NorthBengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 12 Sep 2022 15:56:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NorthBengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/bengal-education-in-tmc-era-sbi-raid-in-university-and-vice-chancellors-house/ Thu, 25 Aug 2022 05:57:51 +0000 https://thenewsbangla.com/?p=16436 তৃণমূল আমলে বাংলার শিক্ষা, ‘চাকরি চুরি’ কাণ্ডে বিশ্ববিদ্যালয়, উপাচার্যর বাড়িতে সিবিআই হানা। এটাই এখন বাংলার শিক্ষার হাল। এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে তদন্তের সূত্রে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসন ও চেম্বারে সিবিআই-য়ের যৌথ হানা। দক্ষিণবঙ্গ থেকে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে, শিলিগুড়িতে সিবিআইয়ের টিম। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে এবার উত্তরবঙ্গেও হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের প্রায় ১০-১২ জন সদস্য, শিলিগুড়িতে যান দুর্নীতি কাণ্ডের জাল খতিয়ে দেখতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ও অফিসে, আচমকাই হানা দেন সিবিআই অফিসাররা। এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে, এবার শিলিগুড়ি-তে অভিযান চালাচ্ছে সিবিআই। এদিকে আগেই এই দুর্নীতির তদন্তে নেমে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন; কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই

এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, তাঁর আবাসনে ও অফিসে পৌঁছে যায় সিবিআইয়ের দল। তবে এক্ষেত্রে কোন কেন্দ্রীয়-বাহিনী যায়নি। সিবিআইয়ের আধিকারিকরাই পৌঁছে যান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য়ে তদন্ত চালাতে গিয়ে যাতে কোনও বিতর্ক না ছড়ায়, সেকারণে যাবতীয় পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়েছে তদন্তকারী সংস্থা।

সিবিআই-য়ের একটি দল যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, অন্যটি উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসনে। সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গেও, তাঁরা কথা বলছেন। কলকাতার বাঁশদ্রোনীর ফ্ল্যাটেও, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা গিয়ে ফ্ল্যাট সিল করে দেন। জেরা করা হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য-কে।

]]>