KolkataDurgaPuja – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 06 Sep 2022 14:59:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg KolkataDurgaPuja – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ https://thenewsbangla.com/calcutta-high-court-orders-recruit-primary-tet-qualified-before-durga-puja/ Tue, 06 Sep 2022 14:38:08 +0000 https://thenewsbangla.com/?p=16682 রাজ্য শিক্ষা পর্ষদের অপদার্থতা, পুজোর আগে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ। পুজোর আগে টেট উত্তীর্ণ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেট পরীক্ষা দেন, ওই ৫৪ জন পরীক্ষার্থী। টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে, প্রাথমিকভাবে জানতে পারেন তাঁরা। পরে জানান যায়, প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্রে ভুল ছিল। তার ফলে ওই ৫৪ জন পরীক্ষায় পাশ করতে পারেননি। এনিয়ে মামলা করেন পরীক্ষার্থীরা। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নেয়, প্রশ্নপত্রে ভুল ছিল। এরই প্রেক্ষিতে সেই ৫৪ জনকে, পুজোর আগে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ওই ৫৪ জনকে চাকরিতে বহাল করতে হবে। এর আগেও আরও ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে পুজোর আগেই, রাজ্যকে সারতে হবে মোট ৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকে নিয়োগ করতে হবে, নিয়োগের সময়সীমাও বেঁধে দিল আদালত।

আরও পড়ুনঃ শিউরে উঠল বাংলা, অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃ’শংসভাবে খু’ন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোর আগেই আদালত নিয়োগের নির্দেশ দেওয়ায়, স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানান, তাঁদের একটাই ভয় ছিল, বয়স পার হয়ে যাবে। অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে মামলাকারীদের। পাঁচ বছর লড়াই করার পরে, চাকরি পাবেন এই যোগ্য চাকরিপ্রার্থীরা। ফের লজ্জার অন্ধকারে ডুবল রাজ্য, সামনে এল রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতার নজির।

]]>
রাজ্যের ভাঁড়ারে টান অথচ কোটি কোটি পুজোর অনুদান, মামলা হাইকোর্টে https://thenewsbangla.com/nationalist-lawyers-council-pil-files-against-durga-puja-donation-in-calcutta-high-court/ Wed, 24 Aug 2022 06:30:40 +0000 https://thenewsbangla.com/?p=16373 রাজ্যের ভাঁড়ারে টান অথচ কোটি কোটি পুজোর অনুদান, মামলা হাইকোর্টে। ডিএ মেটাবার ক্ষমতা নেই রাজ্যের, সোমবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন রাজ্যের “ভাঁড়ার শূন্য”। তারপরেও, পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে, অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা। করোনা পরিস্থিতিতে গতবছর পুজোয় ক্লাবগুলিকে, ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য। এবার তা বেড়ে করা হয়েছে ৬০ হাজার। আর এই অনুদান দেওয়ার বিরুদ্ধেই, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের তরফে।

প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে, ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ হিসাব বলছে, এর জন্য রাজ্য সরকারের আনুমানিক খরচ ২৫৮ কোটি টাকা। আদালতের নির্দেশ সত্ত্বেও, সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দিতে পারেনি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলে বলেছেন, কেন্দ্র বকেয়া মেটাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেন পুজো কমিটিগুলিকে, ৬০ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

আরও পড়ুনঃ কেষ্টদা সিবিআই হেফাজতে, বোলপুরে বন্ধ হল তৃণমূলের কোটি টাকার অবৈধ কারবার

রাজ্যের এই সিদ্ধান্তে ফুঁসছে সাধারন মানুষও। তাই রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। বুধবার করা জনস্বার্থ মামলাটি দায়েরের অনুমতিও দিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আর্জিও করা হয়েছে উচ্চ আদালতের কাছে। শুক্রবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। অনুদান কি বন্ধ হয়ে যাবে? প্রশ্ন পুজো উদ্যোক্তাদের।

]]>
দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’, কৃতিত্ব তপতী গুহ ঠাকুরতা না মমতা বন্দ্যোপাধ্যায়ের https://thenewsbangla.com/durga-pujo-unesco-recognition-tapati-guha-thakurta-behind-this-honor-not-mamata-banerjee/ Wed, 24 Aug 2022 06:03:41 +0000 https://thenewsbangla.com/?p=16369 দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’, তপতীর কৃতিত্ব চু’রি গেল সংস্কৃতির বাংলায়। দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’, এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভূমিকাই নেই। দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’র পিছনে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভুমিকাই নেই। রাজনীতিতে এটিকে বলে, অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেওয়া। এর পিছনে যিনি আছেন, তাঁর নাম তপতী গুহ ঠাকুরতা। কলকাতার দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’ পাওয়ায় পুরো কৃতিত্ব, গবেষক তপতী গুহ ঠাকুরতার। অথচ পুরো কৃতিত্ব নিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত।

কি জানিয়েছেন সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত? জানিয়েছেন, ইউনেস্কোর সঙ্গে যাবতীয় যোগাযোগ করেন গবেষক তপতী গুহ ঠাকুরতা। ইউনেস্কোর ফর্ম-ফিলাপ থেকে দুর্গাপুজোর ভিডিও পাঠানো, মেল পাঠিয়ে সব জানানো, সবটাই করেছেন কলকাতার সেন্টার ফর স্টাডিস ইন সোশ্যাল সায়েন্সের ডাইরেক্টর-প্রফেসর তপতী গুহ ঠাকুরতা। তিনি প্রেসিডেন্সি কলেজের প্রফেসরও ছিলেন। ২০০৩ সাল থেকে তিনি দুর্গা পুজো নিয়ে গবেষণা শুরু করেন।

২০১৮-১৯ সালে কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রক থেকে, তাঁর সঙ্গে যোগাযোগ করে। সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে সামান্য গ্রান্ট নিয়ে তিনি এই গবেষণা শুরু করেন। এরপর তিনি ইউনেস্কোর একটি ফর্ম ফিলাপ করেন। ২০টি ছবি ও ১টি ভিডিও দিয়ে তিনি, ইউনেস্কোর ফর্ম ফিলাপ করেছিলেন। তারপরেই, আবহমান অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগে স্বীকৃতি পায়, কলকাতার দুর্গা পুজো। যার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব তপতী গুহ ঠাকুরতার। হ্যাঁ, রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করার কৃতিত্ব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।

]]>