MamataBanerjeeTMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 13 Sep 2022 05:59:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MamataBanerjeeTMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-give-appointment-letter-to-10-thousand-aspirants/ Tue, 13 Sep 2022 05:49:45 +0000 https://thenewsbangla.com/?p=16769 অবাক কাণ্ড, সরকারী নয়, ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কারিগরি দক্ষতার মাধ্যমে যুবক, যুবতীদের চাকরির ব্যবস্থা করল রাজ্য। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা, ১০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন। আরও কয়েক হাজার যুবক-যুবতীকে এই প্রকল্পেই চাকরিতে নিয়োগ করা হবে বলে, সোমবার জানান তিনি। ধাপে-ধাপে এই নিয়োগপত্র পাঠানো হবে তাঁদের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির নিরিখে মোট ৩০ হাজার চাকরি দেওয়া হবে। প্রথম-ধাপ হিসেবে সোমবার ১০ হাজার নিয়োগপত্র পাঠানো হল বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের।

কিন্তু এই নিয়োগ নিয়ে, শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবী, সরকারি অনুষ্ঠানে বেসরকারি চাকরি, এরই নাম ‘বাংলায় কর্মসংস্থান’। সরকারি উদ্যোগে বেসরকারি-চাকরি বিলি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দাবী, নেতাজি ইনডোরে, হাওড়া, হুগলী, কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার সব আইটিআই কলেজ থেকে সেকেন্ড ইয়ারের পড়ুয়াদের বাস ভর্তি করে আনা হয়েছিল। যাদের সঙ্গে চাকরির কোন সম্পর্ক নেই। আইটিআই কলেজ থেকে ২০-২১ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা হয়েছিল নেতাজী ইন্ডোরে। এরা প্রত্যেকেই ভোটার।

আরও পড়ুনঃ বিজেপির নবান্ন অভিযান, স্টেশনে ঢুকে বিজেপিকে আটকানোর চেষ্টা পুলিশের

বিরোধীদের অভিযোগ, ভলভো বাসে সরকারি খরচে ছাত্র-ছাত্রীদের এনে, দামী খাবারের বাক্স, ব্যাজ, আই কার্ড, টুপি দিয়ে বোঝানো হল, রাজ্য সরকার তোমাদের চাকরির ব্যাপারে ভাবে। অর্থাৎ সরকারি উদ্যোগে বেসরকারি চাকরি দেওয়ার শো বিজনেস করল রাজ্য, অভিযোগ বিজেপি ও বাম নেতাদের।

]]>
“আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-leader-udayan-guha-warns-bengal-bjp/ Tue, 30 Aug 2022 06:52:38 +0000 https://thenewsbangla.com/?p=16508 “আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের। এই ভাষাতেই বিজেপিকে বেনজির আক্রমন করলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার কোচবিহার শহরে তৃণমূলের এক সভা থেকে, বিরোধী দলকে এক হাত নেন তিনি। সম্প্রতি কেএলও প্রধান, পৃথক কোচবিহার রাজ্য গড়ার ডাক দিয়েছেন। আবার অনন্ত মহারাজও এক সভায় দাবি করেছেন, কোচবিহার শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চল হবে। সেই সভায় উত্তরবঙ্গের কয়েকজন বিজেপি বিধায়ক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠার পরেই, রক্ত দিয়ে বাংলা বিভাজন রোখার ডাক দেন উদয়ন গুহ।

সোমবার কোচবিহারে তৃণমূলের সভা থেকে, বিভাজন রাজনীতির প্রতিবাদে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে, এই প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এদিন উদয়ন গুহ বলেন, “বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। ওরা বাঁশ নিয়ে আক্রমণ করলে, আমরা রজনীগন্ধা দিয়ে অভ্যর্থনা করব না। বিজেপি যেন তা মনে রাখে। ওরা যেমন বাঁশঝাড় চেনে, আমরাও তেমন বাঁশঝাড় চিনি”।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা ভাগ হতে দেব না, আমাদের ছাড়াও প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বাংলা ভাগকে রুখতে গিয়ে শুধুমাত্র আমার শরীরের রক্ত যাবে, আর তোমার শরীরের রক্ত বের হবে না, এটা হতে দেব না। রক্ত গেলে দু’জনের রক্তই যাবে। কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই”।

]]>
‘সুরবদল’, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের https://thenewsbangla.com/after-mamata-banerjee-tmc-in-charge-will-be-abhishek-banerjee-said-firhad-hakim/ Tue, 30 Aug 2022 06:38:44 +0000 https://thenewsbangla.com/?p=16505 ছাত্র পরিষদের মঞ্চে ঘোষণা, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের। “ভবিষ্যত প্রজন্মকে নেতৃত্ব দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন তিনি”। মেয়ো রোডের জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে, তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

তাঁকে মমতা শিবিরের বলেই জানে সবাই, আর অভিষেক খুব একটা পছন্দ করেন না তাঁকে, এরকমটাই রাজনৈতিক জল্পনা। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেকাছি আসার প্রচেষ্টা শুরু করলেন ফিরহাদ হাকিম? উঠে গেছে প্রশ্ন। রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে জনসভা আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংগঠন। সেই সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শা’নানোর পাশাপাশি, অভিষেকের নেতৃত্ব নিয়েও মুখ খোলেন ফিরহাদ।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

তাঁর মিনিট তিনেকের বক্তব্যে বার তিনেক উঠে এসেছে অভিষেকের নাম। “ভবিষ্যতে মমতার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, সাধারণ মানুষকে নেতৃত্ব দেবেন অভিষেক”, এমন বার্তাই দিয়েছেন ফিরহাদ। বক্তব্যের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, ‘ছাত্র-যুব নয়নের মণি’ বলে উল্লেখ করেন কলকাতার মেয়র।

এরপর ফিরহাদ বলেন, “যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, সাধারণ মানুষের স্বার্থে অভিষেকের নেতৃত্বে সেই লড়াই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস”।

]]>