Kolkata High Court – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 12:58:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kolkata High Court – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট https://thenewsbangla.com/nineteen-tmc-leaders-extraordinary-wealth-growth-in-just-five-years-ed-was-party-by-kolkata-high-court/ Mon, 08 Aug 2022 12:58:24 +0000 https://thenewsbangla.com/?p=15935 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি; মামলা গ্রহন করে ইডিকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। ফের বিপদে শাসক তৃণমূল। বিগত কয়েক বছরে কিভাবে হল; শাসকদলের নেতাদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি? মামলায় ফিরাদ-মদন-শোভনদের পার্টি করার নির্দেশ দিল হাইকোর্ট; সেই সঙ্গে পার্টি করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-কেও।

সম্প্রতি চাকরি চুরি দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে; প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারা। এরই পরিস্থিতির মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে; নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। সোমবার একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে; পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সোমবার শুনানিতে; ইডি-কেও পার্টি করার নির্দেশ দিয়েছে। মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অর্জুন সিং, বিধায়ক মদন মিত্র-সহ; মোট ১৯ জন তৃণমূল নেতার নাম রয়েছে।

আরও পড়ুনঃ জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা

কোন কোন তৃণমূল নেতার নাম রয়েছে, এই তালিকায়? এরা হলেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়া; বর্তমান মেয়র ফিরহাদ হাকিম; জ্যোতিপ্রিয় মল্লিক; মলয় ঘটক; ব্রাত্য বসু; অর্জুন সিং; শিলিগুড়ি মেয়র গৌতম দেব; ইকবাল আহমেদ; স্বর্ণকমল সাহা; অরূপ রায়; জাভেদ খান; অমিত মিত্র; আব্দুর রজ্জাক মোল্লা; রাজীব বন্দ্যোপাধ্যায়; শিউলি সাহা; সব্যসাচী দত্ত; বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। শেষ দুজন তৃণমূল নেতা; ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি; ২০১৭ সালে এই জনস্বার্থ মামলা করেন। মামলায় বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া নেতা-মন্ত্রীদের তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে; বছরের পর বছর কিভাবে সম্পত্তি বেড়েছে তাদের। এমনকি শাসকদলের একাধিক নেতাদের, ঘনিষ্ঠ নিরাপত্তারক্ষী-দেরও; সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আকাশছোঁয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ; এই মামলা গ্রহণ করেন।

পাশাপাশি আর একটি মামলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ; কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। তিনি একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও, কীভাবে তাঁর নামে পাঁচ-কোটি টাকার সম্পত্তি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

]]>
আনিসের দেহ কবর থেকে তুলতে অন্ধকারেই হাজির পুলিশ, ধাওয়া করে তাড়াল গ্রামবাসীরা https://thenewsbangla.com/police-appeared-in-the-dark-to-pick-up-anish-khan-body-from-grave-villagers-chased/ Sat, 26 Feb 2022 05:46:37 +0000 https://www.thenewsbangla.com/?p=14856 ছাত্রনেতা আনিস খানের দেহ কবর থেকে তুলতে; ভোরের অন্ধকারেই হাজির পুলিশ। তারপরেই গ্রাম থেকে পুলিশকে; ধাওয়া করে তাড়াল গ্রামবাসীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য; আনিসের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে; পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা।

নিহত ছাত্রনেতা আনিস খানের দেহ; কবর থেকে তুলতে দিলেন না স্থানীয়রা। শনিবার দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশ যায় সমাধিক্ষেত্রে; কিন্তু তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। শুক্রবার আনিসের দেহ ময়নাতদন্তের জন্য; তাঁর বাড়িতে অনুমতি চাইতে যায় পুলিশ। তখন ছাত্রনেতার বাবা জানান; সোমবার সকালে আসতে, তাঁরা সহযোগীতা করবেন। কিন্তু এসডিপিও আমতা রাতেই পৌঁছন আনিসের বাড়িতে; স্থানীয় বাসিন্দারা দেহ তুলতে দেয়নি বলে জানাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট আনিশের মৃত্যুর ঘটনায়; রাজ্য সরকারের গঠিত সিটের তদন্তে আস্থা রেখে বেশকিছু নির্দেশিকা জারি করে। হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে; আপাতত সিটের তদন্তই চলবে। তদন্তের অগ্রগতি নিয়ে ১৫ দিনের মাথায় রিপোর্ট দিতে হবে সিটকে ৷ এছাড়াও, আনিশের মৃতদেহ জেলা বিচারপতির উপস্থিতিতে; দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আনিশের ব্যবহৃত মোবাইল ফোন, কেন্দ্রীয় ল্যাবে পরীক্ষার জন্য; জেলা বিচারকের তত্ত্বাবধানে পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত।

শুক্রবার রাতেই আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়; শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ; তাই সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। এরপরও এদিন ভোরে আনিসের গ্রামে যায় পুলিশ; আর সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়ে।

এদিন ভোরবেলায় চলে আসে পুলিশ-বাহিনী।‌ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী; পরিবারের পক্ষ থেকে আনিসের বাবা বা অন্য কোনও সদস্যের সেখানে উপস্থিত থাকার কথা। কিন্তু কাউকেই দেখা যায়নি; স্থানীয় বিডিও এবং বিএমওএইচ উপস্থিত ছিলেন। এরপর মাইকিং করে জানানো হয়; আনিসের দেহ তোলা হবে। তখনই গ্রামবাসীরা রে-রে করে তেড়ে আসেন; আর বাধা দেন। গ্রামবাসীরা অভিযোগ করেন; আগেই আনিসের বাবার সঙ্গে কথা হয়েছিল পুলিশের। তারা সোমবার দেহ নিয়ে যাবার কথা জানিয়েছেন; তাহলে শনিবার কাকভোরে অন্ধকারে কেন পুলিশ এল?

]]>
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-gave-relief-to-bengal-people-for-watching-cable-tv-upto-february/ Wed, 30 Jan 2019 04:53:26 +0000 https://www.thenewsbangla.com/?p=6200 টিভির দর্শকদের জন্য আপাতত সুখবর। পয়লা ফ্রেবরুয়ারি থেকেই পে চ্যানলের জন্য টাকা দিতে হবে না দর্শকদের। ট্রাই এর নোটিফিকেশন এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ফ্রেবরুয়ারি পর্যন্ত আগের টাকা দিয়েই দেখতে পাবেন সব চ্যানেল। নির্দেশ উচ্চ আদালতের।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

রাজ্যের ৮০টি কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিল হাইকোর্টের। এই নিয়ে হলফনামা দেবে ট্রাই। পে চ্যানেলের মুনাফায় তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, তাই পে চ্যানেলের মুনাফার ৮০% শেয়ারের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিল চ্যানেল মালিকরা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় লাভের ৮০ শতাংশ পাবে চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবে মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% ছিল লোকাল কেবল অপারেটরদের হাতে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

এর বিরোধতা করে লোকাল কেবল অপারেটররা। ২০১৭ এর আগে ট্রাই এর কাছে একাধিক অভিযোগ আসে। যেখানে দর্শকদের অভিযোগ ছিল তাদের পছন্দের চ্যানেল তারা দেখতেই পান না অনেক সময়। এমনকি যে চ্যানেল তাদের পছন্দের তালিকায় নেই তা দেখতে বাধ্য হন তারা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই সংগে এমএসও কে দর্শক সংখার উপর টাকা দিত লোকাল কেবল অপারেটররা। দর্শকদের পছন্দ ও সুবিধার্থে নতুন বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে শেয়ার ঠিক করে দেয় ট্রাই। ২০১৭ তে জারি হলেও এক্সটেনশন দিয়ে একবছর পরে লাগু করার কথা জানায় ট্রাই। পয়লা ফ্রেব্রুয়ারিতে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেন রাজ্যের ৮০ জন কেবল অপারেটর। তাদের যুক্তি, আসলে গ্রাহক স্বার্থই এখানে দেখা হচ্ছে না। বিশ্ববাংলা কেবল অপারেটর প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, “বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি, সার্ভিস চার্জের কথা বলছেই না। চ্যানেলগুলো আসল কথা না বলায় গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাদের”।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

ফলে মোটের উপর কেবল অপারেটররাই তাদের গ্রাহকদের হারাবেন। বহু অপারেটররা আত্মহত্যা করতে বাধ্য হবেন। প্রসংগত এই রাজ্যেই প্রথম নয় এই বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেরালাতেও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে কতদিন আটকে রাখা যাবে সেই নিয়েই আশঙ্কায় কেবল অপারেটররা।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই ফয়সালা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আরও তিন সপ্তাহ ঝামেলার হাত থেকে রেহাই পেলেন সাধারণ গ্রাহক, বলছেন কেবল অপারেটররা। কিন্তু তারপর কি হবে? এটাই এখন প্রশ্ন কেবল অপারেটরদের। ১৯ তারিখ ফের এই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার https://thenewsbangla.com/one-rohingya-lodged-a-case-of-contempt-of-court-against-mamatas-home-secretary/ Tue, 29 Jan 2019 14:38:18 +0000 https://www.thenewsbangla.com/?p=6170 এক রোহিঙ্গার সাজার মেয়াদ কেটে গেলেও তাকে বেআইনি ভাবে সেন্ট্রাল জেলে বন্দি করে রাখায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল। মঙ্গলবার এক রোহিঙ্গা ওলি আহমেদের তরফ থেকে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। একই ইস্যুতে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলের বিরুদ্ধেও।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

মামলার বয়ান অনুযায়ী রোহিঙ্গাবাসি ওলি আহমেদের আইনজীবী কিশোর মুখোাধ্যায় আদালতে জানান, ২০১৬ সালের মে মাসে উত্তর দিনাজপুর বর্ডার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেন তাঁর মক্কেলকে। তার বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা দায়ের হয়। বেআইনি অনুপ্রবেশের দায়ে তার দুবছরের জেল হয়।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

২০১৮ সালের আগস্ট মাসে অভিযুক্ত ওলি আহমেদের দু বছরের জেল সাজা সমাপ্ত হয়। নিম্ন আদালতের বিচারক রায়ে এও জানিয়েছিলেন যে ওলি আহমেদকে তাঁর নিজের বাসস্থানে ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ওলি আহমেদকে জেলে থাকা অবস্থাতেই “রিফিউজি” ঘোষণা করে।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

কিন্তু ওলি আহমেদের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে মুক্তি দেয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। গত ১০ই ডিসেম্বর ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওলি আহমেদ। বিচারপতি রাজশেখর মান্থা
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তাকে ছেড়ে দেবার নির্দেশ দেন। রায়ে বলা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, নিজেদের মধ্যে পরামর্শ করার পর সিদ্বান্ত নিয়ে তাঁকে জেল থেকে মুক্তি দেবে।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

কিন্তু আজও সেন্ট্রাল জেলেই বন্দি ওলি আহমেদ। তার পরিবারের সদস্যদের ভারতীয় রিফিউজি হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। তার পরিবারের সদস্যরা এই দেশেই আছে। কিন্তু রাজ্য এবং কেন্দ্র ওলির মুক্তির বিষয়ে আজও কোন সিদ্বান্ত নিতে পারেনি বলেই অভিযোগ ওলির আইনজীবীর।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

সাজার মেয়াদ শেষ হলেও কেন তাকে মুক্তি দিচ্ছে না এই প্রশ্নেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন ওলি আহমেদ। আদালতের নির্দেশ কেন অমান্য করা হল? কেন আদালতের রায়ে একজনের সাজা শেষ হবার পরও তার মুক্তি হচ্ছে না সেটাই এখন দেখবে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

তবে এইভাবে সাজা শেষ হবার পরেও আটকে রাখা ও তার জেরে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-did-not-allow-aboration-of-26-months-pregnant-woman/ Tue, 29 Jan 2019 13:04:17 +0000 https://www.thenewsbangla.com/?p=6165 বেলেঘাটার অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই মহিলার আরজি খারিজ করে দেন। ১৯৭১ সালের গর্ভপাত আইন অনুযায়ী, গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে জটিলতা দেখা দিলে কোনও অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে পারেন। কিন্তু ওই সময়সীমার পরে গর্ভপাত করাতে আদালতের অনুমতি প্রয়োজন। ২০১৭ সালের জুলাইয়ে ২৬ সপ্তাহের এক অন্তঃসত্ত্বাকে গর্ভপাত করানোর অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। গর্ভস্থ সন্তান সুস্থ নয়, এই কথা জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার ওই মহিলা।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

কলকাতা হাইকোর্টে মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি তপোব্রত চক্রবর্তী মহিলার আরজি খারিজ করে বলেন, মহিলার গর্ভে থাকা ভ্রূণটির বয়স ২৬ সপ্তাহ পেরিয়ে গেছে। ফলে এই অবস্থায় ভ্রূণের অঙ্গ-প্রত্যঙ্গ বিকশিত হতে শুরু করেছে। এই বিষয়ে এসএসকেএম এর ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা গঠিত বোর্ডের রিপোর্ট অনুযায়ী ভ্রূণটি মাতৃগর্ভে যত বড় হবে ততই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

শুধু তাই নয়, চিকিৎসকদের মতে শিশুটির দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় জীবিত প্রাণকে কিভাবে মেরে ফেলার অনুমতি দিতে পারে হাইকোর্ট? এই প্রশ্ন তুলে মূলত মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের এই আবেদন খারিজ করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।

আরও পড়ুনঃ কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

অন্তঃসত্ত্বার ডাক্তারি পরীক্ষা হয়েছে গত ২২শে অক্টোবর। তারপরেও তারা কেন এত দেরি করে আদালতে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। অতিরিক্ত এডভোকেট জেনারেল বলেন ৩০ নভেম্বর রিপোর্টে জানতে পারা যায় শিশুটির সমস্যা রয়েছে। অন্তঃসত্ত্বার আইনজীবী কল্লোল বসু জানান, এই নিয়ে নিশ্চিত হতে এর পরে তারা এনআরএস হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে চিকিৎসক গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় সাড়া দিতে চাননি চিকিৎসকরা।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

এর আগে ২৪ সপ্তাহের এক অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীই গর্ভপাতের সেই ঐতিহাসিক রায় দেন। পিএস চক্রবর্তী যিনি এসএসকেএমের প্রসূতি বিভাগের চিকিৎসক তাঁর তত্ত্বাবধানেই এই গর্ভপাত করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ভ্রূণের বৃদ্ধি অস্বাভাবিক এবং মস্তিষ্কের বৃদ্ধিও স্বাভাবিক নয় তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যোধপুর পার্কের এক দম্পতি। রায়ে গর্ভপাতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

তবে সেখানেও আদালতে রিপোর্ট জমা দেয় মেডিক্যাল বোর্ড। তারপরই ঐতিহাসিক রায় দেয় উচ্চ আদালত। কিন্তু বেলেঘাটার দম্পতির ক্ষেত্রে মেডিক্যাল বোর্ড এর রিপোর্ট দেখেই গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট এর বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে আবেদনকারীর আইনজীবী অপলক বসু ও কল্লোল বসু জানিয়েছিলেন, আবেদনকারী অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক সপ্তাহ পরেই চিকিত্‍সকের কাছে যান। সেই সময় ধরা পড়ে গর্ভস্থ সন্তানের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। এরপর দম্পতি একাধিক চিকিত্‍সকদের কাছে যান।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

সেখানেও চিকিত্‍সকরা আবেদনকারীর শারীরিক পরীক্ষা করে জানান গর্ভস্থ সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। ভ্রূণের স্নায়ুতন্ত্রের গঠনও অসম্পূর্ণ। ওই শিশু জন্মালে সুস্থ এবং স্বাভাবিক থাকবে না। দূরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। সমস্ত শারীরিক পরীক্ষা করতে করতেই পেরিয়ে যায় ২৫ সপ্তাহ।

আরও পড়ুনঃ কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আবেদনকারীর দাবি ছিল, এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকেরাও জানিয়েছেন, জন্মের পরই শিশুটির মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কারণ ভ্রূণের গঠন স্বাভাবিক নয়। শিশুটির হৃদপিন্ডের গঠন অসম্পূর্ণ। তাই গর্ভপাত করাতে চান বেলেঘাটার ওই মহিলা। আবেদনকারী বেলেঘাটার আবেদনকারীর বয়স ৩৯ বছর। তাঁর স্বামীর বয়স ৫০। তাঁদের ১৫ বছরের একটি মেয়েও আছে। সম্প্রতি আবেদনকারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

এই মহিলার অন্তঃসত্ত্বা হওয়ার ২৬ সপ্তাহ পেরিয়ে যাওয়ায় কোনও চিকিত্‍সকই রাজি হননি গর্ভপাত করাতে। এরপরই তাঁরা গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করেন কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত বেলেঘাটার এই অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির https://thenewsbangla.com/ssc-secretary-will-be-jailed-if-ssc-result-is-not-published-in-24-hours-said-high-court/ Mon, 28 Jan 2019 10:19:55 +0000 https://www.thenewsbangla.com/?p=6109 নজিরবিহীন ঘটনা। রাজ্য এসএসসির সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা-র। আদালতের নির্দেশ বারবার অমান্য করায় সোমবার এই হুঁশিয়ারি দেন বিচারপতি। ইতিমধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা পেশের নির্দেশ দিল উচ্চ আদালত। হলফনামার আকারে মেধাতালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই। আর “নির্দেশ না মানলে জেলে পাঠাব” বললেন ক্ষুব্ধ বিচারপতি মান্থা।

আরও পড়ুনঃ ভারতের এক ভুলে যাওয়া শহিদ সৈনিকের আজ জন্মদিন

নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের এসএসসি জট অব্যাহত। আদালতের নির্দেশ বেমালুম অগ্রাহ্য এসএসসির। চূড়ান্ত সময়সীমা এসএসসি কে। আগামীকালের মধ্যেই হাইকোর্টে মেধা তালিকা এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে এসএসসির সচিবকে জেলে পোরার হুঁশিয়ারি দিলেন বিচারপতি। যেটা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

হাইকোর্টের নির্দেশ মোতাবেক সোমবার এসএসসির সেক্রেটারি সশরীরে হাজিরা দেন বিচারপতি রাজশেখর মান্থা-র এজলাসে। সেখানেই এসএসসির সচিবকে জেলে পোরার হুঁশিয়ারি দিলেন বিচারপতি মান্থা।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

মেধাতালিকা প্রকাশিত না হওয়ায় এসএসসি-র সচিবকে আদালত অবমাননার অভিযোগে তলব করেন বিচারপতি। সোমবার আদালতে হাজিরা দেন সচিব। সেখানে তিনি দাবি করেন, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে তা মানতে রাজি হননি মামলাকারীদের আইনজীবী।

তারপরেই নজিরবিহীন নির্দেশ দেন বিচারপতি। এসএসসির নবম ও দশমের নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। না হলে জেলে ভরা হবে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে। আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজিরা দিয়ে বিচারপতির এমনই ভর্ত্সনার মুখে পড়লেন সচিব।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৮ সালের মার্চে। প্রার্থীদের অভিযোগ, ওই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না করে সরাসরি প্যানেল প্রকাশ করে এসএসসি। যা আইনত অবৈধ। মেধাতালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। গত বছর ১৮ সেপ্টেম্বর এক রায়ে আদালত স্পষ্ট নির্দেশে জানায়, পরীক্ষার্থীদের দাবি মতো ৪ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। তবে তারপর ৪ মাসের বেশি সময় কাটলেও মেধাতালিকা প্রকাশিত হয়নি।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

মেধাতালিকা প্রকাশিত না হওয়ায় এসএসসির-র সচিবকে আদালত অবমাননার অভিযোগে তলব করেন বিচারপতি। সোমবার আদালতে হাজিরা দেন সচিব। সেখানে তিনি দাবি করেন, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে তা মানতে রাজি হননি মামলাকারীদের আইনজীবী। তিনি স্পষ্ট বলেন, মেধাতালিকা প্রকাশের কথা কোনও ভাবেই জানায়নি এসএসসি।

আরও পড়ুনঃ কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

এরপরই বিচারপতির চরম ভর্ত্সনার মুখে পড়েন এসএসসি সচিব। বিচারপতি প্রশ্ন করেন, “মেধাতালিকা প্রকাশ করেছেন তো মামলাকারীদের তা জানাননি কেন? ২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ না করলে আদালত অবমাননার দায়ে আপনাকে জেলে পাঠাব”।

চাকুরিপ্রার্থীদের একাংশের দাবি, এসএসসির-র নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তা ঢাকতেই মেধাতালিকা প্রকাশ করতে ভয় পাচ্ছে এসএসসি কর্তৃপক্ষ। আগামীকাল এসএসসি কর্তৃপক্ষ কি করেন, সেটাই এখন দেখার। মেধাতালিকা প্রকাশ করার পরেও যে এসএসসি জট আদালতেই থাকবে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি https://thenewsbangla.com/ssc-comedy-of-errors-candidates-gets-59-marks-in-ssc-test-out-of-55/ Thu, 27 Dec 2018 11:13:20 +0000 https://www.thenewsbangla.com/?p=4798 The News বাংলা, কলকাতাঃ EXCLUSIVE আবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নতুন কীর্তি। ৫৫ নম্বরের লিখিত পরীক্ষায়, পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর নাকি ৫৯! একটি আরটিআই এর উত্তরে এমনটাই জানালেন এসএসসি কর্তৃপক্ষ। যা দেখে হতবাক কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল। মাথায় হাত পরীক্ষার্থীর!

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

আরটিআই এ আজব উত্তর! এসএসসি-র পরীক্ষার্থী ঋতু বেরা আরটিআই করেছিলেন নিজের সংস্কৃত পরীক্ষার নম্বর জানতে। জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। ৫৫ নম্বরের সংস্কৃত পরীক্ষা। তার প্রাপ্ত নম্বর জানতেই আরটিআই। পরীক্ষার্থী ঋতু বেরা ৫৯ নম্বর পেয়েছে বলে উত্তর এল। ৫৫ পূর্ণমানে ৫৯ নম্বর কি ভাবে সম্ভব? হাসির ফোয়ারা ছুটেছে আদালত জুড়ে।

EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি/The News বাংলা
EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি/The News বাংলা

অভিযোগ ছিল বেশ কয়েকটি। প্রথমত স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ না করেই কাউন্সেলিং শুরু করেছে। পাশাপাশি দ্বিতীয় মেধা তালিকায় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করেনি। এবং শূন্যপদ বাড়ার জায়গায় কিভাবে কমে গেল? এই সব প্রশ্ন তুলে গত অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আশরাফুল নিশা সহ বেশ কিছু স্কুল সার্ভিস পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

মামলার বয়ান অনুযায়ী আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে অভিযোগ করেন, যে স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ না করেই তারা কাউন্সিলিং শুরু করেছে। পরীক্ষার্থীরা তাদের দেওয়া লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে তাও সুনির্দিষ্ট করে পরীক্ষার্থীদের জানানো হয়নি। সঠিক পদ্ধতিতে নিয়োগ হোক, আদালতে আবেদন জানান হয়।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

যোগ্য প্রার্থীরা যাতে সুযোগ পান, সেই কারণেই গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় যে আগামী ২রা জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতের কাছে হলফনামা আকারে জমা দিতে।

EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি/The News বাংলা
EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি/The News বাংলা

কিন্তু সেই সময়ের আগেই গত ১৪ই নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মেদিনীপুর জেলার পরীক্ষার্থী ঋতু বেরাকে তথ্যের অধিকার আইনে বা আরটিআই উত্তরে জানানো হয় যে, তার প্রাপ্ত নম্বর ৫৯। এদিকে লিখিত পরীক্ষা হয়েছে ৫৫ নম্বর এর।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

স্কুল সার্ভিস কমিশনের এই তথ্য পাওয়ার পর চমকে ওঠেন ঋতু বেরা। কারণ ১০০ নম্বরের পরীক্ষা যার মধ্যে লিখিত নম্বর হচ্ছে ৫৫। শিক্ষাগত যোগ্যতা ৩৫ এবং মৌখিক পরীক্ষা ১০ নম্বরের। তাহলে আরটিআই এর উত্তরে কিভাবে লিখিত পরীক্ষায় ৫৯ বলা হলো, তা নিয়ে চিন্তিত ঋতু বেরা।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

তবে এই আরটিআই এর উত্তরের পরিপেক্ষিতে ঋতু বেরার আইনজীবী আশিষ বাবু জানান মামলার পরবর্তী শুনানি ২রা জানুয়ারি। তিনি ওইদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। কিভাবে এসএসসির মত একটি নিরপেক্ষ সংস্থা তারা আরটিআই এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই ধরনের আশ্চর্যজনক উত্তর কিভাবে দেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

আইনজীবী জানান, পরীক্ষার্থীদের অভিযোগ তা একেবারে যথাযথ। কারণ পরীক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে অন্ধকারে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি কর্তৃপক্ষ। আগামী ২রা জানুয়ারিতে সব কিছু নিয়েই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে জানান তিনি।

]]>
কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা https://thenewsbangla.com/bjp-rath-yatra-halted-inside-the-kolkata-high-court/ Fri, 21 Dec 2018 10:11:44 +0000 https://www.thenewsbangla.com/?p=4577 The News বাংলা, কলকাতাঃ ফের কলকাতা হাইকোর্টে মোদীর ‘গেরুয়া রথ’কে আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিল। বাতিল না হলেও, আপাতত বন্ধ হয়ে গেল বিজেপির রথ যাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টেই ফের বিজেপির ‘রথ যাত্রা’ মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ।

বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বৃহস্পতিবারের রায়। শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। রায়ের পরই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় রথ যাত্রার উদ্বোধন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ’। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর রায়ের পর, আবার বিশ বাঁও জলে বিজেপির রথ যাত্রা।

আরও পড়ুনঃ মোদীর গেরুয়া রথকে আটকাতে পারল না মমতার সরকার

কলকাতা আদলতে ফের আটকে গেল বিজেপির রথ যাত্রা /The News বাংলা
কলকাতা আদলতে ফের আটকে গেল বিজেপির রথ যাত্রা /The News বাংলা

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ফের হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান হল বিজেপির রথ মামলাকে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে সমস্ত সরকারি রিপোর্ট আবার খতিয়ে দেখে মামলা শুরু করতে বলল বিচারপতি তপব্রত চক্রবর্তীকে। কি করে রাজ্য সরকারের সব রিপোর্ট না দেখেই রথ যাত্রার অনুমতি দেওয়া হল, প্রশ্ন ডিভিশন বেঞ্চের। এই রায়ের ফলে বিচারপতি তপব্রত চক্রবর্তীর উপরও কিছুটা অনাস্থা দেখাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, বলছেন আইনজীবীরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

বৃহস্পতিবারই বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের রথ যাত্রার অনুমতি না দেওয়া বাতিল করে শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথ যাত্রার প্রস্তুতি শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পর শুক্রবারই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

তবে রথ যাত্রা একেবারে বাতিল করে নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা ফের ফেরত পাঠান হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চে। ফলে আগামীকাল থেকে যে রথযাত্রা হচ্ছে না সেটা পরিষ্কার। পুলিশ ও গোয়েন্দাদের সব রিপোর্ট ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর তরফ থেকে।

আরও পড়ুন: আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত

বিচারপতি তপব্রত চক্রবর্তীর উপরই আবার রথ যাত্রার সব দায়িত্ব চাপিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সব রিপোর্ট ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সব দেখেই ফের রথ যাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না তা আবার ঠিক করতে হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীকেই।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

গত একমাস ধরেই একবার সিঙ্গেল বেঞ্চ ও একবার ডিভিশন বেঞ্চ ঘুরে বেড়াচ্ছে বিজেপির রথ। বাংলার রাস্তায় চলার অনুমতি আদৌ অনুমতি পাবে কিনা সেই দিকেই তাকিয়ে এখনও কলকাতা হাইকোর্টের মধ্যেই আটকে বিজেপির রথ। আগামীকাল থেকেই কলকাতা হাইকোর্টে ছুটি পড়ে যাচ্ছে। ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টেও।

সব মিলিয়ে বাংলায় বিজেপির রথ যাত্রা এখনও বিশ বাঁও জলে। আদালতের বাইরে এসে কবে বাংলার রাস্তায় চলবে বিজেপির রথ, সেটাই এখন প্রশ্ন? আদৌ মমতার বাংলায় গেরুয়া রথ নামতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন।

]]>
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ https://thenewsbangla.com/bjp-rath-in-bengal-is-now-depends-on-two-kolkata-high-court-judges/ Mon, 17 Dec 2018 17:55:57 +0000 https://www.thenewsbangla.com/?p=4397 The News বাংলা, কলকাতা: কিছুতেই বাংলার রাস্তায় গড়াচ্ছে না ‘গেরুয়া রথ’। কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের। এবার একজন নয়, মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ। সেই সঙ্গে রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে দিল্লিতে রাজ্য নেতাদের নিয়েও মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী ভারতে এমারজেন্সি লাগু করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়’

গেরুয়া রথ নিয়ে ফের লড়াই শুরু। আবার সম্মুখ সমরে নামছে বঙ্গ বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সোমবার, ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’র পক্ষে এবং বিপক্ষে দুটি মামলায় হয় সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার দুই বিচারপতির উপর নির্ভর করবে যে বিজেপির এই রথযাত্রা আদৌ বাংলায় চালতে পারবে কিনা।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবারের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকেই রথযাত্রা রূপরেখা যাতে তৈরি করা যায়, সেই মর্মেই বৈঠক করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

নির্দেশ মেনে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠক শেষে, নবান্ন ‘রথ যাত্রা’র অনুমতি দেয় নি। নবান্ন জানায়, ‘গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসারে কয়েকটি জেলায় আরএসএস, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই যাত্রায় যোগ দেবে। সে ক্ষেত্রে রথযাত্রার সময়ে এবং পরবর্তীকালে শান্তিভঙ্গের গুরুতর আশঙ্কা রয়েছে’।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

চিঠিতে আরও বলা হয়, ‘রথের প্রস্তাবিত যাত্রাপথ প্রচারের জেরে ক্রমশ সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে যাত্রার ধর্মীয় উগ্রতা ‘সাম্প্রদায়িক প্রচারে’ পরিণত হবে বলেই জনমানসে আশঙ্কা’। যাত্রার সময়ে যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হবে তার ফলে হাইওয়ে ও পার্শ্ববর্তী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হবে বলেও মনে করছে রাজ্য’। সোমবার সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিজেপির পক্ষ থেকে মামলা দ্রুত শোনার আর্জি জানানো হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন

অন্যদিকে, প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চে এই ‘রথ যাত্রা’ বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার বক্তব্য, এই ‘রথ যাত্রা’র ফলে রাজ্যের আইন শৃংখলার অবনতি ঘটতে পারে। পাশাপাশি জনজীবন স্তব্ধ হয়ে যাবে। সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। মঙ্গলবার জোড়া মামলার শুনানি সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

অন্যদিকে, রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে মঙ্গলবারই দিল্লিতে রাজ্য নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় বিজেপি। শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় এবং সুরেশ পূজারী মঙ্গলবারের বৈঠকে থাকবেন। বাংলা থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিনহা থাকছেন। প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রা, তাকে কেন্দ্র করে জটিলতা, মামলার গতিবিধি এবং রাজ্য সরকারের মানসিকতা, সব কিছু মাথায় রেখেই ওই বৈঠকে রণকৌশল নির্ধারণ করা হবে বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

একদিকে বিজেপির রাজ্য নেতাদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। অন্যদিকে কলকাতাতেও মঙ্গলবারই শুনানি হতে চলেছে বিজেপির দায়ের করা রথ মামলার। এক দিকে আদালতে দুই বিচারপতির ঘরে চলবে লড়াই, অন্য দিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রণকৌশল নির্ধারণ করবেন দিল্লিতে। সব মিলিয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে, মঙ্গলবার দিল্লি ও কলকাতা শুধুই রথময়।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র https://thenewsbangla.com/bjp-rath-yatra-in-the-bench-of-the-kolkata-high-court-division-bench/ Fri, 07 Dec 2018 11:46:20 +0000 https://www.thenewsbangla.com/?p=3692 The News বাংলা, কলকাতা: এখনই রথ যাত্রার অনুমতি না পেলেও মুখ রক্ষা হল বাংলা বিজেপির। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের আলো দেখল বিজেপির ‘রথ যাত্রা’। ‘আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে’, রাজ্যকে পরিষ্কার জানিয়ে দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ। ফলে বাতিল হয়ে গেল, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ‘রথ যাত্রা’ বন্ধ করার রায়।

আরও পড়ুন: কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

‘১৪ই ডিসেম্বরের মধ্যে বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে বিজেপিকে জানাতে হবে’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজি ও ডিজিকে নিজেরা বসে ও বিজেপি নেতাদের সঙ্গে বসে ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে দেওয়া নিয়ে আলচনা করতে হবে বলে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

এদিকে শুক্রবার, বাংলায় ‘রথ যাত্রা’ সভা বাতিল করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ‘রথ যাত্রা’ নিয়ে একেবারে ব্যাকফুটে ছিল বাংলা বিজেপি। শেষ ক্ষীণ ভরসা ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিজেপির ‘রথ যাত্রা’ ফিনিক্স পাখির মত বেঁচে উঠবে না মমতার বুদ্ধির কাছে নতি স্বীকার করে নেবে সেটাই দেখার ছিল। এই রায়ে ফের বেঁচে উঠল বিজেপির ‘রথ যাত্রা’।

আরও পড়ুনঃ দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার

‘১৪ই ডিসেম্বরের মধ্যে বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে বিজেপিকে জানাতে হবে’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ছুটিতে থাকায় শুক্রবার সকালেই বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ‘রথ যাত্রা’ বন্ধ করার রায়ের বিরুদ্ধে আপিল করে রাজ্য বিজেপি। বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চ ‘রথ যাত্রা’ আপিল মামলা গ্রহন করে।

আরও পড়ুন: মমতার অনুমতি নেই, মোদীর রথের দড়ি কলকাতা হাইকোর্টের হাতে

কলকাতা হাইকোর্টে জিতে মোদীর 'রথ যাত্রা' আটকালেন মমতা/The News বাংলা
কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা/The News বাংলা

কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মমতার কাছে ‘গোহারা’ হেরে গিয়েছিল বিজেপি। রাজ্য সরকার না করে দেবার পরে বিজেপির ‘রথ যাত্রা’য় অনুমতি দেয় নি কলকাতা হাইকোর্টও। ফের একবার আদালতের লড়াইয়ে জিতেছিল মা মাটি মানুষের সরকার। আগামী ৯ জানুয়ারী তারিখ পর্যন্ত কোন ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ করা যাবে না বলেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বাতিল হয়ে গেল। ১২ ডিসেম্বরের মধ্যে বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে আলোচনা শেষ করার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি

মমতা বন্দোপাধ্যায় সরকার অনুমতি দেয় নি। বৃহস্পতিবারই আদালতে রাজ্য সরকারের তরফ থেকে কোচবিহারে বিজেপির ‘রথ যাত্রা’য় পরিষ্কার না বলে দেওয়া হয়। নরেন্দ্র মোদীর ‘রথ যাত্রা’র অনুমতি পেতে বিজেপির শেষ ভরসা ছিল সেই কলকাতা হাইকোর্টই। বলাই যায়, বিজেপির রথের দড়ি ছিল কলকাতা হাইকোর্টের হাতে। সেই দড়ি আদালত তুলে দিয়েছিল রাজ্য সরকারের হাতেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রথের দড়ি আবার নিজের হাতেই রাখল।

কলকাতা হাইকোর্টে জিতে মোদীর 'রথ যাত্রা' আটকালেন মমতা/The News বাংলা
কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা/The News বাংলা

বিজেপির ‘রথ যাত্রা’ শুরু করার অনুমতি দেয় নি রাজ্য সরকার, বৃহস্পতিবারই জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। রাজ্যকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। রাজ্য সরকার না করে দেওয়ার পর সেই সিদ্ধান্তই বহাল রাখে আদালত। আগামী ৯ জানুয়ারি তারিখ পর্যন্ত কোন রথযাত্রা নয়, নির্দেশ আদালতের। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এই রায় বাতিল হয়ে গেল। সেই দিক দিয়ে দেখলে আজ জয় পেল বিজেপি।

আরও পড়ুনঃ রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

এর ফলে, শুক্রবার ৭ তারিখ কোচবিহার থেকে বিজেপির ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ শুরু থমকে গেল। সেই যাত্রা ও সভা তারা শুরু করতে পারবে কিনা তার ফয়সালা হবে আবার ১৪ই ডিসেম্বরের পর। ফলে বিজেপিকে পুরো প্রোগ্রাম আবার নতুন করে সাজাতে হবে।

কলকাতা হাইকোর্টে জিতে মোদীর 'রথ যাত্রা' আটকালেন মমতা/The News বাংলা
কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা/The News বাংলা

প্রথম থেকেই বিজেপির ‘রথযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র অনুমতি দেয়নি রাজ্য সরকার। আবার ‘রথযাত্রা’ করা যাবে না এমনটাও প্রথমে জানানো হয়নি রাজ্যের তরফে। তাই ‘রথযাত্রা’র বিষয়ে রাজ্য প্রশাসন ‘নীরব’ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। বিজেপির তরফে প্রশাসনের নীরবতার অভিযোগে এবং এবিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন: মমতার পদে ইস্তফা, বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’য় কেপিপি সভাপতি

ঠিক ছিল, শুক্রবার ৭ ডিসেম্বর কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বিজেপির প্রথম রথ। দ্বিতীয় রথটি কাকদ্বীপ থেকে যাত্রা শুরু করবে ৯ তারিখ। তৃতীয় রথের যাত্রা তারাপীঠ থেকে শুরু হওয়ার ১৪ ডিসেম্বর। বিজেপি নেতৃত্বের দাবি ছিল, তিনটি রথের উদ্বোধনেই হাজির থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুধু তাই নয় ‘রথযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ চলাকালীন বাংলার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি জনসভা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আদালতের এই রায়ের পর, কি করবেন বিজেপি নেতারা সেটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন: ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’র মধ্যেই শিলিগুড়িতে প্রথম জনসভা নরেন্দ্র মোদীর

কলকাতা হাইকোর্টে জিতে মোদীর 'রথ যাত্রা' আটকালেন মমতা/The News বাংলা
কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা/The News বাংলা

গোটা রাজ্যের নজর ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চে। এই রায়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারল বিজেপি। ইতিমধ্যেই হতাশা গ্রাস করেছিল বিজেপি কর্মী সমর্থকদের। থমকে গিয়েছিল সব উত্তেজনা। অন্যদিকে লড়াই জেতার খুশিতেই ছিল তৃণমূল শিবির।

শুক্রবারের রায়ের পর ফের লড়াই শুরু হবে আবার ১৪ ডিসেম্বরের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চেই। আপাতত থমকে গেল বিজেপির ‘রথ যাত্রা’। তবে, বৃহস্পতিবারের হারের পর শুক্রবারের রায় কিন্তু ম্যাচ আবার সমানে-সমানে এনে দিল। আদালত ‘রথ যাত্রা’ নিয়ে সিদ্ধান্ত নেবার ভার সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরই দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চ।

]]>