NIA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 03:29:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NIA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের https://thenewsbangla.com/indian-govt-bans-pfi-popular-front-of-india-for-five-years-under-uapa-operation-octopus/ Wed, 28 Sep 2022 03:28:48 +0000 https://thenewsbangla.com/?p=16873 ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের। দফায় দফায় তল্লাশি, হানা চলছিলই। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, মুস’লিম মৌল’বাদী সংগঠন-টিকে নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। পাঁচ বছরের জন্য দেশে নিষিদ্ধ হল PFI, নিষিদ্ধ করা হল তাদের সহযোগী এবং শাখা সংগঠনগুলিকেও। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA-তে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হল। শুধু তাই নয়, UAPA-র ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, দেশে নিষিদ্ধ ৪২টি জ’ঙ্গি সংগঠনের অন্তর্ভুক্তও করা হয়েছে PFI-কে।

সিঁদুরে মেঘ দেখতে পেয়েছে ভারত সরকার। ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ। ২২শে সেপ্টেম্বর ও ২৭শে সেপ্টেম্বর, দেশ জুড়ে ১৫-১৭টি রাজ্যে এদের দফতরে হানা দেয় এনআইএ। দুদিন দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই বা PFI এর নানান দফতরে তল্লাশি চালায় এনআইএ বা ন্যাশান্যাল ইন্টলিজেন্স এজেন্সি বা NIA।

এই বিষয়ে আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশজুড়ে পিএফআই এর দফতরে ফের হানা দিল এনআইএ

মঙ্গলবার দিল্লি থেকে আটক করা হয়েছে, সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের, অন্যতম প্রধান মুখ ছিলেন এই কওসর। দিল্লি বিধানসভা নির্বাচনেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অসম, গোয়া, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের নানা জায়গায় তল্লাশি চলেছে। ইতিমধ্যেই প্রায় ৭৫০ জনকে আটক করা হয়েছে, এই দুদিনের রেডে।

এই বিষয়ে আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, PFI-এর শাখা সংগঠন, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল (AIIC), ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশন কেরলকেও নিষিদ্ধ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, PFI এবং তার সহযোগী ও শাখা সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করা হল। UAPA-র আওতায়, ‘বেআইনি’ ঘোষিত হল ওই সংস্থা। কেন্দ্রের দাবি, PFI ও সহযোগী সংগঠনগুলি বেআইনি কাজকর্মে যুক্ত ছিল, যা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাদের দ্বারা দেশের অন্দরে শান্তি এবং সা’ম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সিদ্ধান্ত।

]]>
২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই https://thenewsbangla.com/pfi-aims-to-make-india-an-islamic-country-by-2047-india-govt-took-steps/ Tue, 27 Sep 2022 05:27:54 +0000 https://thenewsbangla.com/?p=16864 ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), এবার জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।

কিছুদিন আগেই দেশ জুড়ে পিএফআইয়ের নানা দফতরে, তল্লাশি চালানো হয়েছিল। সংগঠনের নানা কাগজপত্র থেকে জানা গিয়েছিল, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ভারতকে, ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল তারা।

আরও পড়ুনঃ চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

গত ২২ সেপ্টেম্বর ১৫টি রাজ্যের বিভিন্ন জায়গায়, পিএফআইয়ের ডেরায় তল্লাশি চালায় এনআইএ ও ইডি। তল্লাশি চলাকালীনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, গোপন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত সেখানেই এই মৌল’বাদী সংগঠনটিকে, নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম কী হবে,তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

পিএফআইকে যদি জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল কায়দা,জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে, একাসনে বসে যাবে এই সংগঠন। ভারতে বিছিন্ন’তাবাদি ও সন্ত্রা’সবাদি আক্র’মণ করাই, এই মুসলিম সংগঠন-টির কাজ। তাই একে নিষিদ্ধ করা হবে।

]]>
‘নুপূর শর্মা’ নামের আড়ালে পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা, খুঁজে বের করবে এনআইএ https://thenewsbangla.com/nupur-sharma-protest-indulgence-of-pak-militants-sleeper-cell-in-india-nia-report/ Sat, 02 Jul 2022 12:58:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15770 ‘নুপূর শর্মা’ নামের আড়ালে; পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা; খুঁজে বের করবে এনআইএ। রাজস্থানের উদয়পুর শহরে হিন্দু দর্জি কানহাইয়ালাল সাহু-কে; নি’র্ম’মভাবে গলা কে’টে হ’ত্যা করা হয়। যার জেরে গোটা রাজস্থানে উত্তে’জনা ছড়িয়ে পড়ে। নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায়; গলা কে’টে ফেলা হয় ওই হি’ন্দু ব্যক্তির। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খু’নি’রা বলেছিল; “ইস’লামের অবমাননার প্রতি’শোধ নিচ্ছে তারা”। এই ঘটনায় এনআইএ-কে তদন্তের ভার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কানহাইয়ালাল সাহুকে হ’ত্যার ঘটনায়; এবার সামনে এল আরেক চাঞ্চ’ল্যকর তথ্য। হত্যাকারীদের সঙ্গে সরাসরি পা’ক-যোগ পেলেন তদ’ন্তকারীরা। একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল; “সা’ম্প্রদা’য়িক হিং’সা নয়; উদয়পুর হ’ত্যাকা’ণ্ডের পেছনে রয়েছে জ’ঙ্গি’যোগ”। এই ঘটনায় দুই আত’তায়ীকে; গ্রেফতার করেছে পুলিশ। ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর বা মহম্মদ রিয়াজ আখতারি নামের দুই খু’নিকে; ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

দুই আ’সামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল। রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন; “অভিযুক্ত ঘাউস মহম্মদ ২০১৪-১৫ সালে, ৪৫ দিন টানা পা’কিস্তানে জ’ঙ্গি প্রশিক্ষণ নিয়েছে; এরপর কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে। দুজনেই জ’ঙ্গিদের স্লি’পার সে’ল হিসাবে; কাজ করত বলেই তদন্তের রিপোর্ট।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

২৬/১১, মুম্বই হা’মলার ভয়’ঙ্কর স্মৃতি; সবাইকে মনে করাতে; কানহাইয়ালালের খু’নিদের বাইকের নম্বর প্লেটেও লেখা ২৬-১১। অভি’যুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই; চমকে দিল সবাইকে। খু’নির বাইকে নাম্বার প্লেটে লেখা নাম্বারটি হল ২৬-১১; যা দেখলেই টাটকা হয়ে ওঠে মুম্বই হা’মলার ভয়া’বহ স্মৃতি। আরটিও অফিস-কে ৫ হাজার টাকা ঘু’ষ দিয়ে; এই স্পেশাল নাম্বার নিয়েছিল সে। মুম্বইয়ে না’রকী’য় হা’মলার স্মৃতি উ’স্কে দিতেই, এই নম্বর ব্যবহার করেছিল; অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস।

তদন্তে প্রমাণ হয়েছে, মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস; দুজনেই প্রতিবেশী দেশটির স্লি’পার সে’ল। ঘাউস মহম্মদ সরাসরি পা’কিস্তানে গিয়ে; ট্রেনিং নিয়ে এসেছে। ঘুমিয়ে থাকা জ’ঙ্গিদের, নির্দিষ্ট সময়ে বড় অ্যাক’শনের জন্য জাগিয়ে তোলা হয়। কিন্তু নুপূর শর্মা এপিসোডের পর; এই রিয়াজ আর ঘাউস আর চুপ করে ভিড়ে মিশে থাকতে পারেনি।

]]>
দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার https://thenewsbangla.com/the-lalbajar-officer-topped-among-all-the-cyber-detectives-of-the-country/ Fri, 07 Dec 2018 03:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=3643 The News বাংলা, কলকাতাঃ বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। আরও একটি সম্মান রাজ্যের ঝুলিতে। দেশের সেরা পুলিশ ও গোয়েন্দাদের টপকে সেরার সেরা লালবাজার ও ব্যারাকপুর-এর দুই অফিসার।

ডাটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI -NASSCOM) এক্সেলেন্স অ্যাওয়ার্ডে এবার বাংলার জয়জয়কার। সাইবার নিয়ে কাজ করা তদন্তকারীদের কাছে এই সম্মান দেশের সেরা। NIA, CBI অফিসারদের টপকে দেশের সেরা তদন্তকারী লালবাজারে, দুইয়ে ব্যারাকপুর। দেশের সবকটি রাজ্যের পুলিশ, CBI, NIAর মতো সংস্থা পুরস্কার ছিনিয়ে নিতে নাম লেখায় প্রতিযোগিতায়। সবাইকে হারিয়ে পুরস্কার বাংলার দুই অফিসারের হাতে।

CBI ও NIA কে টপকে দেশের সেরা বাংলার লালবাজার/The News বাংলা
CBI ও NIA কে টপকে দেশের সেরা বাংলার লালবাজার/The News বাংলা

দিল্লিতে দেশের সেরা তদন্তকারীর সম্মান ছিনিয়ে নিয়েছেন লালবাজারের সাইবার থানার তদন্তকারী অফিসার অক্ষয় সাহা। এই বিভাগে দ্বিতীয় সেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অনুপম চক্রবর্তী। শুধু তাই নয় ক্যাপাসিটি বিল্ডিং বিভাগে দেশের দ্বিতীয় সেরা থানার সম্মান পেয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানা। জোড়া সম্মান ছিনিয়ে আনায় কলকাতা পুলিশের আধিকারিকদের মুখে চওড়া হাসি।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

গত বছর মে মাসের ঘটনা। কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালের ওয়েবসাইটে দেখা যায় একটি পোস্ট। ওই হাসপাতালের রাসবিহারী অ্যাভিনিউয়ের কিডনি ইনস্টিটিউট নাকি চাইছে কিডনি। বলা হয় ইচ্ছুক কিডনি দাতারা যেন যোগাযোগ করেন। ওই পোস্টের সঙ্গে দেওয়া হয় একটি ফোন নম্বর। ঘটনায় হইচই পড়ে যায় কলকাতার চিকিৎসক মহলে।

কারণ, কিডনি এইভাবে কোনও হাসপাতাল নিতে পারে না। ঘটনা সেখানেই থেমে থাকেনি। এক ব্যক্তি ওই ফোন নম্বরে যোগাযোগ করেন। উল্টোদিকের ব্যক্তি ইংরেজিতে জানান, হাসপাতালের হয়ে কিডনি কিনতে তিনি ইচ্ছুক। বলা হয় এক একটি কিডনির জন্য দেওয়া হবে ৩ লক্ষ ১৬ হাজার মার্কিন ডলার!

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

পরে দেখা যায় হায়দরাবাদ, দিল্লি, মুম্বইয়ের বেশ কয়েকটি হাসপাতালের নামে এই পোস্ট রয়েছে। ওই ফোন নাম্বারে যিনি ফোন করেছিলেন, তাঁকে বলা হয় প্রথমে ৮৫০০ টাকা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। এ বিষয়ে প্রায় সবকটি হাসপাতালই জানিয়ে দেয় ওই ওয়েবসাইট জাল। কলকাতায় ওই নামি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে সাইবার ক্রাইম থানায়।

আরও পড়ুন: রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

ঘটনার তদন্তে নামেন লালবাজারের সাইবার ক্রাইমের তদন্তকারী অফিসার অক্ষয় সাহা। দক্ষ হাতে তদন্ত চালিয়ে পর্দাফাঁস করেন ওই চক্রের। জানা যায়, ডেভিড ওজোমা উরা নামে এক নাইজেরীয় ব্যাঙ্গালুরুতে বসে চালাচ্ছে প্রতারণা চক্র। রীতিমতো ঘাম ঝরিয়ে, বুদ্ধির জেরে প্রতারককে গ্রেপ্তার করেন অক্ষয়। সেই তদন্তই অক্ষয়কে এনে দিল গোটা দেশের মধ্যে সেরার সম্মান। এই বিভাগে দ্বিতীয় সেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অনুপম চক্রবর্তী।

আরও পড়ুন: ‘অনুগ্রহ করে সব টাকা নিন’ বিজয় মালিয়ার টাকা ফেরতের সিদ্ধান্ত

লালবাজার সূত্রের খবর, এর আগে এই সম্মান আর একবারই পেয়েছিলেন সাইবার ক্রাইম থানার এক তদন্তকারী অফিসার। ২০১৪ সালে প্রেমজিত চৌধুরী পান সেরার সম্মান। ২০১৬ সালেও সাইবার ক্রাইম থানা পেয়েছিল এক্সেলেন্স সম্মান। সব মিলিয়ে চওড়া হাসি রাজ্যের পুলিশ কর্তাদের মুখে।

]]>