High Court – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 12:58:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg High Court – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট https://thenewsbangla.com/nineteen-tmc-leaders-extraordinary-wealth-growth-in-just-five-years-ed-was-party-by-kolkata-high-court/ Mon, 08 Aug 2022 12:58:24 +0000 https://thenewsbangla.com/?p=15935 পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি; মামলা গ্রহন করে ইডিকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। ফের বিপদে শাসক তৃণমূল। বিগত কয়েক বছরে কিভাবে হল; শাসকদলের নেতাদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি? মামলায় ফিরাদ-মদন-শোভনদের পার্টি করার নির্দেশ দিল হাইকোর্ট; সেই সঙ্গে পার্টি করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-কেও।

সম্প্রতি চাকরি চুরি দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে; প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারা। এরই পরিস্থিতির মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে; নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। সোমবার একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে; পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সোমবার শুনানিতে; ইডি-কেও পার্টি করার নির্দেশ দিয়েছে। মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অর্জুন সিং, বিধায়ক মদন মিত্র-সহ; মোট ১৯ জন তৃণমূল নেতার নাম রয়েছে।

আরও পড়ুনঃ জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা

কোন কোন তৃণমূল নেতার নাম রয়েছে, এই তালিকায়? এরা হলেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়া; বর্তমান মেয়র ফিরহাদ হাকিম; জ্যোতিপ্রিয় মল্লিক; মলয় ঘটক; ব্রাত্য বসু; অর্জুন সিং; শিলিগুড়ি মেয়র গৌতম দেব; ইকবাল আহমেদ; স্বর্ণকমল সাহা; অরূপ রায়; জাভেদ খান; অমিত মিত্র; আব্দুর রজ্জাক মোল্লা; রাজীব বন্দ্যোপাধ্যায়; শিউলি সাহা; সব্যসাচী দত্ত; বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। শেষ দুজন তৃণমূল নেতা; ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি; ২০১৭ সালে এই জনস্বার্থ মামলা করেন। মামলায় বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া নেতা-মন্ত্রীদের তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে; বছরের পর বছর কিভাবে সম্পত্তি বেড়েছে তাদের। এমনকি শাসকদলের একাধিক নেতাদের, ঘনিষ্ঠ নিরাপত্তারক্ষী-দেরও; সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আকাশছোঁয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ; এই মামলা গ্রহণ করেন।

পাশাপাশি আর একটি মামলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ; কাজরী বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। তিনি একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও, কীভাবে তাঁর নামে পাঁচ-কোটি টাকার সম্পত্তি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

]]>
‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও https://thenewsbangla.com/tmc-left-setting-primary-tet-scam-cpm-leader-daughter-dismissed-from-primary-teacher-job/ Thu, 16 Jun 2022 07:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=15491 ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতিতে চাকরি গেল; ‘দাপুটে’ সিপিএম নেতার মেয়েরও। দুর্নীতির বাজারে, ক্ষমতা চলে গেলেও কি; বাগিয়ে নিয়েছে সিপিএম? উঠে গেল প্রশ্ন। ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে; ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই তালিকায় অদ্ভুত-ভাবে রয়েছে, পূর্ব বর্ধমানের একসময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দলন; আর তলায় তলায় নিজেরাও সেই দুর্নীতিতে যুক্ত; অভিযোগ এমনটাই।

২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি, ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত, বেতন বন্ধ ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বরখাস্তের সেই তালিকায় রয়েছে, কালনার ‘দাপুটে’ সিপিএম নেতা ও কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর; বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও। আর সিপিএম নেতার মেয়ের নাম নিয়েই; শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, ২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম; সেই তালিকার ২ নম্বরে নাম রয়েছে বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও।

আরও পড়ুনঃ পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’

একসময়, বামপন্থী সংগঠন All Bengal Primary Teachers Association-র পূর্ব বর্ধমানের পদাধিকারীও ছিলেন; সিপিএম নেতা বীরেন্দ্র বসু মল্লিক। তাঁর স্ত্রীও; একসময় গণতান্ত্রিক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছিলেন। এদিকে বৈশাখীর স্বামীও আবার প্রাইমারি শিক্ষক; যিনি আবার ২০১৫ সালে সিপিএমের হয়ে পুরভোটেও লড়েন। তাহলে কি তৃণমূল জমানায় দুর্নীতিতে; যোগ রয়েছে সিপিএমেরও? উঠেছে প্রশ্ন। বৈশাখী বসু মল্লিকের স্বামী শুভাশিস সরকার বলেন; “এটা কোর্টের বিষয় আমি কিছু বলতে পারব না; আমার স্ত্রী এখন বাইরে আছে”।

২০১৮ সালের জানুয়ারি মাসে, কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের; শিক্ষিকা পদে যোগ দিয়েছিলেন বৈশাখী বসু মল্লিকে। আদালতের নির্দেশে তাঁরও চাকরি গেছে, বিষয়টি জানাজানি হতেই যথেষ্ট শোরগোল ছড়িয়েছে কালনা শহর জুড়ে। সিপিএম নেতার মেয়ের চাকরি পাওয়া এবং বরখাস্ত হওয়ার ঘটনাকে; অ’স্ত্র করেছে তৃণমূলও। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন; “শুধু তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে বলে বিরোধীরা যে দাবি তোলে; তা যে ঠিক নয়, এই ঘটনাই তার প্রমাণ”।

“সিপিএম নেতারা দুর্নীতির বিরুদ্ধে বাজার কাঁপাচ্ছে; অন্যদিকে দুর্নীতি করে নিজের ছেলেমেয়েদের চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে”; দাবি কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের। এই ঘটনার দায় নিতে নারাজ; পূর্ব বর্ধমান জেলার সিপিএম নেতৃত্ব থেকে এবিপিটিএ কর্তৃপক্ষ। কালনা শহরের এরিয়া কমিটির সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন; “পার্টিতে যেই থাকুক না কেন; দুর্নীতির সঙ্গে যুক্ত হলে সেটা তার ব্যক্তিগত বিষয়। সে যে দুর্নীতি করত না; সেটাও প্রমাণ করার দায়িত্ব তাঁর”।

]]>
‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/landmark-verdict-of-justice-abhijit-gangopadhyay-cbi-sit-investigate-primary-tet-scam-under-calcutta-high-court-observation/ Wed, 15 Jun 2022 13:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15470 ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায়; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে; সিবিআইকে বিশেষ টিম বা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত হবে; কলকাতা হাইকোর্টের বিশেষ নজরদারিতে। সিবিআইকে সিট বা স্পেশাল ইনভেস্টেগেটিং টিম গঠনের নির্দেশ দিল আদালত। সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন; কলকাতা সিবিআই-য়ের এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা।

বুধবার এমনই নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত; সিবিআই এর এই টিমের; বা সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে, সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন; বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন; সেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তদন্তে গতি আনতে; নয়া নির্দেশও দেন এদিন।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

সিবিআইয়ের সিটে বা সেই স্পেশাল টাইম কারা কারা থাকবেন; আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এদিন শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন; “আমি আশা করব সিবিআই তদন্তে; এবার লক্ষণীয় অগ্রগতি হবে। যাতে আমাকে আর আশাহত হতে না হয়”। একইসঙ্গে তিনি আরও একবার মনে করিয়ে দেন; ‘অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়’।

আরও পড়ুনঃ করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল

এদিন প্রাথমিক টেটের দুটি মামলার; প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানায়, “আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলা-গুলি দেখছি; দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে”।

স্কুল সার্ভিস কমিশনের মত; ২০১৪ সালের প্রাইমারি টেট নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেছে। ২৬৯ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে; যাদের সবার চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল; কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৬৯ জন শিক্ষক; এবার সেই মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট, কলকাতা হাইকোর্টের নজরদারিতে।

]]>
জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা https://thenewsbangla.com/administration-silent-on-national-road-blockade-public-interest-litigation-case-filed-in-calcutta-high-court/ Fri, 10 Jun 2022 15:49:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15379 জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ; কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। পয়গম্বর ইস্যুতে পরপর দুদিন জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগে; কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতার। মামলাকারী দেবদত্ত মাজির অভিযোগ; এই ঘটনায় প্ররো’চনা দেওয়া হচ্ছে। আর কারা কারা এর সঙ্গে জড়িত, তা জানতেই; কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্ত দাবি করে; এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা গ্রহন করেছে; কলকাতা হাইকোর্ট।

হজরত মহ’ম্মদকে অপমান ইস্যুতে, পরপর দুদিন জাতীয় সড়ক অব’রোধ করার ঘটনায়; কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হল। বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররো’চনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্ত’প্ত করার অভিযোগেই; এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কারা এই ইস্যুতে প্ররো’চনা দিচ্ছেন? তা বলতে চাননি; সিংহবাহিনীর সম্পাদক দেবদত্ত মাজি। তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে; মামলাকারীদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ধূলাগড়ে শুক্রবার নমাজের পরই, জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু

আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে; এমনটাই জানা যাচ্ছে। এদিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান; পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত। সেই রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি জাতীয় সড়ক; টানা ১১ ঘণ্টা অব’রোধ করে রাখা হয়েছিল। সেখানে টায়ার পোড়া’নো এবং ইট ছোড়া হয়েছে; বলেও অভিযোগ করেছেন মামলাকারী দেবদত্ত মাজি।

আরও পড়ুনঃ মমতার আবেদনেও কাজ হল না, হাওড়ায় ‘মুস’লিম অধ্যু’ষিত’ এলাকায় ফের তা’ণ্ডব

রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধে কারা যুক্ত, তাঁদের খুঁজে বের করতেই; জনস্বার্থ মামলা বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই ঘটনার এনআইএ তদন্তও; দাবি করেছেন দেবদত্ত। প্রধান বিচারপতি এই মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

এদিনও পয়গম্বর ইস্যুতে পার্কসার্কাস, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচে বিক্ষোভ দেখান হয়। জোরদার বিক্ষোভ দেখানো হয়; হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে। কয়েকদিন আগেই পয়’গম্বর হজরত মহ’ম্মদকে নিয়ে; বিজেপি নেত্রী নূপুর শর্মা অবমা’ননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হন; সংখ্যা’লঘু সংম্প্র’দায়ের লোকজন। পরিস্থিতি সামাল দিতে; ওই বিজেপি নেত্রীকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি। গতকাল থেকে বাংলায়; প্রতিবাদে সরব হয়েছে সংখ্যা’লঘু মুস’লিম সম্প্র’দায়।

]]>
দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর https://thenewsbangla.com/tapan-dutta-murder-case-calcutta-high-court-ordered-cbi-probe/ Thu, 09 Jun 2022 07:09:52 +0000 https://www.thenewsbangla.com/?p=15326 দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে; ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার শুনানিতে সিবিআই তদন্তের বিরোধিতা করেন; মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আইনজীবী। বিচারপতি রাজশেখর মান্থা; সিবিআই তদন্তের নির্দেশ দেন।

বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, এই মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা গোটা দেশের মধ্যে নজিরবিহীন।

তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি বিচারপতি মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে, সন্দেহ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।

আরও পড়ুন; “একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”

শুনানিতে প্রতিমা দত্তের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন; “তদন্ত নিরপেক্ষ হচ্ছে না; বলে মন্তব্য করেছেন নিম্ন আদালতের বিচারক। ষষ্ঠী গায়েন অন্যায় না করলে; তাঁর আইনজীবী সিবিআই তদন্তে আপত্তি করছেন কেন”? এরপর রাজ্য সরকারের তরফে বলা হয়; “তদন্তে খামতি নেই; এখন সিবিআই তদন্তেরও কোন প্রয়োজনীয়তা নেই। তদন্ত ত্রুটিপূর্ণ হলে, আদালত আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিত”।

কিন্তু চার্জশিটের গরমিল দেখেই; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে; আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেতা তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; বৃহস্পতিবার এমন অভিযোগ করেন তপন দত্তের মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। “বাবার মৃত্যুর দায়ে, তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ দত্তের শাস্তি চাই”; একযোগে দাবি তুলেছেন মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। এই নিয়ে এখনও মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।

]]>
হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে স্থানিয় ভাষা ব্যবহারে জোর প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/hindi-english-exclude-pm-modi-insists-to-encourage-local-language-in-state-courts/ Sat, 30 Apr 2022 07:14:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15009 হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে; স্থানিয় ভাষা ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনকয়েক আগেই অমিত শাহ, দেশে ইংরেজির বিকল্প হিসেবে; হিন্দিকে গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে; দেশের সব মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে, এবার সম্পূর্ণ ভিন্ন সুর; প্রধানমন্ত্রী মোদীর গলায়। দেশের বিচার ব্যবস্থাকে আরও উন্নত করতে; আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরেই জোর দিলেন মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে, এক সম্মেলনে এমনটাই বললেন তিনি।

ঠিক কী বলেছেন মোদী? শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে, মোদী বলেন; “আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের; এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার-ব্যবস্থার প্রতি। বিচার-ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে; সংযোগ অনুভব করবেন তাঁরা”।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে; হিন্দি আগ্রাসনের অভিযোগ বারবার উঠেছে। সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছে; অমিত শাহর সাম্প্রতিক মন্তব্য। বহু ভাষা ও মিশ্র সংস্কৃতির দেশ ভারতে; হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলে ক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইংরেজির বিকল্প হিসেবে হিন্দিকে গ্রহণ করার; আবেদন জানাতে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই ব্যপক সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। দক্ষিণের রাজ্যগুলি, শাহর এহেন হিন্দি আগ্রাসনের প্রতিবাদে সরবও হয়েছিল।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন; কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন; কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মত রাজনৈতিক ব্যক্তিত্ত্ব থেকে শুরু করে সুরকার এ আর রহমানের মতে প্রখ্যাত ব্যক্তিরাও, অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী; পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও তীব্র প্রতিবাদ জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; এর প্রতিবাদ করেছেন। এরপরই শনিবার প্রধানমন্ত্রী মোদীর এহেন মন্তব্য; সেই বিতর্কে রাশ টানার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
হাসপাতাল কাণ্ডে রাজ্যের জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/calcutta-high-court-seeks-state-explanations-about-nrs-medical-college-issue/ Fri, 14 Jun 2019 08:43:42 +0000 https://www.thenewsbangla.com/?p=13811 এবার হাসপাতাল কাণ্ডে; রাজ্যের জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট। এনআরএস কাণ্ডের অশান্তির হাওয়া ছড়িয়ে পরেছে গোটা বাংলা সহ সারা দেশে। গত চারদিন ধরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সিকেয় উঠেছে। আন্দোলনের তিনদিন পরে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে এসে কর্মবিরতি তুলতে হুঁশিয়ারি দেবার পরে আন্দোলনের আগুনে ঘি পরে।

শুক্রবার রাজ্যে রোগী ভোগান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলা দায়ের করেন ডাক্তার কুনাল সাহা। এই মামলার সুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চায় এই বিষয়ে রাজ্যের অবস্থান কি, প্রধান বিচারপতি মন্তব্য করেন রাজ্যে চিকিৎসার অব্যাবস্থার সমাধান খুঁজতে হবে রাজ্যেকেই। খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান করতে উদ্যোগ নেয় রাজ্য।

আরও পড়ুন মমতার হুঁশিয়ারির উপেক্ষা করে ডাক্তারদের পাশে বাংলার বুদ্ধিজীবীরা

এদিকে এনআরএস হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার নিন্দা করে দেশজুড়ে প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ লাগিয়ে; প্ল্যাকার্ড হাতে বাংলায় আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকার বার্তা দেন এইমস-এর চিকিৎসকরা; কেউ কেউ মাথায় হেলমেট পরেই রোগী দেখছিলেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতলে গিয়ে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করার জন্য জুনিয়ার ডাক্তারদের কড়া বার্তা দেন; চিকিৎসার মতো জরুরী পরিষেবা দিনের পর দিন বন্ধ রাখা যায় না বলে তিনি ‘এসমা’ চালু করার করা বার্তাও দেন; কিন্তু এর পরেও গলেনি বরফ।

আরও পড়ুন এন আর এস কাণ্ডের নিন্দায় শুক্রবার কর্মবিরতি দিল্লির এইমসের ডাক্তারদের

বৃহস্পতিবার বিকেলে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে আবারও উত্তেজনা ছড়ায়; ছাত্রদেরকে লক্ষ্য করে হাসপাতালের বাইরে থেকে ইট ছোঁড়া হয়। ফের একজন ইন্টার্নের গুরুতর চোট লাগে; এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভবনা দেখছেন না অনেকেই। একই সঙ্গে এইমস-এর ডাক্তারদের কর্মবিরতিতে সমস্যা আরও জটিল আকার নিতে চলেছে।

জুনিয়ার ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার বুদ্ধিজীবীরা। শুক্রবার অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যতি মিশ্র সহ রাজ্যের বুদ্ধিজীবীরা; এন আর এস হাসপাতালে এসে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে; বিক্ষোভ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বক্তব্য রাখেন তাঁরা।

]]>
দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি https://thenewsbangla.com/bimal-gurung-and-roshan-giri-might-be-spotted-in-the-hills-from-today/ Thu, 04 Apr 2019 07:15:31 +0000 https://www.thenewsbangla.com/?p=9931 বিমল গুরুং এবং রোশন গিরিকে বৃহস্পতিবারই দেখা যাবে দার্জিলিংয়ে। এমনটাই বিশেষ সুত্রে জানা যাচ্ছে। ২০১৭ সালে দার্জিলিং অশান্ত হয়ে যাওয়ার পর, গুরুং এবং গিরি গা ঢাকা দিয়েছিলেন। রাজ্য পুলিশের কাছে তাকে দেখলেই গ্রেফতার করার নির্দেশ ছিল এতদিন। তারই কারণে প্রকাশ্যে আসতে পারছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা। বৃহস্পতিবার তাঁরা বাগডোগরা বিমান বন্দরে নেমে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবেন ভোটে পাহাড়ে থাকার আর্জি নিয়ে।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

গত ফেব্রুয়ারি মাসে বিমল গুরুং, রোশন গিরিরা লোকসভায় ভোট প্রচার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদন সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টের কাছে। কলকাতা হাইকোর্টের শাখা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবারই সেই মামলার প্রথম শুনানির জন্য দিল্লি থেকে জলপাইগুড়ি ফিরছেন বিমল এবং রোশন। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ি আদালতে যাবেন দুই নেতা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

ভোট প্রচার করার জন্যে তাঁদের যেন তিন সপ্তাহের নিরাপত্তা দেওয়া হয়, এমনটাই আবেদন করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সেই আবেদন ফিরিয়ে দিয়ে হাইকোর্টকে এই কেসের তদারকি করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। ৪ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ পেয়েছে হাইকোর্ট। মামলা চলাকালিন গুরুংদের গ্রেফতার করা যাবে না এমনটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৪দিন তাঁদের গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাবার পরেই তাঁরা প্রকাশ্যে আসছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

এদিকে বৃহস্পতিবারই জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারেন বিমল গুরুং রোশন গিরি। কারণ আগামী ৪দিন তাঁদের গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাবার পরেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। লোকসভা ভোটের মধ্যেই হারিয়ে যাওয়া ক্ষমতা ফেরত পেতে আবার মরিয়া গোর্খা জনমুক্তি নেতারা।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

এই কারণে এদিন সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাহাড়েও সতর্ক করা হয়েছে পুলিশকে। গোটা ঘটনার দিকে নজর রেখেছে নির্বাচন কমিশনও। এছাড়াও দার্জিলিং এর বিভিন্ন এলাকা থেকে মোর্চা নেতা-কর্মীরাও বাগডোগরা বিমানবন্দরে ভিড় করেছেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

মামলায় রায় তাঁদের পক্ষে গেলে, আসন্ন লোকসভা ভোটে পাহাড়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচার করবেন তারা। সমর্থন করবেন বিজেপি প্রার্থীকে। আর এটা আটকাতেই তৎপর রাজ্য। এখন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ কি রায় দেয় সেটাই এখন দেখার। তার উপরই নির্ভর করছে বিমল ও রোশনের পাহাড়ে ভোট প্রচারের ভবিষ্যৎ।

আরও পড়ুনঃ এক্সপায়ারি বাবুকে চ্যালেঞ্জ স্পিডব্রেকারের, বাংলায় মোদী মমতা তরজা তুঙ্গে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাহাড়ের ভোটে কি নামতে পারবেন বিমল রোশন জানাল আদালত https://thenewsbangla.com/bimal-gurung-and-roshan-giris-request-returned-to-high-court/ Wed, 03 Apr 2019 08:06:10 +0000 https://www.thenewsbangla.com/?p=9818 বিমল গুরুং এর ঘরে ফেরার আবেদন ফের কলকাতা হাইকোর্টেই ফেরাল সুপ্রিম কোর্ট। পাহাড়ে লোকসভা ভোটের প্রচার চালানোর জন্য শীর্ষ কোর্টে আবেদন করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা। এই আবেদনেরই শুনানি বুধবার ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত ফের এই মামলা ফেরত পাঠাল হাই কোর্টে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

ভোটের সময় পাহাড়ে ফিরতে হাইকোর্টের কাছেই ফের আবেদন করার পরামর্শ দিল শীর্ষ আদালত। জানাল, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে অনেক সময় লেগে যাবে। তাতে ভোটের সময় পেরিয়ে যেতে পারে। তাই, হাইকোর্টেই এই মামলার দ্রুত শুনানির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে ছিল বিমল গুরুং ও রোশন গিরি। ২০১৭ সালে দার্জিলিং অশান্ত হয়ে যাওয়ার পরই গা ঢাকা দিয়েছিলেন গুরুং। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। এমনকি, রাজ্য পুলিশের কাছে তাকে দেখলেই গ্রেফতার করার নির্দেশও আছে। তার হাত থেকে বাঁচতেই দেশের শীর্ষ আদালতে আপিল করে গুরুং শিবির।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

ফেব্রুয়ারি মাসে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেই জানিয়ে ছিলেন গুরুং। ভোট প্রচার করার জন্যে তাকে যেন তিন সপ্তাহের নিরাপত্তা দেওয়া হয়, এমনটাই আবেদন করেছিলেন গুরুং। তবে, সেই আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট।

হাইকোর্টকে এই কেসের তদারকি করতে নির্দেশ দিয়েছে দিল্লির শীর্ষ আদালত। ৪ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ পেয়েছে হাইকোর্ট। জানা গেছে, মামলা চলাকালিন গুরুংদের গ্রেফতার করা যাবে ন, বলেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্যানেল অগ্রাহ্য করে কাউন্সেলিং, এসএসসির জবাব তলব হাইকোর্টের https://thenewsbangla.com/calcutta-high-court-orders-sscs-response-on-counseling-by-ignoring-the-panel/ Thu, 14 Feb 2019 17:11:24 +0000 https://www.thenewsbangla.com/?p=6819 প্যানেল অগ্রাহ্য করে চলছে কাউন্সেলিং! এসএসসির জবাব তলব কলকাতা হাইকোর্টের। প্যানেলে নাম থাকা এক শিক্ষিকার মামলার জেরে এসএসসির জবাব চেয়েছে ক্ষুব্ধ হাইকোর্ট।

শিক্ষক নিয়োগের এসএলএসটির পরীক্ষায় চুড়ান্ত প্যানেলে শিক্ষিকার নাম থাকার সত্ত্বেও কাউন্সেলিংয়ের সময় কিভাবে তাঁর নাম বাদ পড়ল? প্যানেল অগ্রাহ্য করে কাউন্সেলিং ছাড়াই কিভাবেই বা সাধারণ স্কুল এবং বালিকা বিদ্যালয় এই দুধরণের স্কুলের তালিকায় ওই শিক্ষিকার নাম অন্তর্ভুক্ত করল না স্কুল সার্ভিস কমিশন? এর কারণগুলো দর্শাতে বৃহস্পতিবার এসএসসিকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এসএসসির এই কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত রিপোর্ট আগামী ৫ই মার্চের মধ্যে এসএসসিকে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ।

এদিনের শুনানিতে মামলাকারি অমৃতা ঠাকুরের পক্ষের আইনজীবী আশিসকুমার চৌধুরি আদালতে বলেন, “এসএসসির আইনের রুল ১২ অনুয়াযী চাকরিপ্রার্থীকে কোয়েড এবং গার্লস, এই দুধরণের স্কুলের নিয়োগ তালিকায় সুযোগ দিতে হবে, কিন্তু সেটা হয়নি”।

ওই প্রার্থীর অভিযোগ, পরীক্ষায় যারা তার চেয়ে কম নম্বর পেয়েছেন এবং চুড়ান্ত প্যানেলে নামও নীচের দিকে রয়েছে এইরকম প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হলেও তাঁর নাম বাদ পড়েছে। তাঁর আরও অভিযোগ, সাধারণ স্কুল এবং বালিকা বিদ্যালয় এই দুই ধরণের স্কুলের তালিকা থেকেও তাঁর নাম বাদ গিয়েছে।

তখন এসএসসির পক্ষের আইনজীবী সুতনু পাত্র বলেন, “লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। সেখানে এই প্রার্থী কম নম্বর পেয়েছেন”। তখন বিচারপতি আইনজীবীকে প্রশ্ন করেন, এসএসসির রুলে এবিষয়ে কি বলা রয়েছে সেটা পেশ করুন। অবশ্য বিচারপতির এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী।

উভয়পক্ষের বক্তব্য শুনে এই প্রসঙ্গে রিপোর্ট তলব করে আদালত। প্রসঙ্গত, ২০১৬ সালের এসএলএসটির জীবন বিজ্ঞানের শিক্ষকতার পরীক্ষা দেন অমৃতা ঠাকুর। পরীক্ষায় পাশ করার পর চুড়ান্ত প্যানেলে নাম ওঠে তাঁর। কিন্তু ওই প্রার্থীর অভিযোগ, তার চেয়ে কম নম্বর পাওয়া প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হলেও তাঁর নাম বাদ পড়েছে।

পাশাপাশি স্কুল বিভাজনের তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে এসএসসির দ্বারস্থ হলেও কোনও উত্তর না পেয়ে আদালতে মামলা দায়ের করেন ওই প্রার্থী। এদিন কলকাতা হাইকোর্টে মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ প্রচণ্ড ক্ষুব্ধ হন এসএসসির উত্তরে। তারপরেই এই সংক্রান্ত বিষয়ে সমস্ত রিপোর্ট আগামী ৫ই মার্চের মধ্যে এসএসসিকে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

]]>