DebangshuBhattacharya – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 01 Sep 2022 04:14:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg DebangshuBhattacharya – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা https://thenewsbangla.com/tmc-student-leaders-from-ghiyasuddin-to-bittu-bengal-education-in-darkness-of-shame/ Thu, 01 Sep 2022 04:14:05 +0000 https://thenewsbangla.com/?p=16558 তৃণমূলের ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন মোল্লা থেকে বিট্টু মল্লিক, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে হেনস্থার ইস্যুতে, খবরে এসেছিল তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন। এবার জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের, টেবিল-চাপড়ে আঙুল-উঁচিয়ে হু’মকি দিল জামালপুর টিএমসিপির ব্লক-প্রেসিডেন্ট বিট্টু মল্লিক। শিক্ষা-জগতে ছাত্রনেতার নামে, তৃণমূলের গু’ন্ডাগিরির নজির দেখছে বাংলার মানুষ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার ঘটনার, নিন্দায় সরব হয় সবস্তরের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। চরম অস্বস্তিতে পরে রাজ্যের শাসকদল। চাপে পরে উপাচার্যকে হেনস্তার ঘটনায়, অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এবার সামনে এল জামালপুর টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের শা’সানির ঘটনা। যা দেখে চমকে উঠেছে গোটা বাংলা।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা ভাঙড়ের কুখ্যাত নেতা আরাবুল ইসলাম, হামেশাই টেবিল চাপড়ে অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিত। সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হল, পূর্ব বর্ধমানের জামালপুর। টিচার্স রুমে ঢুকে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আরাবুলের কায়দায় টেবিল চাপড়ে ও আঙুল উচিয়ে কলেজ শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিলেন।

বিট্টু মল্লিক জামালপুর কলেজের বর্তমান পড়ুয়াও নন, প্রাক্তনীও নন। তারপরও কীভাবে এই ছাত্রনেতা, ঢুকে এলেন টিচার্স রুমে? কার জোরে এভাবে টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে, তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিলেন? ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, সেই প্রশ্নই তুলছে বাংলার মানুষ, উঠেছে নিন্দার ঝড়।

]]>
দাদা’গিরির দিন শেষ, ট্রেন থেকে নামিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের পে’টাল আমজনতা https://thenewsbangla.com/dadagiri-end-tmcp-members-got-education-from-bengal-common-public/ Tue, 30 Aug 2022 03:51:09 +0000 https://thenewsbangla.com/?p=16490 বাংলার মানুষ বুঝিয়ে দিল দাদা’গিরির দিন শেষ, ট্রেন থেকে নামিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের পে’টাল আমজনতা। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যাওয়ার জন্য, লোকাল ট্রেনের দরজা আটকে বগি দখল। উঠতে দেওয়া হল না, সাধারণ মানুষকে। শ্যামনগরে প্রতিবাদ করল আমজনতা। তৃণমূল সমর্থকদের সঙ্গে যাত্রীদের মারা’মারিতে, রণ’ক্ষেত্র হয়ে উঠল শ্যামনগর রেল স্টেশন।

রবিবার ছিল, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সোমবার সপ্তাহের প্রথম দিনে, ২৯ অগস্ট ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আসতে লোকাল ট্রেনের দরজা বন্ধ করে, আসার অভিযোগ ওঠে বিভিন্ন জায়গা থেকে। ডাউন কল্যাণী লোকালে চড়ে কলকাতায় আসছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। দরজা বন্ধ করে ট্রেনের কামরাতে, সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের উঠতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, চাকরি নিয়োগ মামলা থেকে সরানোর চেষ্টা

শ্যামনগর স্টেশনে ট্রেন থামলেও, দরজা না খোলায় উঠতে পারেনি কোন মানুষ। এরপরেই তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে, প্রতিবাদ করে সাধারণ মানুষ। নিত্যযাত্রীরা দরজায় ধাক্কা মারতে থাকেন। চাপে পরে, খুলে দেওয়া হয় দরজা। এরপরেই নিত্যযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান, ছাত্র পরিষদের সমর্থকরা। দুপক্ষের মধ্যে গালি’গালাজও শুরু হয়ে যায়, শেষে হাতা’হাতিও হয়। ছাত্র পরিষদের সদস্যদের, মারধর করেন সাধারণ মানুষ।

বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, দাদা’গিরির দিন শেষ। কোন রাজনৈতিক দলের দাদা’গিরি আর সহ্য করবে না, বাংলার মানুষ। পথ দেখাল শ্যামনগর, সেই পথ এবার অনুসরণ করবে বাকি বাংলা।

]]>