GovtSchool – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 05:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg GovtSchool – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল আমলে সব সম্ভব, হাজার টাকা ডোনেশন দিতে না পারায় সরকারি স্কুলে ছাত্রকে টিসি https://thenewsbangla.com/govt-school-student-gets-tc-for-not-giving-donation-everything-possible-in-tmc-era/ Sat, 10 Sep 2022 05:15:15 +0000 https://thenewsbangla.com/?p=16746 তৃণমূল আমলে সব সম্ভব, হাজার টাকা ডোনেশন দিতে না পারায় সরকারি স্কুলে ছাত্রকে টিসি। তৃণমূল আমলে বাংলার সরকারি স্কুলেও, ‘ডোনেশন’ দুর্নীতি। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে হলে, ছাত্র পিছু এক হাজার টাকা ডোনেশন দিতেই হবে। বাধ্যতামূলক। সবাই মুখ বুজে দিয়েও দেয়। আর সেই হাজার টাকা দিতে না পারায়, এক ছাত্রের রেজিস্ট্রেশন আটকে দিল স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে, ওই ছাত্রকে স্কুলে না রেখে পরীক্ষার আগেই টিসি দিয়ে দিয়েছে। পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের বিরুদ্ধে, ভয়ঙ্কর অভিযোগ তুলেছে একাদশ শ্রেণীর এক পড়ুয়ার পরিবার।

এক হাজার টাকা ডোনেশন দিতে না পারায়, ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার অভিযোগ সরকারি স্কুলের বিরুদ্ধে। উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে গেলেই, দিতে হবে ১১৫০ টাকা। কিন্তু সরকারি স্কুলের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি হাজারের বেশি হয় কীভাবে? পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের বিরুদ্ধে, এই অভিযোগ তুলেছে একাদশ শ্রেণীর এক পড়ুয়ার পরিবার।

আরও পড়ুন; গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়

রাজ্য সরকারি স্কুলেও, রেজিস্ট্রেশন ফি-র আড়ালে ডোনেশন চাওয়ার অভিযোগ। অভিযোগ অনেকটাই প্রমাণিত। হ্যাঁ, ১০০০ টাকা করে স্কুল ফাংশানের নাম করে নিচ্ছে, পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুল। সবাই দিয়েও দিয়েছে, ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু গরিব ছেলের বাবা-মা তা দিতে অস্বীকার করেছেন। তাদের পক্ষে ১০০০ টাকা দেওয়াটাও বেশ সমস্যার। আর সেটাই হল অপরাধ। লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা।

]]>
বাংলার সরকারি স্কুলেও ‘ডোনেশন’ দুর্নীতি, দিতে না পারায় ছাত্রের রেজিস্ট্রেশন আটকে https://thenewsbangla.com/bengal-govt-school-donation-scam-students-hs-registration-blocked-due-to-non-payment-donation/ Thu, 08 Sep 2022 04:19:34 +0000 https://thenewsbangla.com/?p=16705 বাংলার সরকারি স্কুলেও ‘ডোনেশন’ দুর্নীতি, দিতে না পারায় ছাত্রের রেজিস্ট্রেশন আটকে দিল স্কুল কর্তৃপক্ষ। ডোনেশন দিতে না পারায় ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন, আটকে দেওয়ার অভিযোগ সরকারি স্কুলের বিরুদ্ধে। উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে গেলেই, দিতে হবে ১১৫০ টাকা। কিন্তু সরকারি স্কুলের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি হাজারের বেশি হয় কীভাবে? পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের বিরুদ্ধে, এই অভিযোগ তুলেছে একাদশ শ্রেণীর এক পড়ুয়ার পরিবার।

রাজ্য সরকারি স্কুলেও, রেজিস্ট্রেশন ফি-র আড়ালে ডোনেশন চাওয়ার অভিযোগ। দিতে না পারায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনই, আটকে দেওয়া হয়েছে। ২৯ আগস্ট, উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের নোটিস দেয়, সিএমএস কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে বলা হয়, ১ হাজার ১৫০ টাকা। স্কুলের একাদশ শ্রেণির এক পড়ুয়ার মা-এর অভিযোগ, ১০০০ টাকা ডোনেশন দেওয়ার ক্ষমতা নেই বলে জানালে, অভব্য আচরণ করেন প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ বিধাননগর, বাগুইআটি, বসিরহাট, দুই ছাত্র খু’নে মমতার পুলিশের উদাসিনতা লজ্জাজনক

স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, ১৫০ টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, আর ১০০০ টাকা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ডোনেশন দিতে হবে। সিএমএস হাইস্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায়ের দাবি, “ডোনেশন যাঁরা দিতে পেরেছেন, তাঁদের কাছেই নেওয়া হয়েছে। বাকিদের নেওয়া হয়নি”।

পড়ুয়ার পরিবার, বর্ধমান থানা ও জেলা স্কুল পরিদর্শকের কাছে, লিখিত অভিযোগ দায়ের করেছে। ২৬ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ তারিখ। তার আগে স্কুল কাউন্সিলের বৈঠকে, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

]]>