SupremeCourt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Aug 2022 07:14:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SupremeCourt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘ফোনে আড়ি পাতছে কেন্দ্র’, মমতা ও বিরোধীদের ‘পেগাসাস বিতর্ক’ খারিজ সুপ্রিম কোর্টে https://thenewsbangla.com/pegasus-spyware-case-supreme-court-says-no-conclusive-proof-against-modi-govt/ Thu, 25 Aug 2022 07:13:16 +0000 https://thenewsbangla.com/?p=16439 ‘ফোনে আড়ি পাতছে কেন্দ্র’, মমতা ও বিরোধীদের ‘পেগাসাস বিতর্ক’ খারিজ সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, মোদী সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা নিয়ে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই পেগাসাস অভিযোগ খারিজ করে দিল। “এমন কোন প্রমাণ পাওয়া যায়নি, যে কেন্দ্র পেগাসাস দিয়ে বিরোধীদের ফোনে আড়ি পাতছে”, পরিস্কার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।

পেগাসাস-কাণ্ডে বিজেপি বিরোধীদের প্রধান দাবি ছিল, ‘মোদী সরকার ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার পেগাসাস স্পাইওয়্যার কিনেছে কি না, তা প্রকাশ্যে জানাতে হবে। কেন্দ্র পেগাসাস নিয়ে সংসদে বিবৃতি দিলেও, এই প্রশ্নের উত্তর দেয়নি। এরপর পেগাসাস-কাণ্ডের তদন্তের দাবিতে দায়ের হওয়া, একটি জনস্বার্থ মামলার জেরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু ইজরায়েল থেকে স্পাইওয়্যার কেনা হয়েছিল কি না, তা খোলসা করা হয়নি সেই হফলনামায়। সেই নিয়েই শুরু হয় বিতর্ক।

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস-কাণ্ডের তদন্তে, একটি বিশেষজ্ঞ দল গঠন করতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু তা খারিজ করে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্ব গঠিত তিন সদস্যের এই দলে ছিলেন, আইপিএস অলোক জোশী ও টেকনিক্যাল বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। তাদের রিপোর্ট জমা পরে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল সেনা ক্যাম্প

পাশাপাশি সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞদের নিয়ে, ৩ সদস্যের আর একটি টেকনিক্যাল কমিটি তৈরি করে দেশের সর্বোচ্চ আদালত। ডঃ নবীন কুমার চৌধুরী, ডঃ প্রবাহরণ পি ও ডঃ অশ্বিন অনিল গুমস্তে-কে নিয়ে তৈরি হয় এই কমিটি। দুটি কমিটির রিপোর্ট পাবার পরেই, রায় জানাল সুপ্রিম কোর্ট।

তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলি-র বেঞ্চ কেন্দ্রের সমালোচনা করে জানায়, আদালত কেন্দ্রকে পেগাসাসে আড়ি পাতার অভিযোগ নিয়ে সব রিপোর্ট জমা দেবার যথেষ্ট সময় দিয়েছিল, কিন্তু কেন্দ্র তা পুরোপুরি না দেওয়ায় এই দুটি কমিটি গড়ে তদন্ত হবে।

এদিন সুপ্রিম কোর্ট সব রিপোর্ট খতিয়ে দেখে জানায়, “২৯টি মোবাইল পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাতে পেগাসাসের কোন অস্তিত্ব আছে কিনা তা প্রমাণ হয়নি”।

]]>
‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা https://thenewsbangla.com/fifa-suspends-all-india-football-federation-due-to-third-party-interference/ Tue, 16 Aug 2022 04:55:37 +0000 https://thenewsbangla.com/?p=16127 ‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা। লজ্জার অন্ধকারে ভারতীয় ফুটবল। ভারতকে নির্বাসিত করল ফিফা। ভারতের ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন।

কয়েকমাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে, দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায়, এউভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার নিয়মে আইনবিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে, কড়া সিদ্ধান্ত নিল ফিফা। চলতি বছরের ১১-৩০ অক্টোবর, ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে, সেই বিশ্বকাপও আপাতত স্থগিত থাকছে।

আরও পড়ুন; ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার

দেশের শীর্ষ আদালত নির্ধারিত কমিটি, ভারতীয় ফুটবল ফেডারেশনের দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটি ২৮ আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন ভারতের নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীতে পরিস্থিতি কি হয়, সেই দেখে পরবর্তী পদক্ষেপ নেবে ফিফা। সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি, ভারতের কাছ থেকে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার সতর্কতা আগেই দিয়েছিল ফিফা।

]]>
পয়গম্বর বিতর্ক, সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে https://thenewsbangla.com/prophet-controversy-nupur-sharma-gets-big-relief-in-supreme-court/ Wed, 10 Aug 2022 15:14:15 +0000 https://thenewsbangla.com/?p=16033 পয়গম্বর বিতর্ক। সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল, বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে। সুপ্রিম কোর্টে বুধবার বড়সড় স্বস্তি পেলেন, বহিষ্কৃত বিজেপি নেত্রী। প্রাণসং’শয়ের আ’শঙ্কায় নূপুরের বিরুদ্ধে হওয়া সবকটি মামলা, একত্রিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সবকটি মামলা স্থানান্তরিত করা হবে দিল্লিতে। এই নির্দেশে বড় স্বস্তি পেলেন, নূপুর শর্মা।

গত কয়েকমাস ধরে একাধিক রাজ্যের বিভিন্ন থানায়, নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে তলবও করে, দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি থানা। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, সাসপেন্ডেড বিজেপি নেত্রী। তাঁকে গ্রেফতার করা যাবে না বলে, ‘রক্ষাকবচ’-ও দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইএর, এক জায়গায় এনে দিল্লিতে পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে

পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, দেশজুড়ে নূপুরের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশ বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা করেছে। সমস্ত মামলায় গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবার সবকটি মামলাকে, একত্রিত করতে নির্দেশ শীর্ষ আদালতের।

নূপুরের আবেদনের বিরোধিতা করে, বাংলার পুলিশ। বুধবার তা খারিজ করে দেয় শীর্ষ আদালত, সমস্ত মামলার শুনানি হবে দিল্লিতে। নূপুরের বিরুদ্ধে বিরোধী-শাসিত রাজ্যগুলির পুলিশ, আর তদন্ত করতে পারবে না। এমনকী, দিল্লির বাইরে অন্য রাজ্যে গিয়ে হাজিরাও দিতে হবে না তাঁকে।

]]>