দোলন নেই। উল্টে ১১ বছর ধরে, মৃত তৃণমূল নেতার স্ত্রী-কন্যা; বিচারের জন্য ছুটে বেড়াচ্ছেন আদালতে। নিজেদের নেতা খুনের এতবড় ইস্যুতে; তৃণমূল একেবারে মুখ বন্ধ করে রেখেছে! দলের নেতার প্রকাশ্যে হত্যা নিয়ে, দলের মুখপাত্র কুণাল ঘোষ ও সোশ্যাল মিডিয়া কাঁপানো দেবাংশু ভট্টাচার্যও একেবারেই স্পিকটি নট! ব্যাপারটা কি!?

২০১১ বিধানসভা ভোট; ১৮ই এপ্রিল থেকে ১০ই মে। রাজ্য তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। ভোটের ডামাডোলের সুযোগ নিয়েছিল দুষ্কৃতীরা। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। আর ২০মে ২০১১; বাংলায় পরিবর্তনের সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, তারপরেও ১১ বছরে নিজের দলের নেতা খু’নের; কোন কিনারা করতে পারেনি মা-মাটি-মানুষের সরকার।

আসলে এই খু’নের কিনারা হওয়ার কথা ছিলও না। কারণ খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করে, বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।

আরও পড়ুন; দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর

এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা, বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়, সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ।

হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে, আন্দোলন শুরু করেছিলেন তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; জানিয়ে দেন তাঁর স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। তবে দলের নেতার খু’ন নিয়ে, ১১ বছর পরেও অদ্ভুত ভাবে নীরব; ঘাসফুল নেতা-কর্মী-সমর্থক-মন্ত্রীরা।

]]>
“দল পাশেই আছে”, ঘরে ফিরেই পরেশ অধিকারীকে সংবর্ধনা তৃণমূলের https://thenewsbangla.com/tmc-welcome-felicitates-paresh-adhikari-back-home-after-ssc-controversy/ Tue, 24 May 2022 14:49:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15197 “দল পাশেই আছে”; ঘরে ফিরেই পরেশ অধিকারীকে সংবর্ধনা তৃণমূলের। দলের নেতাকে স্বাগত জানাতে; মেখলিগঞ্জে পুষ্পবৃষ্টি তৃণমূলের। মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা হয়ে; মেখলিগঞ্জে নিজের বাড়ি ফেরেন পরেশ। মেখলিগঞ্জে পা রাখার পরই; স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে সংবর্ধনা দেন। মেখলিগঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হলে, তৃণমূল কর্মীদের নিয়ে; একটি বৈঠক করেন তিনি। সেখানেই তিনি ঘোষণা করেন; “তৃণমূল আমার পাশেই আছে”।

এসএসসি দুর্নীতি নিয়ে, তাঁর আইনি লড়াই চলবে; বলেও জানিয়েছেন পরেশ অধিকারী। পাশাপাশি তিনি আরও বলেন, “এই কয়েক দিনে দেখা গেল; কে দলের আসল লোক আর কে নকল লোক। প্রতি মুহূর্তে মেখলিগঞ্জ থেকে; আমাকে ফোন করা হচ্ছিল। উপরে ভগবান আছেন; এখন আর কলকাতা যাওয়ার দরকার নেই আমার। কলকাতার তৃণমূল নেতারা; আমার সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে আছেন; প্রতিটা বিষয় খোঁজখবর নিচ্ছেন ওঁরা”।

আরও পড়ুনঃ ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না

এসএসসি কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরা ও মেয়ের চাকরি যাওয়া; একের পর এক ঘটনায় জেরবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতা পরেশ অধিকারী অবশেষে বাড়ি ফিরলেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে; সোজা নিজ নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কোচবিহারের হলদিবাড়িতে চলে আসেন তিনি। স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে; পুজো দেন। মেয়ের চাকরিতে নিয়োগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে; “বিষয়টি আদালতে বিচারাধীন”, বলে তা এড়িয়ে যান তৃণমূল নেতা ও মন্ত্রী।

এদিকে, পরেশ অধিকারী ঘরে ফেরার আগের দিনেই; অঙ্কিতা অধিকারীকে বরখাস্তের চিঠি সোমবার পৌঁছে গিয়েছে স্কুলে। বাড়ির পাশের ইন্দিরা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনারায় বসুনিয়া জানিয়েছেন; “আদালতের লিখিত নির্দেশ পেয়েছেন; স্কুল পরিচালন কমিটি বসে শীঘ্রই আলোচনা করবে এব্যাপারে”।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন মন্ত্রী কন্যা অঙ্কিতা। বাবার প্রভাব খাটিয়ে মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও; চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল অঙ্কিতার বিরুদ্ধে। অঙ্কিতা যোগ দিয়েছিলেন, মেখলিগঞ্জে বাড়ির কাছেই; ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। এরপর আদালত নির্দেশ দিয়েছে তাঁকে চাকরি থেকে বরখাস্ত; ও নিয়োগের পর থেকে প্রাপ্য বেতন ফেরত দিতে। সেই চিঠিই সোমবার পৌঁছে গিয়েছে স্কুলে; শীঘ্রই সিদ্ধান্ত নেবে স্কুল।

]]>
সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ, বর্ধমানে যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার https://thenewsbangla.com/govt-projects-lure-tmc-leader-continues-young-woman-incidents-in-burdwan/ Tue, 24 May 2022 12:02:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15188 সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ দিয়ে; বর্ধমানে এক যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার। এমন অভিযোগেই উত্তাল; পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এক তরুণীর অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে; একাধিকবার তাঁকে ধ’র্ষ’ণ করে, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি রত্নাকর দে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই; চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশকে দেওয়া যুবতীর অভিযোগ, তৃণমূল নেতা রত্নাকর দে; বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দেয়। সংসারে দারিদ্রতা থাকায়, ওই তরুণীকে বিভিন্ন সরকারি প্রকল্পের; সুযোগ নেওয়ার পরামর্শ দেয় ওই নেতা। তার সঙ্গে যোগাযোগ করলে, কখনও কেতুগ্রাম পুরনো বাজারের কাছে ভাড়া বাড়িতে; কখনও কাটোয়ার লজে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, ওই যুবতীকে একাধিকবার; সারাদিন ধরে জোর করে ধ’র্ষ’ণ করে।

আরও অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে জোর করে; সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রি বিয়ে করে অভি’যুক্ত। স্থানীয় একটি লজে তাকে বউ সাজিয়ে; সেই ছবিও তুলে রাখে। অভি’যুক্ত তৃণমূল কংগ্রেস নেতা; পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাক্তন ব্লক সভাপতি রত্নাকর দে।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

নির্যাতিতার কথায়, ওই তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে; সাদা কাগজের সই কাজে লাগিয়ে রেজিস্ট্রি বিবাহ করে রেখেছে। যাতে কখনও ধ’র্ষ’ণের অভিযোগ; করতে না পারেন। এই কথা পাঁচ কান হলে বিপদ হবে; বলে হু’মকিও দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে, নির্যা’তিতা ও তার পরিবারের সদস্যদের; খু’ন করার দেওয়ার হু’মকিও দেয় ওই তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার প্রভাব-প্রতিপত্তির কথা ভেবে; ভয়ে এবং লোকলজ্জায় কোথাও অভিযোগ করেননি তরুণী।

সম্প্রতি ওই তৃণমূল নেতার অত্যাচার সহ্য করতে না পেরে, তার হাত থেকে বাঁচার জন্য কেতুগ্রাম থেকে; ওই মহিলা ও তাঁর বাবা-মা পালিয়ে চলে আসেন নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। সেখানেও গত ২২ মে সন্ধেয়; দু-জন অপরিচিত ব্যক্তি ওই হাঁসখালি থানা এলাকার কেতুগ্রাম ফিরে যাওয়ার জন্য হুমকি দেয়। তাই বাধ্য হয়ে তিনি নদিয়ার হাঁসখালি থানায়; লিখিত অভিযোগ করেছেন। তবে এবিষয়ে অভিযুক্তকে একাধিকবার ফোন করা হলেও; তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনায় বিব্রত স্থানীয় তৃণমূল।

]]>
ঠিকাদার থেকে ‘শাহজাহান‘, দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূলের ’শেখ‘ নেতার https://thenewsbangla.com/tmc-leader-rajib-sheikh-become-rich-after-join-mamata-banerjees-party/ Mon, 23 May 2022 08:04:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15164 ঠিকাদার থেকে শাহজাহান; দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূল নেতার। ছিলেন গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার, আজ সেই নেতার রমরমা; চোখ ধাঁধিয়ে দেয় এলাকার মানুষের। দুই বউয়ের জন্য দুটি পেল্লায় বাড়িও বানিয়েছেন; চাপড়ার তৃণমূল নেতা রাজীব শেখ। মুঘল সম্রাট শাহজাহান, তাঁর বেগম মুমতাজের জন্য; বানিয়েছিলেন একটি তাজমহল। আর তৃণমূল নেতা রাজীব শেখ; ছাড়িয়ে গেলেন সম্রাট শাহজাহান-কেও। এলাকার লোকেরা বলে, দুই বউয়ের জন্য; তৃণমূল নেতার জোড়া তাজমহল।

তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই; কপাল খুলে যায় রাজীব শেখের। একটা সময় চাপড়া ব্লকে পঞ্চায়েত সমিতি থেকে; গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারির নিয়ন্ত্রণ ছিল রাজীবের হাতেই। নিজেও ঠিকাদারির কাজ করতেন। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় থেকেই; ভাগ্য পরিবর্তন হয় রাজীবের। চাপড়ার তৃণমূল প্রার্থী; রুকবানুর রহমানের ডান হাত হয়ে ওঠেন রাজীব।

আরও পড়ুনঃ রাজ্যের ডাকে সাড়া দিলেন না শুভেন্দু অধিকারী, যাচ্ছেন না নবান্নে

বিধায়কের হাত ধরে আরও এগিয়ে; নিজের সাম্রাজ্য বিস্তার করেছে রাজীব। বড় বউ আসমাতারা বিবি বর্তমানে চাপড়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাবা কাংলা শেখ ছিলেন দলের অঞ্চল সভাপতি। রাজীব নিজে ছিলেন চাপড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। রাজীব ঘনিষ্ঠদের দাবি; দুটো বাড়ি ছাড়াও একাধিক গাড়ি, একাধিক দামি মোটরবাইকের মালিক রাজীব। এছাড়াও তিনটি ইটভাটা, শ্রীনগর মোড়ে পাটের গুদাম, কয়েকজনের সঙ্গে অংশীদারিতে সুপার মার্কেট ও জমি সহ কয়েক কোটি টাকার মালিক তৃণমূল নেতা রাজীব। তবে, এইসব অভিযোগ, পুরোপুরি অস্বীকার করেছেন এই তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ “এটা কি তোর বাপের স্টেশন” বলার দিন শেষ, টাকা ফেললেই রেলস্টেশন আপনার নামে

সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বাবা-ছেলে পদচ্যুত হয়েছেন। তারপরেই উঠেছে রাজীবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। যদিও রাজীবের দাবি, সব তাঁর পরিশ্রমের টাকা। সৎ ভাবে ঠিকাদারি করেই তিনি এই উপার্জন করেছেন। কোন বেআইনি কাজ করে বা দলকে ভাঙিয়ে উপার্জন করেননি। তবে, সাধারণ মানুষ এই আধুনিক শাহজাহান-কে নিয়ে; বেশ মজাই করছেন। বলছেন, দুই বউকে সামলাতে হলে; দুটো তাজমহল তো বানাতেই হবে!

]]>
বাড়িতে মুজরা আসর, বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা https://thenewsbangla.com/mujra-at-home-birbhum-tmc-leader-in-controversy-after-throwing-money-at-baiji-body-viral-video/ Fri, 25 Feb 2022 14:35:02 +0000 https://www.thenewsbangla.com/?p=14841 বাড়িতে মুজরা আসর; বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন একজন পুরুষ; আর সেই টাকা কুড়িয়ে নিচ্ছে অল্প পোষাকে আর এক মহিলা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে। বীরভূমের এক তৃণমূল নেতাকে; একটি বাইজি নাচের আসরে টাকা ওড়াতে দেখা যাচ্ছে। পুরভোটের ঠিক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বাংলা জুড়ে; যেখানে দেখা যাচ্ছে বীরভূমের ওই ঘাসফুল নেতা নিজের বাড়িতে বাইজি নাচের আসরে টাকা ওড়াচ্ছেন। জানা যাচ্ছে যে, ভিডিও-তে দেখতে পাওয়া ওই টিএমসি নেতা হলেন; বীরভূমের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকৎ। যদিও এই ভিডিয়োর সত্যতা; যাচাই করেনি The News বাংলা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে; জনপ্রিয় হিন্দি ছবি দেবদাসের একটি গান চলছে। আর সেই গানের তালে তালে নাচছেন এক তরুণী। ওই তরুণী যে শুধু নাচ করছেন তাই নয়; দেবদাস ছবিতে ওই গানে মাধুরী দীক্ষিতকে যে পোশাকে শুটিং করতে দেখা গিয়েছিল; ওই তরুণীও সেইরকমই পোশাক পড়ে নাচছেন। আর মাঝেমধ্যেই ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে; ‘খুব ভাল! এর কোনও জবাব নেই। আমাদের বিহারে বিয়েতে এরকমই চলে’। প্রায় দেড় মিনিটের ভিডিয়ো শেষে দেখা যায়; তৃণমূলের ওই নেতা একেবারে ফিল্মি কায়দায় ওই বাইজির মাথায় নোটের তারা ধরে টাকা ওড়াচ্ছেন। স্বল্প পোশাকে আর এক মহিলাকে; টাকা কুড়াতেও দেখা যাচ্ছে।

যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার তরফে; এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই; বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছেন। আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি; রাজ্য জুড়ে ১০৮টি পুরসভার ভোট রয়েছে। তার আগে বীরভূমের তৃণমূল নেতার এরকম ভিডিয়ো ভাইরাল হওয়ায়; বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ক্ষুব্ধ বীরভূম তৃণমূল নেতাদের একাংশ। বিরোধীদের বক্তব্য, ‘নাচ-গানে যারা ব্যস্ত থাকে; তারা মানুষের কি সেবা করবে’।

তবে অভিযুক্ত ওই নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর; তিনি সম্প্রতি ভিন রাজ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই এই বাইজি নাচের আসরে; তিনি টাকা ওড়ান। তবে তাতে কিন্তু বিতর্ক থামছে না। যে নেতা এইভাবে বাইজি নাচে টাকা ওড়াতে পারেন; তিনি কি করে মানুষের সেবা করবেন? ভোটের আগেই উঠে গেছে প্রশ্ন।

]]>