Madan Mitra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 12:58:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Madan Mitra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট https://thenewsbangla.com/nineteen-tmc-leaders-extraordinary-wealth-growth-in-just-five-years-ed-was-party-by-kolkata-high-court/ Mon, 08 Aug 2022 12:58:24 +0000 https://thenewsbangla.com/?p=15935 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি; মামলা গ্রহন করে ইডিকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। ফের বিপদে শাসক তৃণমূল। বিগত কয়েক বছরে কিভাবে হল; শাসকদলের নেতাদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি? মামলায় ফিরাদ-মদন-শোভনদের পার্টি করার নির্দেশ দিল হাইকোর্ট; সেই সঙ্গে পার্টি করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-কেও।

সম্প্রতি চাকরি চুরি দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে; প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারা। এরই পরিস্থিতির মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে; নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। সোমবার একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে; পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সোমবার শুনানিতে; ইডি-কেও পার্টি করার নির্দেশ দিয়েছে। মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অর্জুন সিং, বিধায়ক মদন মিত্র-সহ; মোট ১৯ জন তৃণমূল নেতার নাম রয়েছে।

আরও পড়ুনঃ জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা

কোন কোন তৃণমূল নেতার নাম রয়েছে, এই তালিকায়? এরা হলেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়া; বর্তমান মেয়র ফিরহাদ হাকিম; জ্যোতিপ্রিয় মল্লিক; মলয় ঘটক; ব্রাত্য বসু; অর্জুন সিং; শিলিগুড়ি মেয়র গৌতম দেব; ইকবাল আহমেদ; স্বর্ণকমল সাহা; অরূপ রায়; জাভেদ খান; অমিত মিত্র; আব্দুর রজ্জাক মোল্লা; রাজীব বন্দ্যোপাধ্যায়; শিউলি সাহা; সব্যসাচী দত্ত; বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। শেষ দুজন তৃণমূল নেতা; ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি; ২০১৭ সালে এই জনস্বার্থ মামলা করেন। মামলায় বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া নেতা-মন্ত্রীদের তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে; বছরের পর বছর কিভাবে সম্পত্তি বেড়েছে তাদের। এমনকি শাসকদলের একাধিক নেতাদের, ঘনিষ্ঠ নিরাপত্তারক্ষী-দেরও; সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আকাশছোঁয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ; এই মামলা গ্রহণ করেন।

পাশাপাশি আর একটি মামলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ; কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। তিনি একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও, কীভাবে তাঁর নামে পাঁচ-কোটি টাকার সম্পত্তি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল https://thenewsbangla.com/home-minister-amit-shah-instruction-bjp-central-team-bengal-bhatpara/ Thu, 20 Jun 2019 10:33:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14171 অমিত শাহের নির্দেশে শুক্রবার ভাটপাড়ায় আসছে; বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন; শুক্রবার থেকে ভাটপাড়ায় আন্দোলন হবে নন্দীগ্রামের ধাঁচে। বৃহস্পতিবার ভাটপাড়ার সংঘর্ষে বিজেপির তীর মদন মিত্রের দিকে। অর্জুনের দাবি, কামালগাছি থেকে এসে তৃণমূলের দুষ্কৃতীরা অশান্তি সৃষ্টি করছে।

শুক্রবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে ভাটপাড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো ঘটনার সম্পূর্ণ বিবরণ দেবে; কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই মুহূর্তে ভাটপাড়া ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলছে ১৪৪ ধারা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মদন মিত্র এই ঘটনার পিছনে বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ি করেছেন।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

বৃহস্পতিবার ফের রণক্ষেত্রের রুপ নেয় ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত দুই; শুন্যে পুলিশের ১০ রাউণ্ড গুলি। নতুন থানা উদ্বোধনের আগেই; রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; দুজনের মৃত্যুৃ হয়েছে।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

মুসলিম তোষণ না করতে মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি মুসলিম বুদ্ধিজীবীদের

এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে; ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে হচ্ছে নতুন থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। নতুন থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। অর্জুন সিংহ এর দাবী পুলিশের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যাক্তির।

এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে; দোকানপাট সমস্ত বন্ধ। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ; পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না।

]]>
অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান https://thenewsbangla.com/madan-mitra-was-greated-jai-shri-ram-and-modi-slogan-at-election-campaign/ Wed, 08 May 2019 13:49:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12616 ভাটপাড়া বিধানসভায় প্রচারে বেড়িয়ে লজ্জায় পড়ে গেলেন মদন মিত্র। বুধবার ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাঁকিনারা এলাকায়; বলিউড ও ভোজপুরি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে রোড শো করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। আর সেখানেই বিপত্তি। অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান দিলেন কিছু মানুষ।

কাঁকিনারা এলাকায় বুধবারের রোড শোতে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান শুনে দৃশ্যতই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান মদন মিত্র। তাও আবার বলিউড অভিনেতা শক্তি কাপুর ও ভোজপুরি অভিনেত্রী রানীর সামনেই।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

গত রবিবার; মমতার সামনে জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা। আর সেই শুনেই চটে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে; তাড়া করেন জয় শ্রী রাম স্লোগান দেওয়া বিজেপি সমর্থকদের। মমতার তাড়া খেয়ে; নিরাপত্তা কর্মীদের ভয়ে গেরুয়া শিবিরের কর্মীরা তখন পগারপাড়। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা যায়; “কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার”। বিকালেই তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। আর এটা নিয়েই মমতাকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। হারার ভয়ে রামকে নিয়ে টানাটানি করে মিথ্যা বলছেন মোদী; জানান হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই নিয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

আরও পড়ুনঃ দেখতে রাহুলের গান্ধীর মতো, লজ্জায় ও হতাশায় চেহারা পাল্টালেন যুবক

বাংলায় জয় শ্রী রাম বললেই জেলে পুরছেন মমতা; ঝাড়গ্রামে ভয়ঙ্কর অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন; “বাংলায় জয় শ্রী রাম বলাও যাবে না; তাহলেই দিদির পুলিশ জেলে পুড়বেন”। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই; হইচই পরে গেছে গোটা রাজ্যে। নিজের জনসভায় সোমবারই মোদীকে তুলোধোনা করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরেই জয় শ্রী রাম নিয়ে শুরু হয় বিতর্ক। মমতার ফেসবুক প্রোফাইলেও ভর্তি হয়ে যায় জয় শ্রী রামে। আর বুধবার সেই ধ্বনির মুখে পড়তে হল অভিনেতা অভিনেত্রী পরিবেষ্টিত মদন মিত্রকেও। ওরা আমাকেই ভোট দেবেন, জানিয়েছেন মদন মিত্র। জয় শ্রী রাম ছড়িয়ে পড়ছে বাংলার অলিতে গলিতে; বলেছেন বিজেপি নেতারা।

]]>
প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনকে কটাক্ষ অর্জুনের https://thenewsbangla.com/madan-mitra-drunken-man-gets-ticket-for-tmc-said-arjun-singh-at-vatpara/ Fri, 26 Apr 2019 04:26:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11652 প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনের ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে দাঁড়ানোকে কটাক্ষ ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি নেতা অর্জুনের। মদন মিত্রকে মাতাল বলে কটাক্ষ করলেন অর্জুন। আর এই নিয়ে ফের তরজা শুরু বিজেপি তৃণমূলের মধ্যে। হারার ভয়েই বাজে বকছে অর্জুন, জানিয়েছে তৃণমূল।

“মদন মাতাল, সন্ধের পর মাতাল হয়ে যায়, চিটফান্ড কেসে জেলও খেটেছে, আর কাউকে প্রার্থী হিসেবে পেলেন না মমতা ব্যানার্জি”, বৃহস্পতিবার ভাটপাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষনার পরেই কটাক্ষ করেন ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

ভাটপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের ফলে ওই আসনটি খালি হয়। এই আসনেই উপ নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মদন মিত্রের নাম ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের নাম ঘোষনার পরেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে অর্জুন সিংয়ের কটাক্ষ, মদন সন্ধ্যের পর মাতাল হয়ে থাকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রার্থী পেলেন না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, লোকসভার টিকিট না পেয়েই রাতারাতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভাটপাড়ার দাপুটে এবং প্রভাবশালী নেতা অর্জুন সিং। ২০১৪ লোকসভা নির্বাচনেই তিনি দলের তরফে টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন। কিন্তু এবারেও লোকসভার টিকিট না মেলায় আর দ্বিতীয়বারের জন্য ভাবেননি তিনি। শিবির বদলে গেরুয়া দলে ভিড়ে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন তিনি। এই ভাটপাড়া আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্জুন পুত্র পবন সিং।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

মদন মিত্র অবশ্য টিকিট পেয়ে বলেছেন, এটা কোটি টাকার লটারী পাবার মতো অনুভূতি। লোকসভায় টিকিট না পেলেও বিধানসভার টিকিট পেয়ে বেজায় খুশি তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি বিধানসভা থেকে হেরে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র। সেবার জেল থেকে ভোটে লড়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে ধীরে ধীরে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছেন। নিজের এলাকায় পড়ে থেকে সংগঠনের কাজ করেছে কামারহাটিতে। ভোটে হারলেও মাটি ছাড়েননি। এবার নিজেরই প্রাক্তন দলের প্রার্থীকে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের। মদন বনাম পবন এর লড়াইয়ে পবনকে জেতাতে যে জান লড়িয়ে দেবেন অর্জুন, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার দখল গেছে অর্জুন সিং এর। বাকি আছে ভাটপাড়া বিধানসভা। সেখানেও মদন মিত্রকে দাঁড় করিয়ে চমক দিয়েছেন মমতা। তাই ভাটপাড়া উপ নির্বাচনে না জিতলে অর্জুনের রাজনৈতিক জীবন যে সংকটে পরে যাবে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই জন্যই বাজে বকছে অর্জুন, দাবী তৃণমূলের।

]]>
বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন https://thenewsbangla.com/tmc-candidates-list-for-assembly-by-election-madan-in-vatpara-instead-of-arjun/ Thu, 25 Apr 2019 09:24:57 +0000 https://www.thenewsbangla.com/?p=11612 রাজ্যে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। অর্জুন সিং এর বদলে ভাটপাড়ায় দাঁড়াচ্ছেন মদন মিত্র। ইসলামপুরে দাঁড়াচ্ছেন আব্দুল করিম চৌধুরী ও হবিবপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী অমল কিস্কু। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নাম সিউড়ির নির্বাচনী প্রচার মঞ্চ থেকে ঘোষণা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মালদার হবিবপুরে অমল কিস্কু, উত্তর দিনাজপুরের ইসলামপুরে আব্দুল করিম চৌধুরি ও ভাটপাড়া কেন্দ্র থেকে মদন মিত্রকে প্রার্থী হিসাবে দাঁড় করানোর ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং বিধানসভা নির্বাচনে আগেই গোর্খা জনমুক্তির বিনয় তামাং-কে সমর্থন করার কথা ঘোষণা করেছিল তৃণমূল।

আরও পড়ুনঃ বউকে না জানিয়েই কি শ্বশুরবাড়িতে আত্মগোপন, অফিসার উধাও রহস্যে সিআইডি

ভাটপাড়ায় অর্জুন সিং এর ছেড়ে যাওয়া বিধানসভা আসনে মদন মিত্রকে দাঁড় করিয়ে মমতা বড় চাল চাললেন বলে মনে করছেন অনেকেই। একটা সময় অর্জুন সিং-এর গড় হিসাবে পরিচিত ভাটপাড়া কেন্দ্র থেকে মদন মিত্রকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে তৃণমূল এই বিধানসভা আসনটি ফের নিজেদের করতে পারবে কি না তা এখন নির্ভর করছে মমতার উন্নয়ন ও মদন মিত্রের ক্যারিশ্মার ওপর।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি বিধানসভা থেকে হেরে গিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। সে বার জেল থেকে ভোটে লড়েছিলেন তিনি। সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হেরেছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে ধীরে ধীরে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছেন। নিজের এলাকায় পড়ে থেকে সংগঠনের কাজ করেছে কামারহাটিতে। ভোটে হারলেও মাটি ছাড়েননি।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে বাংলাদেশী বিতর্ক, প্রধানমন্ত্রীর প্রচারে কানাডিয়ান কেন

ভাটপাটড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপি-তে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। সে কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে ইসলামপুরে দাঁড়াচ্ছেন আব্দুল করিম চৌধুরী ও হবিবপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী অমল কিস্কু। পাশাপাশি দার্জিলিং আসনেও উপ নির্বাচন হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট বাজারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র https://thenewsbangla.com/madan-mitra-goes-viral-in-social-midia-at-election-period/ Wed, 27 Mar 2019 08:26:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9320 ঠিক এই মুহূর্তে সারা বাংলা জুড়ে লোকসভা ভোটের প্রচার নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। কোথায় কে দাঁড়ালো, কে কিভাবে প্রচার করছে, এই সব রাজনৈতিক কচকচানির মধ্যে স্যোশাল মিডিয়াতে বাঙালি কিন্তু ব্যস্ত মদনবাবুকে নিয়ে। জীবনে যা কিছুই ঘটে যাক মদনদা আছেন সেই বহাল তবিয়তেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

একসময়ের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ডাকসাইটে নেতা মদন মিত্র। সারদা কাণ্ডে সিবিআই হেফাজত ও তারপর জেল খেটে এখন রাজপাট খুইয়েছেন। কিন্তু মদনদা আছেন সেই মদনদা-তেই। বিনদাস, সবসময় হাসিখুশি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

এতদিন ফেসবুক লাইভে তিনি মাঝে মাঝেই দেখা দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আর মানুষকে মজা দেন। তাঁর কোন অহঙ্কার নেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

তিনি তাঁর বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মনে প্রাণ সঞ্চার করেন, নানান প্রশ্ন জাগাতে সাহায্য করেন, দিনের শেষে ক্লান্ত মানুষকে চনমনে করে তোলেন, মানুষ মনের মধ্যে অনেকখানি হাসি নিয়ে ঘুমোতে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

কিন্তু এবার ফেসবুক লাইভের পরেও তাঁর নবরূপে আবির্ভাব দেখা গেল একটি ফেসবুক পেজে। সেখানেও তিনি সদা হাস্যময়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

পেজের নাম ‘মদন মিত্র অ্যাট আনইউজুয়াল প্লেসেস— উই লাভ মদন স্যার’। যেখানে মদন মিত্র ভূপর্যটক, যেখানে মদন মিত্র টাইম মেশিনে চড়ে যেকোনও সময় যেকোনও জায়গায় পৌঁছোতে পারেন। আর এটা দেখেই হেসে খুন রাজ্যের মানুষ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

সৌজন্যে “মিম”। এই মিমের মাধ্যমে মদন মিত্র সর্বত্র প্রবলভাবে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রবলভাবে বিরাজ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

গত বুধবার ২০ মার্চ ফেসবুকে চোখে পরে এই পেজটি। আর তারপর থেকেই পেজের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। পেজটি এতই জনপ্রিয় হয়েছে যে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ফলোয়ার পেজটিতে। গুগলে সার্চ করলেই এই পেজটি একদম গোড়ার দিকে উঠে আসছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

এই মার-মার কাট-কাট রাজনীতির যুগে এরকম অনাবিল হাস্যরসাত্মক পেজের মাধ্যমে নিজেকে প্রাসঙ্গিক করে তোলাটা বড় কথা নয় তা মদনবাবু জানেন। তবে তাঁর মুখে সদাই সেই ভুবনভোলান হাসি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

আর জানেন বলেই খবরটা শুনে প্রথমে একটু ভুরু কুঁচকেছিল বটে, তবে দেখার পর আপত্তিকর কিছু ঠেকেনি তাঁর। শুধু একটাই কথা বলছেন, ‘মজা করছে ঠিক আছে, কিন্তু সেই মজা যেন মজাই থাকে, তাঁর রাজনৈতিক জীবনে ক্ষতি না করে’।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুল সুপ্রিয়র জেলে থাকা উচিত, বিস্ফোরক মদন মিত্র https://thenewsbangla.com/madan-mitra-said-babul-supriyo-should-kept-in-jail/ Tue, 19 Mar 2019 14:46:11 +0000 https://www.thenewsbangla.com/?p=8830 ভোট প্রচারে তৃণমূলকে লক্ষ করে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়। আর সেই গানের মেকিং ভিডিও প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে যায় বিভিন্ন মিডিয়াতে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের প্রচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তৃণমূলের তরফ থেকে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। আর এরপরেই বাবুলকে একহাত নিয়েছেন মদন মিত্র।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

এদিন তৃণমূল নেতা মদন মিত্র বাবুল সুপ্রিয়ের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “বাবুল সুপ্রিয় অনেক আগে থেকেই যা কিছু করছে তাতে তার জেলে থাকা উচিত ছিল। অনেক আগেই বাবুল সুপ্রিয়কে আরেস্ট করা উচিত ছিল। বাবুল সুপ্রিয় খুবই নোংরা কাজ করে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এটা খুব দুঃখজনক যে এর পরেও সে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবুল এর নামে FIR হওয়া উচিত এবং ওর মন্ত্রিত্ব ক্যান্সেল করে দেওয়া উচিত। একজন ভোট প্রার্থী হয়ে ওর এই ধরণের কাজ করা গ্রহণযোগ্য না”।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

সাংবাদিকদের প্রশ্নের সামনে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন প্রসঙ্গে মদন মিত্র বলেন, “এই যে আমরা এখন ঘরে আছি, যখন চলে যাব তখন এই ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে, কারণ অনেক ধুলো জমে যায়। বিজেপি সেই ধুলো নিয়ে গেছে। এখন ঘর মন্দির মসজিদ এর মতই পবিত্র। এখন আর কিছু নোংরা নেই, বাঁচা গেছে”।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

ভোটের একমাস আগেই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা নিয়েও এদিন মুখ খোলেন মদন মিত্র। তিনি জানান, “শোনা গেছে বেশ কিছুজনের নাম আছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, যার মধ্যে আমার নামও আছে, আমার কোন সমস্যা নেই তাতে”।

তিনি এও জানান কেন্দ্রীয় বাহিনী সুষ্ট ভাবে নির্বাচন করতে এসেছে সেটাই যেন তারা করে, কিন্তু তারা যদি দাদাগিরি করে সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। সংবিধানে কোথাও এমন লেখা নেই যে কেন্দ্রীয় বাহিনী এসে সাধারণ মানুষের ঘরে ঢুকে ধমকি দেবে। কেন্দ্রীয় বাহিনী কে হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন যে “তারা যেন ভুলে না যায় যে রাজ্যের হাতে যে বাহিনী আছে সেটা কিন্তু মমতার পক্ষে”।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এদিন বিস্ফোরিত মদন মিত্র নোটবন্দি প্রসঙ্গে বলেন, “নরেন্দ্র মোদীর চরম শাস্তি পাওয়া উচিত। ভারতের প্রধানমন্ত্রীর আসন কে উনি কলঙ্কিত করেছেন, একজন মিথ্যেবাদী লোক উনি। উনি এমন ভাবে হাঁটাচলা করেন তাতে চৌকিদার নরেন্দ্র মোদী নয়, ওনার লেখা উচিত অভিনন্দন নরেন্দ্র মোদী, যেন উনিই পুরো পাকিস্তানকে খতম করে এসেছেন”।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

সিপিএম কংগ্রেস জোট সম্পর্কে তিনি বলেন, “বাংলায় সিপিএম আর কংগ্রেস থাকা না থাকা সমান। তাই তাদের জোট হলো কি হল না তাতে কিছুই যায় আসে না। they are neither hear not there. সিপিএম কংগ্রেস এর জোট হলেও কিছুই এদিক ওদিক হত না। এখন বাংলায় একটাই মুখ সেটা মমতা ব্যানার্জী”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই https://thenewsbangla.com/cbi-calls-madan-mitra-as-nirav-modi-at-saradha-chit-fund-scam/ Fri, 15 Mar 2019 10:33:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8517 মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই। বারাসাত আদালতে মদন মিত্রকে নীরব মোদী বললেন সিবিআই আধিকারিক। বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজিরা ছিল সারদা মামলার অভিযুক্তদের। বিচারক সোমনাথ চক্রবর্তীর এজলাসে সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন থেকে দেবযানী মুখোপাধ্যায়, কুনাল ঘোষ, মদন মিত্র, রজত মজুমদার সকলেই হাজির ছিলেন।

এদিন আদালতে মদন মিত্রের আইনজীবী বিচারপতির কাছে মদন মিত্রের বিদেশে যাবার আর্জি জানান। কারণ হিসেবে জানান মদনবাবু ভবানীপুরের একটি অভিজাত ক্লাবের দুর্গাপূজা কমিটির সভাপতি। সেই সুবাদেই বিদেশের এক দুর্গাপূজা কমিটির নিমন্ত্রণে অক্টোবর মাসে মদন মিত্রকে বিদেশ যেতে হবে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মদন মিত্রের আইনজীবীর এই আর্জি শুনেই আপত্তি তোলে সিবিআই। সিবিআই এর আইনজীবী চন্দন কুমার সিংহ প্রায় লাফিয়ে উঠে বলতে শুরু করেন ‘না হুজুর না! কিছুতেই মদনবাবুকে বিদেশে যেতে দেবেন না’। তিনি সরাসরি নীরব মোদী, বিজয় মাল্য, ললিত মোদীর সাথে মদন মিত্রের তুলনা টেনে আনেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

তিনি এও বলেন ‘কাজটা ঠিক হবে না হুজুর। নীরব মোদী, ললিত মোদী, বিজয় মাল্যদের দেখেছেন! এরা একবার বিদেশে চলে গেলে আর ফেরে না,। তিনি জানান যদি মদন মিত্র না নীরব মোদির মতন আর দেশে না ফেরেন তা হলে বিরোধীরা সরকারের উপরে চাপ দেবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সিবিআই আইনজীবীর এহেন যুক্তি শুনে কিছুক্ষণ তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শুধু তাই নয়, এজলাসে উপস্থিত বাকি অভিযুক্তদের ঠোঁটেও চাপা হাসি দেখা যায়। এক অভিযুক্ত বলেই ফেলেন ‘ব্যাপারটা যা-তা হলো কিন্তু’।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি এদিন মদনবাবুর বিদেশ যাবার আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি এই বিষয়ে আগামী ২৬শে মার্চ নির্দেশ দেবেন। তবে নিজেকে নীরব মোদীর সঙ্গে তুলনা করা দেখে হতবাক হয়েই গেছেন মদন মিত্র!

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>