pakistan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 29 Aug 2022 14:59:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg pakistan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা, তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান https://thenewsbangla.com/india-import-ban-by-pakistan-now-lifted-and-begging-on-knees-for-tomato-onion/ Mon, 29 Aug 2022 14:58:51 +0000 https://thenewsbangla.com/?p=16482 ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে ছিল, সেটা তুলে নিয়ে এবার হাঁটু গেড়ে ভিক্ষা চাইল পাকিস্তান। এবার দেশে ৫০০ টাকা কেজি টমেটো, ৪০০ টাকা পেঁয়াজ! ফলে এবার বাধ্য হয়ে, ভারত থেকে আমদানির প্রস্তুতি পাকিস্তানের। ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানে। এমনিতেই বাজাত দর আকাশছোঁয়া। তারপরে এখন মারাত্মক বন্যায়, কাতারে কাতারে মরছে মানুষ। এরই সঙ্গে বাজারে অভাব, নিত্য প্রয়োজনীয় বস্তুও। সব সব্জির দাম ছুঁয়েছে, মানুষের নাগালের বাইরে। ফলের দামও মধ্যবিত্তের নাগালে বাইরে। এই পরিস্থিতির মোকাবিলা করতে, এবার ভারত থেকে জিনিসপত্র আমদানি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

জানা যাচ্ছে, ভারত থেকে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ও টমেটো আমদানি করতে পারে পাকিস্তান। সে দেশের পাইকারি ব্যবসায়ীদের কাছে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ইমরান খান আমলে ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছিল, পাকিস্তান সরকার। এবার সেটা তো তুলে নেওয়া হয়েছেই, ভারত থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। কথা শুরু হয়েছে, ভারত সরকারের সঙ্গে।

পাকিস্তানের লাহোর বাজারের এক ব্যবসায়ী জানান, “রবিবার টমেটোর দাম ছিল, ৫০০ টাকা প্রতি কিলো। পেঁয়াজের দাম ছিল, ৪০০ টাকা কিলো। বাকি জিনিসের দামও ছিল, আকাশছোঁয়া। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি। ওই ব্যবসায়ী জানান, “বন্যার কারণে বিপুল পরিমাণ সব্জি নষ্ট হয়েছে। আমদানি করা সব্জির যোগানও যথেষ্ট কম। বাজারে চাহিদা মতো জোগান না থাকায় এই মূল্যবৃদ্ধি। এখন ভারত থেকে সবজি না এলে, দাম কমার সম্ভাবনাই নেই”।

]]>
চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে https://thenewsbangla.com/pakistan-face-problems-with-chinese-fighter-jet-jf17-seeking-help-from-russia/ Wed, 24 Aug 2022 08:03:44 +0000 https://thenewsbangla.com/?p=16388 চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে। জেএফ-১৭, চিনের তৈরি যু’দ্ধবিমান। ভারতকে টক্কর দিতে, বন্ধু চিনের এই বিমানের উপর নির্ভর করেছিল পাকিস্তান। আর এই নিয়েই এখন মহাবিপদে পড়েছে পাকিস্তান। না পারছে গিলতে, না পারছে উগরাতে। গলার কাঁটা হয়ে গিয়েছে, বন্ধু চিনের দেওয়া জেএফ-১৭। খুব তাড়াতাড়ি যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে, সেই যন্ত্রাংশ আর পাঠাচ্ছে না চিন। বন্ধ হয়ে পরে আছে, অধিকাংশ জেএফ-১৭ বিমান। এবার চিনের সেই বিমান সারাতে, রাশিয়ার কাছে হাত পাতল পাকিস্তান।

ইউক্রেন যু’দ্ধের আবহে রাশিয়া থেকে গোপনে, জেএফ-১৭ যু’দ্ধবিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ কিনতে তৎপর হয়েছে পাকিস্তান। ইউক্রেন সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে, চিনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার যু’দ্ধবিমানের জন্য, রাশিয়ায় তৈরি ক্লিমোভ আরডি-৯৩ জেট ইঞ্জিন ও তার যন্ত্রাংশ কেনার বিষয়ে ইতিমধ্যেই গোপনে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন; ৩০ বছর পর কাশ্মীরে আবার যুগান্তকারী ঘটনা, আনন্দে ভাসছে ভূস্বর্গের মানুষ

এদিকে ইউক্রেন যু’দ্ধের কারণে, আমেরিকা এবং ইউরোপের দেশগুলি একাধিক রুশ সংস্থার উপর নিষে’ধাজ্ঞা জারি করেছে। জেএফ-১৭ ছাড়াও মিগ-২৯, মিগ-৩৫-সহ একাধিক রুশ যু’দ্ধবিমানের, ইঞ্জিন নির্মাতা সংস্থা ক্লিমোভ রয়েছে সেই নিষে’ধাজ্ঞার তালিকায়। আগে থেকেই ওয়াশিংটনের নিষে’ধাজ্ঞার তালিকায় রয়েছে, ক্লিমোভের ইঞ্জিন সরবরাহকারী সংস্থা ‘রোসোবোরোনেক্সপোর্ট’। ফলে যু’দ্ধবিমানের ইঞ্জিনের যন্ত্রাংশের অভাবে, বিপাকে পড়েছে পাক বিমানবাহিনীর জেএফ-১৭ স্কোয়াড্রনগুলি। বন্ধু চিন যে এভাবে ডুবিয়ে দেবে, তা ভাবতেও পারেনি ভারতের ‘প্রতিবেশী’ পাকিস্তান।

]]>
ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক https://thenewsbangla.com/sargical-strike-against-pakistan-by-home-minister-amit-shah-in-controversy/ Tue, 18 Jun 2019 06:35:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14007 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের; সোমবার কড়া সমালোচনা করে পাক সেনাবাহিনী। রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচকে; অমিত শাহ “আর একটা স্ট্রাইক” বলেন। পাকিস্তান দুটোকে এক মানতে নারাজ। এরপরেই দুই দেশের মধ্যে ফের শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

জল্পনা শুরু হয় অমিত শাহ-র টুইটে। তিনি বলেন, “পাকিস্তানের ওপর আর একটা স্ট্রাইক, ফল সেই একই!” রাজনৈতিক মহল মনে করছে; শাহ হয়ত কাশ্মীর পুলওয়ামা হামলা ও জাইশ-ই-মোহাম্মদ ক্যাম্পে ২৬ শে ফেব্রুয়ারির বিমান হামলার কথা বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

সোমবার এই নিয়ে মুখ খোলে; পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন; “একটি ক্রিকেট ম্যাচ এবং বিমান হামলা কখনোই তুলনা করা যায় না”। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে এই কথা বলেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান এই ম্যাচ নিয়ে; একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে; শহিদ হন ৪০জন ভারতীয় জওয়ান। প্রতিবাদে সেই সময় পাক ম্যাচ বয়কটের ডাক ওঠে দেশ জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ জুন বিশ্বকাপে অনুষ্ঠিত হল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন বিরাট, রোহিত, হার্দিকরা।

আরও পড়ুনঃ ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান, বিশ্বকাপে ফল ৭-০

রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ইতিহাস তৈরি করল। বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে; সাতবারই পাকিস্তানকে হারাল ভারত। ম্যাঞ্চেস্টারে মহারণেও চিত্র একই। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

এই পরাজয়ের পর পাকিস্তানেই; দলের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়; অধরাই রইল পাকিস্তানের। সেমিফাইন্যালে ওঠার রাস্তাও প্রায় শেষ। ভারতের কাছে হেরে পাক ক্রিকেটাররা; দেশে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

]]>
৩৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-to-release-360-indian-imprisoned-individuals-in-april/ Sat, 06 Apr 2019 07:49:22 +0000 https://www.thenewsbangla.com/?p=10164 ৩৬০ ভারতীয় বন্দীকে মুক্তি দেবে পাকিস্তান, এমনটাই জানাল পাকিস্তান। বন্দিদের মধ্যে অধিকাংশই মৎসজীবী। সম্প্রতি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি করেছে, পাকিস্তানের এই পদক্ষেপে তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটে জিতলেই মুসলিম উপ মুখ্যমন্ত্রী করা হবে, ঘোষণা চন্দ্রবাবুর

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, ৪টি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৮ই এপ্রিল প্রথমে ১০০ জনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এরপর ১৫ই এপ্রিল ও ২২শে এপ্রিল ১০০ জন করে এবং আর বাকিদের ২৯শে এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

শুক্রবার ইসলামাবাদে একটি সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ফয়সাল বলেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা এটি। ভারত এর যথাযথ মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মার্কিন নয় চিনা যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান

এদিন পারিসংখ্যান দিয়ে তিনি জানান, ভারতে এই মুহূর্তে পাকিস্তানি বন্দীর সংখ্যা ৩৪৭। অন্যদিকে পাকিস্তানে ভারতীয় বন্দীর সংখ্যা ৫৩৭। এর মধ্যে ৩৬০ জন ভারতীয়কে পাকিস্তান মুক্তি দিতে চলেছে, যাদের মধ্যে ৩৫৫ জন মৎসজীবী।

রবিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে পাকিস্তান জানিয়েছে। রবিবার প্রথম ১০০ জনকে করাচী থেকে ফেরানোর ব্যবস্থা হবে। সোমবারই ওয়াঘা সীমান্ত দিয়ে তাদের ভারতের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

পাকিস্তান ও ভারতের হাতে প্রায়শই মৎসজীবীরা আটক হন সীমান্ত পেরোনোর অভিযোগে। আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করতে না পারার জন্য দুই দেশের মৎসজীবীরাই এই সাধারণ ভুল করে থাকেন। তাদেরই ফেরাতে উদ্যোগী ইমরান সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও https://thenewsbangla.com/pakistan-bombs-adulterated-none-of-blast-in-indian-border/ Wed, 03 Apr 2019 07:09:49 +0000 https://www.thenewsbangla.com/?p=9812 পাক বায়ুসেনার ফেলে যাওয়া বোমা ফাটলই না সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীর বালাকোট অভিযানের পরেরদিন, অর্থাৎ গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার মিরাজ-৩ ও এফ ১৬ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার কাছে মেন্ধার এলাকায় ওই বোমাগুলি ফেলেছিল বলে সেনা সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই বোমাগুলি ফাটেইনি বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে।

আরও পড়ুনঃ ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ

পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই তিন-চারটি বোমা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কি কারণে ওই বোমাগুলি ফাটেনি সেটাও দেখা হবে নিষ্ক্রিয় করার সময়। তবে ধারণা করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের জিনিস ব্যবহার করে বানানোর জন্য ওই বোমাগুলি ফাটেনি।

আরও পড়ুনঃ পুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত

এর আগে ভারতীয় সেনার উপরে নজরদারি করতে এসে গুজরাট ও রাজস্থান সীমান্তে গুলি খায় পাকিস্তানি ড্রোন। ২৬ ফেব্রুয়ারি সকালে গুজরাটের কচ্ছ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসার সাথে সাথেই তারা গুলি করে পাক ড্রোন নামিয়ে ফেলে। কখনো ড্রোন কখনো বোমা, প্রতিবারই ভারতের কাছে নাজেহাল পাক প্রতিরক্ষা।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

এবার পাক যুদ্ধবিমান থেকে ফেলা না ফাটা বোমাগুলি ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার দক্ষ সেনারা একযোগে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

পাক বোমা ফাটাতে হচ্ছে সেই ভারতের সেনাকেই। দু নম্বরি মাল ব্যবহার করা হয়েছে এই বোমাগুলিতে, প্রাথমিক ভাবে এটাই বোঝা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এই বোমা নিয়ে ভারতের সঙ্গে লড়তে এসেছে পাকিস্তান, উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা https://thenewsbangla.com/hindu-women-of-pakistan-are-being-converted-to-islam/ Mon, 25 Mar 2019 09:15:45 +0000 https://www.thenewsbangla.com/?p=9223 প্রতি মাসে পাকিস্তানে গড়ে ২৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বালিকাকে জোর করে ইসলামে ধর্মান্তর করা হয়, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।

সম্প্রতি পাকিস্তানের দুই হিন্দু নাবালিকা রবীনা ও রীনাকে অপহরণ করে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা নিয়ে পাকিস্তানের ইমরান সরকারের ওপর চাপ বেড়েছে দেশের অভ্যন্তরে। ভারতের তরফে সুষমা স্বরাজ এই ঘটনার তদন্ত দাবি করে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করেছেন। চাপের মুখে ১ অভিযুক্তকে গ্রেফতার করে ইমরান প্রশাসন।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু রিপোর্ট বলছে, এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। অমুসলিম নাবালিকাদের অপহরণ করে বিয়ে, তারপর জোরপূর্বক ইসলামে ধর্মান্তর, এটা পাকিস্তানের নিত্যনৈমিত্তিক ব্যাপার। কম করেও ২৫ জন নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তরিত করা হয় প্রতি মাসে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অপহরণের সিংহভাগ ঘটনাই ঘটে সিন্ধু প্রদেশের হিন্দু অধ্যুষিত মীরপুরখা, থরপারকার ও উমেরকোট জেলায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব হয়না।

আরও পড়ুনঃ শেষ হল ভয়ঙ্কর আইএস জঙ্গি গোষ্ঠী, খতম জেহাদি সাম্রাজ্য

২০১৪ সালে পাকিস্তানেই সংখ্যালঘুদের স্বার্থে আন্দোলনরত একটি সংস্থার তরফে জানানো হয়েছিল, প্রতি বছর অন্তত ১ হাজার অমুসলিম বালিকাকে ধর্মান্তরিত করা যায়, যাদের বয়স মোটামুটি ১২ থেকে ২৫ বছরের মধ্যে।

বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়না। যদিও বা বিশেষ কিছু ক্ষেত্রে অভিযোগ জানানো হয়ে থাকে, সেক্ষেত্রে মেয়েটিকে ইতিমধ্যেই জোর করে বিবাহ করার ফলে শ্বশুরবাড়িতেও চরম অত্যাচারের সম্মুখীন হতে হয়। মেয়েটির নিজের পরিবার ও প্রতিবেশীরা রক্ষনশীল হওয়ায় তার নিজের বাড়িতে আসার পথও বন্ধ হয়ে যায়। ভবিষ্যতের কথা ভেবেই অনেক মেয়ের পরিবার মুখ বন্ধ রাখতে বাধ্য হয়।

আরও পড়ুনঃপুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত

২০১৬ সালের নভেম্বর মাসে স্থানীয় হিন্দু সংগঠন মেয়েদের সুরক্ষা ও সুবিচারের দাবিতে আইন তৈরির প্রস্তাব দেয়। কিন্তু অনেকগুলো মুসলিম সংগঠনের বিরোধিতার কারনে আইন উত্থাপন করা সম্ভব হয়নি।

পাকিস্তানের একটি রিপোর্টে বলা হয়েছে, উমেরকোটের সিরহন্দি শ্রীনে সবচেয়ে বেশি হারে অমুসলিমদের ধর্মান্তরিত করা হয়। ভীল, মেঘওয়ার, কোহলি, ভাগরি প্রভৃতি তপশিলি গোষ্ঠীভুক্ত হিন্দুদেরই মূলত টার্গেট করা হয়। সিরহন্দি শ্রীনের এক পীর ওয়ালিউল্লাহ সরহন্দি জানান, ধর্মান্তরিত না করলে মেয়েটি কাফের হিসেবে গন্য হবে।

সিন্ধুর উত্তর ও মধ্যাঞ্চলে মূলত উচ্চশ্রেণির হিন্দুদের বসবাস, যারা মূলত ব্যবসায়ের সাথে যুক্ত। বর্তমানে তাদের অধিকাংশই করাচীতে বসবাস শুরু করেছেন। তাই এখানে নিচুতলার হিন্দুরাই আক্রমনের শিকার হন, যারা অশিক্ষা, অস্বাস্থ্য ও দারিদ্র‍্য যাদের নিত্যসঙ্গী। এরা মূলত স্থানীয় মুসলিম জমিদারের অধীনে ক্ষেত মজুরের কাজ করে। আর তাদের ঘরের মেয়েরাও এই জমিদারদের লালসার শিকার হয়।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

পাকিস্তানের মানবাধিকার কর্মীদের দাবি, শুধুমাত্র উমেরকোটের কুনরি ও সামারো তালুক থেকেই প্রতি মাসে ধর্মান্তরিত হয় ২৫ জন বালিকা। প্রথমে তাদের অপহরণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েটির বাড়ির লোকেরা তার আর খবর পায় না। অপহরণের পরে তাদের ২০ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় এবং বাইরে মুখ না খোলার জন্যেও ভয় দেখানো হয়। তারপরেই তাদের ধর্মান্তরিত করা হয়। এর ফলে সেই বালিকারা নিজের সমাজের কাছেও গ্রহনযোগ্যতা হারায়৷ ভবিষ্যতের কথা ভেবে আক্রান্ত বালিকারা অপহরনকারীর হাতেই নিজেদের সঁপে দেয় বাকি জীবনের জন্য।

রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় বিভিন্ন মুসলিম সংগঠনের উস্কানিতে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। কিছুক্ষেত্রে নিম্নবিত্ত পরিবারের অমুসলিম বালিকাদের লাভের আশায় যথেষ্ট পরিমানে রেশন, অর্থ, বাসস্থান দেওয়ার প্রলোভনও দেওয়া হয়।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

সম্প্রতি জমায়েত উলেমা ই ইসলাম, জামাত দু দওয়া, ফালাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন মাদ্রাসাভিত্তিক সংগঠনের বাড়বাড়ন্ত হয়েছে সিন্ধুর হিন্দু অধ্যুষিত এলাকায়। তাদের অঙ্গুলি হেলনেই প্রশাসনের নাকের ডগায় চলছে অমুসলিম নারীদের ধর্মান্তর প্রক্রিয়া। অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে পাকিস্তানের সংখ্যালঘুরা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারত-পাক ক্ষেপণাস্ত্র যুদ্ধ শুরু হওয়ার আগেই কি কারণে বন্ধ হল https://thenewsbangla.com/india-and-pakistans-missile-war-stopped-for-usa-intervention/ Mon, 18 Mar 2019 06:47:53 +0000 https://www.thenewsbangla.com/?p=8673 ফেব্রুয়ারিতেই দুই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। শুরু হত ক্ষেপণাস্ত্র যুদ্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সহ মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর।

নয়াদিল্লি, ইসলামাবাদ ও ওয়াশিংটনের কূটনৈতিক ও সরকারি সূত্র অনুসারে, উত্তেজনার এক পর্যায়ে ভারত পাকিস্তানে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দেয়। অন্যদিকে এই ধরনের কোন কিছু হলে ভারতের দিকে তিন গুণ বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানানো হবে বলে ইসলামাবাদ জানিয়েছিল।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটির পাল্টাপাল্টি হুমকির মধ্যে পরিস্থিতির হঠাৎ অবনতি ও একটি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল। ভারত-পাকিস্তানের অব্যাহত সংঘাতের কারণে ভারত-পাক সীমান্ত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের একটিতে পরিণত হয়েছে বলেই মত মার্কিন প্রশাসনের।

তবে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কেবল হুমকি বিনিময় হয়েছে। দেশ দুটি প্রচলিত অস্ত্র ছাড়া কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। তা সত্ত্বেও এ উত্তেজনায় ওয়াশিংটন, বেইজিং ও লন্ডনের সরকারি মহল উদ্বিগ্ন হয়ে পড়েছিল বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

যে ঘটনাগুলোর সূত্র ধরে ২০০৮ সালের পর থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ সামরিক সংকট ঘনিয়ে এসেছিল এবং দুই পক্ষকে পিছিয়ে আনতে যেসব কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, সেগুলো সমন্বিত করে একটি প্রতিবেদন তৈরি করেছে রয়টার্স।

আরও পড়ুনঃ ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী

সাম্প্রতিক এই সংকটের সূত্রপাত ঘটে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর কনভয়ে পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় প্রায় ৪৯জন সেনা শহিদ হওয়ার পর।

এর প্রতিক্রিয়ায় ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। যদিও অঞ্চলটিতে কোনো জঙ্গি শিবির থাকার কথা অস্বীকার করে ইসলামাবাদ। যদিও পরে ইতালীয় ও মার্কিন সংবাদে প্রায় ২৫০ জন জঙ্গি মৃত্যুর খবর পাওয়া যায়।

বালাকোটে হামলার পরদিন পাকিস্তানের বিমান ভারত সীমান্তে ঢুকে পড়লে, পাক- ভারতের বিমান বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। ১৯৭১ সালের পর দেশ দুটির মধ্যে প্রথমবারের মতো এই ধরনের সংঘর্ষ ঘটে। পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে একটি ভারতীয় বিমানকে ভূপাতিত করে এবং এক বৈমানিককে আটক করে।

আরও পড়ুনঃমসজিদে ঢুকে মুসলিমদের গুলি করে হত্যা করা নিয়ে বিস্ফোরক তসলিমা

ভারতও একটি পাক এফ ১৬ বিমান ধ্বংস করে দেয়। এই ঘটনার পর ভারতে পাকিস্তানবিরোধী ক্ষোভ আরও বৃদ্ধি পায়। এরপরেই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সিদ্ধান্ত নেয় ভারত, মার্কিন প্রশাসনকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দোভাল জানান, বৈমানিককে আটক করা হলেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে তার ‘সন্ত্রাসবিরোধী’ প্রচার থেকে পিছিয়ে আসবে না। ভারত সরকারের একটি সূত্র ও কথোপকথন সম্পর্কে অবগত পশ্চিমের এক কূটনীতিক রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বলে দাবি।

দোভাল আইএসআই প্রধানকে জানান, সেসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের মাটি থেকে অবাধে তৎপরতা চালাচ্ছে, ভারত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এ তৎপরতা আরো বাড়াতে প্রস্তুত নয়াদিল্লি।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

সে সময় পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ভারতের হুমকি সম্পর্কে পাকিস্তানের এক মন্ত্রী ও ইসলামাবাদে অবস্থানরত এক পশ্চিমি কূটনৈতিক পৃথকভাবে নিশ্চিত করেছেন।

কে দিয়েছে বা কাকে হুমকি দেওয়া হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে না জানানো হলেও পাকিস্তানি মন্ত্রী বলেন, যুদ্ধ চলার সময় উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ছিল। এমনকি এখন পর্যন্ত যোগাযোগ রয়েছে।

এদিকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হিসেবে ২৭ ফেব্রুয়ারি রাতে এবং পরদিন ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বোল্টন দোভালের সঙ্গে ফোনে কথা বলেন বলেই নয়াদিল্লির এক পশ্চিমি কূটনৈতিক ও ভারতীয় কর্মকর্তা জানান।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

পরবর্তী সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংকট থেকে বেরিয়ে আসতে উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা করেন। মার্কিন প্রশাসন ও দুই দেশে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স।

তবে এই খবর একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকারের এক মুখপাত্র। বলেছেন, নিজের মনের মত গল্প লিখেছে ওই সংবাদসংস্থা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে যেকোন সিদ্ধান্ত নিতে কোন বাধা দেবেন না বলেই জানিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ওই মুখপাত্র।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার https://thenewsbangla.com/pakistan-to-come-under-indian-territory-by-2025-says-rss-leader/ Sun, 17 Mar 2019 04:18:43 +0000 https://www.thenewsbangla.com/?p=8624 ২০২৫ এর পর ভারতের অংশ হবে পাকিস্তান, শনিবার এমনই দাবি করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। মুম্বাইয়ে কাশ্মীর সম্বন্ধীয় একটি আলোচনা সভায় তিনি জনগনকে উদ্দেশ্য করে বলেন, আর ৫ থেকে ৭ বছর পরেই পাকিস্তানের লাহোর, করাচী, রাওয়ালপিন্ডি, শিয়ালকোটে ভারতীয়রা ব্যবসা বানিজ্য করার সুযোগ পাবেন।

ইন্দ্রেশ কুমার বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান নামের কোনও রাষ্ট্র ছিল না। ১৯৪৫ সালের আগে পাকিস্তান হিন্দুস্তানের অংশ ছিল৷ ২০২৫ সালের পর পাকিস্তান পুনরায় হিন্দুস্তানের অংশ হবে।

তিনি ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে এক অখন্ড ভারত গঠনের সম্ভাবনার কথা বলেন, যেখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র সমূহে প্রবেশাধিকারের পদ্ধতি ইউরোপীয় ইউনিয়নের অনুকরণে হবে।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পর বিরোধীদের বক্তব্য ও তাদের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই আরএসএস নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী বক্তব্যের জন্য কড়া আইন আনা উচিৎ যাতে নাসিরুদ্দিন শাহ, নভজ্যোত সিং সিধু, হামিদ আনসারির মতো ব্যক্তিরা দেশের বিরোধী বক্তব্য প্রদানে সক্ষম না হন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে চীনকেও এক হাত নেন এই নেতা। তিনি বলেন, ভারতের ব্যাপারে চীনের অবস্থানের বিষয়টি সকলেরই জানা। চীন সবদিক থেকেই পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে চাইছে। তিনি আরও বলেন, সারা বিশ্বে চীন সকলের কাছে শক্তিশালী রাষ্ট্র হিসেবেই পরিচিত, কিন্তু ডোকালাম ইস্যুতে বন্দুক ছাড়াই ভারত চীনের বিরুদ্ধে জয়ী হয়েছে। তাই চীন ভারতের ওপর ক্রুদ্ধ হয়ে পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে।

কাশ্মীর ইস্যুতে তিনি বলেন, ভারতের সংবিধান এক রাষ্ট্র, এক পতাকা, এক নাগরিকত্বের কথা বলে; তাহলে কাশ্মীরের জন্য আলাদা পতাকা, আলাদা সংবিধান, আলাদা নাগরিকত্ব থাকবে কেনো? দেশের সব রাজ্যের দরজা কাশ্মিরীদের জন্য উন্মুক্ত, তাহলে কাশ্মীরে সকল ভারতীয়দের জন্য উন্মুক্ত থাকবে না কেনো, প্রশ্ন তোলেন তিনি। একে তিনি সাম্প্রদায়িকতা, অন্যায় এবং গনতন্ত্রের প্রহসন বলে উল্লেখ করেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট https://thenewsbangla.com/f-16-against-india-misused-by-pakistan-us-report-says/ Wed, 06 Mar 2019 07:29:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7633 পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরেই এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অনুপ্রবেশ। আর এখানেই উঠেছে বিতর্ক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে এফ ১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে বলে অভিযোগ। এই বিষয়ে রিপোর্ট তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রশাসনিক অধিকর্তা জানিয়েছেন, সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন আবহের মধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এফ ১৬ যুদ্ধবিমান অপব্যবহার করেছে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

ভারতীয় বায়ুসেনার তরফে গত বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার দ্বারা ধবংস করা এফ ১৬ বিমানের ধবংসাবশেষ প্রমান হিসেবে তুলে ধরে, যা মার্কিন সংস্থার তৈরি। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে পাকিস্তান যে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছে, তা পরিষ্কার। পাকিস্তান যদিও এফ ১৬ ব্যবহার করার দায় অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

মার্কিন প্রশাসনিক দপ্তর এই ব্যাপারে নিশ্চিত হতে পাকিস্তানের কাছে আরো রিপোর্ট তলব করেছে। এর সাথে আরও জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে মার্কিন সংস্থার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান আমেরিকার সাথেও চুক্তি লঙ্ঘন করেছে।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

মঙ্গলবার মার্কিন প্রশাসনিক দপ্তরের এক মুখপাত্র জানান, তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। তিনি জাসনান, এফ ১৬ যুদ্ধ বিমান ব্যবহারের মেয়াদ চুক্তি অনুযায়ী শেষ হলেও পাকিস্তান তা মানেনি। তবে যাবতীয় চুক্তির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নি। দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয় তিনি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চান নি।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

উল্লেখ্য ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের হানায় ৪৯ জন জওয়ান শহীদ হন। ২৬ শে ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় জইশের হেড কোয়ার্টার লক্ষ্য করে। তারপরেই যুদ্ধের আবহ তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>