CBICourt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Aug 2022 14:25:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBICourt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেহরক্ষীর পরে স্বয়ং ‘দেহ’ও গেল সেই একই জেলে, পাশাপাশি সায়গল-অনুব্রত https://thenewsbangla.com/anubrata-mondal-sehgal-hossain-in-same-asansol-jail-in-cow-smuggling-case/ Wed, 24 Aug 2022 14:24:44 +0000 https://thenewsbangla.com/?p=16412 দেহরক্ষীর পরে স্বয়ং ‘দেহ’ও গেল সেই একই জেলে, পাশাপাশি সায়গল-অনুব্রত। সিবিআই বিশেষ আদালতের নির্দেশে, ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত, তাঁকে আসানসোল জেলেই থাকতে হবে। এদিকে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও রয়েছে এই আসানসোল জেলেই।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগেই, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকে জেরা করে ইতিমধ্যেই পাচার সংক্রান্ত, বেশ কিছু তথ্য সামনে এসেছে। তাঁর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আদালতে চার্জশিটে, সেই তথ্য পেশ করেছে সিবিআই। সায়গলের বয়ানেই অনুব্রতর যোগসূত্র পাওয়া গিয়েছে, বলেই দাবি সিবিআই-এর। কিন্তু সিবিআই সূত্রে খবর, জেরায় সায়গলের দুর্নীতির দায় নিতে অস্বীকার করেছেন অনুব্রত।

আরও পড়ুনঃ কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই

চার্জশিটে সিবিআই যে তথ্য পেশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে, সায়গল হোসেন অনুব্রতর হয়ে ঘুষ নিতেন। সায়গলের আগে এই মামলায় ধরা পড়েছেন, গরু পাচারের ‘কিং-পিন’ এনামুল হক। এনামুল আর সায়গলের বয়ান মিলে গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, এনামুলকে পাচারের জন্য প্রোটেকশন মানি হিসেবে, দিতে হত বছরে প্রায় ২৪ কোটি টাকা।

সায়গলের মাধ্য়েই নাকি সেই টাকা, পৌঁছে যেত অনুব্রতর কাছে। ২০১১ সাল থেকে অনুব্রতর দেহরক্ষী হিসেবে, কাজ করেন কনস্টেবল সায়গল হোসেন। এবার দেহরক্ষী সায়গল হোসেন ও অনুব্রত মণ্ডল দুজনেই একই জেলে।

]]>
গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে https://thenewsbangla.com/anubrata-mondal-gets-14-days-jail-custody-in-cbi-court/ Wed, 24 Aug 2022 11:20:02 +0000 https://thenewsbangla.com/?p=16393 গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের, অসুস্থতার যুক্তি খারিজ করল আদালত। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ধোপে টিকল না অনুব্রত মণ্ডলের অসুস্থতার তত্ত্ব। আসানসোল বিশেষ সিবিআই আদালতে, আবারও খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। এবার আর সিবিআই নয়, থাকতে হবে জেল হেফাজতে। আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

বুধবারই শেষ হয়েছে, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ। এই দিনেই তাঁকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানেই এক ঘণ্টা দীর্ঘ সওয়াল জবাব চলার পর, তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন মূলত প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। পাশাপাশি, অনুব্রতর বেআইনি সম্পত্তির কথাও জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ফের লজ্জায় রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা, ১০ হাজার টাকা জরিমানা

অন্যদিকে অনুব্রত মণ্ডলের অসুস্থতার কথা বলে, জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অনুব্রতের আইনজীবী এও দাবী করেন, অনুব্রত কোনও ভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে তাঁকে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। গরু পাচার মামলায় সেই জেলেই যেতে হচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।

]]>
“অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি https://thenewsbangla.com/cbi-court-judge-received-threat-letter-to-grant-bail-to-tmc-leader-anubrata-mondal-in-cow-smuggling-case/ Tue, 23 Aug 2022 11:35:26 +0000 https://thenewsbangla.com/?p=16351 “অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি। গত ২০ অগাস্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। যারপরই গোটা বিষয়টি জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। অবাক কাণ্ডে শিহরিত গোটা বাংলার মানুষ। আদালতের একজন বিচারক-কেও যদি এইভাবে ফাঁ’সিয়ে দেবার হু’মকি দেওয়া হয়, সেখানে সাধারণ মানুষের কি হাল হতে পারে বা হয়ে এসেছে এতদিন। কে বা কারা এই হু’মকি চিঠি পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

“অনুব্রতকে জামিন না দিলে, গাঁ’জা কেসে ফাঁ’সানো হবে বিচারকের পরিবারকে”। গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। হু’মকি চিঠি পাওয়ার পরেই বিচারক রাজেশ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট্র চিফ জাজকে গোটা বিষয়টি জানান। এটা নিয়ে কী পদক্ষেপ নেওয়া যাতে পারে, সেটাই জানতে চেয়ে তিনি চিঠি লেখেন। এরপরেই ডিস্ট্রিক্ট্র চিফ জাজ মারফত, আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের চিঠির একটি প্রতিলিপি, পাঠানো হয় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

গরু-পাচার কাণ্ড মামলায়, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে; অনুব্রতকে হাজির করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তার জামিনের আবেদন খারিজ হয়েছে, সিবিআই আদালতে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর মাঝেই হু’মকি চিঠি পেলেন তিনি। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, সিবিআই আদালতের বিচারক। তবে বিষয়টা স্পর্শকাতর হওয়ায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।

]]>