STF – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Oct 2022 06:52:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg STF – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের https://thenewsbangla.com/stf-and-kolkata-police-starts-investigating-about-al-qaeda-indian-module/ Mon, 10 Oct 2022 06:34:12 +0000 https://thenewsbangla.com/?p=16926 শিক্ষার নামে স্লিপার সেল, বাংলায় দাপট বাড়ছে আল কায়দা জ’-ঙ্গি সংগঠনের। দিনে দিনে বাংলা হয়ে উঠছে জ’ঙ্গিদের ঘাঁটি, এমনটাই উঠে আসছে গোয়েন্দাদের তদন্তে। গত মাসে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাণ্ডি এলাকা থেকে গ্রেফতার হয় হাসনত শেখ। সেখানে শিক্ষকতার নামে সে, ভারতীয় আল কায়েদা বা ‘আকিস’-এর (AQIS) স্লিপার সেল চালাত বলে গোয়েন্দাদের অভিযোগ। হাসনত শেখকে জেরা করে জানা যায়, বাংলাদেশ থেকে আল কায়দার যে সব সদস্য ও নেতারা চোরাপথে এই রাজ্যে আসত, হাসনত তাদের এই রাজ্যে থাকার ব্যবস্থা করে দিত। শুধু তাই নয়, সেই সব জ’ ঙ্গিদের জাল ভারতীয় পরিচয়ও তৈরি করে দিত সে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এইভাবে, বহু জ’ ঙ্গি ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে জাল পরিচয়ে।

জুলাইয়ে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে, বাংলাদেশী জ’ঙ্গি সংগঠন ও ভারতীয় আল কায়েদার নেতা ফয়জল আহমেদকে। বাংলাদেশ থেকে পলাতক ওই জ’ঙ্গির ফাঁ’সির আদেশও জারি করেছে বাংলাদেশের আদালত। চোরাপথে এই রাজ্যে প্রবেশ করে, পরিচয় বদলে শহিদ মজুমদার নাম নিয়ে সে চলে যায় বেঙ্গালুরুতে। বাংলাদেশের গোয়েন্দাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পেয়ে এসটিএফের গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন। সেই নাম্বারটি ছিল বেঙ্গালুরুর বাসিন্দা শহিদ মজুমদারের। তদন্ত করে গোয়েন্দারা নিশ্চিত হন যে, ওই শহিদ মজুমদারই আসলে এবিটি তথা আল কায়েদা জ’ঙ্গি নেতা ফয়জল আহমেদ।

আরও পড়ুনঃ বাংলার মিডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখায়, মোমিনপুর, মেটিয়াবুরুজ দেখাতে পারে না

ফয়জলকে জেরা করেই হাসনত শেখের সন্ধান মেলে উত্তরপ্রদেশে। পুলিশের জেরার মুখে হাসনত স্বীকার করে যে, বাড়িতে সে লুকিয়ে রেখেছে আকিস বা আল কায়েদার কার্যকলাপের বহু নথি, যেগুলি একটি পেন ড্রাইভেই বন্দি রয়েছে। এসটিএফ আধিকারিকরা হানা দেন মালদহের কালিয়াচকে সুজাপুর এলাকার নাজিরপুর গ্রামে তার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় ওই পেন ড্রাইভ।

পুলিশি তদন্তে উঠে এসেছে, কলকাতার আশপাশের কয়েকটি জেলায় মডিউল তৈরি করেছে আল কায়েদার জ’ঙ্গিরা। ওই পেন ড্রাইভ থেকে ভারতের কোন রাজ্যে কতজন যুবককে, ভারতীয় আল কায়েদা জ’ঙ্গি সংগঠনে নিয়োগ করা হয়েছে, বা দেশের বাইরে কোনও জায়গায় পাঠানো হয়েছে কি না, সেই তথ্য জানা চেষ্টা হচ্ছে। বেশ বিপদে বাংলা।

]]>
শিক্ষকতার আড়ালে জ’ঙ্গি নিয়োগ করত আব্দুল রাকিব, ১৭ জন জ’ঙ্গি লুকিয়ে রাজ্যে https://thenewsbangla.com/abdul-rakib-recruits-mili-tants-under-the-guise-of-teacher-17-mili-tants-are-hiding-in-state/ Fri, 19 Aug 2022 06:23:27 +0000 https://thenewsbangla.com/?p=16251 শিক্ষকতার আড়ালে জ’ঙ্গি নিয়োগ করত আব্দুল রাকিব, আরও ১৭ জন জ’ঙ্গি লুকিয়ে রয়েছে রাজ্যে। শিক্ষক পরিচয় দিয়েই ভারত জুড়ে জ’ঙ্গি নিয়োগ করত, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের আব্দুল রাকিব সরকার। আ’ল-কায়দা জ’ঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। কীভাবে চলত নিয়োগ? কার নির্দেশে চলত গোটা প্রক্রিয়া? দেশের কোথাও না’শকতার ছক ছিল কিনা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আ’ল-কায়দার ভারতের শাখা সংগঠন ‘আকিস’ বা আ’ল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট। উত্তর ২৪ পরগনার শাসন থেকে আ’ল-কায়দা জ’ঙ্গি সন্দেহে ধৃত, হুগলির আরামবাগের সামতা এলাকার বাসিন্দা কাজি আহসানউল্লাহ এবং দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বাসিন্দা আব্দুল রাকিব সেই জ’ঙ্গি সংগঠনের অন্যতম ‘কিংপিন’ ছিল। এমনটাই মনে করছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

আরও পড়ুনঃ পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শাসন থেকে, ওই দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে রাকিব সংগঠনে পুরনো লোক। সে বছর দশেক ওই জ’ঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, মনে করছেন এসটিএফ আধিকারিকরা। বাংলাদেশ এবং ভিনরাজ্য থেকে বাংলায় পা রাখা জ’ঙ্গিদের, থাকা-খাওয়ার ব্যবস্থা করতে রাকিব।

পাশাপাশি সংগঠন তাকে ‘সমমনস্ক’দের মগজধোলাই করে, ভারতেই জ’ঙ্গি দল গড়ার দায়িত্বও দিয়েছিল বলে মনে করা হচ্ছে। দুজন-কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে, আরও অন্তত ১৭ জন জ’ঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

]]>
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি https://thenewsbangla.com/ed-sent-letter-to-home-secretary-summoned-two-ips-officers-in-rosevally-chitfund-case/ Wed, 06 Feb 2019 06:35:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6486 এক লড়াই শেষ হতে না হতেই আবার নতুন যুদ্ধ শুরু। সারদার পর এবার রোজভ্যালি কাণ্ডে মমতা প্রশাসনের দুই পুলিশ কর্তাকে জেরার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি। দেখা না করলে পাঠান হবে দ্বিতীয় নোটিশ, জানা যাচ্ছে ইডি সূত্রে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতায় রোজভ্যালির একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতেই তাঁদের ডেকে পাঠান হয়েছে বলে জানা গেছে। রোজভ্যালির ওই হোটেলে তদন্তের দায়িত্বে ছিলেন এই দুই অফিসার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

তবে রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জেরার কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, “মোটেও জেরা করার জন্য চিঠি নয়। কিছু প্রশ্ন ছিল, উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে”। যদিও ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর তরফ থেকে জানান হয়েছে, “ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠান হয়েছে। না এলে দ্বিতীয় নোটিশ পাঠান হবে”।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কিছু ‘মিসিং লিংক’ পেতেই এবার সরাসরি তদন্তকারী দুই আইপিএস অফিসারকেই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি, এমনটাই জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এইভাবে দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও অভূতপূর্ব বলে মনে করছে প্রশাসনিক মহল। তবে পুলিশের তরফ বলা হয়েছে, “এটা রুটিন ইনফরমেশন চেয়ে পাঠান হয়েছে। এরকম প্রায়ই তথ্য চাওয়া হয়, নতুন কিছুই নয়”।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

যদিও তদন্তের কাজে সাহাজ্যের জন্য এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতে ও কিছু তথ্য নেবার জন্যই এই পুলিশ অফিসারদের ডেকে পাঠান হয়েছে। কিন্তু কোনও জালিয়াতি কাণ্ডের তদন্তে যদি তদন্তকারী অফিসারদেরই এইভাবে ডেকে জেরা করতে হয়, তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>