JusticeAvijitGanguly – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Aug 2022 06:11:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg JusticeAvijitGanguly – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল সরকারের ১১ বছরে শিক্ষক নিয়োগ, পুরোটাই কলকাতা হাইকোর্টের নজরে https://thenewsbangla.com/mamata-banerjee-govt-11-years-teachers-recruitment-under-scanner-of-calcutta-high-court/ Thu, 18 Aug 2022 06:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16214 মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১১ বছরে প্রাইমারি শিক্ষক নিয়োগ, পুরোটাই এবার কলকাতা হাইকোর্টের নজরে। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে, একাধিক নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে যে দুটি মেধা-তালিকা প্রকাশ করা হয়েছিল, তা হাইকোর্টে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত ২০শে জুন আদালতে বেশ কিছু নথি পেশ করেছিল পর্ষদ। সেই নথি বৃহস্পতিবারের মধ্যে, দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ফলে তৃণমূল আমলে সব প্রাথমিক শিক্ষক নিয়োগই আসছে, কলকাতা হাইকোর্টের স্ক্যানারে। কয়েক হাজার শিক্ষক এবার এলেন, তদন্তের আওতায়। সবার মেধাতালিকা আদালতে পেশ করতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় বাঁক!

আরও পড়ুন; শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ

২০১৬ ও ২০২০-র সম্পূর্ণ মেধাতালিকা পেশের নির্দেশ। রাজ্যকে এই দুই সম্পূর্ণ তালিকা, আগামী ১ সেপ্টেম্বর পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৫র ১১ অক্টোবর টেট হয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম মেধা-তালিকা প্রকাশিত হয়। ২০১৭ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় দ্বিতীয় মেধা-তালিকা।

সেই দ্বিতীয় মেধা-তালিকায় অনিয়মের অভিযোগ তুলে, মামলা দায়ের করেছিলেন রমেশ আলি। তাঁর দাবি, দুর্নীতির জন্যই দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ২৬৯ জনকে ইতিমধ্যেই, চাকরি থেকে বরখাস্তও করেছে হাইকোর্ট।

]]>
শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ https://thenewsbangla.com/calcutta-high-court-orders-school-teachers-to-prove-they-got-job-legally-in-front-of-court-cbi/ Wed, 17 Aug 2022 15:01:01 +0000 https://thenewsbangla.com/?p=16205 শিক্ষকতা পরে করবেন, আগে কাগজপত্র নিয়ে আদালতে আসুন, ‘দুর্নীতিবাজ শিক্ষক’দের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডল, বেআইনি ভাবে অন্তত ১০জনকে চাকরি করে দিয়েছিলেন বলে সিবিআইয়ের দাবি। সেই ১০জনকে আগেই মামলায় পক্ষ করা হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই ১০জনকে চাকরির সমস্ত নথিপত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে ও পরে সিবিআই অফিসে যেতে হবে। সেখানে সিবিআই খতিয়ে দেখবে, তাঁরা আদৌ আইনি পথে চাকরি পেয়েছিলেন কিনা।

বুধবার আদালত বংশীলাল মণ্ডল, দেবগোপাল মণ্ডল, রিনা মণ্ডল, অরূপ ভৌমিক, অঞ্জনা মণ্ডল, গায়ত্রী মণ্ডল, পূর্ণ মণ্ডল, ভীষ্মদেব মণ্ডল, সোমনাথ পণ্ডিত এবং অমলেশ রায়, এই ১০জনকে ২৪ঘণ্টার মধ্যে সিবিআইয়ের কাছে চাকরির নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন; অভিষেকের নেতৃত্বে আসছে নতুন তৃণমূল, তাহলে পুরনো তৃণমূল-টার কি হবে

অন্যদিকে, টেট পাশ না করেও, স্কুলে শিক্ষকতা করেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। হাইকোর্টে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের বিরুদ্ধে, সব তথ্য দিয়ে মামলা করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। অনুব্রতর আরও ৫ আত্মীয়, ভাই সুমিত মণ্ডল, ব্যক্তিগত সহায়ক অর্ক দত্ত, ভাইপো সাত্যকি দত্ত, ঘনিষ্ঠ কস্তুরি চৌধুরী, ঘনিষ্ঠ সুজিত বাগদি, দুর্নীতি করে চাকরি করছেন বলে, আদালতে কাগজপত্র জমা দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। এদের সবাইকে আগামীকাল আদালতে ও সিবিআই অফিসে হাজিরা দিয়ে, কাগজপত্র দিয়ে নিজেদের শিক্ষক যোগ্যতা প্রমাণ করতে হবে।

]]>
রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, এবার ফেরালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় https://thenewsbangla.com/justice-avijit-ganguly-returned-teacher-job-taken-away-by-state-govt/ Tue, 16 Aug 2022 13:30:47 +0000 https://thenewsbangla.com/?p=16161 রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, এবার ফেরালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন দুর্নীতির দায়ে, চাকরি কেড়ে নিচ্ছিলেন। এবার রাজ্য সরকারের কেড়ে নেওয়া চাকরি, ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বাংলার এক শিক্ষককে ৬ মাস পরে, পুনর্বহালের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেজায় সমস্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ। কখনও কোন শিক্ষকের চাকরি কেড়ে নেন, দুর্নীতি করে চাকরি পাওয়ায়। আর এবার মা মাটি সরকারের কেড়ে নেওয়া চাকরি, ফেরত দিতে নির্দেশ দিলেন তিনি।

ডিসেম্বর, ২০২১-এ মুর্শিদাবাদে, প্রাথমিক শিক্ষকের চাকরি পান মিরাজ শেখ। চার মাস পরে সার্ভিস বুক তৈরির সময়, তাঁর চাকরি বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়, এই চাকরি করার জন্য যে যোগ্যতামানের প্রয়োজন তা তাঁর নেই। চাকরি পাওয়ার ৪ মাস পরে, হঠাৎ কর্মহীন হয়ে পড়েন মিরাজ শেখ। এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। ওই চাকরি করার সব যোগ্যতা তাঁর আছে বলে, মিরাজ শেখকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

মঙ্গলবার সেই মামলার রায়দানে, শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, “পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি মেলে না। মানিক ভট্টাচার্যকে টাকা দেয়নি, তাই হয়তো মামলাকারীর চাকরি বাতিল হয়েছে”।

]]>