Partha Chatterjee Custody – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 08:13:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Partha Chatterjee Custody – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা https://thenewsbangla.com/formar-tmc-minister-partha-chatterjee-get-bed-in-kolkata-presidency-jail/ Mon, 08 Aug 2022 07:47:27 +0000 https://thenewsbangla.com/?p=15927 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, কিন্তু মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা। প্রাক্তন মন্ত্রীর অনুরোধে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ; ঘুমানোর জন্য খাট দিল পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারের সেলে; মেঝেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে থাকতে হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। অত্যাধিক শারীরিক স্থূলতার কারনে, প্রথম রাত প্রেসিডেন্সি জেলের সেলে; কমোডে বসেই কাটিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জেলের সেলে রাতে মাটিতে চারটি কম্বল পেতে; কোনক্রমে শুয়ে ছিলেন তিনি। কিন্তু সেভাবেও রাতে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর। তাই শনিবার রাতে তাঁকে একটি চৌকি মতো খাট; দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে।

জেল কোডের সমস্ত দিক খতিয়ে দেখে; জেশপ বিল্ডিং থেকে পার্থর জন্য একটি ‘চৌকিখাট’ বরাদ্দ করা হয়। এদিকে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ করে; অন্য কয়েদীরা টিপ্পনী কাটে। কিছু বন্দি তাঁকে লক্ষ্য করে; নানা কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী অর্পিতার নাম ধরেও; নানা অশ্রাব্য মন্তব্য করে। জেলের মধ্যে মা-কালীর ছবিতে মালা দিতে গেলে; তাঁকে চোর-চোর বলে ডাকেন কিছু বন্দী। গালিগালাজও শুনতে হয় পার্থকে।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এখনও মাঝে-মাঝেই; ফুঁপিয়ে কেঁদে উঠছেন জেলের মধ্যে। তবে তার কোন খাট জোটেনি, রাত কাটছে মেঝেতে শুয়ে; এপাশ-ওপাশ করে। প্রভাবশালী খাট পেলেন, আর প্রভাবশালীর ঘনিষ্ঠ হয়েও; মানুষের টাকায় ফুর্তি মারার ফল ভোগ করতে হচ্ছে অর্পিতাকে।

]]>
পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল https://thenewsbangla.com/tmc-censor-kunal-ghosh-giving-reaction-on-partha-chatterjee/ Mon, 08 Aug 2022 06:59:59 +0000 https://thenewsbangla.com/?p=15920 পার্থের পরে কি মমতা, খুশিতে ডগমগ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল। ইডি হেফাজতের পরে; পার্থ চট্টোপাধ্যায় এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলে। ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই; বিভিন্ন ইস্যুতে তাঁকে আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। একাধিকবার নাম করে পার্থ চট্টোপাধ্যায়কে; সরাসরি নিশানা করেছেন তিনি। আইকোর থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে; পার্থকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। প্রায় প্রতিদিনই তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে; মুখ খুলেছেন তিনি। এবার এই নিয়েই, দলের নিষেধাজ্ঞার কবলে তৃণমূলের মুখপাত্র।

দলের পক্ষ থেকে কুণাল ঘোষকে ‘সেন্সর’ করা হয়েছে। পার্থ ইস্যুতে তাঁর মুখে লাগাম টানতে; নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। পার্থ সম্পর্কে আর একটি কথাও বলার; অনুমতি নেই তৃণমূল মুখপাত্রের। পার্থ জেলে যেতেই যেন, খুশিতে ‘ডগমগ’ কুণাল।

আরও পড়ুনঃ গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক, অনুব্রতর পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল

পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের একের পর এক বক্তব্য নিয়ে; কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল নিজেই জানান, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি একটি কথাও বলবেন না; দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একান্ত ব্যক্তিগতভাবে তিনি পার্থকে নিয়ে মন্তব্য করেছিলেন।

কুণাল আরও জানান; “পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না”। তৃণমূল ১৪ দিনের জন্য কুণাল ঘোষকে ‘সেন্সর’ করার পরে; নিজের বক্তব্য নিয়ে আপাতত যথেষ্ট সচেতন তৃণমূল মুখপাত্র।

]]>
সিবিআই হেফাজতে নেবে, না আজও বাড়ি ফিরতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় https://thenewsbangla.com/cbi-will-take-partha-chatterjee-into-custody-or-he-will-be-able-to-return-home-today/ Wed, 25 May 2022 05:23:23 +0000 https://www.thenewsbangla.com/?p=15203 সিবিআই হেফাজতে নেবে; না আজও বাড়ি ফিরতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়? বুধবার সকাল থেকেই; এটাই এখন রাজ্য জুড়ে বড় প্রশ্ন। স্কুল সার্ভিস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; বুধবার দ্বিতীয়বার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে; হাজির হন তৃণমূল মহাসচিবের আইনজীবীরা। সিবিআইয়ের তলবে প্রাক্তন শিক্ষামন্ত্রী; ঠিক সময়েই হাজিরা দেন নিজাম প্যালেসে। তবে আদালতের কোন রক্ষাকবচ না থাকায়; আজ বাড়ি কি তিনি বাড়ি ফিরতে পারবেন? না, সিবিআই হেফাজতে নেবে তাঁকে।

এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে; গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ; তবে তাতে সন্তুষ্ট হননি সিবিআই আধিকারিকরা। ফলে আজ বুধবার ফের তাঁকে তলব করা হয়; জিজ্ঞাসাবাদের জন্য। বুধবার সকালেই তাঁর নাকতলার বাড়িতে হাজির; পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। আইনজীবীদের সঙ্গে নিয়েই; পার্থ চট্টোপাধ্যায় হাজির হন নিজাম প্যালেসে সিবিআই দফতরে।

আরও পড়ুন; “ভাইপো তৃণমূল ছাড়লে তবেই যাব”, সপাটে জল্পনা ওড়ালেন বিজেপি নেতা

গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে যে প্রশ্নগুলি করা হয়েছিল; সেগুলির অনেককটির উত্তর দিতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এইসব প্রশ্নের উত্তর এখনও বাকি; তাই সেই সব প্রশ্ন নিয়ে আর আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে আবারও ডাকা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের এই অতি-সক্রিয়তার প্রতিবাদে; গত শুক্রবার বেহালায় পথে নামছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন; “দল পাশেই আছে”, ঘরে ফিরেই পরেশ অধিকারীকে সংবর্ধনা তৃণমূলের

এসএসসি-র প্যানেল নিয়ে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি বাগ কমিটি যে রিপোর্ট দিয়েছে; তা নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তাহলে আবার তাঁকে ডাক কেন?‌ সিবিআই সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানে; একাধিক অসঙ্গতি রয়েছে। তাই তাঁকে ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তাঁর দেওয়া তথ্য, বাস্তব অভিযোগের সঙ্গে মিলছে না; তাই ফের দ্বিতীয়বার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালতের নির্দেশ মত আজ বুধবার পার্থ চট্টোপাধ্যায়-কে, সিবিআই নিজেদের হেফাজতে নেবে? না আজও নিশ্চিন্তে নাকতলার বাড়িতে ফিরতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? বুধবার সকাল থেকেই; এটাই এখন রাজ্য জুড়ে বড় প্রশ্ন। দুপুরের মধ্যেই পাওয়া যাবে এর উত্তর।

]]>