LookOutNotice – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Aug 2022 11:24:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg LookOutNotice – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-in-bengal-assembly-but-cbi-look-out-notice-in-ssc-scam/ Tue, 30 Aug 2022 11:23:10 +0000 https://thenewsbangla.com/?p=16530 রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। তাঁকে না পেয়ে, লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্য মঙ্গলবার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিধানসভায়। তাঁকে এদিন বিধানসভায় দেখে চমকে যান, বিজেপি ও তৃণমূল বিধায়করা। সবাই দেখতে পাচ্ছে, আর সিবিআই পাচ্ছে না? প্রশ্ন বাংলার মানুষের।

এদিন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কেন তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “আমি তো সিবিআই যতবার ডেকেছে, ততবার ওদের দফতরে গিয়েছি। তদন্তে সমস্তরকম সাহায্য করেছি। তারপরেও কেন আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল জানি না”।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের খাতায় তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সেই মানিক ভট্টাচার্যই, সবাইকে চমকে দিয়ে হাজির বিধানসভায়। বিধায়ক হিসাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। সেখানেও কেন তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি।

এদিন দুপুরে নিজের সরকারি গাড়িতে, বিধানসভায় পৌঁছন মানিকবাবু। এদিন বিধানসভায় ছিল উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অংশগ্রহণ করেন মানিক ভট্টাচার্য। এরপর তাপস রায়ের ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করেন, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। বিধানসভায় ২টি স্ট্যান্ডিং কমিটির সদস্য মানিকবাবু।

]]>
বাংলার বিধায়ক, তৃণমূল নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি, কোথায় গায়েব মানিক https://thenewsbangla.com/look-out-notice-issued-against-bengal-mla-tmc-leader-manik-bhattacharya-missing/ Fri, 26 Aug 2022 05:03:48 +0000 https://thenewsbangla.com/?p=16454 বাংলার বিধায়ক, তৃণমূল নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি, কোথায় গায়েব মানিক। সন্ধান নেই তৃণমূল বিধায়কের। কোথাও কোনও খোঁজ না পাওয়ায়, তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল সিবিআই। মানিকের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিল সিবিআই। টেট দুর্নীতিতে হাইকোর্টের রায়ে বরখাস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, সিবিআইয়ের লুক আউট নোটিস। কোথায় গেলেন মানিক? উত্তর নেই। কোথাও কোনও খোঁজ না পাওয়ায় লুক আউট নোটিস, দাবি সিবিআইয়ের।

সিবিআই আধিকারিকরা মনে করছেন, চাকরি চুরি তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন মানিক ভট্টাচার্য। আর সেই কারণেই তাঁর নামে জারি করা হল লুক আউট নোটিশ, দেশের সব বিমানবন্দরে। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য ইতিমধ্যেই বিমানবন্দরগুলিতে, ইতিমধ্যেই তাঁর ছবি ও পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুনঃ মিডিয়া ট্রায়াল, তদন্তের আগেই নিজের রায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই

সিবিআইয়ের দাবি, এক-সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের দুটি ফোন সুইচড-অফ, কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি, দাবি সিবিআই-য়ের। এয়ারপোর্ট অথরাটি অব ইন্ডিয়ার কাছে মানিক ভট্টাচার্যের ছবি সহ নোটিস দিয়ে জানানো হয়েছে, কোন-কোন মামলায় সিবিআই তাঁকে খুঁজছে, এবং কোন-কোন মামলায় অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, এমনকী আইনজীবীও জানিয়েছেন মানিক ভট্টাচার্য কোথায়, তা তাঁরও জানা নেই।

]]>