bollywood – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Oct 2022 04:37:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg bollywood – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুর মা’র্ডারে https://thenewsbangla.com/ajay-devgan-film-drishyam-reality-in-kolkata-haridevpur-murder/ Sun, 09 Oct 2022 04:36:52 +0000 https://thenewsbangla.com/?p=16907 অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুরে। কীভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে, পরিবারের মা-মেয়েকে কুনজরে দেখা অপরাধীকে হ’ত্যা করে মৃ’তদেহ সরিয়ে ফেলা হয়, সেটাই দেখানো হয় দৃশ্যম সিনেমায়। সেটাই বাস্তব হল, আমাদের বাংলায়। হরিদেবপুরে অয়ন মণ্ডল খু’নে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল। খু’নের ব্লু-প্রিন্ট ছিল, অয়নের বান্ধবীর মায়ের। দে’হ লোপাট করার ছক কষে বান্ধবীর বাবা। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।

‘মা-মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল, হরিদেবপুরের অয়নের। দাবি অয়নের বাবার, একই দাবি কলকাতা পুলিশেরও। ত্রিকোণ সম্পর্কের জেরেই খু’ন অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে দাবি। পুলিশ জানিয়েছে, “দশমীর দিন অয়ন বান্ধবীর বাড়িতে এলে, তাকে ইট-বাঁশ-রড দিয়ে মে’রে খু’ন করা হয়”। খু’নের পর দে’হ লোপাটের পরিকল্পনা করে বান্ধবীর বাবা।

আরও পড়ুনঃ বাংলার ‘যমালয়ে জীবন্ত মানুষ’, পুজো কার্নিভালে গরুর গুঁতোয় মৃত এক আহত অনেক

পুলিশের দাবি, “দুই বন্ধুকে ডেকে পাশের নির্মীয়মাণ বহুতল থেকে, ত্রিপল এনে মোড়া হয় দে’হ। তারপর গাড়ি করে হরিদেবপুর থেকে মগরাহাটে নিয়ে যাওয়া হয় মৃ’তদেহ। মৃ’তদেহ লোপাটের আগে অয়নের মোবাইল, সুইচড-অফ করে ফেলা হয় পুকুরে। বিষ্ণুপুরের নেপালগঞ্জে জলাশয়ে, ফেলা হয় অয়নের মোবাইল।

২১ বছরের অয়ন মণ্ডলকে খু’নের ঘটনায়, গ্রেফতার তার বান্ধবী ও তার মা-বাবা-নাবালক ভাই-সহ ৭ জন। এখানেই অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম থেকে আলাদা হরিদেবপুর মা’র্ডার। দৃশ্যম ফিল্মে পুলিশ মৃ’তদেহ খুঁজেই পায়নি, কারণ সেটা পোঁতা হয়েছিল নির্মীয়মাণ নতুন থানার নিচে।

]]>
সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, ‘বয়কট’ থাকা লাল সিং চাড্ডা https://thenewsbangla.com/aamir-khans-new-tactics-upcoming-movie-boycott-lal-singh-chaddha/ Wed, 10 Aug 2022 15:12:52 +0000 https://thenewsbangla.com/?p=16034 সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডা। হাতে মাত্র আর একটা দিন। আগামীকালই মুক্তি পেতে চলেছে, দীর্ঘ চর্চিত সিনেমা লাল সিং চাড্ডা। দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ফিরছেন, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তবে এই ফিল্ম নিয়ে বির্তকের অন্ত নেই। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায়, আমির খানের লাল সিং চাড্ডা’ সিনেমাকে ঘিরে নানান বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে, বয়কট করার ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ। ২০১৫ সালে করা মন্তব্যের জের, এখনও ভোগ করতে হচ্ছে আমিরকে।

টুইটার জুড়ে ট্রেন্ডিং #BoycottLaalSinghChaddha চিন্তা বাড়াচ্ছে আমির খানের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সামনে এল, ছবির প্রিমিয়ারের একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ছবির প্রিমিয়ারে হলে খোদ আমির খান উপস্থিত থাকা স্বত্ত্বেও হল প্রায় খালি। বয়কট ডাকা ব্যক্তিদের মতে, সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডার প্রিমিয়ার শো।

আরও পড়ুনঃ পয়গম্বর বিতর্ক, সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে

ফিল্ম মুক্তির আগের দিন সাংবাদিক বৈঠকে ২০১৫ সালে, তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি জানান, “আমার মন্তব্যে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি তার জন্য দুঃখিত। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি কেউ ছবি দেখতে না চায়, তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই”। তবে ৭ বছর পরে, আমিরের এই ক্ষমা চাওয়ার মধ্যেও, নিজের দিকে সহানুভুতি টেনে ছবির প্রচারের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা।

]]>
লতার জেদের কাছে হার মেনেছিলেন কিশোরকুমার https://thenewsbangla.com/kishore-kumar-surrendered-to-lata-mangeshkar-insistence/ Mon, 07 Feb 2022 07:05:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14808 কিশোরকুমার লতা মঙ্গেশকরের কত গল্প যে আছে; তা বলে শেষ করা যাবে না। চিরকাল কিশোরকুমারের জেদের কাছে হার মেনেছেন লতা। খুব পছন্দ করতেন যে হাসির রাজা কিশোরকে; সিরিয়াস লতাকেও হাসিয়ে ছাড়তেন কিশোর। তবে একবার লতার জেদে হার মেনেছিলেন কিশোরকুমার; সেই গল্প এখন ইতিহাস হয়ে আছে।

তৎকালীন প্রখ্যাত প্রায় সব সুরকারের সুরেই গান গাওয়া হয়ে গেছে লতার। হঠাৎ তাঁর ইচ্ছে করল একটু স্বাদ বদলের। ভাবলেন, তাঁর অন্যতম পছন্দের কিশোরকুমারের সুরে গান গাইবেন। কিন্তু কিশোরকুমার তখনকার ব্যস্ততম সঙ্গীত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। অভিনয়ও করছেন, একের পর এক স্টেজ শো; তাঁর সময় কোথায়?

তবে গানের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করতে লতার জুড়ি মেলা ভার। তলব করলেন কিশোরকুমারকে। এদিকে চরম ব্যস্ততায় নিমজ্জিত কিশোরও একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন ডাক শুনে। অবস্থা বেগতিক দেখে নিজের চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে লতা স্বয়ং গেলেন কিশোরকুমারের কাছে।

কিশোরকুমারের বাড়িতে আড্ডার ছলে প্রস্তাবটা করেই ফেললেন লতা। শুনে তো কিশোর থ! এমনিতে সুর-টুর করার ব্যাপারে বেজায় অস্বস্তি তাঁর। কিন্তু সারা বিশ্বে যাঁর এমন সমাদর; তাঁর আবদার উপেক্ষা তিনি করেন কিভাবে! শুধু তাই নয়, দুজনেই একে অপরের খুব ভালো বন্ধুও। সেই বন্ধুত্বের খাতিরেই রাজি হলেন কিশোরকুমার। কিন্তু রাখলেন একটা শর্ত; লতার সুরেও তিনি একটা গান গাইবেন এবং সেটাও ওই বছরই রিলিজ করতে হবে।

এবার গায়িকা পড়লেন ফ্যাসাদে। এইরকম শর্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। শেষে দুজনেই রাজি হলেন। সবকিছু তো হলো, কিন্তু গানের কথা লিখবেন কে? এই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ কোন প্রতিযোগিতা বা গায়ক-গায়িকাদের খামখেয়ালিপনার সময় একজন গীতিকারের কথাই সবার মাথায় আসত; তিনি মুকুল দত্ত। বহুবার এইরূপ পরিস্থিতিতে গায়ক-গায়িকাদের সফলতার সঙ্গে উতরে দিয়েছেন তিনি। শ্যামল মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রতিযোগিতাও সামাল দিয়েছিলেন এই মুকুল দত্তই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা।

গান লিখলেন মুকুল দত্ত, সুর দিলেন কিশোরকুমার। গাইলেন লতা মঙ্গেশকর; ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়। অন্যদিকে কিশোরের শর্তানুযায়ী সুর দিলেন লতা; গাইলেন কিশোরকুমার। আর লিখলেন সেই মুকুল দত্ত; তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তৈরি হল আরও একটা ইতিহাস।

]]>
স্যোশাল মিডিয়ায় মোদীকে শুভেচ্ছাবার্তা বলিউড তারকাদের চুপ টালিগঞ্জ https://thenewsbangla.com/bollywood-stars-wish-to-modi-on-social-media-intellectuals-of-bengal-silent/ Fri, 24 May 2019 16:12:24 +0000 https://www.thenewsbangla.com/?p=13262 সপ্তদশ লোকসভা নির্বাচনে অপ্রতিরোধ্য জয়লাভ করেছে বিজেপি; জয়ের কান্ডারী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জয়ের আভাস পাবার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদী আরও একবার জয়ী হবার জন্য; শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে বিভিন্ন মহল থেকে; বাদ যায়নি বলিউড তারকারাও।

সালমান খান, নরেন্দ্র মোদীকে ট্যুইটারে শুভেচ্ছাবার্তা দিয়ে জানান; “নরেন্দ্র মোদীকে তাঁর অপ্রতিরোধ্য জয়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমরা শক্তিশালী ভারত গঠনে আপনার পাশে রয়েছি”। অভিনেতা বরুণ ধওয়ান জানিয়েছেন; “নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায়”।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছেন; দেশবাসী ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন; তা ক্রিস্টালের মতই পরিষ্কার। নরেন্দ্র মোদীর শক্ত হাত ধরেই ভারত এগিয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। অভিষেক বচ্চন জানিয়েছেন; দেশের উন্নতি; সমৃদ্ধি; প্রগতির স্বার্থে ভারতের জয় হলো।

সারা দেশ বিদেশসহ বলিউডের তারকারা; যখন দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন অদ্ভুত ভাবে চুপ টালিগঞ্জের নায়ক নায়িকা থেকে শুরু করে পরিচালক; সঙ্গীত পরিচালক সহ গায়ক গায়িকা সবাই। মোদীর জয়ে আশ্চর্য রকম নীরব টলিউড। অদ্ভুত রকম নীরব; চুপ বাংলার বুদ্ধিজীবীরা।

কিন্তু কেন এই নীরবতা, যেখানে এই লোকসভা নির্বাচনে অংশগ্রহন করেছেন; টালিগঞ্জের দুই সুপারহিট নায়িকা মিমি, নুসরাত; মুনমুন সেন, দেব। রাজনীতি নিতে এত আগ্রহী বাংলার মানুষ কি তবে সৌজন্যবোধ ভুলে গেল। বুদ্ধিজীবীতে ভরা এই বাংলা কি সৌজন্য ভুলতে বসেছে?

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

নাকি বিজেপি বাংলায় পা রাখায় আত্মসঙ্কটে ভুগছে বাঙালি; নিজেদের ভাষা সাহিত্য বা বাংলার পরম্পরা সম্পর্কে আতঙ্কিত হয়ে পরছে কি বাংলার মানুষ? কিন্তু মহারাষ্ট্রের মানুষ যখন একই সাথে মারাঠি সাহিত্য ও চটুল হিন্দি সিনেমা নিয়ে; একটা বিরাট শিল্পাঞ্চল গড়ে তুলতে পেরেছে; তখন বাঙালি কেন পারবে না নিজেদের অস্তিত্ব বজায় রেখে এগিয়ে চলতে।

হিন্দিবলয়ের মানুষের সংশস্পর্শ এলে; বাঙ্গালির নিজস্বতা মুছে যাবে এই ভয়ে ভুগছে কি বাঙালি বুদ্ধিজীবীরা? নাকি শুধুই শাসকদলের কাছে; নিজেদের ভাবমূর্তি বজায় রাখার নিরন্তন প্রচেষ্টা! প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে; শাসকদলের কুনজরে পড়ার আশঙ্কায় কি ভুগছে বুদ্ধিজীবীরা?

]]>
বলিউডের তিনজন সেলিব্রিটি যারা বেছে নিয়েছিলেন আত্মহননের পথ https://thenewsbangla.com/bollywood-celebrities-who-chose-the-path-of-suicide-for-hopeless-life/ Thu, 02 May 2019 13:29:56 +0000 https://www.thenewsbangla.com/?p=12178 বলিউডের জীবন হলো গ্ল্যামার বা স্টারডমের স্বর্গরাজ্য। এখানে যেমন সফলতার চূড়ায় পৌঁছে যাওয়া যায়; ঠিক তেমনি কেউ কেউ আবার কালের গর্ভে বিলীন হয়ে যান; হতাশার শেষ পর্যায়ে অনেকে নিজের জীবন ধ্বংস করে দেয়; তেমনই তিনজন নারী সেলিব্রিটিদের যারা আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।

জিয়া খান বলিউডের এই অভিনেত্রী নিউইয়র্কের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন; তার নাম ছিল নাফিজা খান। বলিউডে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন জিয়া খান; ২০০৭ সালে ‘নিঃশব্দ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

এছাড়া তিনি আমির খানের জনপ্রিয় সিনেমা গজনীতে পার্শ্ব অভিনেত্রীর অভিনয় করেন। তিনি তার ৩য় এবং শেষ অভিনয় করেন হাউজফুল সিনেমা তে। ২০১৩ সালের ৩রা জুন তার লাশ পাওয়া যায়। প্রেমের হতাশায় তিনি আত্নহত্যা করেন।

সত্যজিৎ রায় এর স্ক্রিপ্ট চুরি করে ফিল্ম বানিয়ে হলিউডে নাম করেছিলেন স্পীলবার্গ

দিব্যা ভারতী দিব্যা ওম প্রকাশ ভারতী ভারতীয় চলচ্চিত্রে এমন একজন অভিনেত্রী যিনি তার প্রজন্মের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে অভিহিত ছিলেন; ৯০ এর দশকে তিন বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল হিন্দি; তেলেগু এবং তামিল সিনেমায় কাজ করেছিলেন।

মাত্র ১৯ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর জীবনের দু:খজনক সমাপ্তি ঘটে; ১৯৯৩ সালে তিনি তার ৫ম তলার এ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ঝাঁপিয়ে মৃত্যুবরণ করেন। এটি কোনো আত্নহত্যা ছিল নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি।

আরও পড়ুন অভিনয় জীবনে প্রথমবার রূপান্তরকামীর চরিত্রে অমিতাভ বচ্চন

সিল্ক স্মিতা সিল্ক স্মিতা একজন ভারতীয় চলচ্চিত্র শিল্পী ছিলেন যিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছিলেন; তামিল সিনেমা বন্দিচকর্রামে সিল্ক নামে অভিনয় করে প্রথম সবার নজর কাড়েন; ৮০ এর দশকে সিল্ক ছিলেন সবার স্বপ্নের অভিনেত্রী হয়ে উঠেন।

১৯৯৬ সালের ২৩শে সেপ্টেম্বর সিল্ক চেন্নাইয়ে নিজের বাসায় সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আত্নহত্যা করেন। একটি সুইসাইড নোটে তিনি তেলেগু ভাষায় লিখেন, ক্রমাগত ব্যর্থতা তার জীবনে হতাশার সৃষ্টি করেছে এবং তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সিল্ক স্মিতার জীবনের উপর ভিত্তি করে পরবর্তীতে বলিউডে “দ্য ডার্টি পিকচার” নামে একটি সিনেমা তৈরি করেন। তাতে বিদ্যা বালান সিল্কের চরিত্রে অভিনয় করেন।

]]>
আমির খানের জন্মদিনে জেনে নিন তাঁর ব্যপারে কিছু অজানা তথ্য https://thenewsbangla.com/lesser-known-facts-about-bollywood-superstar-amir-khan/ Thu, 14 Mar 2019 10:52:20 +0000 https://www.thenewsbangla.com/?p=8403 বৃহস্পতিবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৫৪ তম জন্মদিন। বলিউডকে আমির খান প্রায় দু দশক ধরে উপহার দিয়েছে দারুন সব সিনেমা। তার মধ্যে বক্স অফিস তোলপাড় করেছিল ‘আন্দাজ আপনা আপনা’, ‘ফানা’, ‘তারে জামিন পার’, ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ‘দঙ্গল’ এর মত সিনেমা।
তার জন্মদিনে, আসুন জেনেনি তার ব্যাপারে কিছু অজানা তথ্যঃ

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

১। আমির খানের পুরো নাম মহাম্মাদ আমির হুসেন খান। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদের বংশধর।

২। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনেরও বংশধর।

৩। আমির খানকে তার প্রিয়জনরা ‘কানহাইয়া লাল’ বলে ডাকেন, কারন ছোটবেলায় আমিরের ছেলের থেকে মেয়ে বন্ধুদের সংখ্যা বেশি ছিল।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

৪। ১৯৭৩ এর জনপ্রিয় সিনেমা ‘ইয়াদও কি বারাত’ দিয়েই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল আমিরের।

৫। আমিরের বাবা মা, জাকির এবং জিনাত হুসেন চাননি আমির অভিনেতা হোক। তারা ছেয়েছিল, আমির পড়াশুনো করুক। কিন্তু দুঃখের বিষয়, স্কুল পাস করার পর আমির আর পড়াশুনো করেনি।

৬। আমির খান অভিনয় ছাড়াও, টেনিস খেলতে পছন্দ করেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায়ে টেনিস খেলতেন ছাত্র জীবনে।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

৭। ‘কায়ামাত সে কায়ামাত তাক’ সিনেমা করার পর আমির বেশ জনপ্রিয়তা পান। তবে, এই সিনেমার বাজেট কম থাকায় আমির নিজেই বাসে, ট্রেনে এবং অটো রিক্সায়ে এই সিনেমার পোস্টের লাগিয়ে প্রচার করেন।

৮। আমির খানের রিউবিক্স কিউব সমাধান করতে লাগে মাত্র ১৫ মিনিট।

৯। ‘সরফরোশ’ সিনেমার জন্য আমির খান কাক ভোরে ডাব করতেন, যাতে তার রুক্ষ গলার আওয়াজটা ডাব হয়।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

১০। ৪৪তম ফিল্ম ফেয়ার পুরস্কারে বেস্ট দৃশ্যে জিতেছিল ‘গুলাম’ সিনেমার একটা অংশ, যাতে আমির খানকে দেখা গিয়েছিল চলন্ত ট্রেনের দিকে দৌড়ে আসতে। সেই দৃশ্যটা নিজেই শুট করেন আমির, এবং মাত্র ১.৩ সেকেন্ডের জন্য বেঁচে যান তিনি।

১১। আমির খান শুধু ভারতবর্ষে নয়, পাকিস্তানেও বিভিন্ন সামাজিক কাজ করেছেন।

১২। আমির খানের জনপ্রিয় সিনেমা ‘গাজনি’ প্রথম হিন্দি সিনেমা যা ১০০ কোটি টাকা উপার্জন করে। ‘গাজনি’র পর থেকেই বক্স অফিসে শুরু হয় ‘১০০ কোটির ট্রেন্ড’।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

১৩। আমির খান ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পান।

১৪। আমির খানের স্ত্রী কিরণ রাই জানান, আমির খাদ্য প্রিয় মানুষ। তিনি সব সময় কিছু না কিছু খেতে থাকেন।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ফিল্মের অভাবে বন্ধ হচ্ছে বাংলার সব সিনেমা হল https://thenewsbangla.com/cinema-halls-of-bangla-to-close-down-because-of-lack-of-movies/ Thu, 14 Mar 2019 07:53:55 +0000 https://www.thenewsbangla.com/?p=8382 বাংলাদেশি সিনেমার দর্শক নেই। বিদেশি তথা ভারতীয় সিনেমার মুক্তি আটকে রাখা হচ্ছে বাংলাদেশে। সেই কারনে, ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আরও পড়ুনঃআমির খানের জন্মদিনে জেনে নিন তাঁর ব্যপারে কিছু অজানা তথ্য

বুধবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র শিল্প বাঁচবে’ শীর্ষক সাংবাদিক সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এই ঘোষণা করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, মিয়াঁ আল্লাউদ্দিন, সভাপতি ইফতেকার নওশাদ সহ অনেকেই।

সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সরকারের সুদৃষ্টি ও আমাদের দাবিগুলো না মানা হলে ১ মাস পর, আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হবে’।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

সিনেমা হল চালানোর মত দেশে পর্যাপ্ত চলচ্চিত্র তৈরি হচ্ছে না বলে জানা যায় সমিতির পক্ষ থেকে। যাও হচ্ছে তাতে দর্শক মোটেই আকর্ষিত হচ্ছে না। লোকসান গুণতে গুণতে হতাশ প্রযোজকেরা। হলের আয় নিয়ে সন্তুষ্ট নন প্রেক্ষাগৃহের মালিকেরাও।

দেশের বাইরের ছবি প্রদর্শনের জন্য বাংলাদেশকে মানতে হয় কঠোর নিয়ম। বিদেশী, বিশেষত ভারতীয় সিনেমা দেখাতে গেলে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় নানাবিধ শর্ত আর নিয়মকানুন। এভাবে বেশি দিন চলতে পারে না। লোকসান গুণতে গুণতে পিঠ দেয়ালে ঠেকেছে বলেই দাবি করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

সাংবাদিক বৈঠকে এই দিন নওশাদ স্পষ্ট জানিয়ে দেন, “সিনেমা হলে লোক টানার মত চলচ্চিত্র বাংলাদেশে তৈরি হচ্ছে না। বাছাই করা ভাল মানের ভারতীয় বাংলা ছবির মুক্তি নানা কৌশলে আটকে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হল মালিকেরা আর পেরে উঠছেন না। তাই, এপ্রিলের ১২ তারিখ সব হল বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় থাকছে না”।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

এর আগে, গত বছর ৩০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ একটি আদেশ দেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় যৌথ প্রযোজনার ছবি ছাড়া বাইরের দেশের কোনো ছবি দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

এদিকে ভারতীয় হিন্দি চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের প্রতিবাদে কয়েক বছর আগে কাফনের কাপড় পরে আন্দোলন করেছিল চলচ্চিত্র পরিবার। আগামী ১২ এপ্রিল থেকে সিনেমা হল বন্ধ করা হলে, দেশে হিন্দি ছবি আমদানি করা হলে আবারও আন্দোলনে নামবে চলচ্চিত্র পরিবার।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ কথা জানায়ে। তিনি বলেন,”আগেও সিনেমা হল বন্ধের হুমকি পেয়েছি আমরা। যদি দেশীয় সংস্কৃতি বাদ দিয়ে, বঙ্গবন্ধুর আইনকে পাস কাটিয়ে হিন্দি ছবি এনে দেশকে ধ্বংস করতে চায়; আমরা পুরো চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের পক্ষ থেকে আবারও প্রতিবাদ জানাবো”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট https://thenewsbangla.com/abhinandan-balakot-pulwama-bollywood-producers-fight-to-register-patriotic-film-titles/ Sat, 02 Mar 2019 05:53:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7321 লজ্জা। খুব লজ্জার। দেশের জন্য সেনাদের ত্যাগকে কাজে লাগিয়ে মুনাফার জন্য লড়ছে ফিল্ম দুনিয়া। কাশ্মীরে লড়ছে মরছে ভারতীয় সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে টাকা কামানর জন্য মারপিট করছে বলিউডের ফিল্ম জগত। এমন ঘটনায় সাড়া পরে গেছে গোটা ভারতে। আর এই নিয়ে হাসিঠাট্টায় মেতেছে আন্তর্জাতিক দুনিয়া।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

ভিকি কৌশল অভিনীত ” উরি-দ্যা সার্জিক্যাল স্ত্রাইক” বক্স অফিসে ব্যপক ব্যবসা করেছে। তারপর থেকেই বলিউডের নামি প্রযোজকরা দেশাত্মবোধক সিনেমা করার দিকে আগ্রহ বেশি দেখাচ্ছে। তাদের হাতে এখন অনেক বিষয়। পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি আক্রমণ, বালাকটে ভারতের বায়ুসেনার জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বিমান আক্রমণ এবং দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর, বলিউড প্রযোজকদের মধ্যে আগামী দিনের হিন্দি সিনেমার নাম ঠিক করা নিয়ে তোলপাড় হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

বলিউড ফিল্মি দুনিয়ার সূত্র অনুযায়ী, ফিল্মের নামের জন্য “বালাকোট”, “পুলাওয়ামা” নামগুলো শীর্ষে উঠে এসেছে। পাকিস্তানে আটকে পরা ভারতের বায়ুসেনা, অভিনন্দন বর্তমান যাকে শুক্রবার ছাড়া হল, সেই “অভিনন্দন”-এর নামও উঠে এসেছে সিনেমার নামের শীর্ষে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

বালাকোট জইশ-ই-মহম্মদের সব থেকে সুসজ্জিত ক্যাম্প ছিল। এই ক্যাম্পে, সুইমিং পুল এবং জিম সহ ৬০০ জন জঙ্গির থাকার ব্যবস্থা ছিল বলেই সূত্রের খবর। গত মঙ্গলবার ভোরবেলায় ভারতীয় বায়ুসেনার আক্রমণে বালাকোট সহ দুটো জঙ্গি-ক্যাম্প ধ্বংস হয়ে যায়। চিত্রনাট্যে এটাই মুম্বাই ফিল্ম জগতে এখন হট ফেভারিট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

২৭এ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের বায়ুসেনার যে পাইলটকে আটক করে, তার নাম অভিনন্দন বর্তমান। এখন গোটা ভারতে তিনি বিখ্যাত। কোটি কোটি মানুষ তাঁর সুস্থভাবে দেশ ফেরার জন্যে প্রার্থনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, “অভিনন্দনকে ১লা মার্চ ছেড়ে দেওয়া হবে”। সেই অনুযায়ী তাঁকে শুক্রবার ভারতকে ফিরিয়ে দেওয়া হয়। সেটাও এই মুহূর্তে হট ফেভারিট সিনেমার নামের ক্ষেত্রে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

India Motion Pictures Producers’s Association বা (IMPPA) এর মুম্বাইয়ের আন্ধেরির অফিসে এখন ব্যস্তদিন কাটছে প্রতিদিন। পাঁচ থেকে ছয়টি আলাদা প্রযোজকের প্রতিনিধিরা সিনেমার নামকরণ করার জন্যে প্রতিদিন আসছেন। এবং নিজেদের আগামী সিনেমাগুলোর জন্যে নাম ঠিক করে সেটা সবার আগে নথিভুক্ত করাতে চান।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

একজন প্রত্যক্ষদর্শী এই পুরো ঘটনাটাকে ‘একটা খিচুড়ি’ বলে বর্ণনা করেছেন। কারণ প্রযোজকদের মধ্যে নাকি ‘বালাকোট’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’,’পুলাওয়ামা আট্যাক’, ‘রিটার্ন অফ অভিনন্দন’ নামগুলো নিয়ে বচসাও বাঁধে। কিছুজন এই নামেরও বিকল্প খুঁজে চলেছে। কেউ করতে চান অভিনন্দন এর বাইওপিক।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার

পুলাওয়ামা আক্রমণের পর, ‘পুলওয়ামা’, ‘পুলওয়ামা: দা সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হে’, ‘পুলওয়ামা টেরর এট্যাক’, ‘দা এট্যাকস অফ পুলওয়ামা’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’ এবং ‘এটিএস- ওয়ান ম্যান শো’ নামগুলো জমা পড়েছে। একদিন এর মধ্যে প্রযোজকদের মধ্যে ধস্তাধস্তিও লেগে যায়। এবার দেখার বিষয়, কোন প্রযোজক কোন নাম পান।

তবে শহিদ সেনাদের নিয়ে যেভাবে সিনেমা বানিয়ে মুনাফা লাভের চেষ্টা চলছে, তা খুব লজ্জাজনক বলেই মনে করছে ফিল্ম জগতও। ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফায়দা লোটার চেষ্টায় লজ্জাজনক ধস্তাধস্তি ফিল্ম প্রযোজকদের।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘ধক ধক’ গার্ল মাধুরী দীক্ষিত, ‘রং দে তু মোহে গেরুয়া’ https://thenewsbangla.com/madhuri-dixit-is-standing-for-the-bjp-in-2019-parliament-election/ Fri, 07 Dec 2018 08:00:08 +0000 https://www.thenewsbangla.com/?p=3674 The News বাংলা, মুম্বাইঃ রং দে তু মোহে গেরুয়া। এবার কি গেরুয়া রঙেই নিজেকে রাঙাবেন মাধুরী দীক্ষিত? ২০১৯ এর লোকসভা ভোটে কি বিজেপি-র হয়ে দাঁড়াচ্ছেন মাধুরী? দিল্লী ও মুম্বাই জুড়ে এখন এটাই জোর খবর।

মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা

এবার রাজনীতিতে পা রাখছেন মাধুরী দীক্ষিত। বিজেপিতে যোগ দিতে চলেছেন ‘ধক ধক’ গার্ল। রাজনৈতিক মহলে এমনই জল্পনা জোরদার হয়েছে। কয়েক মাস আগেই জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে গ্ল্যামার গার্লের বাসভবনে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’

সেই থেকেই কেন্দ্রের শাসক দলের সঙ্গে সখ্যতা নিয়ে আলোচনা শুরু হয়। তারপর অনেক জল গড়ায়। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে এই জনপ্রিয় অভিনেত্রীকে প্রার্থী করে চমক দিতে চাইছে বিজেপি।

মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা
মাধুরী দীক্ষিত রং দে তু মোহে গেরুয়া/The News বাংলা

‘সম্পর্ক ফর সমর্থন’ কর্মসূচীর সময় অমিত শাহ দেখা করেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গেও। শিল্পপতি রতন টাটার সঙ্গেও তাঁর সাক্ষাত্‍ হয়। মাধুরী যে প্রথমবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সরাসরি লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত বিজেপির একাংশ।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

প্রাথমিকভাবে সেলেব্রিটিদের জন্য যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেখানে মুম্বই থেকে মাধুরীর নাম রয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে সূত্রের আরও খবর, বলিউডের অভিনেতা অক্ষয়কুমার এবং দক্ষিণের সুপারস্টার মোহনলালের নামও আগামী লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে।

বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা সানি দেওলও পেতে পারেন বিজেপির টিকিট। কিন্তু কোনও কিছুই পরিষ্কার করে বলতে নারাজ বিজেপি। তবে একসময়ের ভারতের ‘হার্ট থ্রব’ যে লোকসভা ভোটের শুরুতেই চর্চার মধ্যে সেটা বলাই যায়।

]]>
নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে https://thenewsbangla.com/nick-priyankars-new-luxurious-house/ Wed, 24 Oct 2018 11:29:45 +0000 https://www.thenewsbangla.com/?p=1417 মুম্বাই: মার্কিন গায়ক নিক জোনাস কিনেছেন বিলাসবহুল একটি নতুন বাড়ি। আর সেখানেই শুরু হবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর নতুন সংসার। বিলাসবহুল এই বাড়িটি এখন মানুষের আগ্রহের বিষয়।

চলতি বছরের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের অনুষ্ঠানে কী কী থাকছে, কেমন পোশাক পরবেন প্রিয়াঙ্কা, কারা অতিথি হচ্ছেন, বিয়ের খুঁটিনাটি সব জানতে আগ্রহী ভক্তরা। এই যুগলের আন্তঃমহাদেশীয় রোমান্স মন জয় করেছে অগণিত ভক্তকে।

কিন্তু হবু বউ প্রিয়াঙ্কার জন্য মার্কিন গায়ক যে বাড়িটি কিনেছেন, কেমন সে বাড়িটি, কিনতে খরচই বা কত পড়েছে, তা কি জানেন?

খবর বলছে, নিক জোনাস তাঁর প্রিয়তমা হবু বউয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৫৯ লাখ টাকা(এক ডলার সমান ৭৩.১৮টাকা হিসাবে)। নতুন উষ্ণ জীবনে প্রবেশের আগে একটি দামি ‘শীতল বাড়ির’ প্রয়োজন তো ছিলই।

নিক জোনাস নিজেই বলেছেন, ‘হবু বউয়ের জন্য আমি একটি শীতল বাড়ি কিনেছি!’ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই বাড়িটি কিনেছেন নিক জোনাস। রোমান্স শুরুর আগেই পাঁচ বেডরুমের বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি।

বাড়িটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহর সংলগ্ন। ৪ হাজার ১২৯ স্কোয়ার ফুটের এ বাড়িটিতে রয়েছে ৫ টি সুবিশাল শয়নকক্ষ ও ৪ টি বিশাল বাথরুম ও সুইমিংপুল। এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাড়িটিতে রয়েছে অতিথিশালা ও খোলা চত্বর।

ভারতের সংবাদমাধ্যম ডিসেম্বরে বিয়ের কথা বললেও, ইকনমিক টাইমসের একটি সূত্র বলছে, ‘এই যুগল (প্রিয়াঙ্কা ও নিক) আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। দুজনই খুব ব্যস্ত, কিন্তু তাঁরা সম্পর্ক উপভোগ করতে সময় কাটাচ্ছেন।’

চলতি বছরের ডিসেম্বরে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের গুঞ্জন চললেও ওই সূত্র বলছে, ‘এই যুগল তাঁদের বন্ধুদের বলেছেন, আগামী বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।’ সূত্রটির মতে, ‘প্রিয়াঙ্কা এর মধ্যেই পরিকল্পনা করেছেন, কয়েক মাসের মধ্যেই বিয়ে করবেন এবং নিককে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি উত্তেজিত।’

সূত্রটি আরো বলেছে, বিয়ের ব্যাপারে প্রিয়াঙ্কা ও নিক দুজনের ভাবনা একই। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান তাঁরা। এবং বন্ধুদের বলেছেন, বিয়ে সম্ভবত আগামী বছর হচ্ছে।

গত ১৮ আগস্ট মুম্বাইয়ে সনাতন রীতি মেনে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদান হয়। ভক্তরা এ যুগলের বিয়ের সাড়ম্বর আয়োজন দেখার জন্য মুখিয়ে আছেন।

তবে বিয়ের আগ্রহের মধ্যেই, নিক-প্রিয়াঙ্কার বাড়ি নিয়েই এখন যাবতীয় জল্পনা কল্পনা। প্রিয়াঙ্কার নতুন বাড়ির গল্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

]]>