BiharGovt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 12:58:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BiharGovt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতা নন, ২০২৪ লোকসভা ভোটে মোদী বিরোধী প্রধানমন্ত্রী মুখ কি নীতীশ কুমার https://thenewsbangla.com/not-mamata-banerjee-nitish-kumar-is-the-anti-modi-pm-face-in-2024-lok-sabha-poll/ Tue, 09 Aug 2022 12:58:30 +0000 https://thenewsbangla.com/?p=16001 মমতা বন্দ্যোপাধ্যায় কি নন? ২০২৪ লোকসভা ভোটে, মোদী বিরোধী প্রধানমন্ত্রী মুখ কি তাহলে নীতীশ কুমার? বিহারের মুখ্যমন্ত্রীর পর থেকে, ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের কাছে, নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। বিহারে সরকারিভাবে এনডিএ জমানার অবসান ঘটল। ২০২৪ এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীত্ব মুখ হিসাবে, তাহলে কি নীতীশ কুমার-কেই তুলে ধরছে বিরোধীরা। দেশের রাজনীতিতে উঠে গেল এমনই প্রশ্ন।

বিহারে বিজেপির বিরুদ্ধে মহাজোট, ইতিমধ্যেই গড়ে উঠেছে। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে, আরজেডি-কংগ্রেস-বাম-হিন্দুস্তানি আওয়াম মোর্চা। টার্গেট ১২২, বিহারে এবার গড়তে চলেছে, আরজেডি-কংগ্রেস-বাম-জেডিইউ সরকার। বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাম কংগ্রেসের সমর্থনে বিহারের মসনদে, ফের লালু-নীতীশ জুটি? মুখ্যমন্ত্রিত্বের পদে নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী। আপাতত এমন সমীকরণ বিহারের সরকার গঠনে। এটাই কি অন্য রাস্তা দেখাচ্ছে বিরোধীদের? এটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে নীতীশ কুমারের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম, হিন্দুস্তানি আওয়াম মোর্চা

বিগত কয়েকমাস ধরেই নীতীশের সঙ্গে, জোট শরিক বিজেপি-র টানাপোড়েন চলছিল। সংখ্যার জোরে নীতীশকে নামমাত্র মুখ্যমন্ত্রী রেখে, অমিত শাহের অঙ্গুলি-হেলনেই বিহারে জোট সরকার পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ। সেই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকও এড়িয়ে যান নীতীশ। এরপরেই বাম-কংগ্রেস সহ সব বিজেপি বিরোধী দল, নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী রেখে রাজ্যে নতুন সরকার গঠনে উদ্যোগী হয়। তাহলে কি নীতীশ এবার, বিরোধীদের প্রধানমন্ত্রীত্বের দাবিদার?

]]>
বিজেপির বিরুদ্ধে নীতীশ কুমারের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম, হিন্দুস্তানি আওয়াম মোর্চা https://thenewsbangla.com/rjd-congress-left-hindustani-awam-morcha-with-nitish-kumar-jdu-against-bjp-in-bihar/ Tue, 09 Aug 2022 12:07:57 +0000 https://thenewsbangla.com/?p=15997 বিহারে বিজেপির বিরুদ্ধে মহাজোট। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে আরজেডি-কংগ্রেস-বাম-হিন্দুস্তানি আওয়াম মোর্চা। টার্গেট ১২২, বিহারে এবার গড়তে চলেছে, আরজেডি-কংগ্রেস-বাম-জেডিইউ সরকার? বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে গেলেন নীতীশ। বাম কংগ্রেসের সমর্থনে বিহারের মসনদে, ফের লালু-নীতীশ জুটি? মুখ্যমন্ত্রিত্বের পদে নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী। আপাতত এমন সমীকরণ বিহারের সরকার গঠনে।

জেডিইউ-৪৫, আরজেডি-৭৯, কংগ্রেস-১৯ মিলিয়ে, কি এবার নতুন সরকার? ১৬জন বিধায়ক নিয়ে কি, বাইরে থেকে সমর্থন করবে বামেরা? এমনিতে ২০২০ বিধানসভা নির্বাচনে, বিজেপি-জেডিইউ কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪৩ আসনের বিহার বিধানসভায়, শাসক শিবির জেডিইউ-বিজেপির এনডিএ জোট জেতে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৭৪ আসন, নীতীশ কুমারের জনতা দল (সংযুক্ত) জিতেছিল ৪৩ আসন।

আরও পড়ুনঃ বিহারে ‘সত্ত্বাবদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, লালুর ছেলে তেজস্বীর হাত ধরলেন নীতীশ

হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি, মোট ৮টি আসন জেতে। পরে বিকাশশীল পার্টির ৩ বিধায়ক, বিজেপিতে যোগ দেয়। অন্যদিকে, বিরোধীদের মধ্যে আরজেডি ৭৫টি আসন জেতে। কংগ্রেস জেতে ১৯টি আসনে। বামদের দখলে যায় ১৬টি আসন। পরে আসাদউদ্দিন ওয়েইসির দলের ৪ বিধায়ক, আরজেডিতে যোগ দিয়েছেন। ফলে আরজেডির আসন সংখ্যা হয় ৭৯।

আরজেডির ৭৯ এবং জেডিইউ-এর ৪৩ মিলিয়ে, ১১২ বিধায়ক এমনিই হয়। এটিই বিহার বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক-ফিগার। তার সঙ্গে কংগ্রেসের ১৯ এবং বামেদের ১৬টি আসন যোগ হলে মোট আসন গিয়ে দাঁড়ায় ১৫৭-তে।

]]>