Jharkhand – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Aug 2022 17:23:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jharkhand – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রেমে সাড়া না দেওয়ায়, দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অঙ্কিতাকে পুড়িয়ে মারল শাহরুখ হুসেন https://thenewsbangla.com/justice-for-ankita-jharkhand-school-girl-set-on-fire-by-stalker-shahrukh-hussain/ Tue, 30 Aug 2022 17:22:54 +0000 https://thenewsbangla.com/?p=16536 প্রেমে সাড়া না দেওয়ায়, দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অঙ্কিতাকে পুড়িয়ে মারল শাহরুখ হুসেন। ঝাড়খণ্ডের দুমকার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শাহরুখ নামে এক যুবক, একতরফা প্রেমে ব্যর্থ হয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ১৬ বছর বয়সী এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, প্রশাসন ১৪৪ ধারা জারি করে এলাকায়। দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা বলেছেন যে, এই ঘটনায় মেয়েটির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। এরপরে তাকে রাঁচির রিমস-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। যেখানেই রবিবার তার মৃত্যু হয়।

দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা আরও জানান, ময়নাতদন্ত শেষে মেয়েটির মৃতদেহ দুমকায় আনা হয়। ঘটনার পর জেরুয়াডিহ এলাকায় মেয়েটির বাড়িতে, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুমকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শাহরুখ-কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন; খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব

২৩ অগস্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শাহরুখ, একতরফা প্রেমে ব্যর্থ হওয়ার কারণে পাড়ার ব্যবসায়ী সঞ্জীব সিংয়ের ১৬ বছর বয়সী মেয়ে অঙ্কিতাকে পুড়িয়ে দেয়। গভীর রাতে ঘুমানোর সময়, জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

পুলিশ জানিয়েছে, শাহরুখ গত কিছুদিন ধরেই অঙ্কিতাকে উত্ত্যক্ত করছিল। অঙ্কিতা প্রেমের সম্পর্কে রাজি না হলে, অভিযুক্ত তাঁকে হুমকিও দিয়েছিল যে, “আমার কথা না মানলে, তোমাকে মেরে ফেলব”। সেটাই ঘটাল সে। শাহরুখের বিরুদ্ধে ফাস্ট-ট্র্যাক কোর্টে, বিচার করার দাবি করেছেন ক্ষুব্ধ আমজনতা।

]]>
‘কারা তাঁকে ভুল বুঝিয়েছিল’, মমতার কাছে জানতে চান মুসলিম ও খৃস্টান বিধায়করা https://thenewsbangla.com/jharkhand-mlas-got-interim-bail-released-from-howrah-district-jail-asked-question-to-mamata-banerjee/ Tue, 23 Aug 2022 12:21:42 +0000 https://thenewsbangla.com/?p=16354 ‘কারা তাঁকে ভুল বুঝিয়েছিল’, মমতার কাছে জানতে চান মুসলিম ও খৃস্টান বিধায়করা। গাড়িতে ৪৯ লাখ টাকা-সহ হাওড়ার পাঁচলায়, রাজ্য পুলিসের হাতে ধরা পড়েন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। তিন সপ্তাহেরও বেশি সময় পর, সোমবার জামিনে ছাড়া পেলেন ২ কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ ও নমন দিক্সল। এর আগে জামিন পেয়েছিলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি। জামিন পাওয়ার পর কংগ্রেস বিধায়করা বলেন, “দিদির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। কারা তাঁকে ভুল বুঝিয়েছিল জানি না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে জানতে চাইব, কারা তাঁকে ভুল বুঝিয়েছিলেন”।

গত শনিবার জেল থেকে ছাড়া পেয়েই, জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি বলেছিলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র করেই আমাদের গ্রেফতার করা হয়েছে”। সোমবার বাকি দুই ঝাড়খণ্ড বিধায়ক মুক্তি পেয়েই, নিজেদের ক্ষোভ উগরে দিলেন মমতার প্রতি। ঠিক কি বললেন ঝাড়খণ্ডের বিধায়করা।

আরও পড়ুন; “অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি

জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি দাবি করেন, “রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই তাদের গ্রেফতার করা হয়”। তিনি বলেন, “আমি মমতা দিদিকে এটাই বলব, আমরা কংগ্রেসের সৈনিক। আমি সংখাযলঘু হজ কমিটির চেয়ারম্যানও। যেভাবে আপনারা ওই টাকাতে রাজনৈতিক রং দিয়ে ফাঁসালেন, তাতে আমার ভালো লাগেনি। এটা একেবারেই রাজনৈতিক ষড়যন্ত্র। আমার সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। আমার বাবাও ৩০ বছর বিধায়ক ছিলেন। আমার সঙ্গে এক বিধায়ক ছিলেন, যিনি খ্রিষ্টান সমাজের প্রতিনিধি। আমরা কেন বিজেপিতে যাব”?

]]>
প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের https://thenewsbangla.com/partha-chatterjee-close-in-jharkhand-in-govt-vehicle-with-lots-of-money-raid-by-income-tax-department/ Sat, 20 Aug 2022 08:12:13 +0000 https://thenewsbangla.com/?p=16263 প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, চাকরি চুরি বা এসএসসি নিয়োগ দুর্নীতি বা পার্থ চট্টোপাধ্যায় মামলায় ইডি-র কাছ থেকে নির্দিষ্ট তথ্য পেয়ে ঝাড়খণ্ডে অভিযান করল আয়কর দফতর। দুর্নীতির জাল ছড়িয়ে বাংলার বাইরেও? এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের সন্ধানে ভিনরাজ্যে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের।

ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন, আয়কর দফতরের আধিকারিকরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই হোটেলে যান আয়কর আধিকারিকরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই হোটেল ছাড়েন পার্থ ঘনিষ্ঠ ওই ব্যক্তি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি, প্রচুর টাকা নিয়ে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে ওঠেন পার্থ-ঘনিষ্ঠ এক ব্যক্তি।

আরও পড়ুন; পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক

ইডি-র কাছ থেকে এই তথ্য পেয়েই, ওই হোটেলে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। পিটিআই সূত্রে দাবি, হোটেলের কর্মীরা আয়কর দফতরের অফিসারদের জানান, কলকাতা থেকে সরকারি গাড়ি চড়ে, বড় ব্যাগ নিয়ে হোটেলে উঠেছিলেন ওই ব্যক্তি। তবে আয়কর আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগেই, তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

ইডি আয়কর দফতর-কে জানায়, সরকারি গাড়িতে চড়ে পার্থ ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে যান। অনেকগুলি ব্যাগ নিয়ে হোটেলে ওঠেন ওই ব্যক্তি। তার ব্যাগে প্রচুর পরিমাণ নগদ টাকা রয়েছে বলেই অনুমান। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছ থেকেই, ওই টাকা তিনি দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। তবে হোটেলে আয়কর দফতর হানা দিতে পারে বলে আগেভাগেই জেনে যায় ওই ব্যক্তি। আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগে ব্যাগ নিয়ে বেরিয়ে যান পার্থ ঘনিষ্ঠ।

]]>