Presidency Jail – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 16:09:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Presidency Jail – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”, জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের https://thenewsbangla.com/partha-chatterjee-request-chop-televaja-muri-on-rainy-evening-at-presidency-jail/ Mon, 08 Aug 2022 16:09:23 +0000 https://thenewsbangla.com/?p=15954 বৃষ্টির সন্ধ্যায় “চপ তেলেভাজা মুড়ি খাবই”; জেলে জোর আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই খাবার নিয়ে; পার্থ নানারকম আবদার করছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রেসিডেন্সি জেল হেফাজতেও, খাওয়া নিয়ে নানান ‘বায়না’ জুড়েছেন; তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার জোর বায়না; “চাই তেলেভাজা চপ মুড়ি”। ডাক্তার-দের অনুমতি নিয়ে; খানিকটা বাধ্য হয়েই পার্থর সেই আবদার মেটাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের মাটিতে বসে; জমিয়ে চপ-মুড়ি-তেলেভাজা খেলেন পার্থ।

১৪ দিনের ইডি হেফাজত শেষে; গত শুক্রবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে জেল। আর প্রেসিডেন্সি জেলে বাকি সমস্যার মধ্যে; সব থেকে প্রধান হয়ে উঠেছে জেলের খাবার। ‘খাদ্যরসিক’ পার্থর জেলের খাবার, আর মুখে রুচছে না। তার ওপর জেল কর্তৃপক্ষ তাঁকে দিচ্ছে; শুধুই ডায়াবেটিক খাবার, পদ। জেলজীবনের চতুর্থ দিনে, অবশেষে কাটল সেই একঘেয়েমি। সোমবার রীতিমতো বায়না ধরে, জেলের ক্যান্টিন থেকে চপ, বেগুনি, মুড়ি আনিয়ে দেদার খেলেন পার্থ চট্টোপাধ্যায়।

বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই; জেলে চপ-মুড়ির আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই আবদার নাকচ হয়ে যায়; কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ-তেলেভাজা-মুড়ি, তাঁর চাই-ই-চাই। অবশেষে জেলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন; প্রেসিডেন্সি জেলের আধিকারিকরা। শেষ পর্যন্ত অনুমতি মেলায়, জেলের ক্যান্টিনে তৈরি চপ-তেলেভাজা ও মুড়ি পান পার্থ। তৃপ্তি করে সেগুলি খান, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; হাঁফ ছাড়েন জেল আধিকারিকরা।

]]>
জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা https://thenewsbangla.com/formar-tmc-minister-partha-chatterjee-get-bed-in-kolkata-presidency-jail/ Mon, 08 Aug 2022 07:47:27 +0000 https://thenewsbangla.com/?p=15927 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, কিন্তু মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা। প্রাক্তন মন্ত্রীর অনুরোধে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ; ঘুমানোর জন্য খাট দিল পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারের সেলে; মেঝেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে থাকতে হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। অত্যাধিক শারীরিক স্থূলতার কারনে, প্রথম রাত প্রেসিডেন্সি জেলের সেলে; কমোডে বসেই কাটিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জেলের সেলে রাতে মাটিতে চারটি কম্বল পেতে; কোনক্রমে শুয়ে ছিলেন তিনি। কিন্তু সেভাবেও রাতে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর। তাই শনিবার রাতে তাঁকে একটি চৌকি মতো খাট; দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে।

জেল কোডের সমস্ত দিক খতিয়ে দেখে; জেশপ বিল্ডিং থেকে পার্থর জন্য একটি ‘চৌকিখাট’ বরাদ্দ করা হয়। এদিকে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ করে; অন্য কয়েদীরা টিপ্পনী কাটে। কিছু বন্দি তাঁকে লক্ষ্য করে; নানা কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী অর্পিতার নাম ধরেও; নানা অশ্রাব্য মন্তব্য করে। জেলের মধ্যে মা-কালীর ছবিতে মালা দিতে গেলে; তাঁকে চোর-চোর বলে ডাকেন কিছু বন্দী। গালিগালাজও শুনতে হয় পার্থকে।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এখনও মাঝে-মাঝেই; ফুঁপিয়ে কেঁদে উঠছেন জেলের মধ্যে। তবে তার কোন খাট জোটেনি, রাত কাটছে মেঝেতে শুয়ে; এপাশ-ওপাশ করে। প্রভাবশালী খাট পেলেন, আর প্রভাবশালীর ঘনিষ্ঠ হয়েও; মানুষের টাকায় ফুর্তি মারার ফল ভোগ করতে হচ্ছে অর্পিতাকে।

]]>