SunilBansal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 06:53:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SunilBansal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে https://thenewsbangla.com/sunil-bansal-helps-yogi-adityanath-win-in-charge-of-bengal-bjp-instead-of-kailash-vijayvargiya/ Wed, 10 Aug 2022 14:02:53 +0000 https://thenewsbangla.com/?p=16023 উত্তরপ্রদেশে যোগীকে জেতানোর কারিগর, এবার বাংলা বিজেপির দায়িত্বে। সরানো হল, বহুদিন বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়কে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে ভোটে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল তাঁর, সেই বিজেপি কেন্দ্রীয় নেতা সুনীল বনশল এবার হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে এই পদে নিযুক্ত করলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে তাঁকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করা হল, দেওয়া হল ওড়িশা এবং তেলঙ্গানার দায়িত্বও। বুধবার সুনীলের নিযুক্তির ঘোষণা করে বিজেপি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে, বিজেপি-তে উত্থান ঘটে সুনীলের। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরেই, অমিত শাহের নেকনজরে পড়েন সুনীল বনশল। উত্তরপ্রদেশে ‘আপনা দলের’ মতো আঞ্চলিক দলগুলিকে, একজোট করে বিজেপি-র ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুনীলের। কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বাংলা বিজেপির ভার এবার দেওয়া হল সুনীলের বুদ্ধিমান হাতে।

আরও পড়ুনঃ “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ

বাংলায় বিজেপির বৈতরণী পার করতে কৈলাস শুধু ব্যর্থই হননি, তাঁর আমলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। মুকুল রায়-সহ তৃণমূল থেকে দলে-দলে লোকজনকে বিজেপি-তে এনে, পুরনো সৈনিকদের বিরাগভাজন হয়েছিলেন কৈলাস। বাংলায় তাঁর কর্মকাণ্ড নিয়েও, প্রশ্ন তোলেন অনেকে। এবার তাই বেছে বেছে তাঁর জায়গায় সুনীলকে তুলে আনায়, কৈলাসের রাজনৈতিক ভবিষ্যতের উপরও নেতিবাচক প্রভাব পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুনীল বনশলের হাত ধরে, বঙ্গ বিজেপি কি করে, সেটাই এখন দেখার।

]]>