Kashmir – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Aug 2022 05:03:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kashmir – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল সেনা ক্যাম্প https://thenewsbangla.com/repatriated-pak-terro-rist-captured-after-infiltration-in-kashmir-by-indian-army/ Thu, 25 Aug 2022 05:03:02 +0000 https://thenewsbangla.com/?p=16433 মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল ভারতীয় সেনা-ক্যাম্প। ভারতীয় সেনার জালে, পা’কিস্তানি আ’ত্মঘা’তী ‘ফিদা’য়েঁ জ’ঙ্গি’। জম্মু-কাশ্মীরে সেনা-ক্যাম্পে হা’মলা করে, ভারতীয় সেনাবাহিনীকে র’ক্তাক্ত করার ষড়’যন্ত্র ফাঁ’স। সেনার জেরায় ওই স’ন্ত্রাস’বাদী জানিয়েছে, কাশ্মীরে ভারতীয় সেনার উপর আ’ত্মঘা’তী হা’মলার জন্য, তাকে ৩০ হাজার টাকা দেয় পাকিস্তান আর্মির কর্নেল ইউনিস চৌধুরী।

অতীতে একবার স্রেফ মানবিক কারণেই, পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ফের সেই তাবারক হুসেনকে, গ্রেফতার করল ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, ২১ আগস্ট জম্মুর রাজৌরি জেলায় নৌসেরার ঝাঙ্গর সেক্টরে, অনুপ্রবেশের চেষ্টা চালায় পা’কিস্তানি জ’ঙ্গিরা। কিন্তু নিয়ন্ত্রণরেখায় পুঁতে রাখা, মাইন-ফিল্ডের ফাঁদে পড়ে যায় ওই জেহাদিরা।

জানা গিয়েছে, ওইদিন নিয়ন্ত্রণরেখা বরাবর কিছুলোকের সন্দেহজনক গতিবিধি, দেখতে পান জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে ভারতের জমিতে, অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা যায় কয়েকজন স’ন্ত্রাসবা’দীকে। কিন্তু পেতে রাখা মাইন-ফিল্ডে পা দিতেই, বিস্ফোরণে নি’কেশ হয় দু’জন জ’ঙ্গি। আহত অবস্থায় পাকড়াও করা হয়, তাবারক হোসেন নামে এই স’ন্ত্রাস’বাদীকে।

বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন, প্রাণ বাঁচাতে অপারেশনও করা হয়েছে। ধৃত জ’ঙ্গি জানিয়েছে, পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরি, পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিয়ে তাকে ভারতে সেনা পোস্টে হা’মলা করতে পাঠায়। একই সেক্টর থেকে ২০১৬ সালেও, তাবারক হুসেনকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। সেবার তার সঙ্গে ধরা পড়ে, তার ভাই হারুন আলিও। স্রেফ মানবিকতার খাতিরে, সেবার পাকিস্তানে ফেরত পাঠানো হয় দুজনকেই।

]]>
জম্মু কাশ্মীরের অনন্তনাগে ৬ ITBP জওয়ানের মৃত্যু, আহত বেশ কয়েকজন https://thenewsbangla.com/itbp-bus-accident-in-jammu-kashmir-pahalgam-6-itbp-jawans-death/ Tue, 16 Aug 2022 11:17:18 +0000 https://thenewsbangla.com/?p=16153 স্বাধীনতা দিবসের পরের দিনেই, শোকের ছায়া ITBP জওয়ান পরিবারে। জম্মু কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে, মৃত্যু ৬ ITBP জওয়ানের, আহত আরও বেশ কয়েক জন। গুরুতর আহত বেশ কয়েকজন, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে, শ্রীনগর সেনা হাসপাতালে।

কাশ্মীরের চন্দনওয়াড়ি থেকে বাসে করে, পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন জওয়ান। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন, জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে, নিচে নদীতে পড়ে যায় বাসটি। ITBP-র তরফে আধিকারিকরা জানিয়েছেন, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন এই জওয়ানরা। ফেরার পথেই ঘটে, এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার

যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে, ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জওয়ানদের বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে, হঠাৎই ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে, রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে দুমড়ে-মুচড়ে ধ্বংস হয়ে যায়।

খবর পাওয়া মাত্র উদ্ধার-কাজে নামে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত ১৯টি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে, ভর্তি করা হয়।

]]>
স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার https://thenewsbangla.com/kashmir-files-kashmiri-pandit-family-attacked-lost-life-in-shopian-jammu-kashmir/ Tue, 16 Aug 2022 10:25:49 +0000 https://thenewsbangla.com/?p=16149 স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার। ফের রক্তা’ক্ত ভূস্বর্গ, ফের হ’ত্যা উপত্যকায়। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জ’ঙ্গি হা’মলা, টার্গেট কাশ্মীরি পণ্ডিত পরিবার। স’ন্ত্রাস’বাদীদের গুলিতে নি’হত এক কাশ্মীরি পণ্ডিত, গুরুতর আ’হত তাঁর ভাই। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সোপিয়ানের ছোটিপোরা-তে একটি আপেল বাগানে হা’মলা চালায় জ’ঙ্গিরা। শুরু হয় স্বয়ংক্রিয় রাইফেল থেকে, এলোপাথারি গু’লি বৃষ্টি। কাশ্মীরি পণ্ডিতরাই তাদের টার্গেট ছিল, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই সুনীল কুমার নামে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়, গুরুতর জখম হন নিহতের ভাই। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাশ্মীরের সোপিয়ানের ছোটিগাম গ্রামের বাসিন্দা সুনীল এবং তাঁর ভাই পিন্টুর উপর, তাদের আপেল বাগানে হামলা চালায় জ’ঙ্গিরা। সুনীল কুমারের শরীরের দুটি গুলি লাগে, ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয়। জ’ঙ্গি হামলায় আহত হন, তাঁর ভাই পিন্টুও। হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জ’ঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুণি তল্লাশি। কারা এই হামলা চালাল, তার খোঁজ চলছে বলেই জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ।

আরও পড়ুনঃ “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

এইবছরের মে মাসে, পরপর কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে জ’ঙ্গিরা। জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে, রাহুল ভট্ট নামে এক সরকারি কর্মীকে খু’ন করে জ’ঙ্গিরা। ঘটনার রেশ না কাটতেই, কুলগ্রামে জ’ঙ্গিদের গুলিতে, খু’ন হয়ে যান এক স্কুল শিক্ষিকা। এবার স্বাধীনতার ৭৫বছর পূর্তি উদযাপনের পরেরদিনই, কাশ্মীরি পণ্ডিতদের উপর ফের জ’ঙ্গি হা’মলা।

]]>
‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার https://thenewsbangla.com/proud-to-be-indian-lashkar-e-taiba-family-hoists-indian-tricolour-at-kashmir-house-in-har-ghar-tiranga-campaign/ Sat, 13 Aug 2022 07:51:09 +0000 https://thenewsbangla.com/?p=16124 ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার। দেশের ডাকে সাড়া দিয়ে নিজের বাড়িতে, তেরঙ্গা উত্তোলন করল ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবার। দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে, গোটা দেশকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই ডাকে সাড়া দিয়েই, কাশ্মীরে একটি ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবারের বাড়িতেও উড়ল ভারতীয় জাতীয় পতাকা। জ’ঙ্গি অধ্যুষিত কাশ্মীরে এই ছবি, নিঃসন্দেহে এবারের স্বাধীনতা দিবসে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করল।

স্বাধীনতার ৭৫তম বছরে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদয়াপনের জন্য, ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র সরকার। অর্থাৎ প্রত্যেক ভারতীয়কে নিজের বাড়িতে, জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই কর্মসূচিতে অংশ নিয়েই কাশ্মীরে নিজের বাড়িতে দেশের তেরঙ্গা উত্তোলন করল, এক ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবার। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায়, ল’স্কর জঙ্গিগোষ্ঠীর খুবেইরের পরিবার ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছে।

আরও পড়ুনঃ নেতা মন্ত্রীর সম্পত্তির পাহাড়, ডিএ না দিতে আদালতে গেল রাজ্য সরকার

পাক সমর্থিত ল’স্কর জ’ঙ্গি খুবেইরের দুই ভাই শামাস দিন চৌধুরী এবং নাজব দিন চৌধুরী বলেছেন, “আমরা ভারতীয় হিসেবে গর্বিত”। পাশাপাশি তাঁরা দুজনেই দেশের ৭৫ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারও প্রশংসা করেন। ল’স্কর জ’ঙ্গির বাড়ির সদস্যরা, প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “প্রথমবার বাড়িতে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ”।

]]>
কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের আর্থিক সাহায্য, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন https://thenewsbangla.com/yasin-malik-life-imprisonment-financial-aid-in-kashmir-case-verdict/ Wed, 25 May 2022 13:06:47 +0000 https://www.thenewsbangla.com/?p=15224 কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের সাহায্য; ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন। জম্মু কাশ্মীরে স’ন্ত্রা’সী কাজকর্মে আর্থিক জোগানের মামলায়; যাবজ্জীবনের সাজা পেলেন কাশ্মীরের বি’চ্ছিন্নতাকামী নেতা ইয়াসিন মালিক। বুধবার বিকেলে রায় শোনাল; দিল্লির বিশেষ NIA আদালত। দুটি মামলায় ইয়াসিনকে; যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। মৃত্যু পর্যন্ত জেলেই পচবেন ইয়াসিন।

দিল্লির NIA আদালতে ইয়াসিন মালিকের মৃ’ত্যুদ’ণ্ডের দাবি জানিয়েছিল; জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন (UAPA); স’ন্ত্রা’সে আর্থিক জোগানোর অপরাধে; আগেই দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। ভারত সরকারের বিরুদ্ধে যু’দ্ধ ঘোষণার অপরাধে; ১২১ ধারায় ইয়াসিনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল NIA। অর্থাৎ মৃ’ত্যুদ’ণ্ডের আর্জিই জানানো হয়। এই মামলায় সর্বনিম্ন সাজা যাবজ্জীবন; ইয়াসিনের আইনজীবী তাই মৃ’ত্যুদ’ণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই’, সুধার চিঠিতে পিছু হঠেছিলেন টাটা

আদালতে ইয়াসিন মালিক অবশ্য দাবি করেন; ১৯৮৪ সালের পর সম্পূর্ণ অ’স্ত্র ছেড়ে দিয়েছেন তিনি। তারপর থেকে তিনি অহিংস রাজনীতির পথেই রয়েছেন। দেশের ৭ প্রধানমন্ত্রীর সময়ে; তিনি রাজনীতি করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক; কোনও হিং’সার বা জ’ঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা! রাজনীতি থেকে অবসর নেব; মৃ’ত্যুদ’ণ্ডও মাথা পেতে নেব।

জ’ঙ্গিদের আর্থিক মদত দেওয়ার মামলায়; দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রাক্তন এই জেকেএলএফ নেতাকে। এনআইএ তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছিল; মামলা চলাকালিন কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ইয়াসিনের বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে; বুধবার সকাল থেকেই থমথমে উপত্যকা। সমস্ত দোকান, বাজার, ব্যবসা বন্ধ একাধিক এলাকায়। রাস্তায় যানবাহন চোখে পড়ছে অল্পবিস্তর। শ্রীনগরের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে; অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুনঃ কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া, ঠাঁই পেলেন না রাহুল

NIA আদালত জানিয়েছে, উপত্যকায় না’শক’তামূলক কাজকর্ম চালু রাখতে; বিশ্বের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক তৈরি করেছিলেন ইয়াসিন মালিক। যাতে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর নামে; স’ন্ত্রা’সী কাজকর্ম চালু রাখতে অর্থ সংস্থান করা যায়। গত ১৯ মে ইয়াসিনকে দোষী সাব্যস্ত করেন; বিশেষ বিচারপতি প্রবীণ সিংহ। কোন সাজা উপযুক্ত, কত টাকা জরিমানা করা যায় ইয়াসিনকে; তা নিয়ে NIA-কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন দিল এনআইএ আদালত।

]]>
আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা https://thenewsbangla.com/kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again-in-kashmir-silent-leaders/ Fri, 13 May 2022 05:56:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15078 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। বিস্ময়কর ভাবে চুপ নেতারা; ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এখনও কোন কথা বলেননি। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি কড়া হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুদগামের চাদুরায়; তহসিল অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার দায় স্বীকার করেছে; পাকিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে।

দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

একের পর এক জ’ঙ্গি হামলায়; মারা গেছে কাশ্মীরের বাইরের অন্য রাজ্যের মানুষ। এবারের হামলার পর জ’ঙ্গিদের খোঁজে; অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুযায়ী; হামলায় ২ জ’ঙ্গি জড়িত রয়েছে।

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হামলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে স’ন্ত্রাসীদের বিরুদ্ধে; নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে প্রায় ২০০ জন জ’ঙ্গি সক্রিয় রয়েছে এবং এইবছর এন-কাউ’ন্টারে ৭৫ জন জ’ঙ্গি এখনও পর্যন্ত নি’কেশ হয়েছে। মৃত জ’ঙ্গিদের মধ্যে ২১ জন বিদেশি।

]]>
১৩০ কোটির দেশের ভরসায় চলছে ব্যবসা, তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে https://thenewsbangla.com/hyundai-kfc-in-controversy-with-kashmir-issue-indians-strong-protest/ Tue, 08 Feb 2022 08:22:38 +0000 https://www.thenewsbangla.com/?p=14814 ১৩০ কোটির দেশের উপর ভরসা করে চলছে ব্যবসা; তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে? উঠে গেছে প্রশ্ন। প্রশ্নের মুখে কেএফসি ও হুন্ডাই। যদিও ভারতবাসির তুমুল প্রতিবাদে, শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে দুই বহুজাতিক কোম্পানি।

কাশ্মীর নিয়ে বিতর্কিত পোস্টের জেরে; প্রথমে নেটিজেনদের রোষানলে পড়ে অটো কোম্পানি হুন্ডাই (Hyundai)। হুন্ডাই পাকিস্তানের একটি টুইট ঘিরে; এই বিতর্কের সূত্রপাত। ওই টুইটে লেখা হয়;’আমরা যেন ভুলে না যাই কাশ্মীরি ভাইদের আত্মত্যাগ। তাঁদের স্বাধীনতা সংগ্রামে পাশে থাকব’। এর সঙ্গে #KashmirSolidarityDay যোগ করা হয়। এই টুইটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভারতে। ভারতিয়রা হন্ডাইকে বয়কটের দাবি তোলেন। টুইটারে ট্রেন্ডিং হতে থাকে #BoycottHyundai। বিতর্ক সামাল দিতে দক্ষিণ কোরিয়ার অটো কোম্পানিটির ভারতীয় বিভাগের তরফে জানানো হয়; তারা ভারতীয় জাতীয়তাবাদকে সম্মান করে। এমনকি চাপের মুখে পড়ে ভারতকে হুন্ডাই ব্র্যান্ডের Second Home বলেও ঘোষণা করা হয়।

Hyundai KFC Controversy
১৩০ কোটির দেশের ভরসায় চলছে ব্যবসা, তারপরেও ভারত বিরোধী বক্তব্য

এরপরেই একইরকম বদমাইশি করে কেএফসি (KFC)। পাকিস্তানের কেএফসি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি টুইট করে; কাশ্মীর ইস্যু নিয়ে খোঁচা দেওয়া হয় ভারতকে। তাতে লেখা হয়, ”আমরা কাশ্মীরের সংহতি দিবসে তাদের স্বাধীনতার অধিকারের দাবিকে অনুভব করে তাদের পাশেই দাঁড়াচ্ছি”। স্বাভাবিকভাবে এরপরেই শুরু হয় বিতর্ক। কিন্তু সেখানেই না থেমে; পরের দিন আরও একটি পোস্ট করা হয়। তাতে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লেখা হয়; ”কাশ্মীর কাশ্মীরিদেরই”। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই ধরনের পোস্টের পর; ক্রমশ চড়তে থাকে বিক্ষোভের পারদ। এরপরই কেএফসি ইন্ডিয়ার তরফে টুইট করে; ক্ষমা চাওয়া হয়। বলা হয়; ”দেশের বাইরে কেএফসির কোনও সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে করা পোস্টটির জন্য আমরা গভীর ভাবে ক্ষমা চাইছি; আমরা ভারতকে সম্মান করি এবং গর্বের সঙ্গে সমস্ত ভারতীয়র সেবা করতে দায়বদ্ধ”।

সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম ফুড-চেন সংস্থা ও গাড়ি-প্রস্তুত সংস্থাকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় নেটিজেনরা। যদিও ভারতীয়দের প্রবল চাপে পড়ে, শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নিয়েছে ওই দুই সংস্থা। কিন্তু এরপরেই প্রশ্ন উঠেছে; ১৩০ কোটির দেশের উপর ভরসা করে চলছে ব্যবসা; তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে?

]]>
কঠোর সাজা পেল কাঠুয়া ধর্ষণ মামলার অভিযুক্তরা https://thenewsbangla.com/kathua-rape-case-asifa-bano-gang-rape-and-murder-in-kashmir/ Mon, 10 Jun 2019 12:31:19 +0000 https://www.thenewsbangla.com/?p=13620 অবশেষে সাজা পেল কাঠুয়া ধর্ষণ মামলার অভিযুক্তরা। দীপক খাজুরিয়া; সনঝি রাম ও পরবেশ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল; পাঠানকোটের বিশেষ আদালত। কাঠুয়া গনধর্ষণ মামলায় ৭ অভিযুক্তের মধ্যে; ৬ জনকে দোষী সাব্যস্ত করে পাঠানকোট জেলা দায়রা আদালত।

অভিযুক্তদের তালিকায় ছিলেন; পঞ্চায়েত প্রধান সনঝি রাম ও তার ছেলে বিশাল; দুই পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ও সুরেন্দ্র শর্মা এবং আনন্দ দত্ত; প্রবেশ কুমার ও তিলক রাজ। যার মধ্যে বিশালকে বেকসুর ছাড় দিয়েছে আদালত। দীপক খাজুরিয়া; সনঝি রাম ও পরবেশ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল; পাঠানকোট জেলা দায়রা আদালত।

আর পড়ুন সব্যসাচীর হাত ধরে বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে

গত বছর জানুয়ারি মাসে নারকীয় এই গণধর্ষণের ঘটনাটি ঘটে শ্রীনগরে; 8 বছরের আসিফাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। চারদিন ধরে টানা ধর্ষণের পর; মৃত্যুর কোলে ঢলে পড়ে আসিফা। ঘটনার ১৭ মাস পরে এই মামলার রায়দান করল; পাঠানকোট আদালত।

আর পড়ুন ভারতীয় সেনার হাতে আসছে আমেরিকার আধুনিক সামরিক ড্রোন

গত বছর জুন মাসের প্রথম সপ্তাহে, পাঠানকোটের আদালতে মামলাটির বিচার শুরু হয়; সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর থেকে মামলাটি প্রত্যাহার করার আদেশ দেয়; কারন সে সময় কাঠুয়ার একদল আইনজীবী এই মামলাটি নিয়ে আদালতে ঝামেলায় বাধায়।

আর পড়ুন পুলিশ ও নেতাদের ঘুম উড়েছে, সারদার পর নারদ কাণ্ডেও উঠেপড়ে লাগল সিবিআই

আট বছরের কাশ্মীরি বালিকা ছোট্ট আসিফা বানুকে ২০১৮ সালের জানুয়ারি মাসে ধর্ষণ করে খুন করা হয়; অপরাধীরা প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে এই ঘৃণ্য ঘটনাটি সামনে আসে; তখন থেকেই আসিফা বানুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুবিচারের জন্য সারা দেশে একটি জনমত তৈরি হয়।

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আট বছরের শিশু আসিফা বানুকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল কলকাতা সহ সারা দেশের মানুষ; সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল দোষীদের চরম থেকে চরম শাস্তির দাবিতে। তবে অভিযুক্তদের ফাঁসির দাবিতেই সোচ্চার; এলাকার মানুষ।

]]>
আত্মঘাতী জঙ্গিরা কাশ্মীর ও কেরালা থেকে প্রশিক্ষণ নিয়েছিল, জানালেন আর্মি প্রধান https://thenewsbangla.com/sri-lanka-army-chief-says-easter-bombers-visited-kashmir-for-training/ Sat, 04 May 2019 07:35:53 +0000 https://www.thenewsbangla.com/?p=12324 শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলায় যুক্ত আত্মঘাতী জঙ্গিরা হামলার প্রশিক্ষণ নিতে কেরালা ও কাশ্মীরের বেশ কিছু মডিউলের সাথে অনবরত যোগাযোগ রেখে চলছিল; এমনই জানিয়েছেন শ্রীলঙ্কার আর্মি প্রধান। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনা প্রধান মহেশ সেনানায়ক জানান; এই সংক্রান্ত অনেক প্রমান তাদের হাতে রয়েছে।

আত্মঘাতী জঙ্গিরা বেশ কয়েকবার ভারতের কাশ্মীর, ব্যাঙ্গালোর, কেরল রাজ্যে যাতায়াত করেছে; কিন্তু কি উদ্দেশ্যে তারা যাতায়াত করেছে; সেই সংক্রান্ত বিষয় পরিষ্কার নয়; সম্ভবত হামলার প্রশিক্ষন নিতেই ভারতে একাধিকবার যাতায়াত করেছে তারা; এমনই জানিয়েছেন আর্মি প্রধান।

আরও পড়ুনঃ হিন্দুদের অপমানের জেরে সীতারামের নাম পাল্টে ফেলতে বলল শিবসেনা

২১শে এপ্রিল ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালীন শ্রীলঙ্কার খ্রিস্টানদের উপাসনালয় সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলায় কমপক্ষে ৯ জন আত্মঘাতী জঙ্গি জড়িত থাকার খবর মিলেছে; ভারত থেকে আগেই হামলার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও কেনো হামলা হলো; সেই বিষয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিদেরও দোষারোপ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা।

শ্রীলঙ্কার আর্মি প্রধান এই ব্যাপারে বলেন; ভারত থেকে বারংবার সতর্ক করা হলেও গোয়েন্দাদের যোগাযোগের কিছু গাফিলতি সামনে এসেছে; তামিলনাড়ু ও কেরালায় তল্লাশি চালিয়ে বেশ কিছু ইসলামিক স্টেটের মডিউলের সন্ধান পেয়েছে গোয়েন্দারা।

আরও পড়ুনঃ রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির

তল্লাশি চালিয়েই ইসলামিক স্টেটের স্লিপার সেলের সাথে যুক্ত রিয়াস আবু বকরকে গ্রেফতার করে পুলিশ; ধৃত আবু বকর ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত থাকার কথাও স্বীকার করে নিয়েছে। শ্রীলঙ্কা বিস্ফোরনের অন্যতম মূল চক্রী জাহরিন হাসিমের সাথে; রিয়াসের যোগাযোগ ছিল বলে তদন্তে জানা গিয়েছে। গোয়েন্দাদের জেরায় ধৃত ব্যক্তি নিজেকে জাকিরের একনিষ্ঠ ভক্ত ও সমর্থক হিসেবে জানিয়েছে।

]]>
BIG BREAKING: কাশ্মীরের ত্রালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা https://thenewsbangla.com/big-breaking-militant-attack-on-180-bn-of-crpf-camp-at-tral-in-kashmir/ Wed, 17 Apr 2019 14:57:43 +0000 https://www.thenewsbangla.com/?p=11055 কাশ্মীরের ত্রালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা। ১৮০ ব্যাটেলিয়ান সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে বলেই জানা যাচ্ছে। পুলওয়ামার ত্রালে নওডাল এলাকায় ১৮০ ব্যাটেলিয়ানের এই সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গুলির আওয়াজও পাওয়া যায়।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের আরেক অভিনেতা

ইতিমধ্যেই ত্রালের নওডাল এলাকায় ওই সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার খবর পেয়ে ছুটে গেছে বিশাল নিরাপত্তা বাহিনী। প্রাসাদ নামে একজন হাবিলদার আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

জানা গেছে, জঙ্গিরা ১৮০ ব্যাটেলিয়ানের এই সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। গ্রেনেড ফাটে ক্যাম্পের মধ্যেই। ঘটনায় আহত হন প্রাসাদ নামের ওই হাবিলদার। তাঁর শরীরে গ্রেনেডের স্প্লিনটার ঢুকে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

জঙ্গিদের তরফ থেকে গুলি চালান হয় বলেই জানা গেছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা বড়সড় হামলার ছক কষেছে বলেই মনে করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী। অন্ধকারের সুযোগ নিয়ে কোথাও লুকিয়ে পড়েছে জঙ্গিরা, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>