MalayGhatak – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 07 Sep 2022 06:28:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MalayGhatak – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা https://thenewsbangla.com/cbi-raid-mamata-banerjee-govt-minister-malay-ghataks-house-asansol-in-coal-smuggling-case/ Wed, 07 Sep 2022 04:16:33 +0000 https://thenewsbangla.com/?p=16694 কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

]]>