TeachersRecruitment – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 09 Sep 2022 05:26:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TeachersRecruitment – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-encourages-tmc-leaders-ministers-to-steal-jobs-after-ssc-scam-said-opposition-leaders/ Fri, 09 Sep 2022 05:25:39 +0000 https://thenewsbangla.com/?p=16717 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা? দলের প্রকাশ্য সমাবেশে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। কি বলেছেন মমতা? বৃহস্পতিবার দলের সম্মেলনে মমতা বলেন, “কোন বিধায়ক, মন্ত্রী নিজেদের লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না! হোয়াটস্অ্যাপও সব তুলে নিচ্ছে”। মমতার বক্তব্য, “জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির। বিধায়কদের তো বিধানসভায় দেখা হচ্ছে। সাংসদদের সঙ্গেও মোটামুটি যোগাযোগ আছেই”।

কর্মী সম্মেলনে এমন কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও কি, ফের ‘চাকরি-চুরি’তে উৎসাহ দিলেন মমতা? মমতার এই বক্তব্যের পরেই প্রশ্ন তুলেছে বিজেপি ও বাম নেতারা। কেন তৃণমূলের কোন বিধায়ক-মন্ত্রী, চাকরির জন্য চিঠি দেবেন? যাদের যোগ্যতা আছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে! নেতারা বলবে কেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

নিজেদের মধ্যে ফোনে কথা বলার বিষয়ে, দলের বিধায়ক-মন্ত্রীদের আরও বেশি সতর্ক হতে বললেন তৃণমূল-নেত্রী। সেই সঙ্গে নিজেদের লেটারহেডে কোনওরকম চাকরির সুপারিশের ক্ষেত্রেও, এবার নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। মমতা কি এটাই প্রমাণ করে দিলেন, এতদিন তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তাহলে মমতা নিজেই স্বীকার করে নিলেন, তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে”। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “মমতা নিজেই ‘চাকরি-চুরি’র কথা স্বীকার করে, আরও চুরি করতে প্রশ্রয় দিলেন”।

]]>
“রাজ্যে শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নিয়োগ”, শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-announces-89-thousand-teachers-recruitment-very-soon/ Mon, 05 Sep 2022 15:08:45 +0000 https://thenewsbangla.com/?p=16659 “রাজ্যে শীঘ্রই ৮৯ হাজার শিক্ষক নিয়োগ”, শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানেই, বড় ঘোষণা মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, “শীঘ্র রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে”। শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে, এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের শীঘ্রই নিয়োগের প্রতিশ্রুতি, দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, “আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং সহ, ৩০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে”। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকরাই দেশে সমাজ গড়ার কারিগর। সমস্ত শিক্ষকদের সালাম জানাচ্ছি। তাঁদের অনুরোধ করব ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের দায়িত্ব নিন”।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

এদিন টেট আন্দোলনকারীদেরও কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম করে দিন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এদের নম্বর পারমিট করছে না। তবুও আমি বলেছিলাম করে দিন”। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কাজ করতে গেলে ভুল হবেই, সরকার থাকলেই কেলেঙ্কারি হবে”।

এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা জানান, “গত ৬৫-৬৬ বছরে মাত্র ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। আমাদের সরকারের ১১ বছরে, আরও ৩০টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ৫১টি কলেজও তৈরি হয়েছে। সারা ভারতবর্ষে শিক্ষার মেধার বিচারে যাদবপুর আর কলকাতা বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই, ভগবানেরও থাকে না”।

]]>
‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে https://thenewsbangla.com/teachers-recruitment-scam-in-bengal-bangladeshis-have-been-given-jobs-for-money/ Fri, 02 Sep 2022 05:45:57 +0000 https://thenewsbangla.com/?p=16578 ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবার শিক্ষক নিয়োগ-দুর্নীতি কাণ্ডে, বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে! চাঞ্চল্যকর দাবি সিবিআই-য়ের। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে জেরা করে, এক রহস্যময় বাংলাদেশি ‘মিডলম্যান’-এর কথা জানতে পেরেছে সিবিআই। সেখান থেকেই মিলেছে, এই চমকপ্রদ তথ্য।

সিবিআই-য়ের দাবি, প্রসন্নর ‘হাতযশে’ অবৈধভাবে সীমান্ত পেরনো অনেক বাংলাদেশি যুবক-যুবতী, ভারতীয় সেজে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষকের ও গ্রুপ ডি চাকরি করছে। চাকরির পরীক্ষার ধারে-কাছে না গিয়েই, এই ‘কৃতিত্ব’ অর্জন করেছে তারা। এর জন্য ওই অনুপ্রবেশকারীদের কাছ থেকে, ২০-২৫ লাখ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এভাবে যারা চাকরি পেয়েছে, তাদের নামের তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে, সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন; মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

সিবিআইয়ের দাবি, বহু বাংলাদেশি তরুণ-তরুণীকে, অবৈধভাবে রাজ্যের স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে শুধুই টাকার বিনিময়ে। বাংলাদেশি-দের এপারে এনে, চাকরি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ‘বিশ্বাস’ নামে বাংলাদেশি মিডলম্যানের, যে প্রসন্নর অন্যতম সহযোগী। বাংলাদেশ ও ভারত, দু’দেশেরই পাসপোর্ট আছে তার। প্রসন্ন এবং বিশ্বাস রাজারহাট-নিউটাউন এলাকায়, একই আবাসনে থাকত।

প্রসন্নর হোয়াটসঅ্যাপ-চ্যাট ও সোশ্যাল-মিডিয়া ট্র্যাক করে তদন্তকারীরা জেনেছেন, এই ‘বিশ্বাস’ বাংলাদেশি-দের নির্বাচিত করে, অনুপ্রবেশ করানোর দায়িত্বে ছিল। বাংলাদেশে যারা অর্থের বিনিময়ে ভারতের স্কুলে চাকরিতে আগ্রহ দেখাত, দালালের মাধ্যমে তাদের সীমান্ত-পার করিয়ে নিয়ে আসা হত। তাদের এনে তোলা হত, রাজারহাট-নিউটাউনের একটি ফ্ল্যাটে। সব ব্যবস্থা করে দিত প্রসন্ন।

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ‘ভারতীয়’ সাজাতে, যাবতীয় শংসাপত্র ও আধার-ভোটার কার্ড তৈরি করে দেওয়া হত। এরপর তাদের গ্রুপ-ডি, প্রাইমারি-টেট পরীক্ষার ফর্ম পূরণ করান হত। প্রসন্নর সল্টলেকের অফিসে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে, তাদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হত ‘যথাস্থানে’। প্রসন্ন এভাবে যতজনের জন্য সুপারিশ করেছিলেন, তারা সকলেই চাকরি পেয়েছে বলে সিবিআই জানতে পেরেছে।

দেশ ও পরিচয় পাল্টে এভাবে সরকারি চাকরি পাওয়ার ঘটনায়, তদন্তকারীরাও রীতিমতো বিস্মিত। যদিও অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, ‘তাঁদের মক্কেলকে জোর করে এই সব বলিয়ে নেওয়া হচ্ছে’।

]]>
তৃণমূল সরকারের ১১ বছরে শিক্ষক নিয়োগ, পুরোটাই কলকাতা হাইকোর্টের নজরে https://thenewsbangla.com/mamata-banerjee-govt-11-years-teachers-recruitment-under-scanner-of-calcutta-high-court/ Thu, 18 Aug 2022 06:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16214 মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১১ বছরে প্রাইমারি শিক্ষক নিয়োগ, পুরোটাই এবার কলকাতা হাইকোর্টের নজরে। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে, একাধিক নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে যে দুটি মেধা-তালিকা প্রকাশ করা হয়েছিল, তা হাইকোর্টে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত ২০শে জুন আদালতে বেশ কিছু নথি পেশ করেছিল পর্ষদ। সেই নথি বৃহস্পতিবারের মধ্যে, দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ফলে তৃণমূল আমলে সব প্রাথমিক শিক্ষক নিয়োগই আসছে, কলকাতা হাইকোর্টের স্ক্যানারে। কয়েক হাজার শিক্ষক এবার এলেন, তদন্তের আওতায়। সবার মেধাতালিকা আদালতে পেশ করতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় বাঁক!

আরও পড়ুন; শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ

২০১৬ ও ২০২০-র সম্পূর্ণ মেধাতালিকা পেশের নির্দেশ। রাজ্যকে এই দুই সম্পূর্ণ তালিকা, আগামী ১ সেপ্টেম্বর পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৫র ১১ অক্টোবর টেট হয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম মেধা-তালিকা প্রকাশিত হয়। ২০১৭ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় দ্বিতীয় মেধা-তালিকা।

সেই দ্বিতীয় মেধা-তালিকায় অনিয়মের অভিযোগ তুলে, মামলা দায়ের করেছিলেন রমেশ আলি। তাঁর দাবি, দুর্নীতির জন্যই দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ২৬৯ জনকে ইতিমধ্যেই, চাকরি থেকে বরখাস্তও করেছে হাইকোর্ট।

]]>