ED – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 17 Nov 2022 12:57:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ED – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি https://thenewsbangla.com/cow-smuggling-case-enforcement-directorate-ed-arrest-anubrata-mondal-after-cbi/ Thu, 17 Nov 2022 12:21:03 +0000 https://thenewsbangla.com/?p=16973 গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি। গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে, গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার সাড়ে ৫ ঘণ্টা ধরে জেরার পর, তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই সংস্থা। জেরায় কোন প্রশ্নের উত্তর দেননি তিনি, এমনটাই জানা যাচ্ছে। তাঁকে কি এবার দিল্লি নিয়ে যাওয়া হবে? এটাই এখন বড় প্রশ্ন।

গরু পাচারের গেরো, সিবিআই-য়ের পর মণ্ডলবাবু এবার ইডির হাতে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, জেরার জন্য। এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সিবিআই-র পর এবার ইডি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হল, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অনুব্রতকে আদালতে তোলা হবে ও দিল্লি নিয়ে যাবার অনুমতি নেওয়া হবে। ইডি সূত্রে খবর, তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল।

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জেরা করতে, আজ আসানসোলের বিশেষ সংশোধনাগারে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি-র তিন প্রতিনিধি। এদিনই প্রথম এই মামলায় অনুব্রতকে জেরা করে ইডি। গরু পাচার মামলায়, ইতিমধ্যেই সায়গল হুসেনকে জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। এবার তার সামনে হাজির করা হবে, আসল মাথা অনুব্রত মণ্ডলকে।

গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডল ও তাঁর দেহ রক্ষী সায়গল হুসেনকে। এরপর সিবিআই তদন্তে উঠে আসে, একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের হদিস মেলার পরও সাম্প্রতিক সময়ে আরও তিনটি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক, ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬.৪৫ কোটি টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

]]>
“১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা” https://thenewsbangla.com/manik-bhattacharya-tmc-mla-main-accused-on-school-jobs-scam-by-ed/ Wed, 12 Oct 2022 13:02:20 +0000 https://thenewsbangla.com/?p=16949 “১১ বছরে ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতি, মানিক ভট্টাচার্যই চাকরি বিক্রির মাথা”, আদালতে এমনটাই জানাল ইডি। ৫৮ হাজারের বেশি নিয়োগ দুর্নীতিতে, জড়িত মানিক ভট্টাচার্য, এমনই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আদালতে হেফাজত পাওয়ার পর, রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মানিককে নিয়ে।

মানিকের আমলে প্রাথমিকে, ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে বলে দাবি ইডি-র। জেনেশুনেই মানিক বেআইনি ভাবে চাকরি দেওয়ার দুর্নীতির সঙ্গে, প্রতি ধাপে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয় ইডি-এ তরফে। চাকরি চুরি দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর, নির্দেশও দিতেন তিনিই। তাঁর পরিবারের সদস্যদের, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকা জমা হয়েছে।

আদালতে ইডি-র আরও জানায়, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, সেই সব পরীক্ষা করে মিলেছে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির মাথা, এই মানিকই, এমনটাই অভিযোগ। ৫৮ হাজার নিয়োগেই দুর্নীতি, এমনটাই অভিযোগ।

ইডি সূত্রে দাবি, নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন জেলার নিয়োগকারীদের সঙ্গে, মেসেজ আদানপ্রদান হয়েছে মানিকের। প্রার্থী তালিকা তৈরি নিয়েও, চলেছে টেক্সট। সমস্ত তথ্যপ্রমাণ সামনে রেখেই, এদিন মানিককে জেরা করে ইডি। এমনটাই ইডি সূত্রের খবর। পাশাপাশি, মানিকের মোবাইল ফোনে, হোয়াটস অ্যাপে মেলা সন্দেহজনক দুটি নাম DD ও RK-র পরিচয় সম্পর্কেও জানতে চায় ইডি।

]]>
২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই https://thenewsbangla.com/pfi-aims-to-make-india-an-islamic-country-by-2047-india-govt-took-steps/ Tue, 27 Sep 2022 05:27:54 +0000 https://thenewsbangla.com/?p=16864 ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), এবার জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।

কিছুদিন আগেই দেশ জুড়ে পিএফআইয়ের নানা দফতরে, তল্লাশি চালানো হয়েছিল। সংগঠনের নানা কাগজপত্র থেকে জানা গিয়েছিল, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ভারতকে, ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছিল তারা।

আরও পড়ুনঃ চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র বিলি, স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

গত ২২ সেপ্টেম্বর ১৫টি রাজ্যের বিভিন্ন জায়গায়, পিএফআইয়ের ডেরায় তল্লাশি চালায় এনআইএ ও ইডি। তল্লাশি চলাকালীনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, গোপন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত সেখানেই এই মৌল’বাদী সংগঠনটিকে, নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম কী হবে,তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

পিএফআইকে যদি জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল কায়দা,জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে, একাসনে বসে যাবে এই সংগঠন। ভারতে বিছিন্ন’তাবাদি ও সন্ত্রা’সবাদি আক্র’মণ করাই, এই মুসলিম সংগঠন-টির কাজ। তাই একে নিষিদ্ধ করা হবে।

]]>
“আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ https://thenewsbangla.com/partha-chatterjee-cried-at-court-for-bail-after-ed-lawyers-present-evidence/ Wed, 14 Sep 2022 14:54:18 +0000 https://thenewsbangla.com/?p=16798 “আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন”, আদালতে কেঁদে ভাসালেন পার্থ। এবার শুনানি চলাকালিন আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কান্নাভেজা গলায় আদালতে বিচারপতির কাছে তিনি জানান, “আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে ঘরবন্দি করে রাখুন কিন্তু জামিন দিন”। বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়েছিল, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই নিজের জামিনের জন্য, কাতর আর্জি জানান পার্থ। একইসঙ্গে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে, তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার আদালতে ইডির আইনজীবীরা জানান, ‘পার্থ-অর্পিতার প্রায় ১০০ কোটি টাকার, সম্পত্তির হদিশ মিলেছে’। কিন্তু এই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, বলে দাবি করেছেন পার্থ। তিনি বলেছেন, “ইডি আধিকারিকরা আমার বিধানসভা কেন্দ্রে এসে দেখুন, আমি কে, আমার পরিবার কী, এত টাকা নিয়ে আমি কী করব? কোথা থেকে আসবে এত টাকা?” এরপরই আদালতে কেঁদে ফেলেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ধরা-ধরা গলায় তিনি বলেন, “প্রয়োজনে আমাকে ঘরে আটকে রাখুন। বাড়িতে বন্ধ করে রাখুন। কিন্তু আমাকে বাঁচতে দিন। আমাকে জামিন দিন”।

আরও পড়ুন; “আমি থাকলে মাথায় গুলি করতাম, পুলিশ সংযম দেখিয়েছে”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে বিচারপতি জানান, “আপনার পরিচিতের ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা পাওয়া গেল, আপনাদের দুজনের নামে যৌথ সম্পত্তি উদ্ধার হচ্ছে একের পর এক, আর আপনি কিছুই জানেন না, এটা বিশ্বাস করা যায়”?

]]>
গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ https://thenewsbangla.com/ed-seizes-15-crores-from-kolkata-businessman-house-firhad-hakim-says-conspiracy/ Sat, 10 Sep 2022 11:49:28 +0000 https://thenewsbangla.com/?p=16755 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম। গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে, হাঁড়ির ভিতরে টাকার পাহাড়। ইডির অভিযানে উদ্ধার, ১৫ কোটির বেশি নগদ, মিলেছে অনেক সোনার গয়নাও। উদ্ধার হওয়া নোটের তাড়া, এখনও মেশিনে গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা আরও বাড়তে পারে, বলে মনে করছে ইডি কর্তারা। এদিকে কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে, এবার মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে, ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে, প্রধানত দু’টি কারণ আছে বলে দাবি ফিরহাদের। তিনি বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির হানার পিছনে, দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা। এসব করে তৃণমূল দলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে তারা আর বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই না করে। আর দুই, বাংলার ব্যবসায়ীদের ভয় পাইয়ে দেওয়া। যাতে তারা বাংলায় ব্যবসা না করে, ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুনঃ ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

শনিবার কলকাতার তিন জায়গায়, ইডি তল্লাশি চালায়। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, পরিবহন ব্যবসায়ি মহম্মদ নিসার খানের খাটের তলা থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

]]>
ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান https://thenewsbangla.com/ed-raids-kolkata-businessmans-residence-huge-money-recovered/ Sat, 10 Sep 2022 08:22:57 +0000 https://thenewsbangla.com/?p=16752 ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান। শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে, পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত যা গোনা হয়েছে, তা ৭ কোটি টাকারও বেশি। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে, প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোনা শুরু হয়েছে।

ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার, ৭ কোটি টাকা গার্ডেনরিচে। পরিমাণ আরও বাড়বে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে, উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে, ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে। অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে, ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ

শনিবার কলকাতার তিন জায়গায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছে।

আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ, ৭ কোটি বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে, তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। গার্ডেনরিচে শাহি আস্তাবল গলির পাশেই, ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এখন।

]]>
ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি https://thenewsbangla.com/ed-called-mamata-banerjee-minister-tmc-leader-moloy-ghatak-in-coal-smuggling-case/ Wed, 31 Aug 2022 13:49:47 +0000 https://thenewsbangla.com/?p=16555 ডাক পড়ল, কয়লা পাচার কাণ্ডে এবার কোন তৃণমূল নেতাকে তলব করল ইডি? এবার আইনমন্ত্রী মলয় ঘটক-কে ডেকে পাঠাল ইডি। গত ২০২১ সালের অক্টোবর মাসে কয়লা কাণ্ডের তদন্তে, ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সে সময় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য, দিল্লিতে তলব করা হয়েছিল গত ২ ফেব্রুয়ারি।

কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটকের বিরুদ্ধে, বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই খবর সূত্রের। ইডির তরফ থেকে বলা হচ্ছে, মলয়বাবুকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মলয় ঘটকের তরফ থেকে, ইডির ডাক নিয়ে এখনও কিছুই বলা হয়নি। তাকে কবে ডাকা হয়েছে, তাও তিনি জানাননি। তবে ইডি সূত্রে জানানো হয়েছে, মমতার মন্ত্রীকে ফের তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে মলয়বাবুর বয়ানও রেকর্ড করা হবে। চলবে জিজ্ঞাসাবাদ। যদি, মলয় হাজিরা না দেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে, পিছপা হবে না ইডি। যদিও, এখনও এ নিয়ে মলয় ঘটকের তরফে, কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে মলয় ঘটককে দিল্লিতে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, তিনি দিল্লি যাচ্ছেন কিনা তাও স্পষ্ট নয়।

]]>
খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব https://thenewsbangla.com/ed-asks-for-all-primary-teachers-information-recruited-in-tmc-era-from-2011/ Tue, 30 Aug 2022 16:54:01 +0000 https://thenewsbangla.com/?p=16533 খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব। প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে; আরও কড়া ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবার ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত; নিয়োগ হওয়া সকল প্রাথমিক শিক্ষকের সম্পর্কে তথ্য তলব ইডির। প্রয়োজনীয় তথ্য দিতে হবে; রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে। জরুরিভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করতে, সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে; এদিন চিঠি পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষর করা, সেই চিঠিতে বলা হয়েছে; ১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত এক্সেল ফরম্যাটে তথ্য পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানো চিঠিতে; উল্লেখ করা হয়েছে ইডি-র তথ্য তলবের কথা। চিঠিতে আরও বলা হয়েছে, আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে; ইডির জয়েন্ট ডিরেক্টরের অফিস। সেই অনুযায়ী, ইডি-র ডেপুটি ডিরেক্টর জরুরিভিত্তিতে দু-দিনের মধ্যে; ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে, নিয়োগ হওয়াদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য

১ সেপ্টেম্বরের মধ্যে ই-মেল করে, তৃণমূল আমলে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা ও নির্ধারিত ফরম্যাটে; তাদের সম্পর্কে সব তথ্য পাঠাতে বলা হয়েছে। ফরম্যাট অনুসারে নিয়োগ পাওয়া প্রার্থীর নাম, টেট পরীক্ষার রোল নম্বর, বাবার নাম, ক্যাটাগরি, প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, যে স্কুলে নিয়োগ পেয়েছিলেন এবং যে বছর নিয়োগ পেয়েছিলেন; সব তথ্য জানাতে হবে।

]]>
কয়লা পাচার মামলায় ডাক মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ https://thenewsbangla.com/abhishek-banerjee-sister-in-law-menka-gombhir-interrogated-in-kolkata-ordered-calcutta-high-court/ Tue, 30 Aug 2022 10:58:22 +0000 https://thenewsbangla.com/?p=16526 কয়লা পাচার মামলায় স্বস্তি মেনকার, অভিষেকের শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের। কয়লা পাচার মামলায়, এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। মঙ্গলবার অভিষেকের পাশাপাশি মেনকা-কেও, ফের নোটিস দেওয়া হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শেষে কয়লা পাচার মামলায় কিছুটা স্বস্তি পেলেন মেনকা। তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন নেই বলে, জানাল কলকাতা হাইকোর্ট।

ইডি-র সমনকে পাল্টা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মেনকা। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও কড়া পদক্ষেপ করা না হয়। জিজ্ঞাসাবাদ যেন কলকাতাতেই হয়। অভিষেকের শ্যালিকা মেনকার লন্ডনের ব্যাঙ্ক আকাউন্টে, কিসের টাকা পাচার? এটাই জানতে চায় ইডি।

আরও পড়ুনঃ ‘সুরবদল’, মমতার পর তৃণমূলের দায়িত্বে অভিষেকেই ‘আস্থা’ ফিরহাদের

কয়লা পাচার মামলাতেই অভিষেককে, কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। কিন্তু মেনকাকে দিল্লিতে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আদালতে মেনকা গম্ভীরের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, অভিষেক ও রুজিরা কলকাতায় তদন্তে যোগ দিচ্ছেন, তাহলে মেনকার ক্ষেত্রে অসুবিধা কোথায়? ইডির সমন খারিজ করার আর্জি জানাননি মেনকা। শুধু প্রশ্ন তুলেছিলেন, কলকাতার বদলে দিল্লিতে ডেকে পাঠানো হল কেন?

অন্যদিকে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, পুরো মামলা দিল্লিতে হয়েছে। কয়লা আর গরু নিয়ে শুধু কলকাতায় মামলা হয়নি, গোটা দেশ জুড়ে মামলা চলছে। তাঁর দাবি, এমন কিছু নথি রয়েছে, যেগুলো দিল্লি থেকে কলকাতায় পাঠানো সম্ভব নয়, সেই কারণেই দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে মেনকাকে। তবে ইডির দাবি মানেনি বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শেষে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীর-কেও কলকাতাতেই জেরা করার নির্দেশ দেন বিচারপতি।

]]>
আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব https://thenewsbangla.com/abhishek-banerjee-summons-by-ed-at-kolkata-cgo-complex-office-in-coal-cow-smuggling-case/ Tue, 30 Aug 2022 05:46:41 +0000 https://thenewsbangla.com/?p=16496 আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা-পাচার কাণ্ডে ‘ভাইপো’কে তলব। গরু কয়লা পাচার কাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে হাজিরার নির্দেশ দিল ইডি। আগামী ২রা সেপ্টেম্বর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। ইডি সূত্রে জানা যাচ্ছে আগামী ২রা সেপ্টেম্বর, কয়লা-পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে, ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে। তবে অভিষেক বা তৃণমূল সূত্রে এই নিয়ে, এখনও কিছু জানানো হয়নি।

এর আগেও দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে, হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক ও রুজিরাকে। কিন্তু সেই সময় সাংসদ ও তাঁর স্ত্রী ইডির পাঠানো নোটিসের বিরোধিতা করে, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা, দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে, ইডির অফিসে ডেকে পাঠানো হচ্ছে। ইডি যাতে কলকাতায় গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে, সেই আবেদনও জানানো হয়েছিল। এবার কলকাতার অফিসেই, ডেকে পাঠাল ইডি।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরাতে ‘চক্রান্ত’

সোমবারই তৃণমূলের ছাত্র পরিষদের জনসভা থেকে, অভিষেক বলেছিলেন, “৫ দিন পরেই, কোন কাণ্ড হবে”। দেখা গেল ৫দিন গেল না, তার আগেই অভিষেকের ডাক পরল ইডি দফতরে। কয়লা-পাচার কাণ্ডে কয়েক-হাজার কোটি টাকা, বউয়ের দুবাই আকাউন্টে ও শা’লির লন্ডন আকাউন্টে সরিয়েছেন বলেই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার নির্দিষ্ট প্রমাণ পেয়েছে, ইডি ও সিবিআই।

]]>