Rahul Gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 10:08:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rahul Gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার নেতাদের মতই, এবার ‘পাল্টি’ খেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন https://thenewsbangla.com/nobel-laureate-amartya-sen-acts-like-bengal-politician-regarding-tmc-cpm-bjp-congress/ Sat, 06 Aug 2022 10:08:01 +0000 https://thenewsbangla.com/?p=15855 বাংলার নেতাদের মতই, এবার ‘পাল্টি’ খেলেন; নোবেলজয়ী অমর্ত্য সেন। ঠিক বাংলার ‘গদিপ্রিয়’ রাজনৈতিক নেতাদের মতই; এবার ‘পাল্টি’ খেলেন নোবেলজয়ীও। তৃণমূল শিবির ছেড়ে ফের; সিপিএম শিবিরে ফিরে গেলেন অমর্ত্য সেন।

যতদিন রাজ্যে বাম শাসন ছিল; ততদিন তিনি তাদের বিরুদ্ধে কিছু বলেছেন বলে কেউ দেখেনি। উল্টে, বাম সরকারের ‘নীতিগত সমর্থক’ ছিলেন অমর্ত্য সেন। আবার তৃণমূল আসার পরে; তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে ‘মা মাটি মানুষের সরকার’ এর পরামর্শদাতাও ছিলেন। লক্ষ্মীর ভান্ডার ও বিভিন্ন ভাতা নিয়ে যখন সমালোচনার পাহাড় উঠেছিল; তখনও তিনি ছিলেন সম্পূর্ণ মমতার সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশংসা করেছেন সব সময়।

অন্যদিকে কেন্দ্রে আবার কংগ্রেস সরকারের সমর্থক ছিলেন, এখনও আছেন। বিজেপি আসার পরে সরিয়ে দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর থেকেই তিনি বিজেপি বিরোধী; ইস্যু যাই হোক না কেন, নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক।

‘নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকাকালীন বিপুল আর্থিক দুর্নীতি এবং স্বজনপোষণে যুক্ত ছিলেন; নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ২০১৪ সালে মোদী ক্ষমতায় এসে; হাতেনাতে ধরে ফেলেন তাঁর সমস্ত দুর্নীতি। নালন্দা থেকে সরিয়ে দেওয়া হয় অমর্ত্য-কে। তারপর থেকেই মোদীকে অকারণ সমালোচনায় বিদ্ধ করছেন অমর্ত্য’। এমনটাই বিজেপির অভিযোগ; বাংলার নোবেল জয়ী-কে নিয়ে।

সেই অমর্ত্য সেন, আবার ‘দলবদল’ করলেন। নেতাদের মতই নীতি-আদর্শ চুলোয় দিয়ে। মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে; সিপিএমের ‘পুরষ্কার’ নিলেন অমর্ত্য। তৃণমূলের চুরি আর দুর্নীতি দেখেই কি, এই ‘দলবদল’? তাঁকে সম্মানিত করতে চেয়েছিল; মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা মাটি মানুষের সরকার’। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই দেরি না করে; তা ফিরিয়ে দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই অর্মত্য সেনই এবার পুরষ্কার নিলেন সিপিএমের কাছ থেকে! সেদিন পর্যন্ত মমতার সঙ্গে থাকা অমর্ত্য; কেন হঠাৎ দলবদল করলেন?

কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে কৃতী এবং গুণীজনদের; বঙ্গ সম্মানে সংবর্ধিত করা হয়। অর্মত্য সেনকে সম্মান জানাতে চেয়েছিলেন; মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পত্রপাঠ তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন; অপমানিত হয়েও চুপ, ঘাসফুল সরকার।

আরও পড়ুনঃ চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন

এরপরেই গত ৫ আগস্ট, প্রয়াত কমরেড মুজফফর আহমেদের জন্মদিনে; মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার নিলেন অমর্ত্য। যে পুরস্কারের দায়িত্বে রয়েছে সিপিএম দল। ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বা ‘জগৎকুটির’ বইটির জন্য; সম্মানিত করা হল অমর্ত্য সেনকে। “পুরস্কার নেব না”, বলেননি অমর্ত্য।

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নেননি অমর্ত্য। তাঁর তরফ থেকে তাঁর পরিবার জানিয়ে দেয়; তিনি অনেক পুরস্কার পেয়েছেন। অন্য কাউকে এই পুরষ্কার দেওয়া হোক’। কয়েকদিনের মধ্যে কি এমন ঘটল; যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন নোবেলজয়ী? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ছাড়লেন; অমর্ত্য সেন?

চারপাশে তৃণমূল নেতাদের এত দুর্নীতি দেখেই কি, এই সিদ্ধান্ত? এটাই এখন বড় প্রশ্ন। আর এটা শুনেই সদ্য মমতার মন্ত্রীসভায় স্থান পাওয়া বাবুল সুপ্রিয়; কড়া সমালোচনা করেছেন এই অর্থনীতিবিদের। বাবুলের দাবি, “অমর্ত্য সেন তো একজন পর্যটক; একটি রাজনৈতিক রঙের বাইরে বেরতে পারেননি”। এক ‘পর্যটক’ যে দুদিন আগেও বিজেপিতে ছিল; সে কিনা আর এক ‘দলবদলু’-কে ‘পর্যটক’ বলছে! ভাবা যায়!

তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে; আর কিছুই পাবার নেই অমর্ত্য সেনের? তাই কি আবার সিপিএম ও পুরনো দল কংগ্রেস এর হাত ধরা? দেখি অমর্ত্য সেন কি বলেন? হাজার হোক তিনি আবার আমাদের ভারতরত্নও; জনগণের টাকায় তাঁর বিমানভাড়া একেবারে ফ্রি। একমাত্র ভারতরত্ন, যিনি টাকার অভাব না হওয়া সত্ত্বেও এই সুবিধা নেন।

লিখলেন মানব গুহ।

]]>
“ভয় দেখিয়ে লাভ নেই, যা করার করে নিন”, দুর্নীতি মামলায় মোদীকে হুঁশিয়ারি রাহুলের https://thenewsbangla.com/rahul-gandhi-slams-narendra-modi-bjp-on-national-herald-scam-case/ Thu, 04 Aug 2022 10:51:31 +0000 https://thenewsbangla.com/?p=15806 ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায়, ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিল করে দেওয়ার পর; বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বিজেপি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব; কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত রাজ্যসভা; ও লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে; প্রতিবাদ করেছেন কংগ্রেস সাংসদরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় একাধিক-বার রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে আগে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। এবার “ভয় দেখিয়ে লাভ নেই, যা করার করে নিন”; দুর্নীতি মামলায় বিজেপি ও মোদীকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী।

রাহুল গাঁধী এদিন বলেন, “ভেবেছে চাপ দিয়ে চুপ করিয়ে দেবে; আমরা চুপ করব না। নরেন্দ্র মোদীকে ভয় পাই না; যা করার করে নিক। আমাদের কাজ দেশকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা; দেশের ঐক্য রক্ষা করা। আমরা সেটা করে যাব”।

আরও পড়ুনঃ “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা

“চোরের মায়ের বড় গলা”; বলেছেন বিজেপি নেতারা। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন; “এই বিষয়টি নিয়ে আদালতের কাছে যাচ্ছেন না কেন? এর আগেও তো কোর্টে গিয়েছেন ওঁরা, সেখানে ওঁরা হেরেছেন”। রাহুলকে পাল্টা ‘পার্টটাইম রাজনীতিবিদ’ বলেও কটাক্ষ বিজেপির। সবমিলিয়ে দিল্লির রাজনীতি; ন্যাশান্যাল হেরাল্ড দুর্নীতি মামলা নিয়েই সরগরম।

]]>
প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা https://thenewsbangla.com/former-bjp-leader-stand-against-bjp-presidential-election-mamata-banerjee-and-opposition-decided/ Tue, 21 Jun 2022 14:37:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15612 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে; দাঁড় করালেন মমতা ও বিরোধীরা। একসময়ে ছিলেন বিজেপির দাপুটে নেতা। অটল বিহারী বাজপেয়ি মন্ত্রিসভাতেও; গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের পাশাপাশি; সামলেছেন প্রতিরক্ষামন্ত্রকও। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর; রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয় যশবন্ত সিনহাকে। যার জেরে মোদী-শাহ জুটির উপর রীতিমতো ক্ষুব্ধ হন; প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই বিজেপি ত্যাগ করেন। সেই প্রাক্তন বিজেপি নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনেই মমতার অনুরোধ ফিরিয়ে দেবার পরে; হাতে ছিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহাই। সেই যশবন্ত সিনহাই এবার রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি বিরোধী প্রার্থী। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে; ইস্তফা দিলেন যশোবন্ত। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে; গৃহীত হল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের; দাবি শরদ পাওয়ারের।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিনহা। এদিন ১৮টি বিরোধীদলের বৈঠকে যোগ দিল; ওয়েইসির ‘মিম’, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি। রাষ্ট্রপতি ভোটে পদপ্রার্থী নিয়ে বৈঠকে এসপি, ডিএমকে, আরএসপি। “সম্মানীয় ব্যক্তি, নিশ্চিতভাবে মহান দেশের মূল্যবোধকে তুলে ধরবেন”; যশবন্ত সিনহার নামে সিলমোহর পড়ার পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও; তিনি লেখেন, “এর চেয়ে আর ভাল কেউ প্রার্থী হতে পারতেন না”।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

২০১৯ লোকসভার আগে থেকেই; মোদী-শাহ জুটিকে হারাতে রীতিমতো কোমর বেঁধে নামেন যশবন্ত সিনহা। উনিশের লোকসভা ভোটের আগে; মমতার তৃণমূলের হয়ে রাজ্যে ভোটপ্রচারও করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে; আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই”। সেই যশবন্ত-কেই এবার বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

একসময় ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ। আর এখন বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে; মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পছন্দ। মতাদর্শগত দিক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েও; নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন যশবন্ত সিনহা।

]]>
উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস https://thenewsbangla.com/yogi-adityanath-bjp-fear-congress-not-contest-lok-sabha-bypolls-on-rampur-azamgarh-seats/ Tue, 07 Jun 2022 08:11:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15293 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে; ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস। হ্যাঁ, গল্প হলেও সত্যি। উত্তরপ্রদেশে দুটি লোকসভা উপনির্বাচন থেকে; এবার নিজেদের সরিয়ে নিল সনিয়া-রাহুলের কংগ্রেস। দল যে প্রতিদ্বন্দ্বিতা করছে না; তা জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেসের সহ সভাপতি যোগেশ দীক্ষিত। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরাডুবি ফলকেই, সাফাই হিসেবে তুলে ধরেছেন; প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি। তবে, কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; রাজ্য ছাড়িয়ে দেশের রাজধানীতে শুরু হয়েছে জোর আলোড়ন।

উত্তরপ্রদেশের রামপুর ও আজমপড় লোকসভা আসনের উপনির্বাচন; কিন্তু ভোটের ময়দান থেকে না লড়েই পালিয়েই গেল কংগ্রেস। লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত; সোমবার উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ভোটের লড়াই থেকে সরে আসার পিছনে; গত বিধানসভা নির্বাচনের ভরাডুবিকে কারণ হিসেবে দেখিয়েছেন হাত শিবির। কংগ্রেস সূত্রে খবর, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত পিছনে রয়েছে; দুই কেন্দ্রে দলের সাংগঠনিক দুর্বলতা।

কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ কংগ্রেসের ভেঙে যাওয়া সংগঠন ও যোগ্য নেতৃত্বের অভাবকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে; উত্তরপ্রদেশে লড়েছিল কংগ্রেস। নির্বাচনে মাত্র ২.৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। এই অবস্থায় লোকসভা উপনির্বাচন লড়লে; কংগ্রেসকে আরও লজ্জার মুখে পড়ত হত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

যদিও অন্য একটি অংশের মতে; ২০২৪ সালেই লোকসভা ভোট। উত্তরপ্রদেশের মতো রাজ্যে লড়তে গেলে; আঞ্চলিক দলের লেজুর ধরা ছাড়া কংগ্রেসের গতি নেই। সেক্ষেত্রে সোনিয়ার প্রথম পছন্দ অখিলেশ যাদব। তাই লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্যে; সমাজবাদী পার্টিকে বন্ধুত্বের বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রামপুড় ও আজমগড়ে বিরোধীরা জিতলে; রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় ধাক্কা খাবে মোদী সরকার। সম্মিলিত বিরোধী জোটের স্বার্থে; কংগ্রেসের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। তবে নির্বাচনে না লড়ার পিছনে, নেতারা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন না কেন; কংগ্রেসের ইতিহাসে পালিয়ে যাবার ঘটনা এই প্রথম। যা নিয়ে দেশ জুড়ে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি।

]]>
টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা, চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা https://thenewsbangla.com/visa-to-chinese-citizens-in-exchange-for-money-p-chidambaram-son-karti-faces-cbi-interrogation/ Thu, 26 May 2022 08:21:17 +0000 https://www.thenewsbangla.com/?p=15240 টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা; চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা। এর আগে, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়; নাম জড়িয়েছিল বাপ-বেটার। এবার টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা! চিদম্বরমের ছেলে কার্তি-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বেআইনি ভিসা মামলায় আরও বিপাকে; কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে তথা সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার সকাল থেকেই, কার্তি চিদম্বরম-কে; জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিক-রা।

টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা দেওয়ার অভিযোগে; কার্তি-কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মত, বৃহস্পতিবার সকালেই সিবিআই দফতরে যান কার্তি। সিবিআই সূত্রের খবর, চিদম্বরম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে; ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ২০১১ সালে; পঞ্জাবে বেদান্ত গোষ্ঠীর একটি প্রকল্পে কাজের জন্য, ২৬৩ জন চিনা নাগরিককে টাকার বিনিময়ে; ভারতের ভিসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর ছেলে কার্তি।

আরও পড়ুনঃ কাশ্মীরি পণ্ডিতের পরে, ল’স্কর জ’ঙ্গিদের গু’লিতে নি’হত জনপ্রিয় অভিনেত্রী

সিবিআই সূত্রের খবর, ৫০ লক্ষ টাকার বিনিময়ে; ২৫০ জন চিনা নাগরিককে বেআইনি-ভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে। যার জেরে গত সপ্তাহে দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে; চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই।

শুধু তাই নয় কার্তির ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী এস ভাস্কররামনকে; ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, ভাস্কররামনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই; কার্তি-কে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। কার্তির ঘনিষ্ঠ সহযোগী ভাস্কররামনের মাধ্যমেই; বেআইনি ভাবে টাকার লেনদেন হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। ইউরোপ সফর থেকে ভারতে ফিরেই; বৃহস্পতিবার সিবিআই দফতরে যান তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ।

যদিও কংগ্রেস সাংসদের সাফ কথা, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে; তিনি জড়িত নন। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময় তিনি স্পষ্ট বলে দেন; “আমি জীবনে একজন চিনা নাগরিককেও; ভিসা পাইয়ে দিতে সাহায্য করিনি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে”। কার্তির অভিযোগ, স্রেফ রাজনৈতিকভাবে বিরোধী বলেই; এজেন্সি দিয়ে তাঁকে হেনস্তা করা হচ্ছে। পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরম, দুজনেই এর আগে গ্রেফতার হয়েছিলেন; আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়।

]]>
কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া, ঠাঁই পেলেন না রাহুল https://thenewsbangla.com/sonia-formed-a-task-force-for-congress-rahul-did-not-get-a-place/ Tue, 24 May 2022 13:39:17 +0000 https://www.thenewsbangla.com/?p=15194 কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া গান্ধী; কিন্তু সেখানে ঠাঁই পেলেন না রাহুল গান্ধী। কংগ্রেসের হাল ফেরাতে তিন কমিটি গড়লেন সনিয়া; কিন্তু টাস্ক ফোর্সে ঠাঁই পেলেন না রাহুল! উদয়পুরে কংগ্রেসের সদ্যসমাপ্ত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে; ২০২৪ লোকসভা ভোটের আগেই, কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে নয়া টাস্ক ফোর্স গড়লেন সভানেত্রী সনিয়া গাঁধী। একের পর এক ভোটে হারতে হারতে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর দিশা নির্দেশ দিতে; গত সপ্তাহেই রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবির করেছিল কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে আট সদস্যের সেই টাস্ক ফোর্সে কিন্তু; ঠাঁই হল না দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর।

মাঝে আর মাত্র একটি বছর, তাই আগামী লোকসভা ভোটের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে; আট সদস্যের টাস্ক ফোর্স গড়লেন সনিয়া গান্ধী। সেই টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু; রয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিংহ সুরজেওয়ালা ও কেসি বেণুগোপাল। অদ্ভুত ভাবে এই কমিটিতে রাখা হয়নি; রাহুল গান্ধীকে।

আরও পড়ুনঃ একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের

টাস্ক ফোর্সের পাশাপাশি মঙ্গলবার রাজনৈতিক বিষয়ক কমিটি এবং আগামী ২ অক্টোবরের কাশ্মীর থেকে কন্যাকুমারী; ‘ভারত জোড়ো যাত্রা’ সমন্বয় কমিটিও গড়েছেন সনিয়া। রাজনৈতিক বিষয়ক কমিটিতে আছেন রাহুল; পাশাপাশি রয়েছেন কং‌গ্রেসের অন্দরে বিক্ষুদ্ধ হিসেবে পরিচিত গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা।

প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল; কিন্তু শেষপর্যন্ত সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও; পিকে কংগ্রেসে যোগদান করেননি; কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও; কাজ করছেন না। অগত্যা বিকল্প এক ভোটকুশলীকে; বড় দায়িত্ব দিল সোনিয়ার দল। তিনি সুনীল কানুগোলু; বয়স চল্লিশেরও কম। প্রচারে থাকতে পছন্দ করেন না; এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর দেখা মেলে না। তবে প্রচারবিমুখ এই তরুণ ভোটকুশলীর; অতীত রেকর্ড বেশ ঈর্ষনীয়।

২০১৪-তে বিজেপির রণকৌশল তৈরির টিমে ছিলেন সুনীল; ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তাঁর রণকৌশলেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসেন। সুনীল কানুগোলু দীর্ঘদিন প্রশান্ত কিশোরের সহযোগী হিসাবে কাজ করেছেন। প্রশান্তের পরিবর্তে সুনীল কিভাবে কাজ করেন; সেটাই এখন দেখার।

]]>
মুসলিম অধ্যুষিত আসনে জেতার জন্য রাহুলকে কটাক্ষ ওয়েসির https://thenewsbangla.com/asaduddin-owaisi-insinuation-rahul-gandhi-muslim-dominated-wayanad/ Mon, 10 Jun 2019 15:02:13 +0000 https://www.thenewsbangla.com/?p=13636 ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠী এবং কেরালার ওয়ানাড; এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্বাধীনতার পর এই প্রথম বার ঘরের মাঠ আমেঠীতে কংগ্রেসের পরাজয় হয় বিজেপির কাছে; অন্যদিকে কেরালার ওয়ানাড লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে কংগ্রেস।

আমেঠীতে হারের সম্ভাবনা বুঝেই কেরালায় নিরাপদ আসন থেকে লড়ছে কংগ্রেস; এই যুক্তি বহুদিন ধরেই দিয়ে এসছিল বিজেপি নেতারা। ওয়ানাড লোকসভা কেন্দ্রটি ৫৪% মুসলিম ও খ্রিস্টান অধ্যুষিত হওয়ায় কংগ্রেসের জন্য আসনটি নিশ্চিত বলেই ধারণা করা হয়েছিল; আর এবার বিজেপির এই তত্ত্বকে সীলমোহর দিয়ে কংগ্রেস সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আর পড়ুন কঠোর সাজা পেল কাঠুয়া ধর্ষণ মামলার অভিযুক্তরা

একমাত্র মুসলিম অধ্যুষিত হবার কারনেই ওয়ানাড লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে রাহুল গান্ধী; রবিবার একটি জনসভায় এমনই দাবি করলেন আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন; কংগ্রেস সভাপতি নিজেই আমেঠীতে হেরেছেন। এরপরেই বিদ্রুপের সুরে তিনি বলেন; ওয়ানাড আসনটি ৪০% মুসলিম অধ্যুষিত; তাই নয় কি ?

এরপরেই কংগ্রেসের ওপর নির্ভরশীল হবার জন্য মুসলিম সম্প্রদায়কে কটাক্ষ করেন ওয়েসি। তিনি বলেন; কংগ্রেস বা অন্যান্য ধর্মনিরপেক্ষ দল গুলোর প্রতি আস্থাশীল হওয়াতে সমস্যা নেই; কিন্তু কংগ্রেস কোনও শক্তিশালী দল নয়; সেটাও মনে রাখা দরকার।

আর পড়ুন সব্যসাচীর হাত ধরে বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে

পাঞ্জাবে শিখরা সংখ্যাগরিষ্ঠ হওয়াতে বিজেপি হেরেছে এবং দক্ষিন ভারতে আঞ্চলিক দলগুলো শক্তিশালী হবার কারনে বিজেপি হেরেছে বলে জানান তিনি। এই সকল রাজ্যে বিজেপিকে হারানোর পেছনে কংগ্রেসের কোনও ভূমিকা নেই বলে জানান তিনি। শুধুমাত্র কংগ্রেস মুসলিমদের জন্য কাজ করবে; এই ভ্রান্ত ধারণা থেকে মুসলিম সম্প্রদায়কে বেরিয়ে আসার আহবান জানান তিনি।

]]>
প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-complained-of-biasness-against-pm-narendra-modi/ Sun, 09 Jun 2019 12:29:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13558 রবিবার তিন দিনের কেরালা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবিজেপি শাসিত রাজ্যগুলোর প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন নরেন্দ্র মোদী; এমনই অভিযোগ করলেন তিনি।

লোকসভা নির্বাচনে সারাদেশে কংগ্রেসের বিপর্যয়ের মধ্যেও কেরালায় ২০ টি লোকসভা আসনের মধ্যে ১৫ টিই দখল করেছে কংগ্রেস; তারই কৃতজ্ঞতা স্বরূপ ৩ দিনের কেরালা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। রবিবারই ছিল তার প্রচারের শেষ দিন। কোঝিকোড়ে এদিন একটি রোড শোতে অংশ নিতে রাহুল বলেন; ঘৃণায় বিজেপি পুরোমাত্রায় অন্ধ হয়ে গিয়েছে।

এদিন অভিযোগ করে রাহুল বলেন; কংগ্রেস শাসিত রাজ্যগুলোর প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একদমই ইতিবাচক নয়। উত্তরপ্রদেশের সাথে কেরালার প্রতি কেন্দ্রীয় সরকারের আচার আচরনের অনেক তফাৎ রয়েছে বলে উদাহরণ টানেন তিনি।

ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে রাহুল বলেন; তিনি জানেন কংগ্রেস শাসিত রাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর মনোভাব কেমন; শুধু তাই নয়; বিজেপি বিরোধী যেকোনও রাজ্যের প্রতিই বিজেপির পক্ষপাতদুষ্ট আচরন হয় বলে উল্লেখ করেন তিনি।

শনিবারই কেরালা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বারাণসী হোক অথবা কেরালা; উভয়কেই সমান চোখে দেখেন প্রধানমন্ত্রী; কেরালায় গিয়ে এমনই জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেও কটাক্ষ করেন রাহুল।

বিজেপির তরফে কেরালার জন্য কোনো সাহায্য ও সহযোগিতা করা হবে না বলেই মনে করেন রাহুল গান্ধী; সংসদে কেরালার সমস্ত রকম দাবি দাওয়া এবং অভাব অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে দেশ ও রাজ্যের পাশে থাকবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন কংগ্রেস সভাপতি।

]]>
নরেন্দ্র মোদীর কাছে হেরে দলের ভরাডুবির দায় নিয়ে পদত্যাগ রাহুল গান্ধীর https://thenewsbangla.com/rahul-gandhi-resignes-on-fierce-defeat-of-congress-against-narendra-modi/ Sat, 25 May 2019 11:14:10 +0000 https://www.thenewsbangla.com/?p=13293 নরেন্দ্র মোদীর কাছে হেরে; দলের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে; পদত্যাগ রাহুল গান্ধীর। তবে সেই পদত্যাগপত্র গ্রহন করল না দল। এই সময় রাহুল দায়িত্ব ছেড়ে দিলে দলের মনোবল শেষ হয়ে যাবে; এই কারণেই তাঁর পদত্যাগপত্র গ্রহন করল না কংগ্রেস।

বৃহস্পতিবার ভোটের ফলাফলেই প্রমানিত হয়েছে; কংগ্রেসের ওপর ভরসা রাখতে পারেনি দেশবাসী। হাতে গোনা কয়েকটি আসন; গতবারের চেয়ে বাড়লেও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির; ধারেকাছেও পৌঁছাতে পারেনি রাহুল গান্ধীর কংগ্রেস।

আরও পড়ুনঃ তৃণমূল দলটাই ৬বছর থাকবে না, তার আবার ৬বছর সাসপেন্ড, বললেন মুকুল

ভোটের ভরাডুবির দায় নিয়ে শনিবার; কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফাপত্র পাঠালেন রাহুল। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে; পদত্যাগপত্র গ্রহন করল না তার দল। ভোটে খারাপ ফলের পরেই; রাহুল এবার সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে জল্পনা তৈরি হয়েছিল।

রাহুল পদত্যাগপত্র পাঠালেও; কিন্তু শেষ মুহূর্তে তা গ্রহণ করা হয়নি। দলেরই শীর্ষ নেতৃত্ব; এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। দলের পরাজয়ের কারণগুলো খতিয়ে দেখতে; শনিবার দলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে মিলিত হয়। সেখানেই রাহুলের সিদ্ধান্তকে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে; উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা বঢরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ; কংগ্রেস নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে জানানো হয়; সভাপতির পদ থেকে রাহুলের পদত্যাগ কোনও সমাধান সূত্র নয়। বরং কি কি কারণে নির্বাচনে দলের বিপক্ষে জনগন রায় দিয়েছে; সেই বিষয়ে আলোচনা বেশি জরুরি।

আরও পড়ুনঃ হারের ধাক্কায় তৃণমূলে ব্যপক রদবদলের সম্ভাবনা, আশঙ্কায় নেতারা

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে; কংগ্রেস মাত্র ৪৪ টি আসন দখল করেছিল। এবার মাত্র ৮ টি আসন বাড়িয়ে; জয়লাভ হয়েছে ৫২ টি আসনে। গতবারের মতো এবারেও; প্রধান বিরোধী দলের রকমা অর্জন করতে পারেনি কংগ্রেস।

এদিকে সামগ্রিকভাবে ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে; কংগ্রেস খাতাই খুলতে পারেনি। আর ঠিক সেই কারণেই; পদত্যাগ করতে চেয়েছিলেন রাহুল। তবে আপাতত তাঁকে নিরস্ত করেছেন; কংগ্রেস নেতারা।

]]>
রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-takes-initiative-for-upa-government-instead-of-rahul-gandhi/ Fri, 17 May 2019 09:25:26 +0000 https://www.thenewsbangla.com/?p=13018 মাঝে আর একটি মাত্র দিন; সপ্তম দফা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন; তারপর ২৩শে মে সেই মাহেন্দ্রক্ষণ; ভাগ্য নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কাদের হাতে যেতে চলেছে কেন্দ্রের ক্ষমতা। তার আগেই রাহুলকে সরিয়ে; ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া নিজেই।

ভোটের ফলপ্রকাশের আগেই মোদী বিরোধী দলগুলোকে নিয়ে; ইউপিএ মহাজোট গঠনের তোড়জোড় শুরু করে দিল কংগ্রেস। সরকার গড়তে দলের হাল ধরলেন সনিয়া গান্ধী। এবার লোকসভা নির্বাচনে আগাগোড়াই ফ্রন্ট সাইডে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

দলের প্রচার থেকে বিভিন্ন সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল মূলত তারই হাতে; বিগত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গোবলয়ের ৩ রাজ্যে বিজেপিকে ধাক্কা দেবার পরে রাহুলের দায়িত্বও অনেক বেড়ে যায়; হাতে গোনা নির্বাচনী সভা ছাড়া সনিয়া গান্ধীকে এবার সেভাবে প্রচারে দেখা যায়নি।

কিন্তু গত কয়েকমাসেই কংগ্রেসের অবস্থারও পরিবর্তন হয়েছে; দলের বিরুদ্ধে তোপ দেগে দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ছাড়াও বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন বিজেপিতে; বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে মাত্র ১০ দিনে কৃষিঋন মকুব করার কথা বললেও ক্ষমতায় এসে কৃষকদের কোনও দিশার আলো দেখাতে পারেনি কংগ্রেস।

আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার

এদিকে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের; এই অবস্থায় কংগ্রেসের অবস্থা কিছুটা ব্যাকফুটে আন্দাজ করেই মহাজোটকে নিয়েই সরকার গড়তে মরিয়া কংগ্রেস; রাহুলকে সরিয়ে তাই ব্যাটন হাতে নিলেন সনিয়া।

জোট গঠনে ইউপিএ এবং র বাইরে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলা হচ্ছে। গতকালই কংগ্রেসের তরফে গুলাম নবী আজাদ জানিয়েছেন; কংগ্রেসের থেকেই প্রধানমন্ত্রী হবেন এরকম কোনও ব্যাপার নেই। তেলেঙ্গানায় টিআরএস এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সাথে তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে কথা বলেছেন জোটের ব্যাপারে। ইউপিএ মহাজোটের সম্ভাবনা উজ্জ্বল হলে; সবার আগে তারাই সরকার গড়ার দাবি জানাবেন বলেই সনিয়ার নেতৃত্বে এই তৎপরতা। কাদের ভাগ্যে শিকে ছেড়ে; তার জন্য অপেক্ষা ২৩শে মে পর্যন্ত।

]]>