birbhum – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 31 Aug 2022 11:43:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg birbhum – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে https://thenewsbangla.com/anubrata-mondal-family-close-relatives-crores-of-property-161-property-claim-cbi/ Wed, 31 Aug 2022 11:43:02 +0000 https://thenewsbangla.com/?p=16551 মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার পরে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের কয়েকশো কোটি টাকার ১৬১টি আইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর বাইরে বেনামে যে কত সম্পত্তি আছে, সেটাই খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারি দল। কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে শেষ ৫ বছরে।

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে, ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও, ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। আর সবটাই হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে।

আরও পড়ুন; তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে

সিবিআই সূত্রে দাবি, গরু-পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে জমি, আরও বহু সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায়, একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে, ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে।

এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায়, একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সপ্তাহ খানেক আগেই, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রত ঘনিষ্ঠ মোট ৪ জনের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে। এর পাশাপাশি অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট, মনীশ কোঠারির বাড়িতেও পৌঁছেছে সিবিআই। বাড়িতে খানাতল্লাশির পর ‘আটক’, অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু হয়েছে জেরা পর্ব। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই, প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে।

]]>
কেষ্টদা সিবিআই হেফাজতে, বোলপুরে বন্ধ হল তৃণমূলের কোটি টাকার অবৈধ কারবার https://thenewsbangla.com/anubrata-mondal-in-cbi-custody-illegal-toll-collection-center-closed-in-bolpur-birbhum/ Tue, 23 Aug 2022 16:13:12 +0000 https://thenewsbangla.com/?p=16363 কেষ্টদা সিবিআই হেফাজতে, বোলপুরে বন্ধ হল তৃণমূলের কোটি টাকার অবৈধ কারবার। অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে, বোলপুরে উঠে গেল অবৈধ টোল আদায় কেন্দ্র। এই টোল আদায় কেন্দ্রে তোলা টাকা নিয়ে, বহু বছর ধরেই একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, এই টোলের টাকাতেই নাকি বোলপুরে অনুব্রত মণ্ডলের কার্যালয়ের, সমস্ত খরচ চলত। এখন গরু-পাচার মামলায়, বোলপুরের নানা জায়গায় চলছে সিবিআই তল্লাশি। কেষ্টদা নিজেই সিবিআই হেফাজতে, তাই উঠে গেল জেলা পরিষদের নামে তৃণমূলের টোল আদায় কেন্দ্র। এমনটাই জানাচ্ছেন স্থানিয় বাসিন্দারা।

রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের কোনদিন নজরে পড়েনি, এবার রাতারাতি উঠে গেল বীরভূম জেলা পরিষদের নামে তৃণমূলের অবৈধ টোল আদায় কেন্দ্র। সূত্রের খবর, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে জাতীয় সড়কের উপর, টোল আদায় করত জেলা পরিষদ। জেলা পরিষদের নামে ছাপানো বিলে, নেওয়া হত টাকা। কিন্তু সেই টাকা জমা হত না, জেলা পরিষদের কোষাগারে। কোথায় যেত সেই টাকা? উত্তর খুঁজছে সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ এত হইচই সত্ত্বেও আজও বন্ধ হয়নি গরু পাচার, দুধ-ডাক পার্সেল গাড়িতে বাংলাদেশে গরু পাচার

বোলপুর থেকে বর্ধমান যেতে অজয় নদের উপর, অজয় সেতুর আগে একটি টোল আদায় কেন্দ্র ছিল। জাতীয় সড়কের উপর বীরভূম জেলা পরিষদের প্যাডে, এখানে টোল আদায় করা হত। যা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। ২০২২ সালে এই বোলপুর সুরতেশ্বর শিবতলা মোড়ে, বীরভূম জেলা পরিষদের নাম লিখে একটা টোল আদায় কেন্দ্র তৈরি হয়। ২–বি জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া গাড়ি থেকে, টোল আদায় করত জেলা পরিষদ। কিন্তু আদৌ সেই টাকা জমা পড়ত না জেলা পরিষদের অ্যাকাউন্টে।

গাড়ি পিছু ১০, ২০, ৩০, ৫০ টাকা থেকে, বড় গাড়ি ৮০, ১০০, ১১০ টাকা পর্যন্ত টোল আদায় করা হত। গড়ে দেড় লক্ষ টাকা দিনে আদায় হত, এই টোল আদায় কেন্দ্র থেকে। জাতীয় সড়কের উপর জেলা পরিষদের এই টোল আদায় কেন্দ্রের, কোন এক্তিয়ার ছিল না বলেই অভিযোগ। কেউ কোনদিন নজরই দেয়নি। এবার সিবিআই-য়ের ভয়ে রঙ করে মুছে দেওয়া হয়েছে, জেলা পরিষদের নাম। কেন এমন করা হল?‌ তা নিয়ে উঠছে প্রশ্ন। “দাদা ফিরে এলে আবার চালু হবে”, জানিয়েছেন স্থানিয় একজন।

]]>
চাপে পরে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করে দিলেন অনুব্রতর ডাক্তার https://thenewsbangla.com/anubrata-mondal-doctor-chandranath-adhikari-claims-he-was-forced-to-write-prescription-on-white-page/ Wed, 10 Aug 2022 04:54:40 +0000 https://thenewsbangla.com/?p=16013 হাসপাতাল সুপারের নির্দেশে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করলেন অনুব্রতর ডাক্তার। ‘হাসপাতাল সুপারের নির্দেশেই, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’, বিস্ফোরক মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলকে দেখতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এমনই বিস্ফোরক দাবি করলেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। আর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই, শোরগোল রাজ্য জুড়ে। আদালতে যাচ্ছে সিবিআই।

অনুব্রত মণ্ডলের অনুরোধেই, তিনি চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দিয়েছিলেন। এমন মন্তব্যও করেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর আরও অভিযোগ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই, অনিচ্ছা সত্ত্বেও অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। ‘বীরভূমে থাকি, সরকারি চাকরি করি, ওনাদের কোথা তো শুনতেই হবে’। জানিয়ে দেন ডাক্তার চন্দ্রনাথ অধিকারী।

আরও পড়ুনঃ ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

‘সিবিআই হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত’, জানান চন্দ্রনাথ অধিকারী। ‘বাড়িতে গেলে ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দিতে বলেন অনুব্রত, উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? বোলপুরে থাকি বলেই ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি। সুপারের নির্দেশেই সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’। বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর।

তাঁর এমনও দাবি, বিশ্রামের প্রয়োজন থাকলেও সাপোর্টিভ সিস্টেম দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব। অনুব্রত সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার মতো অবস্থাতেও রয়েছেন বলে দাবি চিকিৎসকের।

]]>
গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক, অনুব্রতর পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল https://thenewsbangla.com/anubrata-mandal-cbi-called-in-cow-theft-case-again-admitted-in-sskm-hospital/ Mon, 08 Aug 2022 06:39:58 +0000 https://thenewsbangla.com/?p=15917 গরু চুরি কাণ্ডে ফের সিবিআই ডাক; অনুব্রত মণ্ডলের পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল। সোমবার গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেবার কথা অনুব্রত মণ্ডলের। রবিবার বোলপুর থেকে চিনার পার্কের ফ্লাটে এসে পৌঁছেছেন; বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত; কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁর হাজিরা দেওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এখনও পর্যন্ত হাজিরা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি তিনি; জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। মনে করা হচ্ছে, ফের অনুব্রত মণ্ডল ভর্তি হবেন; সেই এসএসকেএম হাসপাতালেই।

এদিকে বিজেপি নেতারা মজা করে বলছেন, “গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক; পোঁদ দেখাতে অনুব্রত ছুটলেন এসএসকেএমে”। অনুব্রত মণ্ডলের ফিসচুলার সমস্যা রয়েছে; তাই এই নিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। কিছুদিন আগেই ২১শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ-জনিত সমস্যার জন্য; এই ‘পোঁদ দেখানো’ নিয়ে তুমুল সমালোচনা করেছিল বিরোধীরা।

আরও পড়ুন; ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

হাজিরা দিতে পারছেন না বলে; কেন্দ্রীয় গোয়েন্দাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু রবিবার চিনার পার্কে তিনি এসে পৌঁছনোর পর; হাজিরা দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষারও কথা রয়েছে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা কেমন; হাজিরা দিতে পারবেন কিনা; সে সব উত্তর এড়িয়ে গিয়েছেন অনুব্রতর আইনজীবী।

গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর; জেরায় উঠে আসে অনুব্রতর নাম। এই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে; ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।

]]>
অনুব্রতকে বাগে আনতে বীরভূম সফর করলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক https://thenewsbangla.com/central-force-in-100-percent-booths-at-birbhum-says-observer-ajay-nayek/ Wed, 24 Apr 2019 14:12:58 +0000 https://www.thenewsbangla.com/?p=11561 বুধবার বীরভূমের সিউড়িতে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেন অজয় নায়েক। সেখানে উপস্থিত ছিলেন শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের পর বিশেষ পর্যবেক্ষক জানিয়ে দিলেন, বীরভূমেও নির্বাচনে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হবে না কোনও বুথের।

বুধবার প্রশাসনিক বৈঠকের পর বেরিয়ে অজয় নায়েক বলেন, “বিরোধী দলের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের দিন কারচুপি করতে পারে শাসক দল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গেও সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জেলায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করা হবে”।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

বিশেষ পর্যবেক্ষকের এই সিদ্ধান্তের পর বীরভূমের এক বিজেপি নেতার বক্তব্য, “প্রথম তিন দফার ভোটে ভালো কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। সে সব বুথে রাজ্য পুলিশ ছিল সেখানেই কারচুপি করার চেষ্টা করেছে তৃণমূল। আমরা বারবার কমিশনের কাছে এ ব্যাপারে আবেদন করেছি। কমিশন জানিয়েছে চতুর্থ দফার ভোটে ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে”।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

“তৃণমূল জানে বীরভূমের দুটি লোকসভার বিদায়ী সাংসদ শতাব্দী রায় ও অনুপম হাজরা কোনও কাজ করেননি এই জেলার জন্য। তাই এবার বীরভূম জেলার লোক বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। আমরা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানিয়েছিলাম, তৃণমূল ভোট লুঠ করার চেষ্টা করতে পারে। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি”। দাবি কংগ্রেস সিপিএম বিজেপির।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে অনুব্রতর বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

এই ব্যপারে সিউড়ি পুরসভার তৃনমূলের উপ পৌরপ্রধান বিদ্যাসাগর সাউ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীর জানিয়ে দিয়েছেন, যত কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, বিজেপি কিছুই করতে পারবে না। কারণ মানুষ ভোট দেবেন, কেন্দ্রীয় বাহিনী নয়। আর মানুষ জানেন, তৃণমূল গত পাঁচ বছরে রাজ্যের কত উন্নয়ন করেছেন। তাই ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিলেও জয় আমাদেরই হবে”।

আরও পড়ুনঃ সাত দিন পরেও খোঁজ নেই ভোটের নোডাল অফিসার অর্ণব রায়ের, রহস্য আরও জটিল

চতুর্থ দফায় আরও বেশি অর্থাৎ ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ আধাসেনার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনায় এই জেলা ছিল রাজ্যের মধ্যে অন্যতম। পাড়ুই, লাভপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার, ইলামবাজার, বোলপুর-সহ বীরভূমের বেশিরভাগ এলাকাতেই সংঘর্ষ হয়েছিল।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই মমতার সিনেমা আটকে দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কাছে সে সবের রিপোর্ট রয়েছে। আর তাই লোকসভার আগে কোনও ঝুঁকি নিতে চাইলেন না কমিশনের। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১০০ শতাংশ বুথে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চাকুরী মেলেনি, আত্মহত্যা বাংলার ইঞ্জিনিয়ারিং ছাত্রের https://thenewsbangla.com/engineering-student-commits-suicide-in-bengal-for-unemployment/ Sat, 16 Mar 2019 11:18:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8612 কর্মসংস্থান তৈরিতে কে এগিয়ে? রাজ্য না কেন্দ্র? ভোটের বাজারে কর্মসংস্থান তৈরির কৃতিত্ব নিতে কেউই পিছিয়ে নেই। কিন্তু আসল চিত্র বেআব্রু হয়ে যাচ্ছে মর্মান্তিক কিছু ঘটনায়। দুই দিন আগেই এসএসসি পরীক্ষায় চাকুরীপ্রার্থীদের অনশনে অংশগ্রহন করে এক গর্ভবতী চাকুরী প্রার্থীর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। আর এবার চাকুরী না পেয়ে অবসাদে আত্মঘাতী হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্র।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

আত্মঘাতী ছাত্রের নাম উৎপল ঘোষ। তার বাড়ি বীরভূমের সিউড়িতে। শনিবার সকালেই তার নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংএর ছাত্র উৎপল ঘোষ মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়ির লোকজনের সাথে ঠিকমতো কথা বলতেন না এমনকি বন্ধু বান্ধবদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছিল সে। খাওয়া দাওয়াও ঠিক মতো করত না বলে জানিয়েছে ছাত্রের বাড়ির লোকেরা।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে নারীদের স্তন ক্যানসার, ভয়াবহ এই রোগের প্রধান ৮টি লক্ষণ

বছর তিনেক আগেই ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ সম্পূর্ণ করলেও এখনও চাকুরীর জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। বহু জায়গায় চাকুরীর পরীক্ষা দিয়েও লাভ হয়নি৷ অবশেষে আত্মহননের পথই বেছে নেন তিনি।

প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া দাওয়ার শেষে উৎপল নিজের ঘরে চলে যায়৷ শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও তার কোনও সাড়া পাওয়া যায়না। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেকের সন্দেহ হয়। তারপরেই দরজা ভেঙে ফেলা হয়। উদ্ধার হয় উৎপলের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

উৎপলের বাবা একটি চিটফান্ড সংস্থার কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎ চিটফান্ড সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় উৎপলের বাবা চাকুরী হারান। ইদানিং তার পরিবার অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। এদিকে অনেক চেষ্টা করেও চাকুরী না পেয়ে কঠোর সিদ্ধান্ত নেয় উৎপল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বীরভূমের নাম বদলে বিস্ফোরণ রাখার দাবি বিজেপির https://thenewsbangla.com/bjp-has-demanded-to-change-the-name-of-birbhum-to-blastbhum/ Sun, 03 Mar 2019 18:02:20 +0000 https://www.thenewsbangla.com/?p=7416 অনুব্রত গড়ে ফের তীব্র বিষ্ফোরন, উড়ল বাড়ি। তীব্র বিস্ফোরণে উড়ে গেল পাশাপাশি দুটি বাড়ির ছাদ। বীরভূমের লাভপুর থানার পুন্যগ্রামের ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি বাড়িতে বিপুল পরিমানে বাজি মজুত ছিল। তা থেকেই আগুন লেগে বিস্ফোরণ হয়। বীরভূমের নাম বদলে বিস্ফোরণ রাখার দাবি বিজেপির।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে লাভপুরের পূণ্যগ্রামে। বাড়িতেই বেআইনি বাজি তৈরি হত বলেই জানা গেছে। প্রায় প্রতি সপ্তাহেই বীরভূমের কোন না কোন এলাকায় বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

প্রাথমিক তদন্তে এবং কিছু স্থানিয়দের কাছ থেকে জানা গেছে, বাড়িটিতে বেআইনি বাজি তৈরির কাজ হতো এবং সেখানে বিপুল পরিমানে বাজি ও বারুদের সাথে বেশ কিছু গ্যাস সিলিন্ডারও মজুত ছিল। কোনভাবে অসাবধানতাবশত গ্যাস লিক হয়ে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে এবং অন্য সিলিন্ডারগুলোও ফেটে তীব্র বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

বিস্ফোরণ এর তীব্রতা এতোটাই বেশি ছিল যে, পাশের একটি বাড়িও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। দুটো বাড়িরই ছাদ উড়ে গিয়েছে এবং বিস্ফোরণে বাড়ির সকল সরঞ্জামই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিস্ফোরণ হওয়া মাত্রই হতচকিত গ্রামবাসীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। লাভপুর থানার পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে। বাড়িটি বাজি তৈরির জন্য অনুমোদনপ্রাপ্ত ছিল কিনা, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পুলিশ আসার আগে স্থানিয়রাই উদ্ধার কাজে হাত লাগান। আগুন নেভানোর চেষ্টা করা হয়। পুলিশের নাকের ডগায় এতবড় বেআইনি বাজির কারখানা কীভাবে চলল, কতদিন ধরে চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এসে সেটা নিয়েই তদন্ত চালাচ্ছে। এলাকার বাসিন্দারা গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

পুলিশের প্রাথমিক অনুমান ওই বাড়িতে অবৈধভাবে বাজি তৈরির কারখানা চলছিল। সেখানে বস্তা ভরতি বারুদ মজুত ছিল। আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন থেকেই বাজিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বাড়িটি ভেঙে পড়ে। আগুন পাশের একটি মাটির বাড়িতেও ছড়িয়ে পড়ে। দুটি বাড়ির সমস্ত কিছু পুড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

গত ৬ মাসে এই ধরণের ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে। বীরভূমের কোন না কোন এলাকায় বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। রবিবারের ঘটনার পর বীরভূমের নাম বদলে বিস্ফোরণ রাখার দাবি উঠেছে বিজেপির তরফ থেকে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে কোন কারণে বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে বিস্ফোরণ ঘটেছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন
আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পঞ্চায়েত ভোটের পর ফের বাংলায় হত্যার রাজনীতি শুরু https://thenewsbangla.com/after-the-panchayet-polls-the-politics-of-murder-in-bengal-again-started/ Mon, 22 Oct 2018 14:03:39 +0000 https://www.thenewsbangla.com/?p=1322 নিজস্ব সংবাদদাতা : ফের শিরোনামে অনুব্রত মন্ডলের বীরভূম। ফের শুরু হত্যা ও লাশের রাজনীতি। একদিকে খয়রাশোলের গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতির মৃত্যু, অন্যদিকে লাভপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটের আগেই কি ফের হত্যার রাজনীতি শুরু ?

খয়রাশোলে তৃণমূল নেতার গুলিতে মৃত্যুর পর তৃণমূল নেতাদের তরফ থেকে আঙুল তোলা হয় বিজেপির দিকে। এদিকে, দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল ব্লক সভাপতির মৃত্যুর মাঝেই সোমবার সকালে লাভপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বাংলার বিজেপি নেতারা এটিকে খুন বলে দাবি করে শাসকদলকে পাল্টা কাঠগড়ায় তুলেছে। পঞ্চায়েত ভোটের মত ফের কি শুরু হত্যার রাজনীতি ? উঠছে প্রশ্ন।

পঞ্চায়েত ভোটের পর বীরভূমের জেলা রাজনীতিতে তৃণমূল-বিজেপির দ্বৈরথ ফের নতুন করে মাত্রা পেয়েছে। গত রবিবার সকালে গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেসের খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষ। তাঁর শরীরে তিনটি গুলি লাগে । দুটি গুলি বের করা গেলেও একটি গুলি দীপক ঘোষের শরীরে ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর সোমবার দুপুর একটা নাগাদ মৃত্যু হয় দীপক ঘোষের। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দীপক ঘোষ। এলাকায় তাঁর যথেষ্ট দাপট ছিল। রবিবার খয়রাশোল থেকে দীপক ঘোষ তার সঙ্গী ভোলা ঘোষকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। অজয় নদীর উপর অস্থায়ী রাস্তা দিয়ে পেরোনোর সময় সুপার ইঁট ভাটার সামনে তাদের উপর আর একটি মোটরবাইক নিয়ে হামলা চালায় তিনজন দুষ্কৃতী।

প্রথমে মুখ লক্ষ্য করে গুলি চালায় ও পরে ভোজালি দিয়ে কোপ মারা হয় গোটা শরীরে। দীপক ঘোষের সঙ্গী ভোলা ঘোষ চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই তিনজন আততায়ী পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। জেলা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে শাসকদলের একাংশ সরব হয়েছে। তৃণমূলের অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

অন্যদিকে, রবিবার রাত থেকেই লাভপুরের দাঁড়কা গ্রামের বাসিন্দা তাপস বাগদি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা তাঁর খোঁজ শুরু করেন। সোমবার ভোরে, নদীর ধারে জঙ্গলে একটি গাছ থেকে তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, তাপসকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও, বীরভূম জেলা পুলিশ সুপার কুণাল আগারওয়াল সাংবাদিক বৈঠক করে বলেন, “লাভপুরের ঘটনাটি একটি সুইসাইড এর ঘটনা বলে প্রাথমিক অনুমান। তদন্ত চলছে।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মীর মৃত্যুকে তৃণমূলের সুপরিকল্পিত হত্যা ও তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীর মৃত্যুকে আত্মহত্যা ও তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুকে বিজেপির সুপরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছেন।

অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। কিন্তু প্রাণ হারাচ্ছেন গ্রাম বাংলার সাধারণ মানুষ। পঞ্চায়েত ভোটের হত্যালীলা কি লোকসভা ভোটের আগে ফের শুরু হলো ? চিন্তা ও আশঙ্কা গ্রাম বাংলার সাধারণ মানুষের।

]]>