Kolkata Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 15:14:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kolkata Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেড় ঘণ্টার অপারেশন পাকড়াও বন্দুকবাজ জওয়ান, গুলিতে মৃত এক https://thenewsbangla.com/cisf-gunman-arrested-after-one-and-a-half-hour-operation-one-death/ Sat, 06 Aug 2022 15:14:45 +0000 https://thenewsbangla.com/?p=15914 দেড় ঘণ্টার অপারেশন পাকড়াও বন্দুকবাজ জওয়ান, গুলিতে মৃত এক। পুলিশ ও কম্যান্ডর হাতে আটক; CISF-এর হামলাকারী জওয়ান। দেড় ঘণ্টার অপারেশন এর পর; আত্মসমর্পণ করেন ওই হামলাবাজ জওয়ান। পুলিশের হাতে আটক সিআইএসএফ-এর হামলাকারী কনস্টেবল। এ যেন আমেরিকা কিংবা ইউরোপের বন্দুকবাজের হামলা; স্বয়ংক্রিয় রাইফেল হাতে গুলিবর্ষণ আততায়ীর। টানটান উত্তেজনা চারপাশে। আততায়ীকে নিরস্ত্র করতে পুলিশের কালঘাম ছুটছে। শেষ পর্যন্ত সাফল্য আততায়ীকে ধরতে পেরে।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি

সূত্রে পাওয়া খবর অনুযায়ী,বারাকের আরমার ইনচার্জ অক্ষয়কুমার মিশ্র অস্ত্রভান্ডার থেকে একটি একে-৪৭ রাইফেল নিয়ে, এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ২০-২৫ রাউন্ড গুলি চলে। তাকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন; সহকর্মী এএসআই রঞ্জিন সরঙ্গী, পরে তাঁর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। জখম হন এক অ্যাসিট্যান্ট কমান্ডার সুবীর ঘোষ, তিনি এসএসকেএম হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত

সামনে থাকা পুলিশের গাড়ির কাচও এলোপাথাড়ি গুলিতে ঝাঁজরা হয়ে যায়। সেখানেও একজন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। পার্ক স্ট্রিট শ্যুট আউটে নিহত রঞ্জিত সারঙ্গী, এএসআই পদমর্যাদার অফিসার ছিলেন। এসএসকেএম থেকে মর্গে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। গুরুতর আহত সুবীর ঘোষ নামের জাদুঘরের ইনচার্জ। পৌনে দুঘণ্টা বাগে আনা যায়নি, ওই বন্দুকবাজ জওয়ানকে। আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকের ভিতরেই গা ঢাকা দিয়েছিল সে।

]]>
পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি https://thenewsbangla.com/park-street-prolay-incident-cisf-jawan-fired-thirty-rounds-in-the-cisf-barrack/ Sat, 06 Aug 2022 14:33:27 +0000 https://thenewsbangla.com/?p=15911 পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি। একটি-দুটি নয়, ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে সিআইএসএফ-এর ব্যারাকে; ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। একে-৪৭ আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়; বলে খবর প্রত্যক্ষদর্শী-দের। হামলাকারী সিআইএসএফ-এর এক কনস্টেবল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ, আচমকা গুলি চালাতে শুরু করেন তিনি। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই সময় কাজ সেরে ব্যারাকে; প্রায় ১০০ জন সিআইএসএফ জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে; ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও অস্ত্র হাতে, ভিতরে রয়েছেন বলে খবর। তাঁকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে ভিতরে ঢুকছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ সশস্ত্র বাহিনী। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে, সরে যেতে আর্জি জানানো হচ্ছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভিতরে গেছেন; কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত

সিআইএসএফ হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে। প্রথমে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হবে। তারপর তিনি ঠিক কোথায় রয়েছে, তা বোঝার চেষ্টা করা হবে। সেই মতো সন্তর্পণে এগোবে সশস্ত্র বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে অপারেশন চলবে বলে মনে করা হচ্ছে। কেন গুলি চালাল ওই জওয়ান, তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত https://thenewsbangla.com/shootout-near-museum-on-park-street-kolkata-police-shot-injured-big-incident-kolkata/ Sat, 06 Aug 2022 13:58:23 +0000 https://thenewsbangla.com/?p=15896 পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, একজন আহত। কি ঘটনা জানতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। একাধিক ব্যক্তি আহত। এমনটাই জানা যাচ্ছে। ঠিক কি হয়েছে, তা এখনও পরিস্কার নয়। জানা যাচ্ছে এলোপাথাড়ি গুলি চালান, এক CISF জওয়ান। CISF জওয়ান গুলি চালিয়েছে বলেই খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনাস্থলে কলকাতা পুলিশ। ঘটনায় দুজন গুরুতর আহত বলে জানা গেছে।

২০ থেকে ৩০ রাউণ্ড গুলি চলেছে বলে জানা গেছে। ঘটনায় ১ জন ইতিমধ্যেই মারা গেছে বলে জানা যাচ্ছে। একজন CISF জওয়ান, নিজের কলিগ ও অফিসারদের উপর গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর কাণ্ড জাদুঘরের কাছে। আতঙ্কিত মানুষ। ঠিক কি হয়েছে, কেন গুলি চালাল? এখনও জানা যায়নি। যে গুলি চালিয়েছে, তাকে ধরা গেছে কিনা, তাও জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

গুলি চালিয়েছেন যে জওয়ান, তিনি এখনও ভিতরেই রয়েছেন বলে খবর। হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তাঁর; তাঁকে নিরস্ত্র করার প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশ মানুষকে জাদুঘরের সামনে থেকে সরাতে, মাইকিং করছে। একটি পুলিশের গাড়ির সামনের কাচেও গুলি লাগে বলে খবর। তাতে আহত গাড়ির চালক-সহ একাধিক পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় দুজন-কে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে একজন হেড-কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলেই আশঙ্কা।

বিস্তারিত আসছে……

]]>
পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত https://thenewsbangla.com/shootout-near-museum-on-park-street-kolkata-police-shot-injured-big-incident/ Sat, 06 Aug 2022 13:43:52 +0000 https://thenewsbangla.com/?p=15888 পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, একজন আহত। কি ঘটনা জানতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। একাধিক ব্যক্তি আহত। এমনটাই জানা যাচ্ছে। ঠিক কি হয়েছে, তা এখনও পরিস্কার নয়। জানা যাচ্ছে এলোপাথাড়ি গুলি চালান, এক CISF জওয়ান। CISF জওয়ান গুলি চালিয়েছে বলেই খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনাস্থলে কলকাতা পুলিশ। ঘটনায় দুজন গুরুতর আহত বলে জানা গেছে।

২০ থেকে ৩০ রাউণ্ড গুলি চলেছে বলে জানা গেছে। ঘটনায় ১ জন ইতিমধ্যেই মারা গেছে বলে জানা যাচ্ছে। একজন CISF জওয়ান, নিজের কলিগ ও অফিসারদের উপর গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর কাণ্ড জাদুঘরের কাছে। আতঙ্কিত মানুষ। ঠিক কি হয়েছে, কেন গুলি চালাল? এখনও জানা যায়নি। যে গুলি চালিয়েছে, তাকে ধরা গেছে কিনা, তাও জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

গুলি চালিয়েছেন যে জওয়ান, তিনি এখনও ভিতরেই রয়েছেন বলে খবর। হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তাঁর; তাঁকে নিরস্ত্র করার প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশ মানুষকে জাদুঘরের সামনে থেকে সরাতে, মাইকিং করছে। একটি পুলিশের গাড়ির সামনের কাচেও গুলি লাগে বলে খবর। তাতে আহত গাড়ির চালক-সহ একাধিক পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় দুজন-কে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে একজন হেড-কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলেই আশঙ্কা।

বিস্তারিত আসছে……

]]>
বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের https://thenewsbangla.com/kolkata-police-issue-lookout-notice-against-bjp-nupur-sharma/ Sat, 02 Jul 2022 12:25:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15769 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে; ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের। বাংলাতেও বিপদ বাড়ছে নূপুর শর্মার। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের; কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরেই আরও বিপাকে পড়লেন; বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী।
শনিবার তাঁর বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’; জারি করল কলকাতা পুলিশ।

নূপুর শর্মাকে কলকাতা পুলিশ একাধিকবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে; একবারও কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই; লুকআউট সার্কুলার জারি করা হল কলকাতা পুলিশের তরফে। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা, কলকাতা পুলিশের ডাকে হাজিরা দিতে; আরও সময় চেয়েছেন, বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

বিতর্কসভায় নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য; গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে দেখা দিয়েছিল; বিভিন্ন ধর্মীয় গণ্ডগোল। সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুরকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়; দেশে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়ছে; তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তারপরেই শনিবার বিজেপির এই সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে; লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট; বড়তলা ও নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিসের তরফে; একাধিকবার সমন পাঠিয়ে ডাকা হয় নূপুরকে ৷ কিন্তু প্রতিবারেই তিনি সময় চেয়ে জেরা এড়িয়ে গেছেন।

সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই; নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে। আর তারপরই; শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার। কলকাতা পুলিসের এই পদক্ষেপে; ঘোর বিপাকে বিজেপির বহিষ্কৃত দলীয় মুখপাত্র নূপুর শর্মা। বারবার ডাকা সত্ত্বেও, হাজিরা না দেওয়াতেই এই ‘লুকআউট নোটিশ’ জারি; কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

]]>
মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের https://thenewsbangla.com/police-home-guard-of-jamboni-ps-jhargram-allegedly-spreading-rumour-of-maoist-activity/ Sat, 02 Jul 2022 11:59:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15765 মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি; টাকা আদায় খোদ রাজ্য পুলিশের! ঝাড়গ্রামে গ্রেফতার, পুলিশের হোমগার্ড-সহ ৬ জন। ইদানিং জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মা’ওবা’দীদের নামে; একাধিক জায়গায় পোস্টার পড়ছিল। তাতে সন্দেহ তৈরি হচ্ছিল; পুলিশের মধ্যেই। এবার ঝাড়গ্রামে মা’ওবা’দী কার্যকলাপের অভিযোগে; গ্রেফতার হল এক পুলিশকর্মী। এই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, মা’ওবা’দীদের নাম করে সে টাকা তুলেছে; আর তার জন্যই পোস্টারিং করেছিল। এই ঘটনায় জোর আলোড়ন পড়েছে; ঝাড়গ্রাম সহ গোটা রাজ্যের পুলিশ মহলে।

ঝাড়গ্রামের একদা মা’ওবা’দী অধ্যু’ষিত অঞ্চলগুলিতে; সম্প্রতি ফের মা’ও আত’ঙ্ক ছড়িয়েছে। মা’ওবা’দীদের নামে ফোন করে হু’মকি; চিঠি পাঠানো, টাকা আ’দায়ের জন্য চা’প দেওয়া; এমন বেশ কিছু কার্যকলাপ ফের দেখা যাচ্ছিল। পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে; জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডিই এসব কাজের মূল চ’ক্রী।

আরও পড়ুনঃ “মুকুল রায় হাল ছাড়লেও, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূলের ‘বদমায়েশি’ থামছে না”

শনিবার সকালে মা’ওবা’দীদের নামে পোস্টার লাগাতে গিয়ে; একেবারে হাতেনাতে ধরা পড়ে বাহাদুর। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের নাম শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, ও বাবুলাল সরেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা; আ’গ্নেয়া’স্ত্র, মোবাইল ফোন। ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অন্যতম; জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। শনিবার সকালে মা’ওবা’দীদের নাম পোস্টার লাগানো হচ্ছিল এলাকায়; তাতেই হাতেনাতে ধরা পড়ে বাহাদুর ও তার সঙ্গীসাথীরা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, মা’ওবা’দীদের নামে টাকা তোলার অভিযোগে; এক হোমগার্ড সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রাম পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “ধৃতদের কাছ থেকে একটি পি’স্তল এবং ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে; উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। সেই ফোন দিয়ে বারবার সিমকার্ড বদলে কাজ করা হতো”।

সম্প্রতি ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছিলেন; জঙ্গলমহলে মা’ওবা’দী সমস্যা নেই। এটা কেউ বা কারা তৈরি করছে। পুলিশকে খোঁজ নিতে নির্দেশ দিয়েছিলেন; তাঁর দাবিতেই সিলমোহর দিল পুলিশ।

]]>
‘কয়লাপা’চার কাণ্ডে জেরার নামে হু’মকি’, সিবিআই তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই এফআইআর পুলিশের https://thenewsbangla.com/coal-case-interrogation-police-registered-fir-against-cbi-investigating-officers/ Tue, 21 Jun 2022 07:01:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15596 ‘কয়লাকাণ্ডে জেরার নামে হু’মকি’; সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার আর তাঁর দলবলের বিরুদ্ধেই এফআইআর রাজ্য পুলিশের। ফের একবার সিবিআই বনাম বাংলার পুলিশ। কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার-সহ অন্যান্যদের বিরুদ্ধে; এফআইআর দায়ের করল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ অন্যান্যদের বিরুদ্ধে; দায়ের হল পুলিশের এই এফআইআর।

সূত্রের খবর, ডায়মন্ডহারবারের বাসিন্দা হাইবার আখানের অভিযোগে ভিত্তিতেই; এই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিজাম প্যালেসে ডেকে; হু’মকি দেওয়া হয় সিবিআই-য়ের অফিসারদের তরফ থেকে। জোর করে বয়ান রেকর্ড করানোরও অভিযোগ উঠেছে; সিবিআই অফিসারদের বিরুদ্ধে। ১২০(বি), ১৯৫(এ), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪-সহ একাধিক জামিন অযোগ্য ধারাতেও; সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, এফআইআরের পর; সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি।

আরও পড়ুন; নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে

কয়লাপা’চার কাণ্ডে আদালতের নির্দেশে তদন্ত করছে; কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই তদন্তের ঘটনাতেই তাঁরা জানতে পারেন যে; দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও সেই কয়লা আসত। সেই সূত্রেই যারা সেই কয়লা কিনত বা বিক্রি করত; তাঁদের একে-একে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। এদের কলকাতার নিজাম প্যালেসে ডেকে; জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন; শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

সেই সূত্রেই, ডায়মণ্ডহারবার মহকুমার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা; হাইবার আখানকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই হাইবার আখানই বিষ্ণুপুর থানায় কয়লাপা’চার কাণ্ডে তদন্ত করছেন যে সব সিবিআই আধিকারিক; তাঁদের প্রধান আধিকারিক ও তাঁর টিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এফআইআরের কপি সংগ্রহ করেছে; রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি।

কয়লাপা’চার কাণ্ডে যে সব সিবিআই আধিকারিক তদন্তে নেমেছেন; তাঁদের প্রধান উমেশ কুমারের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন হাইবার আখান। তাঁর অভিযোগ, কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সময়ে; রীতিমত হু’মকি দেওয়া হয়। তাঁকে বলা হয়, সিবিআই যে ধরনের বিবৃতি চাইছে; তাঁকে সেই সবই জবানবন্দী হিসাবে রেকর্ড করতে হবে। সিবিআই আধিকারিকদের কথায় না চললে; তাঁকে ভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হু’মকি দেওয়া হয়।

]]>
বাংলায় মধ্যযুগীয় ব’র্বরতা, ন্যাড়া করা হল বাড়ির বউকে, লজ্জায় গ্রামছাড়া নি’র্যাতিতা https://thenewsbangla.com/woman-forced-bald-debra-woman-incident-shocked-bengal-after-ketugram/ Fri, 17 Jun 2022 04:55:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15528 বাংলায় মধ্যযুগীয় ব’র্বরতা, ন্যাড়া করা হল বাড়ির বউকে; লজ্জায় গ্রামছাড়া নি’র্যাতিতা। শি’হরিত করে দেওয়া, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বউয়ের হাত কে’টে নেওয়া কাণ্ডের পর; এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মধ্যযুগীয় ব’র্বরতা। বাড়ির বাইরে কাজে যাওয়ায়; এক গৃহবধূকে প্রকাশ্যে ন্যাড়া করল গ্রামের মোড়লরা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়; ঘটনার পর থেকেই লজ্জায় গ্রাম ছেড়েছেন নি’র্যাতিতা ওই গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিঘাটি গ্ৰাম পঞ্চায়েতের; চকঅনন্ত গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ। ১২ বছর আগে দাসপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে; তাঁর বিয়ে হয়েছিল। দুই সন্তানকে নিয়ে দম্পতির অভাবের সংসার। স্বামী অসুস্থ হওয়ায়, নিজের সন্তানদের মুখ চেয়ে; রোজগারের তাগিদে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই গৃহবধূ। সেটাই কাল হল।

আরও পড়ুনঃ লজ্জার অন্ধকারে ডুবল বাংলা, দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’

কেন বাইরে গিয়েছিল সে? বাড়ি ফিরতেই সেই প্রশ্ন তুলে, ওই গৃহবধুর মাথা ন্যাড়া করে দিল গ্রামের কয়েকজন মাতব্বর-মোড়ল। তাতে সায় দিল এলাকার মহিলারাও। কয়েকজন মহিলা আবার হাত লাগালেন; ওই গৃহবধুর মাথা কামানোর কাজে। মাথার চুল সব কেটে; ন্যাড়া করে দেওয়া হয়। তারপর থেকেই নিখোঁজ ওই মহিলা; বাড়ির লোকেরাও কোন খোঁজ পাচ্ছেন না ওই মহিলার।

আরও পড়ুনঃ ‘লজ্জায় বাংলা’, মধ্যশিক্ষায় তল্লাশি, পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে তুলে আনল সিবিআই

মহিলাকে ন্যাড়া করার ভিডিও করা হয়; তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় শা’স্তির পরিমাণ বাড়াতে। বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে; ঘটনার ভিডিও। মুহূর্তে ঘটনাটি জানাজানি হয়ে যায়; আশপাশের এলাকায়। ডেবরা থানায় মেয়ের নিঁখোজের অভিযোগ জানাতে গিয়ে; গোটা ঘটনা জানালেন ওই গৃহবধূর মা। অভিযোগ পাওয়ার পর গৃহবধূর খোঁজ শুরু করেছে; ডেবরা থানার পুলিশ।

ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেছেন, “নেড়া করার ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি; তবে খোঁজ নিচ্ছি”। শুক্রবার এলাকায় গিয়ে সাংবাদিকরা জানতে পারেন; ওই মহিলার স্বামী নিজেদের কন্যাসন্তানকে বিক্রি করেছেন; সংসারের অভাব মেটাতে। তবে ওই মহিলার স্বামী এই নিয়ে; কিছুই বলতে চাননি। ন্যাড়া করা হল বাড়ির বউকে, বিক্রি হচ্ছে কন্যাসন্তান; বাংলায় কি এখনও চলছে মধ্যযুগীয় ব’র্বরতা; পুলিশ-প্রশাসনের কাছে কি কোন খবরই নেই?

]]>
“শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব” https://thenewsbangla.com/budge-budge-tmc-leader-warned-bjp-if-cbi-arrest-canning-east-tmc-mla-saokat-molla/ Thu, 16 Jun 2022 03:58:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15483 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; বাড়ি থেকে বেরোলেই হাত-পা ভা’ঙব”; প্রকাশ্য ভিডিও-তে এমনটাই হুঁ’শিয়ারি দিলেন বিধায়ক শওকত মো’ল্লার সহযোগী তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শওকত মো’ল্লা গ্রেফতার হলে; এবার বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করার ও হাত-পা ভা’ঙার নি’দান দিলেন তৃণমূল নেতা। বজবজ দু-নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়; আবার বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিও। রাজ্য প্রশাসনের পদে বসেও; গু’ণ্ডার মত হু’মকি দিলেন তৃণমূল নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার; কয়লা পা’চার কাণ্ডে শওকত মো’ল্লাকে বারবার জেরা করছে সিবিআই। কয়লা পা’চার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে; বারবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আসানসোল থেকে পা’চার করা কয়লা; রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। এর মধ্যে ভিনরাজ্যের পাশাপাশি রয়েছে; নদিয়া, পুরুলিয়া, ক্যানিং।

যারা এই দু’ষ্কর্মের সঙ্গে যুক্ত, তাদের জেরা করে; তৃণমূল নেতা বিধায়ক শওকত মো’ল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি; তাঁর থেকেও নানান তথ্য জানতে চাইল সিবিআই। তবে দক্ষিণ ২৪ পরগনার দাপুটে এই তৃণমূল নেতা জানিয়েছেন; “সিবিআই চাপে মাথা নো’য়াবো না”।

আরও পড়ুনঃ ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আর এরপরেই প্রকাশ্যে হু’মকি ও হুঁ’শিয়ারি দিলেন; শওকত মো’ল্লার সহযোগী ও বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য ভিডিও-তে পরিস্কার শা’সানি দিলেন; “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; যারা বাড়ির বাইরে বেরবে, তাদের হাত-পা ভা’ঙব”। বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের; এই গু’ণ্ডামি দেখে শি’উরে উঠেছে গোটা বাংলা।

কি করে রাজ্য প্রশাসনে থাকা একজন নেতা; এইভাবে গু’ণ্ডাদের ভাষায় হু’মকি দিতে পারে? প্রশ্ন তুলেছে বিজেপি নেতারা। কেন পুলিশ এদের গ্রেফতার করছে না? প্রশ্ন তুলেছেন অনেক আমজনতাও। তৃণমূলের রাজ্যস্তরের নেতারা; এই ভিডিও দেখে বেশ বিব্রত; তারা জানিয়েছেন; “বিজেপি সিবিআইকে কাজে লাগিয়ে; তৃণমূল নেতাদের ‘হ্যা’রাস’ করছে। কিন্তু বিরোধীদের হু’মকি দেওয়া তৃণমূলের রীতি নয়; কে কি ব্যক্তিগত-ভাবে করছে, তার জন্য দল কোনভাবেই দায়ী নয়”।

]]>
চোর ডাকাত নয়, ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে এবার আসরে নামল লালবাজার https://thenewsbangla.com/lalbazar-is-looking-for-mentally-exhausted-police-jt-cp-headquarters-letter-to-all-officers/ Tue, 14 Jun 2022 16:04:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15448 মানব গুহ, কলকাতা, এক্সক্লুসিভঃ চোর, ডাকাত, অপরাধী নয়, ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে; এবার আসরে নামল লালবাজার। হ্যাঁ, গল্প হলেও সত্যি। “আপনার ইউনিটে যে সব ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ আছেন; তাদের তালিকা তৈরি করে; তাদের সব ডিটেলস ২০ জুনের মধ্যে পাঠান”; জয়েন্ট কমিশনার অফ পুলিশ, হেডকোয়ার্টারস এর সেই চিঠি ইতিমধ্যেই পৌঁছে গেছে সবার হাতে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশেই; এই চিঠি পাঠানো হয়েছে পুলিশ কর্তাদের কাছে।

‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে, লালবাজারের জয়েন্ট কমিশনার অফ পুলিশ, হেডকোয়ার্টারস শুভঙ্কর সিনহা সরকারের সেই চিঠি পৌঁছে গেছে; জয়েন্ট সিপি ক্রাইম, কলকাতা পুলিশের সব ডিসি, সব এসি, পুলিশ ট্রেনিং স্কুল ও আরও অন্যান্য পুলিশ কর্তাদের কাছে। একনজরে দেখে নিন, সেই চিঠির বয়ান।

জয়েন্ট কমিশনার অফ পুলিশ, হেডকোয়ার্টারস এর সেই চিঠি
জয়েন্ট কমিশনার অফ পুলিশ, হেডকোয়ার্টারস এর সেই চিঠি

সম্প্রতি পার্ক সার্কাসে বাংলাদেশ দূতাবাসের সামনে; কলকাতা পুলিশের এক কনস্টেবল ১৬ রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু এক মহিলার। এরপর ওই পুলিশ কর্মী নিজেও; গুলি চালিয়ে আ’ত্মঘা’তী হন। এই ঘটনার পর রীতিমতো হতভম্ব মানুষ। পুলিশের এই ধরণের আচরণে; ক্ষুব্ধ হয়ে ওঠে আমজনতা।

আরও পড়ুনঃ প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

এই ঘটনার পর একাধিক প্রশ্ন ওঠে। কেন ওই পুলিশ-কর্মী এই ধরণের ঘটনা ঘটাল? তিনি কি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন? মানসিকভাবে বিধ্বস্ত বা মানসিক অবসাদগ্রস্থ একজনের হাতে; কি করে রাইফেল দেওয়া হল? নিচুতলার পুলিশ-কর্মীদের কি তবে; ঠিকমত ট্রেনিং হচ্ছে না? একাধিক প্রশ্নের সম্মুখীন; হতে হচ্ছে লালবাজারকে।

তাই গবেষণা ও উন্নয়ন শাখা চালু করার কথা ভেবেছে লালবাজার। সূত্রের খবর, গবেষণা ও উন্নয়ন শাখা; নিচুতলার পুলিশ কর্মীদের সমস্যার কথা শুনে তাঁদের সাহায্য করবে। সেই সঙ্গে তাঁদের মানসিকভাবে; সবসময় চাঙ্গা রাখবে। কাজের ক্ষেত্রে অসুবিধার সমাধান করবে এই শাখা; একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিককে এই গবেষণা ও উন্নয়ন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে; আসরে নামল লালবাজার। তবে The News বাংলা কলকাতার অনেক ডাক্তারের সঙ্গেই; ফোনে যোগাযোগ করেছিল। তাদের প্রত্যেকেই জানান, “মানসিক অবসাদ এমন একটা রোগ; যা খালি চোখে খুঁজে বের করা প্রায় অসম্ভব ব্যাপার”।

]]>