NabannaAvijaan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 13 Sep 2022 05:35:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NabannaAvijaan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শুরুর আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান, সৌজন্যে মমতার পুলিশ https://thenewsbangla.com/nabanna-avijaan-by-bengal-bjp-makes-super-hit-by-mamata-banerjee-govt-bengal-police/ Tue, 13 Sep 2022 05:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16765 রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীদের আটকে, নবান্ন অভিযান শুরুর আগেই ‘সুপারহিট’ করে দিল মমতার পুলিশ। গতকাল বিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ঢুকে, বিজেপি কর্মীদের আটকে দেয় রাজ্যের পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, আটকানো হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের। আর এইভাবে নবান্ন অভিযান শুরুর আগেই, বিজেপিকে খবরে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে বিজেপিকে আটকে, নবান্ন-অভিযান শুরু আগেই ‘হিট’ করে দিল পুলিশ।

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চলছে, গোটা রাজ্য জুড়ে। বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কোথাও একনাগাড়ে বৃষ্টির পর, জল জমেছে। যান চলাচল ব্যহত হাওড়া-কলকাতা শহর জুড়ে। বিরূপ প্রকৃতি, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান সফল করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই, রাত থেকেই শহরের বিভিন্ন-প্রান্তে জমায়েত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন; বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

হাওড়া, শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির, যাত্রীদের বেশিরভাগই এসেছেন বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া বর্ধমান, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও, ট্রেন, বাস, গাড়ি করে কলকাতা-মুখী বিজেপি সমর্থকরা। পাল্টা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনে, কড়া পুলিশি প্রহরা।

তবে যেভাবে সোমবার বিকাল থেকে ও মঙ্গলবার সকাল থেকেই, বিভিন্ন স্টেশনে ঢুকে বিজেপি-কর্মীদের কোথাও আটকানো হল, কোথাও গ্রেফতার করা হল, তাতে শুরু আগেই ‘সুপারহিট’ বিজেপির নবান্ন অভিযান।

]]>
বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের https://thenewsbangla.com/bjp-nabanna-avijaan-north-bengal-bjp-supporters-are-blocked-by-bengal-police-in-stations-platform/ Mon, 12 Sep 2022 15:56:04 +0000 https://thenewsbangla.com/?p=16761 বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের। উত্তরবঙ্গে স্টেশনে ঢুকে, বিজেপি-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে, বিজেপি-কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দেয়, বেশ কিছু পুলিশকর্মী। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা, দেখা গিয়েছে সোমবার সারাদিন ধরে। স্টেশনে দাঁড়ানো বিজেপির স্পেশাল ট্রেনেও, উঠতে বাধা দেয় পুলিশ।

আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন, বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায়, আসার কথা ছিল তাঁদের। আলিপুরদুয়ার স্টেশনে ঢুকে, তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে বাধা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও, প্রশ্ন তুলেছে আরপিএফ অফিসাররা।

আরও পড়ুনঃ “ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে, কেউ বুঝতেই পারেনি”, বড় ঘোষণা মমতার

জেলা পুলিশের দাবি, ‘প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। চোর বলা হচ্ছিল, রাজ্য সরকারকে। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে’। বিজেপি কর্মীদের আটকাতে, স্টেশনে-স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা-পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি।

কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে, কোচবিহারেও ট্রেনে উঠতে, স্পেশাল-ট্রেনে উঠতে বিজেপি-কর্মীদের বাধা দেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন, সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।

]]>
‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায় https://thenewsbangla.com/suvendu-adhikari-said-abhishek-banerjee-is-tmc-partys-lakshman-seth/ Mon, 05 Sep 2022 04:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16639 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়। “তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়” মন্তব্য শুভেন্দু অধিকারীর। “সিপিএমকে তাড়িয়েছিলাম, লক্ষ্মণ শেঠ সুবিধা করে দিয়েছিল। সুকান্ত, দিলীপকে নিয়ে আমরা তৃণমূলকে তাড়াব। তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়”। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অদ্ভুত মন্তব্য বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাংলার রাজনৈতিক অতীত টেনে আনেন, শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০৭-এ নবান্ন অভিযান করে, আমরা সিপিএমকে তাড়িয়ে ছিলাম। লক্ষ্মণ শেঠ সাহায্য করেছিল। এবার আমি সুকান্ত মজুমদার, দিলীপদারা মিলে তৃণমূলকে তাড়াব। এবারও লক্ষ্মণ শেঠ সাহায্য করবে। তৃণমূলের ‘লক্ষ্মণ শেঠ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়”। নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়ার উলুবেড়িয়ার সমাবেশে, এমনই বি’স্ফোরক মন্তব্য শুভেন্দুর।

আরও পড়ুনঃ লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি

গত শনিবারই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এফআইআর দায়ের করা হয় হুগলির কামারকুন্ডু সাইবার-ক্রাইম থানায়। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটানো হচ্ছে, এই অভিযোগ তুলে অভিযোগ হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, এই এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। এর জেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে তিনি সাইবার ক্রাইম থানায়, অভিযোগ দায়ের করেন। এই পরিস্থিতিতেই ফের একবার তৃণমূলের শীর্ষ নেতাকে বিঁ’ধলেন শুভেন্দু।

]]>