CID – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 08 Sep 2022 07:06:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CID – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>
একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর https://thenewsbangla.com/baguiati-twin-murder-case-students-murder-tmc-councilor-celebrates-birthday/ Thu, 08 Sep 2022 04:55:45 +0000 https://thenewsbangla.com/?p=16708 একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর। একই পুরসভা ওয়ার্ডের দুটি ছবি দেখে, লজ্জায় ঘৃণায় স্তব্ধ বাংলার মানুষ। বাগুইআটির দুই স্কুল পড়ুয়ার নৃ’শংস খু’নের ঘটনায় সরগরম গোটা রাজ্য, একদিকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী আর অন্যদিকে শোকে মুহ্যমান দুই মাধ্যমিক পড়ুয়ার পরিবার। এখনও অধরা মূল অভিযুক্ত। এরমধ্যেই সাড়ম্বরে জন্মদিন পালন করলেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সেই ছবি সামনে আসতেই, তুমুল-বিতর্ক শুরু হয়েছে।

নিহত দুই কিশোরের মধ্যে অভিষেক নস্করের বাড়ি, বিধাননগরের বাগুইআটির অর্জুনপুরের শিবতলা এলাকায় আট নম্বর ওয়ার্ডে। ৭ সেপ্টেম্বর, বুধবারই জন্মদিন ছিল নিহত কিশোর অভিষেক তথা বাবা-মা-বন্ধুবান্ধবদের প্রিয় প্রিন্সের। ১৫ পেরিয়ে ১৬-য় পা দেওয়ার কথা ছিল তার। সেই জন্মদিনেই পুড়ে ছাই হয়ে গেল, তার দেহ। অন্যদিকে এই শোকের আবহেও, সেই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল বেনারসি পরে, কর্মী-সমর্থকদের ভিড়ে জাঁকজমক করে কেক-কেটে জন্মদিন পালন করলেন।

আরও পড়ুনঃ বাংলার সরকারি স্কুলেও ‘ডোনেশন’ দুর্নীতি, দিতে না পারায় ছাত্রের রেজিস্ট্রেশন আটকে

বুধবার নিজের জন্মদিনে, পুড়ে ছাই হল কিশোর অভিষেক, পাশেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাড়ম্বরে জন্মদিন পালন করলেন। বেনারসি পরে, কেক কেটে, জন্মদিন পালনের ছবি প্রকাশ্যে আসতেই, বিতর্ক-নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষের বক্তব্য, “এলাকায় এরকম মর্মান্তিক ঘটনার রেশ চলাকালীন, কাউন্সিলর কী করে নিজের জন্মদিন পালন করেন”? আট-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ-পাল, এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

]]>
‘কয়লাপা’চার কাণ্ডে জেরার নামে হু’মকি’, সিবিআই তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই এফআইআর পুলিশের https://thenewsbangla.com/coal-case-interrogation-police-registered-fir-against-cbi-investigating-officers/ Tue, 21 Jun 2022 07:01:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15596 ‘কয়লাকাণ্ডে জেরার নামে হু’মকি’; সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার আর তাঁর দলবলের বিরুদ্ধেই এফআইআর রাজ্য পুলিশের। ফের একবার সিবিআই বনাম বাংলার পুলিশ। কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার-সহ অন্যান্যদের বিরুদ্ধে; এফআইআর দায়ের করল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ অন্যান্যদের বিরুদ্ধে; দায়ের হল পুলিশের এই এফআইআর।

সূত্রের খবর, ডায়মন্ডহারবারের বাসিন্দা হাইবার আখানের অভিযোগে ভিত্তিতেই; এই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিজাম প্যালেসে ডেকে; হু’মকি দেওয়া হয় সিবিআই-য়ের অফিসারদের তরফ থেকে। জোর করে বয়ান রেকর্ড করানোরও অভিযোগ উঠেছে; সিবিআই অফিসারদের বিরুদ্ধে। ১২০(বি), ১৯৫(এ), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪-সহ একাধিক জামিন অযোগ্য ধারাতেও; সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, এফআইআরের পর; সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি।

আরও পড়ুন; নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে

কয়লাপা’চার কাণ্ডে আদালতের নির্দেশে তদন্ত করছে; কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই তদন্তের ঘটনাতেই তাঁরা জানতে পারেন যে; দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও সেই কয়লা আসত। সেই সূত্রেই যারা সেই কয়লা কিনত বা বিক্রি করত; তাঁদের একে-একে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। এদের কলকাতার নিজাম প্যালেসে ডেকে; জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন; শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

সেই সূত্রেই, ডায়মণ্ডহারবার মহকুমার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা; হাইবার আখানকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই হাইবার আখানই বিষ্ণুপুর থানায় কয়লাপা’চার কাণ্ডে তদন্ত করছেন যে সব সিবিআই আধিকারিক; তাঁদের প্রধান আধিকারিক ও তাঁর টিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এফআইআরের কপি সংগ্রহ করেছে; রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি।

কয়লাপা’চার কাণ্ডে যে সব সিবিআই আধিকারিক তদন্তে নেমেছেন; তাঁদের প্রধান উমেশ কুমারের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন হাইবার আখান। তাঁর অভিযোগ, কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সময়ে; রীতিমত হু’মকি দেওয়া হয়। তাঁকে বলা হয়, সিবিআই যে ধরনের বিবৃতি চাইছে; তাঁকে সেই সবই জবানবন্দী হিসাবে রেকর্ড করতে হবে। সিবিআই আধিকারিকদের কথায় না চললে; তাঁকে ভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হু’মকি দেওয়া হয়।

]]>
তৃণমূল নেতা খু’ন, অথচ ১১ বছর ধরে চুপ তৃণমূল নেতা মন্ত্রীরা https://thenewsbangla.com/tmc-leader-tapan-dutta-murder-but-tmc-leaders-ministers-have-been-silent-for-11-years/ Thu, 09 Jun 2022 07:57:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15329 তৃণমূল নেতা খু’ন; অথচ ১১ বছর ধরে চুপ তৃণমূল নেতা-মন্ত্রীরা। কি অদ্ভুত না!? তৃণমূল নেতা খু’ন, অথচ ১১ বছর ধরে আন্দোলন নেই তৃণমূলে; কিন্তু কেন? কোথাও একটা কথা নেই; প্রতিবাদ আন্দোলন নেই। উল্টে ১১ বছর ধরে, মৃত তৃণমূল নেতার স্ত্রী-কন্যা; বিচারের জন্য ছুটে বেড়াচ্ছেন আদালতে। নিজেদের নেতা খুনের এতবড় ইস্যুতে; তৃণমূল একেবারে মুখ বন্ধ করে রেখেছে! দলের নেতার প্রকাশ্যে হত্যা নিয়ে, দলের মুখপাত্র কুণাল ঘোষ ও সোশ্যাল মিডিয়া কাঁপানো দেবাংশু ভট্টাচার্যও একেবারেই স্পিকটি নট! ব্যাপারটা কি!?

২০১১ বিধানসভা ভোট; ১৮ই এপ্রিল থেকে ১০ই মে। রাজ্য তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। ভোটের ডামাডোলের সুযোগ নিয়েছিল দুষ্কৃতীরা। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। আর ২০মে ২০১১; বাংলায় পরিবর্তনের সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, তারপরেও ১১ বছরে নিজের দলের নেতা খু’নের; কোন কিনারা করতে পারেনি মা-মাটি-মানুষের সরকার।

আসলে এই খু’নের কিনারা হওয়ার কথা ছিলও না। কারণ খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করে, বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।

আরও পড়ুন; দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর

এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা, বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়, সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ।

হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে, আন্দোলন শুরু করেছিলেন তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; জানিয়ে দেন তাঁর স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। তবে দলের নেতার খু’ন নিয়ে, ১১ বছর পরেও অদ্ভুত ভাবে নীরব; ঘাসফুল নেতা-কর্মী-সমর্থক-মন্ত্রীরা।

]]>
ভাগাড় পচা মাংস কাণ্ডে মুখ পুড়ল সিআইডির, বেকসুর খালাস আসল অভিযুক্তরা https://thenewsbangla.com/cid-investigation-is-in-shame-in-rotten-meat-case-real-accused-acquitted/ Wed, 26 Jun 2019 17:03:22 +0000 https://www.thenewsbangla.com/?p=14507 ভাগাড় কাণ্ডের তদন্তে; আদালতে মুখ পুড়ল সিআইডি-র র। দোষ প্রমাণ করতে না পারায়; ৬ জন পচা মাংস কারবারিকে; বেকসুর খালাস করল আদালত। ফরেনসিক রিপোর্টে মাংসে বিষাক্ত রাসায়নিক দেবার কথা উল্লেখ থাকলেও; সাক্ষীদের বয়ান, বিচারের সময় না মেলার জন্য আদালত ৬ অভিযুক্তকে বেকসুর খালাস করল।

ভাগাড়ের মাংস মামলায় ২ জনকে; ৫ বছরের হাজতবাসের রায় দিল বনগাঁ আদালত। তবে মূল ৬ জন অভিযুক্তকে; বেকসুর খালাস করেছে আদালত। ভাগাড় পচা মাংস কাণ্ড মামলায়; বুধবার রায় দিল বনগাঁ আদালত।

গতবছর ভাগাড়ের মরা ও পচা পশুর মাংস বিক্রির ব্যবসা; প্রকাশ্যে এসেছিল পশ্চিমবঙ্গে। বহু হোটেল, রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেখা যায়; ভাগাড়ের মাংস কম দামে কিনে দেদার রান্না চলছে। ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। পচা মাংসের সঙ্গে সঙ্গে পচা মাছ বিক্রির অভিযোগে; ৮ জনকে গ্রাফতার করেছিল সিআইডি। পরে ৮ জন ধৃতের মধ্যে ২ জনকে; জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। বাকি ৬ জন মাংস বিক্রেতা জেলবন্দি ছিল।

ভাগাড় পচা মাংস কাণ্ডে; মূল মামলা শুরু হয় বজবজ থানায়। পুরসভার ভাগাড় থেকে মরা পশুর মাংস কেটে নিয়ে যাওয়ার সময়; ধরা পড়লে পচা মাংস বিক্রির চক্র সামনে আসে। পুলিশের হাত থেকে মামলা নিয়ে; সিআইডি তদন্ত শুরু করে। জানা যায়, মৃত পশুর মাংস কেটে রাখা হত কোল্ড স্টোরেজে। তারপর রেস্টুরেন্টে যেত। ঘটনায় হইচই পরে যায়; গোটা রাজ্যে।

কিন্তু যথাসময়ে ফরেনসিক রিপোর্ট না আসায়; আগেই ১২ জন অভিযুক্ত জামিন পেয়ে যায়। ভাগাড় পচা মাংস কান্ড সামনে আসার পর; বনগাঁ পুরসভার পুরপ্রধান এলাকার সব হোটেলের খাবার পরীক্ষা করার নির্দেশ দেন। তখন দুটো হোটেল থেকে; পচা মাংসও পাওয়া যায়। দুই হোটেল মালিককে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে জানা যায়; বজবজ কাণ্ডে ধৃতরাই এখানে মাংস সাপ্লাই করত। তখন এই অভিযুক্তদের ৬ জনকে হেফাজতে নেয় সিআইডি।

এরা প্রত্যেকেই ছিল মাংস কারবারি। হোটেল মালিকরাও এই মামলায়; আগেই জামিন পেয়ে যায়। তবে বিচার পর্ব শেষে বিচারক সেই হোটেল মালিকদের ৫ বছরের জেল হাজত আর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। কিন্তু মূল পচা মাংস বিক্রয়কারীরা বেকসুর খালাস পেল সিআইডির ব্যর্থতায়।

]]>
একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা https://thenewsbangla.com/arnab-anisha-will-get-the-punishment-to-say-lie-to-police-media-eci/ Sat, 27 Apr 2019 10:30:38 +0000 https://www.thenewsbangla.com/?p=11770 কি অভিনয়টাই না করতে পারেন ডব্লিউবিসিএস অফিসার অনিশা যশ। জেলাশাসক থেকে শুরু করে সাংবাদিকদের সামনে তাঁর কুমিরের কান্না দেখেছে গোটা বাংলা। স্বামী অফিসার অর্ণব রায়ের উধাও রহস্য পরিকল্পনা করে; সব জেনেও তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ গোটা রাজ্য। একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব-অনিশা?

সাত দিন নিখোঁজ থাকার পর; গত বৃহস্পতিবার খোঁজ মেলে নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের। ফোনের নেটওয়ার্কের সূত্র ধরে অর্ণব রায়কে উদ্ধারের দাবি করেছিল সিআইডি। কিন্তু তাঁর অন্তর্ধান নিয়ে রহস্য আরও দানা বেঁধেছে। অর্ণববাবুর হাওড়ার শ্বশুরবাড়ির সিসিটিভির যে ফুটেজ মিলেছে; তার জেরে এই অন্তর্ধান নিয়ে দেখা দিয়েছে ধন্দ।

সিআইডি জানিয়েছিল; হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর শ্বশুরবাড়ি হাওড়ার শিবপুর পুলিশ আবাসনের সিসি ক্যামেরার যে ছবি ধরা পড়েছে; তাতে দেখা যাচ্ছে সেখানকার ফ্ল্যাটে এসেছিলেন অর্ণব। সব ধরা পরে গেছে সিসিটিভিতে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ নাগাদ তিনি আসেন শিবপুরের ওই ফ্ল্যাটে। সেখানে তাঁর স্ত্রী অনিশা যশও ছিলেন আগে থেকে। শ্বশুর দক্ষিণ ২৪ পরগনার ডিএসপি (ট্র্যাফিক) নির্মল যশও ছিলেন সেই ফ্ল্যাটে। সে দিন জামাই আসার পর নির্মল তাঁকে নিয়ে বের হন ৯টা নাগাদ। ফিরে আসেন ৯টা ২৩ মিনিটে। সঙ্গে ছিলেন আরও দুজন।

তারা কারা সে সম্পর্কে জানা যায় নি। এরপর থেকে শ্বশুরবাড়িতেই ছিলেন অর্নব রায়। সিসিটিভি-তে আরও দেখা গেছে যে ফিরে আসার আগের দিন একটি ব্যাগ নিয়ে বাবার সাথে বেরিয়েছিলেন অর্নবের স্ত্রী।

পরের দিন সেই ব্যাগ নিয়েই ফিরে আসেন অর্ণব। তাই পুলিশের ধারণা; অর্ণব সম্পর্কে সব কিছু জানা ছিল তাঁর স্ত্রীর। শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিচ্ছিলেন তিনি। ফেসবুকে মিথ্যা পোস্টও দেন অনিশা।

সিআইডি বলেছিল; কাজের চাপে পালিয়ে এসে টানা সাত দিন হাওড়া স্টেশনেই পড়ে ছিলেন নদিয়ার কৃষ্ণনগর থেকে নিখোঁজ অফিসার অর্ণব রায়। মোবাইল ফোনের সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

সব মিলিয়ে রহস্য দানা বাঁধছে। সিসিটিভি ফুটেজ যদি সত্যি হয়; তাহলে সিআইডির দাবি নিয়েও প্রশ্ন উঠবে। সব মিলিয়ে অর্ণব ফিরে আসার পর তাঁর নিখোঁজ রহস্য; আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।

গত ১৮ এপ্রিল কৃষ্ণনগরে নিজের কর্মস্থল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ডব্লিউবিসিএস অফিসার অর্ণব। দুদিন পরে তাঁর স্ত্রী তথা সহকর্মী অনিশা যশ পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর যুক্তি ছিল; কাজের চাপে পালিয়ে যাওয়ার লোক অর্ণব নন। এর আগেও তিনি একাধিক ভোটের দায়িত্ব সামলেছেন। সিআইডি তদন্তের দাবিও তুলেছিলেন তিনি। কি অসাধারণ অভিনয়!

তবে সব জেনেও যেভাবে সাংবাদিকদের সামনে স্বামীর নিখোঁজ থাকার সময় কান্নাকাটি করতেন; তাতে অনিশা যশ যে দারুণ অভিনেত্রী তা নিয়ে এখন আর কোন সন্দেহ নেই সাংবাদিক ও বাংলার আমজনতার মনে। কিন্তু; একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা? প্রশ্ন কিন্তু উঠছে।

]]>
বউকে না জানিয়েই কি শ্বশুরবাড়িতে আত্মগোপন, অফিসার উধাও রহস্যে সিআইডি https://thenewsbangla.com/arnab-roy-missing-nodal-officer-rescued-from-howrah-by-west-bengal-cid/ Thu, 25 Apr 2019 08:00:22 +0000 https://www.thenewsbangla.com/?p=11598 অবশেষে খোঁজ মিললো নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে অর্ণবকে উদ্ধার করে সিআইডি। অর্ণবকে উদ্ধার করে পুলিশ তাকে নিয়ে যায় তার শ্বশুরবাড়িতে। আর প্রশ্ন উঠছে এখানেই। তবে কি এতদিন নিখোঁজ নোডাল অফিসার নিজের শ্বশুরবাড়িতেই আত্মগোপন করে ছিলেন অর্ণব রায় ?

জেলায় ভোটের প্রস্তুতি যখন তুঙ্গে ঠিক তখনই ঠিক এক সপ্তাহ আগে কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যান কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাডের ওসি অর্ণব রায়। রাতেই পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয় তার নিখোঁজ হবার কথা।
নিখোঁজ ডাইরিও করা হয় পুলিশের তরফ থেকে।

আরও পড়ুনঃ হাওড়া থেকে উদ্ধার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়

অর্ণব রায়ের বাবা সংবাদমাধ্যমকে জানায় এর আগেও নোডাল অফিসার অর্ণব রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে আবার নিজেই যোগাযোগ করে ফিরে আসেন তিনি। এরপরেই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানান “ব্যক্তিগত কারণে হতাশার কারণে তিনি চলে গেছেন”। নদিয়ার জেলা প্রশাসনের তরফ থেকেও এই কথাই জানানো হয় যে ব্যক্তিগত কারণেই নিখোঁজ হন তিনি।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

এরপরেই অর্ণব রায়ের স্ত্রী অনিশা জশ অভিযোগ করেন প্রশাসনের অকর্মণ্যতা নিয়ে। নিজের ফেসবুক পেজেও তিনি এই ব্যক্তিগত হতাশার তত্ত্বকে উড়িয়ে দিয়ে প্রশাসনকেই দায়ী করেন। তিনি দাবি করেন যেহেতু প্রশাসন তার স্বামীকে উদ্ধার করতে পারছেন না তাই তারা তাদের স্বামী স্ত্রীর বা পারিবারিক সমস্যার কথা বলছেন।

সংবাদমাধ্যমের সামনেও গত এক সপ্তাহে বহুবার অর্ণব রায়ের স্ত্রী কে কাঁদতে কাঁদতে বলতে দেখা গেছে তার স্বামীকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন যেদিন অর্ণব রায় নিখোঁজ হয়েছে সেদিনও তারা ছয় বার ফোনে কথা বলেছেন। তার কোন মানসিক সমস্যা ছিল না, ছিল না নিজেদের মধ্যে কোন সমস্যা।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

ভোটের আগে জেলার নোডাল অফিসারের নিখোঁজের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছিল নদিয়া জেলার বিরোধী দলের নেতারা। নদিয়া জেলাশাসক ও রিটার্নিং অফিসার সুমিত গুপ্তার সঙ্গে নোডাল অফিসার অর্ণব রায়ের সম্পর্ক ভাল ছিল না বলেও গুজব উড়েছিল। যদিও বিষয়টি অস্বীকার করেন জেলাশাসক। তাঁর দাবি, জেলার নোডাল অফিসারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই ছিল না।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে বাংলাদেশী বিতর্ক, প্রধানমন্ত্রীর প্রচারে কানাডিয়ান কেন

সিআইডির তৎপর অফিসাররা এদিন অর্ণবকে হাওড়ার যে অঞ্চল থেকে উদ্ধার করেছে সেখানেই অর্ণবের শ্বশুরবাড়ি। আপাতত সিআইডি অফিসাররা নোডাল অফিসার অর্ণব রায়কে তাঁর হাওড়ার শ্বশুরবাড়িতে রেখেছেন। খবর দেওয়া হয়েছে তাঁর স্ত্রী আনিশা জশকেও।

প্রশ্ন উঠছে এতদিন স্ত্রীর বাপেরবাড়িতেই কি আত্মগোপন করে ছিলেন অর্ণব রায় ? তাহলে কেন খবর দেওয়া হয়নি তাঁর স্ত্রীকে ? নাকি সবটাই জানতেন আনিশা জশ ? ভোটের মাঝে নির্বাচন কমিশনকে চাপে ফেলে নোডাল অফিসারের এই অন্তর্ধান কি শুধুই পারিবারিক সমস্যা, নাকি নির্বাচন কমিশনকে চাপে ফেলার কোন ষড়যন্ত্র ?

এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। জিজ্ঞাসাবাদ করা হবে অর্ণব রায় ও তাঁর স্ত্রী অনিশা জশকে। তদন্তে যদি পারিবারিক তত্ত্বের কথাই প্রমাণ হয় তাহলে নির্বাচন কমিশনের চরম শাস্তির মুখে পরতে পারেন অর্ণব রায়।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর https://thenewsbangla.com/cid-wbbse-and-state-education-department-failed-in-secondary-examination/ Tue, 19 Feb 2019 09:02:45 +0000 https://www.thenewsbangla.com/?p=7021 ছয়ে ছয়। প্রত্যাশিত ভাবেই আবারও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। এবার ভৌতবিজ্ঞান। মঙ্গলবার ষষ্ঠ দিন পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যে হোয়াটসআপে ছড়িয়ে পরে প্রশ্ন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে প্রশ্নের প্রতিলিপি। যদিও এই প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনও মিল রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। কারণ মধ্যশিক্ষা পর্ষদ মুখে কুলুপ এঁটেছে। আর পরীক্ষা শেষ হবে দুপুর ৩ টেয়।

এই সেই বাইরে আসা মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র, দেখে নিনঃ

মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা
মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা

ক্রিকেটার যুবরাজ সিং এর রেকর্ড ছুঁলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই ছয়ে ছয় হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এর পর মঙ্গলবার ভৌতবিজ্ঞান। মাধ্যমিকে পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই বাইরে প্রশ্ন বেড়িয়ে যাওয়ায় রেকর্ড গড়েছে রাজ্য। এবার বাকি থাকা জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন বাইরে এলেই সাতে সাত হবে। রেজাল্ট বেরনোর আগেই মাধ্যমিকে মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ বাংলায় যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

মাধ্যমিক প্রহসন অব্যহত। ষষ্ঠ দিনেও ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র, অভিযোগ এমনটাই। মঙ্গলবার চলছে ভৌতবিজ্ঞান পরীক্ষা। শুরুর ১০ মিনিটের মধ্যেই হোয়াটসআপে প্রশ্নপত্রটি চলে আসে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নই আসল প্রশ্নপত্র বলেই অভিযোগ অভিভাবকদেরও। প্রশ্নপত্র ফাঁসে প্রত্যাশিতভাবেই ছয়ে ছয় হল।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

শেষ পরীক্ষাতেও যে সাতে সাত হয়ে যাবেই, তা নিয়েও কারোরই কোন সন্দেহ নেই। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার ক্রিস ব্রড-কে যেমন ছটা বলে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ঠিক তেমনই পরপর ছটা পরীক্ষায় ছটা প্রশ্নপত্র ফাঁস হয়ে শিক্ষা জগতে রেকর্ড গড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা
মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

গত মঙ্গলবার শুরু হয় মাধ্যমিক। প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা। সে দিন পরীক্ষা শুরুর দু মিনিট আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের চারটি পরীক্ষাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। পরীক্ষা শুরুর ঠিক পরেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায় প্রশ্ন।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র কাঁধে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছিল। সিআইডি বিভিন্ন জায়গা থেকে আরও ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয় এই চক্রের পাণ্ডাদের। তবু সিআইডিও আটকাতে পারল না প্রশ্ন ফাঁসের রোগ।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি

মাধ্যমিক পরীক্ষা আর প্রায় শেষের পথে। বাকি আর মাত্র একটি পরীক্ষা, জীবনবিজ্ঞান। অনেকেই মনে করছেন, শেষদিনেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে। এই প্রশ্নপত্র ফাঁস খানিকটা যেন প্রত্যাশিতই হয়ে গেছে। তাই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্কের পর মাধ্যমিকে ভৌতবিজ্ঞান প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ায় অবাক হননি কেউই। এদিনও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে অবাধ বিচরণ শুরু করে ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র।

মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা
মাধ্যমিকে ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর/The News বাংলা

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

সেই প্রশ্ন ফাঁসের ধারা অব্যাহত রেখে আজও ফাঁস হল ভৌতবিজ্ঞান প্রশ্ন। কিন্তু এই বিষয়ে কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়? আজও তাঁর মুখে কেউ যেন কুলুপ এঁটে গিয়েছে। পর্ষদের নীরবতা জানিয়ে দিচ্ছে “ডাল মে কুছ কালা হ্যায়”। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার নিয়ম বহু বছর ধরে চলেছে। কিন্তু বুধবার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর থেকে তা বন্ধ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পরেই সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু এবারের মাধ্যমিকে ডাহা ফেল সিআইডি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিক্ষা দফতর।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ যুদ্ধের আগেই মাঝ আকাশে ধ্বংস ভারতের দুটি যুদ্ধ বিমান
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড https://thenewsbangla.com/cid-bomb-squad-is-being-kept-permanetly-in-this-district-of-bengal/ Thu, 07 Feb 2019 06:00:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6554 প্রতিদিন কোথাও না কোথায় বোমা ফাটছে। প্রায় প্রতিদিনই উড়ছে কোন না কোন তৃনমূল নেতার বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, বাংলার জেলা বীরভূম এখন যেন বোমার গোডাউন। প্রতিদিনই কলকাতা থেকে ছুটতে হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াডকে। ফলে এবার জেলাতেই রাখা হবে সিআইডির বোম্ব স্কোয়াড। রাজ্য প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

ফের বিস্ফোরণ এক তৃণমূল নেতার বাড়িতে। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতা মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়িতে এই বিস্ফোরণ হয়। লোকসভা ভোটের দিকে তাকিয়েই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ। তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

গতকালই বীরভূমের সদাইপুরে ৫৫টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলি নিস্ক্রিয় করে দেয় সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াড। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে গোটা বীরভূম জুড়ে। প্রতিদিনই কলকাতা থেকে ছুটে যেতে হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। তাই এবার জেলাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

জানা গেছে, বোলপুর থানায় সিআইডির একটি বোম্ব স্কোয়াড রাখা হবে। ১২ সেপ্টেম্বর, ২০১৫। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ রমজানের গীতাঞ্জলি আবাস যোজনায় নির্মিত বাড়ি। ২০১৭র ২১শে এপ্রিল একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে সেই বোমা ফেটেই ৮ জন মারা যায়, ৪ জন আহত হয়।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

২০১৭র ১লা আগস্ট বীরভূমের লোকপুর গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি। অভিযোগ ছিল, এই বাড়িটিকে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হত। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ সমীরচাঁদের দিকে। শেখ সমীরচাঁদেরই বাড়ি ছিল ওটি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

২৩ অগাস্ট, ২০১৭। বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি আইনুস খানের বাড়ি। এবার ঘটনাস্থল বীরভূমের লোকপুর থানা এলাকার বারাবনি গ্রাম। ওই বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। লোকপুরে একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে কপালে ভাঁজ পড়ে প্রশাসনের।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

১০ সেপ্টেম্বর ২০১৮। বীরভূমের সিউড়ির কাঁকরতলা থানা এলাকায় বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের দলীয় পার্টি অফিস। বিস্ফোরণের জেরে কংক্রিটের তৈরি পার্টি অফিসের তিন দিকের দেওয়াল ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যদিও ঘটনার সময়ে পার্টি অফিসটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

এছাড়াও বোমায় উড়ে যায় বীরভূমের খয়রাসলে তৃণমূল পঞ্চায়েত সদস্য এর বাড়ি, মারা যায় তার ভাই। গত দু-তিন বছরে শুধু তৃণমূল অফিস ও তৃণমূল নেতাদের বাড়ি উড়ে যাওয়ার ঘটনাই অসংখ্য। ব্যক্তিগত ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দের জেরে বোমাবাজি তো খুবই সাধারণ ব্যাপার। আর তাই এবার বোলপুর থানাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অক্টোবর মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘সি.আই.ডি’ https://thenewsbangla.com/cid-is-closed-in-this-october/ Tue, 23 Oct 2018 15:09:37 +0000 https://www.thenewsbangla.com/?p=1371 বিশেষ রিপোর্ট : দীর্ঘ ২১ বছর পর বন্ধ হচ্ছে সোনি চ্যানেলের সি.আই.ডি সিরিয়াল। দীর্ঘ ২ দশক ধরেই ভারতের জনপ্রিয় ধারাবাহিক টিভি শো ‘সিআইডি’। ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকটি প্রচার হয়ে আসছে এবং ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। ১৫৪৬ এপিসোডের পর বন্ধ হচ্ছে সি.আই.ডি।

কিন্তু সম্প্রতি ‘সিআইডি’র দর্শকদের খারাপ খবর দিল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ। দীর্ঘ ২১ বছর পর ধারাবাহিকটির বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। ইতিমধ্যেই বন্ধ হয়েছে সিরিয়ালটির শুটিং। ১৯৯৭ সালের ২৯ শে এপ্রিল প্রথম পাইলট পর্বের সি আই ডি সিরিয়াল প্রচার করা হয়। ২৭ শে অক্টোবর শেষবারের মত প্রচার হবে সি.আই.ডি।

একটি সংবাদসংস্থাকে চ্যানেল কর্তৃপক্ষ বলে, ‘সিআইডি’ সোনি এন্টারটেইনমেন্ট টিভিতে দীর্ঘদিন ধরে চলা একটি ধারাবাহিক। এটি আমাদের জন্য অনেক বড় একটি জার্নি ছিল। তবে আগামী ২৮ অক্টোবর থেকে সি.আই.ডি বিরতিতে যাচ্ছে।

তবে আরও জানানো হয়, নতুন মোড়কে ‘সিআইডি’র নতুন সিজন শুরু করার কথা ভাবছেন তারা। তবে তার বিস্তারিত কিছুই জানা যায় নি।

ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন শিবাজী সতম, আদিত্য শ্রীবাস্তব ও দয়ানন্দ শেঠি। আগামী ২৭ অক্টোবর ‘সিআইডি’র শেষ পর্ব টিভিতে প্রচার হবে।

এ প্রসঙ্গে দয়ানন্দ শেঠি জানান, আমরা ২১ বছর ধরে ‘সিআইডি’তে কাজ করছি। সম্প্রতি নতুন কিছু পর্বের কাজও চলছিল। যার মধ্য দিয়ে ২২ বছরে পদার্পণ করার কথা। তবে হুট করে প্রযোজক আমাদের জানান, চ্যানেলের সঙ্গে কিছু বিষয়ের জন্য শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

নানা ধরণের অপরাধ ও খুনের রহস্য উদঘাটনের গল্প নিয়ে নির্মিত হতো ‘সিআইডি’র প্রতিটি পর্ব। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ১৫৪০ পর্ব প্রচার হয়েছে।

সি.আই.ডি সিরিয়ালটি টিভি চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের একটি সিরিজ। এ সিরিজে একদল গোয়েন্দা মুম্বাইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করে। এ সিরিজের পরিচালক শিভাজী সত্যম। ভারতের মধ্যে এটি সবচেয়ে লম্বা টিভি সিরিজ।

প্রথম ভারতীয় গোয়েন্দা ভিত্তিক টিভি সিরিজ সি.আই.ডি যা বর্তমানে ভারতের মধ্যে বেশ জনপ্রিয়। এসিপি প্রদ্যুমন, সিনিয়র ইন্সপেক্টর দয়া, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, ইন্সপেক্টর ফ্রেডরিকস এবং ডাক্তার সালোংকি এ সিরিজের মূল চরিত্রে অভিনয় করছেন।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি এটি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং ফায়ারওয়ার্কস প্রোডাকশন সাপ্তাহিক ভাবে গোয়েন্দা সিরিজ সি.আই.ডি চালু করে। সি.আই.ডি সিরিজটি ২০০৪ সালের ৭ নভেম্বর আরেকটি রেকর্ড অর্জন করে যখন পরিচালক বি পি সিং কোন রকমের বিরতি ছাড়াই ১১১ মিনিটের একটি সি.আই.ডি’র পর্ব তৈরী করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম তুলে নেয়।

বি.পি সিংয়ের এক ইন্টারভিউর তথ্য অনুযায়ী তিনি ১৯৮৬ সালে দূরদর্শন (ডিডি) তে সি.আই.ডি ছয় পর্ব তৈরী করেছিলেন সোনি টেলিভিশনে করার আগে। ২০০৫ সালের ৩ জানুয়ারি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং ফায়ারওয়ার্কস প্রোডাকশন মিলে প্রতিদিনের জন্য সি.আই.ডি স্প্যাশাল ব্যুরো নামে ১৬৮ পর্ব তৈরী করেন। যা ২০০৬ সালের ২৭ এপ্রিল শেষ হয়। তারপর থেকেই জমে ওঠে সিআইডি।

আপাততঃ সি.আই.ডি বন্ধ হলেও ভবিষ্যতে বড় আকারে আরও রিসার্চ করে সি.আই.ডি আনা হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে, ১৫৪৬ এপিসোডের পর ২১ বছরের পুরনো সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ সিআইডি-র অগণিত দর্শক।

]]>