CPIM – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 04:11:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CPIM – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায় https://thenewsbangla.com/suvendu-adhikari-said-abhishek-banerjee-is-tmc-partys-lakshman-seth/ Mon, 05 Sep 2022 04:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16639 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়। “তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়” মন্তব্য শুভেন্দু অধিকারীর। “সিপিএমকে তাড়িয়েছিলাম, লক্ষ্মণ শেঠ সুবিধা করে দিয়েছিল। সুকান্ত, দিলীপকে নিয়ে আমরা তৃণমূলকে তাড়াব। তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়”। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অদ্ভুত মন্তব্য বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাংলার রাজনৈতিক অতীত টেনে আনেন, শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০৭-এ নবান্ন অভিযান করে, আমরা সিপিএমকে তাড়িয়ে ছিলাম। লক্ষ্মণ শেঠ সাহায্য করেছিল। এবার আমি সুকান্ত মজুমদার, দিলীপদারা মিলে তৃণমূলকে তাড়াব। এবারও লক্ষ্মণ শেঠ সাহায্য করবে। তৃণমূলের ‘লক্ষ্মণ শেঠ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়”। নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়ার উলুবেড়িয়ার সমাবেশে, এমনই বি’স্ফোরক মন্তব্য শুভেন্দুর।

আরও পড়ুনঃ লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি

গত শনিবারই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এফআইআর দায়ের করা হয় হুগলির কামারকুন্ডু সাইবার-ক্রাইম থানায়। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটানো হচ্ছে, এই অভিযোগ তুলে অভিযোগ হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, এই এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। এর জেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে তিনি সাইবার ক্রাইম থানায়, অভিযোগ দায়ের করেন। এই পরিস্থিতিতেই ফের একবার তৃণমূলের শীর্ষ নেতাকে বিঁ’ধলেন শুভেন্দু।

]]>
চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন https://thenewsbangla.com/amartya-sen-not-receive-bengal-govt-award-but-receiving-cpm-award/ Fri, 05 Aug 2022 14:28:15 +0000 https://thenewsbangla.com/?p=15847 চুরি দেখেই কি ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে; সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন। তাঁকে সম্মানিত করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের; মা মাটি মানুষের সরকার। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই দেরি না করে; তা ফিরিয়ে দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই অর্মত্য সেনই এবার পুরষ্কার নিতে চলেছেন; সিপিএমের কাছ থেকে! সেদিন পর্যন্ত মমতার সঙ্গে থাকা অমর্ত্য; কেন দলবদল করলেন?

আজ ৫ আগস্ট; প্রয়াত কমরেড মুজফফর আহমেদের জন্মদিন। ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম এই কারিগর; দলের অন্দরে কাকাবাবু নামেই পরিচিত ছিলেন। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনে; মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার দেওয়া হয়। যেটার দায়িত্বে রয়েছে সিপিএম দল। দলীয় সূত্রের খবর; ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য এবারে সম্মানিত করা হচ্ছে অমর্ত্য সেনকে। অমর্ত্য সেন পুরষ্কার নেবেন বলে; জানিয়েও দিয়েছেন।

আরও পড়ুনঃ পার্থর জেলে যাবার দিনেই, দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক

কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে কৃতী এবং গুণীজনদের; বঙ্গ সম্মানে সংবর্ধিত করা হয়। অর্মত্য সেনকে সম্মান জানাতে চেয়েছিলেন; মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু পত্রপাঠ তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এবার সিপিএমের পুরষ্কার নিতে তিনি সম্মত হওয়ায়; বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চর্চ্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকার বা অর্মত্যবাবুর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে পুরো ঘটনায় বেজায় খুশী বিধানসভায় শুন্য হয়ে যাওয়া সিপিএম।

আরও পড়ুনঃ দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নেননি; নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর তরফ থেকে তাঁর পরিবার জানিয়ে দেয়; তিনি অনেক পুরস্কার পেয়েছেন। অন্য কাউকে এই পুরষ্কার দেওয়া হোক’। কয়েকদিনের মধ্যে কি এমন ঘটল; যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন নোবেল জয়ী অর্থনীতি-বিদ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ছাড়লেন অমর্ত্য সেন? চারপাশে তৃণমূল নেতাদের এত দুর্নীতি দেখেই কি; এই সিদ্ধান্ত? এটাই এখন বড় প্রশ্ন। আর এটা শুনেই সদ্য মমতার মন্ত্রীসভায় স্থান পাওয়া বাবুল সুপ্রিয়; সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর।

]]>
বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ, দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের https://thenewsbangla.com/bengal-corruption-left-front-recruitment-scam-614-people-lost-govt-jobs-sat-order/ Fri, 24 Jun 2022 04:38:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15700 বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ; দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের। এসএসসিতে নিয়োগ নিয়ে দুর্নীতি কাণ্ডে; সরগরম গোটা রাজ্য। ইতিমধ্যেই এই মামলায়; চাকরি গিয়েছে বেশ কয়েকজনের। এসএসসি ছাড়াও টেট দূর্নিতি কাণ্ডে চাকরি খোয়াতে হয়েছে; আরও ২৬৯ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে। চাকরি নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, এই ধরনের নানা অভিযোগ উঠছে; সেই সময় নতুন করে চাকরি খোয়ালেন ৬১৪ জন। আর এদের সবার নিয়োগ হয়েছিল বাম আমলে।

তৃণমূল আমলে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে, হইচইয়ের মধ্যেই এবার; বাম জমানার সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে। বেআইনি নিয়োগের অভিযোগে, ৬১৪ জন সরকারি কর্মীকে; বরখাস্ত করার নির্দেশ দিল স্যাট। তাদের এইভাবে চাকরি থেকে বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে, একপ্রকার প্রমাণ হল; বাম জামানাতেও চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে।

আরও পড়ুনঃ অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই

সিপিএম আমলে খাদ্য দফতরে ইন্টারভিউয়ের নামে প্রহসন করে; ‘গ্রুপ ডি’ পদে ৬১৪ জনকে নিয়োগ করেছিল। এই মামলায় হাইকোর্টও একটি পর্যবেক্ষণে জানিয়েছিল; এখানে নিয়োগের নামে প্রহসন হয়। কলকাতা হাইকোর্টের ওই পর্যবেক্ষণকে ভিত্তি করেই; স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট রায় দিয়েছে; ২০১০ সালে নিয়ম ভেঙে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছিল, তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুনঃ মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার

বরখাস্ত করার জন্য, ৮ সপ্তাহের সময়সীমাও; বেঁধে দিয়েছে স্যাট। যে সিলেকশন বোর্ড এই ৬১৪ জনকে বাছাই করেছিল; তার সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বলেছে স্যাট। ২০০৮ সালে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগের জন্য; রাজ্য খাদ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছিল। লক্ষাধিক আবেদন জমা পড়ে; ২০১০ সালে ৬১৪ জনকে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিরুদ্ধে, প্রথমে হাইকোর্টে; ও পরে ২০১২ সালে স্যাটে মামলা হয়েছিল।

স্যাট মামলাটিকে ফের হাইকোর্টে পাঠায়। ২০১৬ সালে হাইকোর্টে তৎকালীন বিচারপতি নিশীথা মাত্রের বেঞ্চ পর্যবেক্ষণ দেয়; একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। হাইকোর্ট মামলাটি আবার স্যাটে ফেরত পাঠায়। এবার যুগান্তকারী রায় দিল স্যাট।

]]>
দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা, বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের https://thenewsbangla.com/modi-mamata-on-one-stage-in-delhi-fears-over-cbi-probe-in-bengal/ Sat, 30 Apr 2022 05:09:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14999 দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা; বাংলায় বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত-গুলো আর এগোবে তো? মোদী মমতা মুখোমুখি দিল্লিতে; বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের। “এর আগেও এই ঘটনা বারবার দেখা গেছে; দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই; সিবিআই কেমন যেন চুপ মেরে যায়”; এমনটাই অভিযোগ বাম ও কংগ্রেস নেতাদের। এবার কি হবে? উঠে গেল প্রশ্ন।

দিল্লির বিজ্ঞান ভবনে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হল। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেবেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এদিকে, শুক্রবারই দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিনই দিল্লিতে মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে; দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে আর কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়; তা নিয়েই আলোচনা হবে। এছাড়াও, বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য; একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বা তার প্রস্তাব দেওয়া হতে পারে এই সম্মেলনে। এমনটাই জানা যাচ্ছে।

এদিকে, দিল্লি উড়ে যাওয়ার ঠিক আগে; কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপির দাবি; রাজ্য সরকার পায় মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদী সরকার; তীব্র আক্রমণ শুরু করেছে তৃণমূল। পাল্টা প্রচার শুরু করেছে বিজেপিও।

এরমধ্যেই দিল্লিতে আজ মোদী মমতা দুজনেই একমঞ্চে। ভাদু শেখ ও তপন কান্দি খুনের ঘটনা থেকে হাঁসখালি বোগটুই, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি; একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাম ও কংগ্রেস নেতাদের আশঙ্কা, ‘বরাবরের মত এবারেও মোদী মমতা সাক্ষাতের পরেই না বাংলার সব সিবিআই তদন্ত চাপা পড়ে যায়’। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বিজেপি ও তৃণমূল নেতারা। তবে দিল্লিতে একমঞ্চে মোদী মমতা নিয়েও; রাজ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

]]>
বাংলায় ভোটের অশান্তি থামল না, পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা https://thenewsbangla.com/bengal-election-west-bengal-municipality-election-with-poll-day-incidents-everywhere/ Sun, 27 Feb 2022 05:05:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14862 বাংলায় ভোটের অশান্তি থামল না; পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা। লোকসভা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা ভোট হোক; নিজের ভোট ঐতিহ্য বজায় রাখল বাংলা। সকাল থেকেই উত্তর থেকে দক্ষিন; সব জায়গা থেকেই অশান্তি ও সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। নির্বাচন কমিশনের কাছে জমা পরেছে; অসংখ্য অভিযোগ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে; রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায়, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে; শান্তিপূর্ণ ভোটের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকাল থেকেই; অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

সোনারপুরের বিদ্যানিধি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ; বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ; অভিযোগের তীর তৃণমূলের দিকে। কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। কৃষ্ণা ভট্টাচার্য নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময়; ২৪ পল্লীর কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।

মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুহেলি দত্তের টেন্ট অফিস পোড়ানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে; বিজেপি অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। কাঁথি পুরসভার ৩ নং ওয়ার্ডে; ব্যপক ছাপ্পা ভোটের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে।

বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে; ইভিএম আছাড় মেরে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা শ্যামলী দাসের অভিযোগ; সেখানে বহিরাগতদের প্রবেশ হচ্ছিল। ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম চলছিল বলেই; তিনি ক্ষোভের জেরে ইভিএম ভেঙে দেন। ঘটনার পরই স্থানীয়রা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান।

বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে; কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ; ঘটনাস্থলে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভিতরে; কংগ্রেস এজেন্টকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। সেখানেও ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী।

কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে; তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। বারংবার তিনি বিরোধীদের এজেন্টকে ধমকাচ্ছিলেন বুথের ভিতরে। বিরোধীদের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার জানিয়েছেন; ধৃত ব্যক্তি তৃণমূলের কেউ নয়।

জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেবার অভিযোগ উঠল; পুলিশের এক ডিএসপি-র বিরুদ্ধে। সকালে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও; কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাইস্কুল বুথে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়; বাইরের লোকজন বুথের ভেতরে রয়েছে। কিন্তু পুলিশের এক ডিএসপি। অপরদিকে ডিএসপি হেডকোয়াটার্স-এর পক্ষ থেকে; এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

১০৮টি পুরসভার নির্বাচনে মোট ২২৭৬টি বুধ রয়েছে; নিরাপত্তার দায়িত্বে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথে বুথে মোতায়েন রয়েছে ইএফআর, এসটিএফ এবং কম্যান্ডো। কিন্তু তারপরেও ভোটগ্রহণের শুরুর থেকেই; উত্তেজনা দেখা গেল বুথে বুথে; নীরব দর্শক পুলিশ। পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি; তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিশকর্মীরা; বলে অভিযোগ তুলেছে বিরোধী দলের এজেন্টরা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

]]>
রিজওয়ানুর রহমান থেকে আনিস খান, ‘অভিযুক্ত অপরাধী’ রাজ্যের পুলিশই https://thenewsbangla.com/rizwanur-rahman-anish-khan-case-cbi-investigation-kolkata-police-controversy-by-mamata-banerjee/ Thu, 24 Feb 2022 07:55:14 +0000 https://www.thenewsbangla.com/?p=14828 রিজওয়ানুর রহমান থেকে আনিস খান; ‘অভিযুক্ত অপরাধী’ রাজ্যের পুলিশই। মানুষের রক্ষাকর্তা হিসাবে যাদের থাকার কথা; তাদের বিরুদ্ধেই সাধারণ নিরীহ মানুষকে খুনের অভিযোগ উঠছে। রিজওয়ানুর থেকে আনিস; সময় বদলেছে, সরকার বদলেছে; তবে বাংলার পরিস্থিতি বদলায়নি, একই আছে। পুলিশের বিরুদ্ধে মানুষের অভিযোগ; আজও একই আছে। রক্ষাকর্তা না, আজও সেই খুনির ভুমিকায় রাজ্যের পুলিশ। কোথাও আত্ম-হত্যার প্ররোচনা দেবার অভিযোগ; তো কোথাও সরাসরি ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ।

দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে; কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের মা! আজ আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠছে; রিজওয়ানুরের মৃত্যুর সময়ও, পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ! এরপর সুবিচারের দাবিতে শুরু হয় এক আপোসহীন এক লড়াই। তখন তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; ঘটনার সিবিআই তদন্ত চেয়েছিলেন। বহু তত্ত্ব-তর্ক-বিশ্লেষণ-কাঁটাছেঁড়ার পরে; সেদিন গোটা রাজ্য থেকে একটাই আওয়াজ উঠেছিল ‘ইনসাফ’ চাহিয়ে! এখনও সেই আওয়াজই ছড়িয়ে পড়ছে; আমতা থেকে কলকাতার রাজপথে। উঠছে আওয়াজ, অপরাধীদের শাস্তি চাই।

Rizwanur Rahman Anish Khan

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান; আনিস হত্যা-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছ। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গড়ে; আনিস হত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই টিমের মাথায় আছেন, রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ডে যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল সেই পুলিশ অফিসার জ্ঞানবন্ত সিং। যদিও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড়; নিহত আনিস খানের পরিবার। এবিষয়ে আনিস খানের বাবা ফের একবার বলেন; সিট-এর তদন্তের ওপরে তাঁর ভরসা নেই; আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার।

তবে বাম আমলে রিজওয়ানুর কাণ্ডে পুলিশের উপর ভরসা না করে; সিবিআই তদন্তের দাবি করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আনিস হত্যা-কাণ্ডে সেই মমতাই মুখ্যমন্ত্রী পদে বসে সিবিআই তদন্ত খারিজ করে; পুলিশের তদন্তের উপরই জোর দিচ্ছেন; সিবিআই তদন্তের বিরুদ্ধে বলছেন। আর এখানেই আপত্তি; আনিস খানের পরিবারের। রিজওয়ানুর কাণ্ডে সিবিআই দাবি, আনিস কাণ্ডে বাতিল; মমতার দুই নীতি কেন?

]]>
কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে https://thenewsbangla.com/rahul-gandhis-candidateship-in-keralas-wayanad-dissatisfy-cpm-leaders/ Tue, 02 Apr 2019 08:44:27 +0000 https://www.thenewsbangla.com/?p=9734 আমেঠীর পাশাপাশি দক্ষিনের রাজ্য কেরালার ওয়াইনাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল। এই কেন্দ্রে রাহুল প্রার্থী হওয়ায় বেজায় অসন্তুষ্ট কেরালার ক্ষমতাসীন দল সিপিএম। আর এরপরেই কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কংগ্রেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দুরদর্শিতার অভাব বলে মন্তব্য করেছে সিপিএম। তাদের প্রশ্ন, কংগ্রেসের লড়াই কি বিজেপির বিরুদ্ধে, নাকি সিপিএমের বিরুদ্ধে? সিপিএমের বক্তব্য, সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ে আখেরে সুবিধা পাবে বিজেপিই।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

এই নিয়ে রাহুল গান্ধী সহ কংগ্রেসকে তুলোধুনো করেছেন কেরালার প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দ। কেরালায় বামেদের বিরুদ্ধে রাহুলের প্রার্থী হবার কারনে কংগ্রেসকে বামেদের চরম শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি। এর সাথে রাহুল গান্ধীকেও “আমুল বেবি” বলে কটাক্ষ করেন।

এর আগেই রাহুলের নাম ওই কেন্দ্রে ঘোষিত হতেই কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিল সিপিএম। জোটে জিততে কেরালার চরমপন্থী মুসলিম সংগঠনগুলোর সঙ্গেও হাত মিলিয়েছে কংগ্রেস, এমনই অভিযোগ ছিল সিপিএমের।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেরালায় কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাথে। দুটি সংগঠনের বিরুদ্ধেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নামে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগ এনেছিল এনআইএ (NIA)। এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাথে জামাত ই ইসলামীর যোগসাজশ প্রমাণিত হয়েছে বহুবার।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

কেরালা সিপিএমের রাজ্য সভাপতি কোদিয়ারি বালাকৃষ্ণন রবিবার জানান, রাজ্যে IUML, SDPI ও জামাতের সাথে জোট করছে কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেসের তরফে কোন প্রকার বার্তা যাবে, তা তিনি কংগ্রেসকে ভেবে দেখতে বলেন।

উল্লেখ্য, ওয়াইনাদ লোকসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকেই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। রাহুল গান্ধী এই কেন্দ্রে প্রার্থী হলে কোনও নির্বাচনী প্রচার ছাড়াই নিশ্চিন্তে জয় লাভ করবেন বলে কংগ্রেস নেতারা দাবি করেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সিপিএমের দলিয় কার্যালয়ে ধর্ষিত দলেরই সক্রিয় সদস্য https://thenewsbangla.com/kerala-woman-alleges-rape-by-student-activist-inside-cpms-local-office/ Thu, 21 Mar 2019 17:43:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8961 সিপিএমের দলীয় কার্যালয়ে ধর্ষিত দলেরই সক্রিয় সদস্য। এমনই অভিযোগ উঠেছে। কেরালার চেরুপুলাশ্রী জেলায় ক্ষমতাসীন দল সিপিএমের একটি দলীয় কার্যালয়ে দলেরই সদস্য ২১ বছর বয়সী এক তরুনীকে ধর্ষণের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে সিপিএমের তরফে।

আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধির তালিকার শীর্ষে বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা

গত শনিবার এক নবজাতক কন্যা শিশুকে পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দেওয়া মাত্রই তারা তদন্ত শুরু করে শিশুকন্যার মাকে খুঁজে বের করে। তারপরেই ২১ বছর বয়সী ওই তরুনী জানায়, ১০ মাস আগে সিপিএমের একটি দলীয় কার্যালয়ে তারই দলের এক সক্রিয় সদস্য তাকে বারংবার ধর্ষণ করে, যার ফলে এই শিশুটির জন্ম হয়।

আরও পড়ুনঃ সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের

ধর্ষিতা ওই তরুনী স্থানিয় থানায় জানায়, কলেজের একটি ম্যাগাজিন তৈরিতে সাহায্যের জন্য তিনি সিপিএমের ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। তখনই তিনি এই ঘটনার সম্মুখীন হন।

স্থানীয় একজন সিপিআই(এম) নেতা জানিয়েছেন, আক্রান্ত তরুনী নিজেও সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সক্রিয় সদস্যা এবং তরুনী পরিবারের সদস্যরাও দলের কাজে সক্রিয়ভাবে যুক্ত।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

অভিযোগ প্রমানিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন। পুলিশের তরফে অভিযুক্তের বয়ান আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ধর্ষিতা তরুণী ও তার কন্যাশিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

এই ঘটনায় সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সিপিএমের পার্টি অফিসগুলো ধর্ষণের কেন্দ্রে পরিনত হয়েছে। তিনি অনুশোচনার সুরে বলেন, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি। এলডিএফের শাসনকালে কেরালার মহিলারা সুরক্ষিত নন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

কেরালার পালাক্কাড থেকে লোকসভা নির্বাচনের এলডিএফ প্রার্থী এম বি রাজেশ জানান, যত তাড়াতাড়ি সম্ভব, এই ঘটনার সত্যতা দ্রুত প্রকাশ্যে আসা উচিৎ। ইউথ কংগ্রেসও এই ঘটনায় চেরুপুলাশ্রী এলাকার ওই সিপিএম পার্টি অফিসকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

তবে পুলিশের প্রাথমিক তদন্তেও অনেক কিছু গরমিল ধরা পরেছে। সেরকম কোন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি মত পুলিশের। উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। ভোটের মুখে চরম অস্বস্তির মুখে কেরল বামফ্রন্ট।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় ৫টি সিট ছেড়ে পাল্টা বামকে অপমান কংগ্রেসের https://thenewsbangla.com/congress-cpim-alliance-in-deep-water-in-bengal-two-party-insulting-each-other/ Wed, 20 Mar 2019 14:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8912 পশ্চিমবাংলায় বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট হওয়ার যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনায়ে পুরোপুরি ভাবে জল ঢেলে দিয়েছে বামফ্রন্ট। আবার ৪ টে সিট ছেড়ে দিয়ে কংগ্রেসকে ২৪ ঘণ্টা সময় দিয়ে অপমান করেছিল বামফ্রন্ট। আবার বুধবারই বামফ্রন্ট, বহরমপুর এবং উত্তর মালদার প্রার্থী ঘোষণা করবে বলে বিশেষ সুত্রে জানা গেছে। উত্তর মালদার সম্ভব্য প্রার্থী ইদ মহম্মাদ আর বহরমপুরের বিশ্বনাথ ঘোষ। আর এরপরেই বামেদের জন্য ৫ টি সিট ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করে পাল্টা অপমান ফিরিয়ে দিল কংগ্রেস।

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

শুক্রবার ২৫টি ও মঙ্গলবার আরও ১৩টি, মোট ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। বহরমপুর, জঙ্গিপুর, উত্তর মালদা ও দক্ষিন মালদা এই চারটি আসন ছেড়ে বাকি ৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় কংগ্রেসকে। জোট না হলে ওই চার আসনেই প্রার্থী ঘোষণা করা হবে, সেটাও জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু। বাম্ফ্রন্ট আজ তার মধ্যে দুটো আসনের প্রার্থীরও নাম প্রকাশ করবে বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আর এরপরেই বামেদের এই আচরণে অপমানিত হয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস এর তরফ থেকে প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দেন বামেদের জন্য ৫ টি আসন ছেড়ে রাখছে কংগ্রেস। বামেরা ঠিক করুক তারা কি করবে। এই ঘোষণার ফলে বামেদের পাল্টা অপমান ফিরিয়ে দিল কংগ্রেস, এমনটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

গত শুক্রবারই জোট সঙ্গী কংগ্রেসকে চাপে ফেলে ২৫ টি আসনে ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় সিপিএম। বাকি ১৭ আসনের মধ্যেও বামেরা কয়েকটায় প্রার্থী দেবে বলেই জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু। এরপরেই জোটে জট চলে আসে। সোমবারই ১১টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেসও।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছিল আলিমুদ্দিন। এরপর ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা। বাকি ১৭ টির মধ্যেও আরও কয়েকটি আসনে বামেরা প্রার্থী দেবে ঘোষণা করায় বাংলায় বাম-কং জোট বিশ বাঁও জলে চলে যায়। সেই হিসাব মতই মঙ্গলবার আরও ১৩ টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

বামফ্রন্ট সম্পাদক বিমান বসু কংগ্রেসের জন্য ৪ টি আসন ছেড়ে রেখে তাদের জোট করার জন্য ১ দিন সময় দেন। পাল্টা মঙ্গলবার কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দেন বামেদের জন্য ৫ টি আসন ছেড়ে রাখছে কংগ্রেস। আর এইভাবেই বামেদের পাল্টা অপমান ফিরিয়ে দিল বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কংগ্রেসের জন্য ৪টি আসন ছেড়ে ৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় বাম কংগ্রেস জোটে জট, ফয়সালা দিল্লিতে https://thenewsbangla.com/confusion-regarding-congress-and-cpim-alliance-in-west-bengal/ Fri, 15 Mar 2019 09:43:03 +0000 https://www.thenewsbangla.com/?p=8508 শুক্রবারই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বামফ্রন্ট। যে সমস্ত আসনে সমস্যা নেই, সেই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই সুত্রের খবর। আজ শুক্রবার সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে বামফ্রন্ট।

জোট জট না কাটিয়ে বামেরা ফের প্রার্থী ঘোষনা করতে চলায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কার্যত জোটে জট। তবে জোট ভাঙার দায় নিতে চাইছে না বাম কংগ্রেসের কেউই। তবে রায়গঞ্জ ও মুর্শিদাবাদের মত এই জোটের ফয়সালাও হবে সেই দিল্লিতেই। বাম কংগ্রেস দুই দলই জোটের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় নেতাদের হাতেই।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনের ক্ষেত্রেও এই পরিস্থিতি তৈরি হয়েছিল। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সীতারাম ইয়েচুরির বৈঠকে শেষ পর্যন্ত জট খোলে। ফের সেই সীতারাম ও রাহুলের হাতেই রাজ্যে আসন সমঝোতার জট খোলার দায়িত্ব পড়ল। সিপিএম কংগ্রেসকে ১১ থেকে ১৩টি আসন ছাড়তে চায়। কিন্তু প্রদেশ কংগ্রেস অন্তত ১৭টি আসন চায়। যার মধ্যে পুরুলিয়াও রয়েছে।

এই টানাপোড়েনে বুধবার ও বৃহস্পতিবার দিনভর বৈঠক করেও সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, রবিন দেব-রা জট খুলতে পারেননি। যদিও তৃণমূল-বিজেপিকে ঠেকাতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির একজোট হওয়া প্রয়োজন বলে বৃহস্পতিবারও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

প্রদেশ কংগ্রেস বামেদের অনড় মনোভাবের কথা জানিয়ে হাইকমান্ডের হাতে জোটের ভাগ্য ছেড়ে দিয়েছে। অন্যদিকে বামফ্রন্টও আরও প্রার্থীর নাম ঘোষনা করে চাপে রাখতে চাইছে কংগ্রেসকে। দার্জিলিং পুরুলিয়া ও বসিরহাট নিয়ে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বামেদের প্রস্তাবও ফিরিয়েছে প্রদেশ কংগ্রেস।

আসন সমঝোতা নিয়ে এই জটিলতার মধ্যেই পুরুলিয়ার দুই বিধায়ক নেপাল মাহাতো ও সুদীপ মুখোপাধ্যায়ের গতিবিধি নিয়ে বৃহস্পতিবার দিনভর প্রবল ধোঁয়াশা তৈরি হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিধানভবন থেকে প্রদেশ কংগ্রেসের নেতারা অনেকবার ফোন করেও নেপাল মাহাতোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই দলবদলের বাজারে নেপাল ও সুদীপ দলবদল করবেন কি না তা নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয় দলের অভ্যন্তরে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

নেপাল দলবদল করলে তাঁকে পুরুলিয়া আসনে প্রার্থী করার ভাবনাও রয়েছে বিজেপির। বিজেপির এই দাবি খারিজ করে নেপাল বিবৃতি দেওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস পড়েছে প্রদেশ কংগ্রেসে। কারণ নেপাল কংগ্রেস ছেড়ে গেলে পুরুলিয়া আসন নিয়ে বামেদের সঙ্গে কংগ্রেস আর দরকষাকষি করতে পারতেন না সোমেন মিত্র।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

কালকের মধ্যেই হাইকমান্ডের নির্দেশ আসবে ধরে নিয়ে শনিবার সন্ধ্যায় ফের প্রদেশ নির্বাচনী কমিটির বৈঠক বসবে কংগ্রেস দফতরে। এদিকে উত্তরবঙ্গে প্রার্থী ঘোষণা না করলে এরপর অনেকটাই দেরি হয়ে যাবে আশঙ্কা বামেদের। শেষ পর্যন্ত জোটের জট কাটে কিনা বা কবে ও কিভাবে কাটে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>