India Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 07:39:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg India Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা https://thenewsbangla.com/aatma-nirbhar-bharat-by-narendra-modi-got-great-success-on-tejas-fighter-jet/ Mon, 08 Aug 2022 07:39:03 +0000 https://thenewsbangla.com/?p=15921 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা; এবার ভারতের কাছে হাত পাতল আমেরিকা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ভারতীয় সেনার জন্য, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে; দেশ এতদিন পুরোটাই বিদেশ-নির্ভর ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের হাত ধরে; সেই প্রবণতা আগেই ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র-প্রতিরক্ষা সরঞ্জাম; এবার বিদেশে রফতানিতেও জোর দেওয়া হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। চিন-রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে, ভারতের তেজস ফাইটার-জেট কিনতে; আগ্রহী একাধিক দেশ। মালেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুরের পর; সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়; গতবছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধবিমান; মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তেজস কেনার জন্য; ভারতকে অনুরোধ করল আমেরিকা। এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন; চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট; একাধিক পরীক্ষায় নিজের শক্তি-প্রদর্শনের পাশাপাশি; নির্ভুল নিশানা দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান; শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থেকেও; নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।

]]>
চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার https://thenewsbangla.com/india-govt-made-vibrant-villages-at-lac-china-border/ Sat, 06 Aug 2022 11:30:14 +0000 https://thenewsbangla.com/?p=15870 চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম; ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার। চিন সীমান্তে শত শত গ্রাম রয়েছে যেখানে কেউ বাস করে না। এই গ্রামগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে; মোদী সরকার পরিকল্পনা গ্রহন করেছে। ভারত ও চিন সীমান্তের কাছে; এমন ৫০০ থেকে ৬০০ গ্রাম রয়েছে যেখানে বর্তমানে কেউ বাস করে না। বছরে একবার সেখানকার বাসিন্দারা গ্রামে যান; পারিবারিক দেবতার পূজা করতে। চিনের সীমান্তবর্তী তেমনই ১০০ গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ করার; মেগা পরিকল্পন নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, একই সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী ১১৫টিরও বেশি গ্রামকে; আধুনিক গ্রাম করা হবে।

চিন সীমান্তবর্তী এই ভুতুড়ে গ্রামগুলোতে, যাতে শহরের মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়; সেদিকে নজর দেবে কেন্দ্র সরকার। পাশাপাশি এখানে বসবাসকারী লোকজনকে, গ্রামের আশেপাশেই চাকরি বা জীবিকার বন্দোবস্ত করে দেওয়া হবে; যাতে তারা বাইরে পাড়ি না জমায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বহুদিন আগে থেকেই এই বিষয়ে জোর দেবার কথা জানিয়েছেন; এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর মোদী সরকার।

আরও পড়ুনঃ লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত

সীমান্তের গ্রামে জনবসতি বৃদ্ধি পেলে; চিনের পক্ষে ভারতকে সহজেই কাবু করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের মনে চিন সেনার ভয় দূর করাই এখন; কেন্দ্র সরকারের আসল কাজ। সেই কাজে মোদী সরকার অনেকটাই সফল গ্রাম ফের গড়ে দিয়ে, বলছে সীমান্তের আমজনতা।

]]>
ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক https://thenewsbangla.com/human-plastic-surgery-with-goat-ears-bengali-researcher-startled-the-world/ Tue, 14 Jun 2022 04:41:11 +0000 https://www.thenewsbangla.com/?p=15423 ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি; এমনটা আবার হয় নাকি? অবিশ্বাস্য এই ঘটনা ঘটিয়েই, দেশের গবেষক মহলে হইচই ফেলে দিয়েছেন; বাংলার আরজিকর মেডিক্যাল কলেজ ও ওয়েস্টবেঙ্গল ভেটারিনারি বিশ্ববিদ্যালয়ের সাত গবেষক। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুই সংস্থার যৌথ প্রকল্পের সুফল পেয়েছেন ১৫ জন মানুষ; যাঁদের নাক বা কানের প্লাস্টিক সার্জারি করা হয়েছে সফলভাবে ও অত্যন্ত কম খরচে।

বিশ্বে হইচই ফেলে দিলেন; বাংলার ৭ গবেষক। ছাগলের কানের তরুণাস্থি থেকে, মানুষের বিকৃত নাক ও কানের পুনর্গঠনের প্রক্রিয়া; আবিষ্কার করলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং আরজিকর মেডিক্যাল কলেজের গবেষকরা। সেটি পেটেন্ট পেয়েছে; ভারত সরকারের কাছ থেকেও। সোমবার মুখ্য গবেষক সমিতকুমার নন্দী এবং সিদ্ধার্থ জোয়াদার, আরজিকর হাসপাতালের প্লাস্টিক সার্জেন রূপনারায়ণ ভট্টাচার্য; পুরো পদ্ধতিটি সবার সামনে দেখান।

জন্মগত শারীরিক ত্রুটি ঠিক করতে; অথবা দুর্ঘটনায় অঙ্গ কাটা গেলে প্লাস্টিক-সার্জারির দরকার হয়। রোগীর শরীরের চামড়া কেটে; বা কৃত্রিম চামড়া দিয়েই অপারেশন হয়। কৃত্রিম চামড়া কতদিন শরীরে থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই; অনেক সময় আবার বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া হয়। নিজের অঙ্গ থেকে চামড়া কেটে করতে গেলে; দ্বিতীয়বার অস্ত্রোপোচার করতে হয়। একটা দাগ ঢাকতে; আরেকটি অস্ত্রোপচারের দাগ থেকে যায়। এর থেকে মানুষকে মুক্তি দিতেই; আরজিকর মেডিক্যাল কলেজের প্লাস্টিক-সার্জারি বিভাগে কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং

আরও একটি কারণ ছিল, সাধারণ মানুষকে কম দামে বায়োলজিক্যাল ইমপ্ল্যান্ট করতেই; ছাগলের কানকে বাছা হয়। এতেই সফল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যলয়ের; সাত গবেষক-অধ্যাপক। মানুষের শরীরে ছাগলের কান প্রতিস্থাপন, সফল হওয়ার জন্য; ভারত সরকারের ডিপার্টমেন্ট-অফ-বায়োটেকনোলজি থেকে কপিরাইটও পেয়েছেন সাত গবেষক।

পুড়ে বিকৃত হয়ে যাওয়া নাক-কানের ত্রুটিযুক্ত; ৪০জনকে বাছা হয়েছিল; জন্মগত ত্রুটিসম্পন্ন রোগীও ছিলেন। তাঁদের মধ্যে ১৫জন রোগী-রোগীর পরিবার; এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করতে রাজি হন। ১৫ জনের রাইনোপ্লাস্টি (নাকের সার্জারি) এবং মাইক্রোশিয়া (কানের সার্জারি) করা হয়। “কোনও ক্ষেত্রেই তা বিফল হয়নি”; বলেই দাবি গবেষকদের। প্রকল্পের প্রোজেক্ট ইনভেস্টিগেটর রেডিওলজিস্ট ডা শমিতকুমার নন্দী জানিয়েছেন; “আশা করি দ্রুত এর আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে”।

]]>
“জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”, ফরমান যোগীর https://thenewsbangla.com/national-anthem-janaganamana-must-sing-in-all-madrasa-schools-ordered-by-yogi-adityanath-up-govt/ Fri, 13 May 2022 05:00:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15075 “জাতীয় সঙ্গীত বা স্তব ‘জনগণমন অধিনায়ক’ (National Antham) গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”; ফরমান যোগীর। স্কুলের শুরুতেই গাইতে হবে দেশের জাতীয় সঙ্গীত জন-গণ-মন-অধিনায়ক-জয়-হে; রাজ্যের সব মাদ্রাসার উদেশ্যে ফরমান জারি ‘বুলডোজার যোগীর’। মাদ্রাসায় পড়লে ও পড়ালে জাতীয় স্তব-সঙ্গীত গাইতেই হবে; সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের। উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে, ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক; ঘোষণা করার কথা জানিয়েছেন যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি। এরপরেই শুরু হয়েছে; দেশ জুড়ে বিতর্ক।

প্রত্যেক দিন স্কুলে ক্লাস শুরুর আগেই; এবার জাতীয় স্তব-সঙ্গীত (National Antham) ‘জনগণমন অধিনায়ক’ গান গাওয়া বাধ্যতামূলক করে দিল; মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, এবার দেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ছাত্রছাত্রী-দের জ্ঞান অর্জনের জন্য; এমন নয়া পদক্ষেপ নিল যোগী সরকার।

রাজ্য সরকারের মুসলিম মুখ; দানিশ আজাদ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে; এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সিদ্ধান্তটি হল, সব মাদ্রাসা ছাত্র, শিক্ষক যেন অবশ্যই ক্লাস শুরুর আগে; ‘জনগণমন’ গান। শিক্ষা বোর্ডে অনুমোদিত সিদ্ধান্ত; রূপায়ণের আদেশ বেরিয়েছে ৯ মে। তাতে বলা হয়েছে, মাদ্রাসায় আগে যেমন ধর্মীয় প্রার্থনা হেত, তেমনই হবে; পাশাপাশি জাতীয় স্তবে গলা মেলাতে হবে শিক্ষক-পড়ুয়া সবাইকে।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা-বোর্ড স্বাধীনতা দিবসে; তাদের অনুমোদিত সব শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জনগণমন গাওয়া বাধ্যতামূলক করে দেয়। এর ৫ বছর বাদে স্কুল চলার দিনগুলিতে; জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হল। গত ৩০শে মার্চ থেকে ১১ই মে; রমজানের পবিত্র মাস থাকার কারণে বন্ধ ছিল সকল মাদ্রাসা স্কুলগুলি। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় স্কুল শুরু হওয়ায়; এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন; “সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও; দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি; আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়। সেজন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নয়া শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষকদের হাজিরা নথিভুক্তির জন্য; বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে। পডুয়াদেরও অনলাইন রেজিস্ট্রেশন; হবে বলে জানা গিয়েছে।

]]>
স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টে স্থগিত, ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন https://thenewsbangla.com/independent-india-supreme-court-suspended-british-era-sedition-law/ Wed, 11 May 2022 07:33:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15043 স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টে স্থগিত; ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন। আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন; এখন এই আইনে কোনও মামলা নয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও মামলা রুজু করা যাবে না; বলে জানাল দেশের শীর্ষ আদালত। ইতিমধ্যেই এই রাষ্ট্রদ্রোহ আইনে যে সমস্ত মামলা রুজু হয়েছে; তার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্র অথবা রাজ্য সরকার। এছাড়া, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁরা জেলে বন্দি রয়েছেন; তাঁরাও জামিনের জন্য আবেদন করতে পারবেন, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন। রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে ১২৪এ একটি জামিন-অযোগ্য ধারা; এই ধারায় তিন বছর থেকে যাবজ্জীবন সাজার বিধান আছে। কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত; রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা নয়, এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার অন্তর্বর্তীকালীন এই নির্দেশ জারি করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না বলেছেন; “যতদিন ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার পুনর্বিবেচনার প্রক্রিয়া শেষ হচ্ছে; ততদিন এই ধারাটি স্থগিত রাখা ঠিক হবে”।

গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্নের মুখে; সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দেয় কেন্দ্র। তাতে জানানো হয়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। হলফনামায় কেন্দ্র জানায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন বিলোপের পক্ষে। স্বাধীনতার ৭৫ বছরে, ‘আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যেই; এই আইন বিলোপ জরুরি। তাই ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ) ধারা পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কোন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র।

এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, “রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই; তবে প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রয়োজন”। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যদের বেঞ্চ বলেছে; “এটা স্পষ্ট যে ১২৪এ ধারা সময়োপযোগী নয়; ঔপনিবেশিক শাসনের লক্ষ্যে সেই ধারা চালু করা হয়েছিল। আমাদের আশা, যখন বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে; ততক্ষণ ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও এফআইআর দায়ের করা, তদন্ত চালু রাখা বা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার”।

এই প্রসঙ্গে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের মত; “স্বাধীন দেশে রাষ্ট্রদ্রোহ আইন একেবারেই অপ্রয়োজনীয়; ব্রিটিশ জমানার এই আইনের অপব্যবহার নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল”।

]]>
ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা https://thenewsbangla.com/bangladeshi-girls-got-to-see-their-mother-for-the-last-time-at-the-initiative-of-bsf-of-india/ Mon, 09 May 2022 11:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15023 ভারতের বিএসএফের উদ্যোগে; মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা। বিএসএফের সৌজন্যেই, মৃত মাকে শেষ দেখা দেখতে পেল; বাংলাদেশে অবস্থানরত কন্যারা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার সীমান্ত গ্রাম হাটখোলায়। গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা, বিএসএফের ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি হাটখোলার কোম্পানি কমান্ডারকে বলেন যে; তার মা আনোরা হালসানা ০৭ মে, ২০২২ তারিখে রাত ৯ টায় মারা গেছেন। তার বোনেরা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকে। বিএসএফ সাহায্য করলে; বোনেরা মায়ের শেষ দেখা দেখতে পাবে। মাকে শেষবারের মত দেখতে; বোনেদের জন্য এক ভাই অনুরোধ করেছিল বিএসএফ-কে।

নদীয়া জেলার সীমান্ত এলাকার, মাটিয়ারী গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা; হাটখোলার কোম্পানি কমান্ডারকে জানায় যে, তার মা আনোরা হালসানার মৃত্যু হয়েছে। তার দুই বোন ডলিয়া বিবি ও ওমেহার বিবি; বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার, সীমান্ত গ্রাম কুতুবপুরে বাস করে। যা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে; প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। তিনি বিএসএফকে অনুরোধ করেন যে, তার বোনেরা যদি তার মায়ের শেষ দেখা দেখতে পায় তবে তারা খুব খুশি হবে।

এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক ও আবেগগত দিকটি মাথায় রেখে; কোন বিলম্ব না করে এ বিষয়ে তার সমকক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে; বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে আসে। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে; মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশে বসবাসকারী বোনদের, ০৮ মে ২০২২ তারিখে; সকাল সাড়ে ১০ টা থেকে এগারোটা পর্যন্ত; আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মায়ের শেষ দর্শনের ব্যবস্থা করে। এভাবেই মায়ের শেষ দেখা কন্যাদের পক্ষে সম্ভব হয়।

কন্যারা যখন মায়ের শেষ দেখা দেখতে পান; তখন সেখানকার পরিবেশ হয়ে উঠেছিল খুবই শোকাকুল। মাকে শেষবার দেখে, মৃতের কন্যারা সীমান্তরক্ষী বাহিনীর এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন; “আপনাদের মানবিকতার কারণে; আমরা মায়ের শেষ দর্শন পেয়েছি”।

“বিএসএফ সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের যত্ন নেয়”; ঘটনার পর জানিয়েছেন কমান্ডিং অফিসার এসপিসিং। তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী অসৎ উদ্দেশ্য যুক্তদের বিরুদ্ধে থাকলেও; মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সর্বদাই প্রস্তুত থাকে”।

]]>
মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে উধাও গ্রাম পঞ্চায়েত প্রধানের খোঁজ পাওয়া গেল ইউক্রেনে https://thenewsbangla.com/missing-gram-panchayat-prodhan-was-found-in-ukraine-studying-medical/ Sat, 05 Mar 2022 05:13:23 +0000 https://www.thenewsbangla.com/?p=14903 মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে উধাও; গ্রাম-পঞ্চায়েত প্রধানের খোঁজ পাওয়া গেল ইউক্রেনে! গল্প হলেও সত্যি! অনেকদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না; গ্রাম-পঞ্চায়েত প্রধানের। শেষে একটি ভাইরাল ভিডিও-তে দেখা গেল; সেই পঞ্চায়েত প্রধানকে। তাও আবার ইউক্রেনে! সাহায্য চাইছেন কেন্দ্র সরকারের।

মেয়েটির নাম বৈশালী যাদব; উত্তরপ্রদেশের হারদই জেলার বাসিন্দা। ২০২১ সালের পঞ্চায়েত নির্বাচনে; সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এই বৈশালী। উত্তরপ্রদেশের হারদই জেলার তেরা পুরসালি গ্রাম থেকে জিতেও যান তিনি। এখানেই শেষ নয়; বাবা সমাজবাদী পার্টির বড় নেতা মেয়েকে গ্রাম-পঞ্চায়েত প্রধানও বানিয়ে দেন। তারপরেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না; গ্রাম-পঞ্চায়েত প্রধান বৈশালী যাদবের। কোথায় গেলেন তিনি? গ্রামের উন্নয়নের সব কাজ আটকে গেলেও; সন্ধান পাওয়া যাচ্ছিল না তাঁর।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে; খোঁজ মিলল গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশালীর। তিনি এখন ইউক্রেনে ডাক্তারি পড়ছেন। যুদ্ধ শুরু হওয়ায় তিনিও; অন্যান্য-দের সঙ্গে আটকে পরেন ইউক্রেনে। একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়; তিনি সাহায্য প্রার্থনা করছেন ভারত সরকারের কাছে। ভিডিও ভাইরাল হতেই গ্রামের মানুষরা দেখতে পান; তাঁদের গ্রাম-পঞ্চায়েত প্রধানকে।

ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি, ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা

একজন গ্রাম-পঞ্চায়েত প্রধান কিভাবেই বা প্রশাসনকে না জানিয়ে, বিদেশে রয়েছেন; অভিযোগ তুলেই শুরু হয় তদন্ত। জানা যায়, বৈশালী যাদব গত তিনবছর ধরেই; ইউক্রেনে মেডিক্যালে পড়াশোনা করছেন। ইউরোপ থেকে ডাক্তারি পড়তেই; তাঁর ইউক্রেনে যাওয়া। মেডিক্যালের চতুর্থ বছরে, তিনি নিজের গ্রামের পঞ্চায়েত প্রধান পদে প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ান। ভাগ্যের খেলায় প্রথমবার প্রার্থী হিসাবে দাঁড়িয়েই; পঞ্চায়েত প্রধানের পদ জিতে নেন তিনি। তারপর আবার ইউক্রেনেই চলে যান। তবে গ্রামে তার প্রধান পদে নির্বাচনের পিছনে; অন্য সমীকরণ দেখতে পান গ্রামের অনেক বাসিন্দারা। বৈশালীর বাবা পঞ্চায়েত ব্লকের প্রাক্তন সভাপতি; বাবার এই পদকেই কোনওভাবে কাজে লাগিয়ে তাঁর উত্থান কি না; এই নিয়েও রয়েছে বিতর্ক।

ইউক্রেনে আটকে পড়া হারদই জেলার তেরা পুরসালি গ্রামের প্রধান বৈশালী যাদবের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই; কীভাবে তিনি অনুমতি ছাড়াই বিদেশে গেলেন তা নিয়ে ফের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। অন্যদিকে, তাঁকে গ্রামেই পাওয়া গেছে বলে; ফেক নিউজ ছড়িয়ে পরেছে।

]]>
ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র, হাসপাতালে মরণপণ লড়াই https://thenewsbangla.com/an-indian-student-shot-in-ukraine-kyiv-admitted-in-hospital-russia-ukraine-crisis/ Fri, 04 Mar 2022 03:39:39 +0000 https://www.thenewsbangla.com/?p=14889 যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে; আসছে আরও ভয়ঙ্কর খবর। এবার ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র; হাসপাতালে চলছে মরণপণ লড়াই। এক ছাত্রের মৃত্যুর পরে; এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র; ভর্তি হাসপাতালে। সংবাদসংস্থার খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে; ওই ছাত্র গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে কর্ণাটকের হাভেরির বাসিন্দা; এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমা-বর্ষণে নিহত হয়েছিলেন।

এর আগে নবীণ শেখরাপ্পা নামে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার রাশিয়ার হামলায় মৃত্যু হয়; তারপরে ফের এক ভারতীয় ছাত্র আহত হলেন। জানা গেছে কিভ শহর ছেড়ে বেরিয়ে আসার সময়; তিনি গুলিবিদ্ধ হন৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং; সংবাদসংস্থাকে এই খবর জানিয়েছেন। ভি কে সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করে; কিভেরই (Kyiv) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভি কে সিং জানিয়েছেন; ‘গোলাগুলি দেখে না কে ভারতীয়, কে ইউক্রেনিয়ান, কে রাশিয়ান বা কে অন্য দেশের নাগরিক। আমাদের আরও এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন; তাঁর চিকিৎসা চলছে। আমাদের এখন লক্ষ্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যে কোনও মূল্যে ভারতীয়দের নিরাপদে বের করে আনা’। ভারতীয় দূতাবাস আগেই সাফ জানিয়ে দিয়েছিল যে; সকলের কিভ ছেড়ে চলে যাওয়া উচিত। তারপরেও কথা কানে তোলেননি অনেক ভারতীয়।

ভারতীয় ছাত্ররা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে; ভারতে নিরাপদে ফিরে যাওয়ার জন্য পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। চার কেন্দ্রীয় মন্ত্রী, হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু এবং জেনারেল ভি কে সিং; ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে উদ্ধারকাজে তদারকি করছেন।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের; রোমানেয়িা, পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলি দিয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া সীমান্তে; ভারতীয়দের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কিভ, খারকিভের মতো ইউক্রেনের সবথেকে বড় দুই শহর ছেড়ে; যে কোনও মূল্যে বেরিয়ে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু ইউক্রেনের সর্বত্রই এখন যেরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে; তাতে প্রতিবেশী দেশগুলির সীমান্তে পৌঁছনোই এখন ভারতীয়দের কাছে কঠিন হয়ে উঠছে। আরও এক ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তা ফের প্রমাণিত হল; এটা দ্বিতীয় ঘটনা যখন আক্রান্ত হল কোনও ভারতীয়।

]]>
রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিসাইলের আঘাতে ভারতীয় ছাত্রের মৃত্যু https://thenewsbangla.com/indian-student-killed-in-russia-ukraine-war-missile-strike/ Tue, 01 Mar 2022 11:54:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14875 রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিসাইলের আঘাতে; এক ভারতীয় ছাত্রের মৃত্যু। ইউক্রেনে এই প্রথম এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল। খারকিভে রুশ সেনার মিসাইল হামলায় তাঁর মৃত্যু হয়েছে; বলে মনে করা হচ্ছে। টুইট করে এই খবর জানিয়েছেন; বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরতে যাবার সময়; মিসাইলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই প্রথম এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল; মৃত ছাত্রের নাম নবীন এস.জি বা নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর (Naveen Shekharappa Gyanagoudar)। তিনি কর্ণাটকের বাসিন্দা; রুশ সেনার হামলায় তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের; তলব করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

ইতিমধ্যে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছে বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। পরিবারের প্রতি শোকজ্ঞপন করেছেন; বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi)। মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেন জুড়ে হামলার (Russia-Ukraine War) মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা। একের পর এক মিসাইল হানায়; গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বড় বড় বাড়ি। যার মধ্যে বহু সরকারি সংস্থার অফিস রয়েছে।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর; নবীন শেখরাপ্পার পাসপোর্ট নম্বর-S5613143। তাঁর বাড়ি কর্ণাটকের হাভেরি। তাঁর ইউক্রেনে বাড়ির ঠিকানা ছিল Arkitectora bekatova। তিনি খারকিভ জাতীয় মেডিকাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু; তিনিও স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন; তখনই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়; ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন ও তাঁর বন্ধুর।

ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য; সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ, ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই; সমস্যায় পড়ছেন ভারতীয়রা। সরকার এর আগে জানিয়েছিল; সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে; মঙ্গলবারের মধ্যে সকলে যেন কিয়েভ ছাড়েন। ট্রেনে বা অন্য কোনো ভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে; আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে আসা হয়েছে।

]]>
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বেসমেন্টে মেট্রো স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ প্লান ভারতের https://thenewsbangla.com/russia-ukraine-war-india-special-plan-to-rescue-students-detained-in-basement-metro-station-in-ukraine/ Sat, 26 Feb 2022 05:10:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14853 রাশিয়া-ইউক্রেন যুদ্ধর মধ্যেই; ইউক্রেনের বেসমেন্টে, মেট্রো-স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা নিল ভারত। রুশ আক্রমণের পরই; ইউক্রেনে বেসমেন্টে, মেট্রো স্টেশনে আশ্রয় নেয় ভারতীয় পড়ুয়ারা। কিভাবে তাদের উদ্ধার করবে ভারত? এটাই ছিল বড় প্রশ্ন। আটকে পরা পড়ুয়াদের উদ্ধার করতে; বিশেষ প্লান নিল ভারত। রুশ হামলার মুখে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে; তৎপরতার সঙ্গে চলছে কাজ। আটকে পড়া ভারতীয়দের রোমানিয়া বা হাঙ্গেরি সীমান্তের দিকে; যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে; ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে মুহুর্মুহু আক্রমণ; গুলি-গোলা-ক্ষেপণাস্ত্র বর্ষণ। এরমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন সুমী শহর; রুশ সৈনিকদের দখলে চলে এসেছে। এরপর সেখানে আটকে পড়া প্রায় ৪০০ ভারতীয় ছাত্র; বেসমেন্টে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য; ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার। তাঁদের বেশিরভাগই সুমি স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া; বেসমেন্টে বসে আতঙ্কের প্রহর গুণছেন তাঁরা। ওই পড়ুয়ারা বলেছেন, বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে; ফলে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে আছেন; কিছু ভারতীয় ও ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে পরা সব ভারতিয়কেই; রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রোমানিয়া, হাঙ্গেরি সীমান্তের চেকপোস্টে; ভারতীয় কূটনীতিকরা রয়েছেন। আটকে পরা ভারতীয়দেরই; রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে; সীমান্তের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্র পায়ে হেঁটেই; পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে; ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে; জানিয়েছেন পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক। তিনি জানিয়েছেন; ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে তিনটি দল তৈরি হয়েছে; পোল্যান্ড সরকার সমস্তরকম সহযোগিতা করছে। ভারতীয়দের যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে; বার করে আনার জন্য কাজ করছে পোল্যান্ড।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পোঁছেছেন; ভারতীয় কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; ইউক্রেন বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে; দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

]]>