BengalNews – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 03 Sep 2022 04:42:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengalNews – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি https://thenewsbangla.com/shame-bengal-tet-fail-gets-school-teacher-job-for-seven-and-half-lakhs-tet-scam/ Sat, 03 Sep 2022 04:41:26 +0000 https://thenewsbangla.com/?p=16620 লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে, স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি। টাকা দিয়েই শিক্ষকের চাকরি, স্বীকার খোদ শিক্ষিকার স্বামীর। শুধু তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের অভিযোগ নয়, টাকা দিয়ে চাকরি পাওয়ার ব্যাপারে এবার স্বীকারোক্তিও মিলল এক শিক্ষিকার স্বামীর কাছ থেকেই। বাগদার চন্দন মণ্ডল ওরফে ‘সৎ রঞ্জনের’ বিরুদ্ধে, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন উপেন বিশ্বাস। ‘টাকা দিয়ে চাকরি পাওয়া’ ওই শিক্ষিকার স্বামী, এবার সেটাই জানাল সিবিআই-কে।

সাড়ে ৭ লক্ষ টাকায় স্কুলের চাকরি বিক্রির অভিযোগ উঠল, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করল, নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত বিশ্বাস। ২০১৭-য় নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে, শিক্ষিকার চাকরি পায় কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

তার স্বামী জয়ন্ত বিশ্বাস সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানায়, বাগদার মামা-ভাগিনা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে। সেই সূত্রে বাগদার রঞ্জন ওরফে চন্দনের সঙ্গে তার চেনাজানা। জয়ন্তর দাবি, ২০১৫-য় চন্দনকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়ার পর, ২০১৭-য় চাকরি পায় তাঁর স্ত্রী। সেই সংক্রান্ত তথ্য এবং বক্তব্য শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায়, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখও করা হয়েছে।

তাতে বলা হয়েছে, পাপিয়া মুখোপাধ্যায় ২০১৪ সালে ‘টেট’ বা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা না-দিয়ে, নগদ সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষিকার চাকরি পায়। টাকা নিয়েছিল, বাগদার মামাভাগিনা গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। পাপিয়া ২০১২ সালে টেট পাশ করতে পারেনি, ২০১৪-য় টেটে বসেনি। ২০১৫-র অগস্টে জয়ন্তের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীননাথ বিশ্বাসের পেনশন অ্যাকাউন্ট থেকে, সাড়ে সাত লক্ষ টাকা তুলে চন্দন মণ্ডলকে দেওয়া হয়। তার বিনিময়েই ২০১৭ সালে, প্রাইমারি স্কুলে চাকরি পায় পাপিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর ঘটনা সামনে আসছে, যা চমকে দিচ্ছে রাজ্যের মানুষকে। গান্ধী মূর্তির নিচে, ৫৫০ দিন ধরে বসে যোগ্য চাকরি প্রার্থীরা, যাদের চাকরি গিয়েছে চুরি। আমাদের বাংলায় শিক্ষকের চাকরি গিয়েছে চুরি। লজ্জার অন্ধকারে ডুবেছে, বাংলার শিক্ষা ব্যবস্থা।

]]>
“গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/bjp-mp-dilip-ghosh-speaks-tmc-leader-saugata-roy/ Fri, 02 Sep 2022 07:36:18 +0000 https://thenewsbangla.com/?p=16603 “গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায়, দিলীপ ঘোষ এমনই বিতর্কিত মন্তব্য করেন। নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ওই মোটা, কালো, ধুমসো একটা এমপি আছে টিএমসির। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নীচে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার”। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে, ফের অশালীন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিন কয়েক আগে বিজেপির নেতা-কর্মীদের জুতোপেটা করার নিদান দিয়েছিলেন, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। একজন বরিষ্ঠ সাংসদের মুখে এই কুকথা নিয়ে, আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। এদিন তারই পাল্টা জবাবে দিলীপ ঘোষ, বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের কাপড় খুলে নেবার কথা বলেন।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

দাঁতনের সভা থেকে প্রকাশ্যে হুঁ’শিয়ারি দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি”? তবে বর্ষীয়ান দুই রাজনৈতিক নেতার কুকথার যুদ্ধে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। রাজনীতিতে এত বয়স্ক দুই নেতার মুখে কেন কু-কথা?

]]>
“তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, আওয়াজ তুলছে আমজনতা https://thenewsbangla.com/tmc-leader-anupam-dutta-murder-wife-minakshi-dutta-feels-insecure-main-conspirator-gets-bail/ Thu, 01 Sep 2022 04:47:35 +0000 https://thenewsbangla.com/?p=16554 “তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, আওয়াজ তুলছে আমজনতা। তৃণমূল নেতা অনুপম দত্ত খু’নে ‘মূল ষড়যন্ত্রীর’ জামিন মিলতেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। স্বামীর খু’নের চার্জশিট নিয়ে, পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তৃণমূল নেত্রী। নিহত কাউন্সিলরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে, পরিবারের সংশয় প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকারের তরফে, নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। কিন্তু কি করে জামিন পেল, তৃণমূল নেতা অনুপম দত্তর হ’ত্যাকারি? প্রশ্ন তৃণমূলেই।

নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, “একটা মানুষ যদি একটা মানুষকে মে’রে দিয়ে এভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আমার কথা আপনি পরে ভাববেন, কোন মানুষ আজ নিরাপদে আছে? নিরাপদে তো কেউ নেই তাহলে। পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম। এখনও আছি, দেখা যাক কী হয়”। উচ্চতর তদন্তের দাবি জানাতে চান কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই আরও ভালভাবে যেন তদন্ত হয়”।

আরও পড়ুনঃ তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা

নিহত তৃণমূল কাউন্সিলরের ভাই নিরুপম দত্তর দাবি, “খুনের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশের কাছে খুনের কথা কবুলও করেছে খুনি। গোটা ঘটনায় মূল ষড়যন্ত্রী বাপি পণ্ডিতের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও কীভাবে হাইকোর্টে জামিন মিলল”? একই প্রশ্ন তুলেছে নিহতের পুরো পরিবার। “তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, কিন্তু কেন জামিন হল খু’নির? আওয়াজ তুলছে আমজনতা।

]]>
তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা https://thenewsbangla.com/tmc-student-leaders-from-ghiyasuddin-to-bittu-bengal-education-in-darkness-of-shame/ Thu, 01 Sep 2022 04:14:05 +0000 https://thenewsbangla.com/?p=16558 তৃণমূলের ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন মোল্লা থেকে বিট্টু মল্লিক, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে হেনস্থার ইস্যুতে, খবরে এসেছিল তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন। এবার জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের, টেবিল-চাপড়ে আঙুল-উঁচিয়ে হু’মকি দিল জামালপুর টিএমসিপির ব্লক-প্রেসিডেন্ট বিট্টু মল্লিক। শিক্ষা-জগতে ছাত্রনেতার নামে, তৃণমূলের গু’ন্ডাগিরির নজির দেখছে বাংলার মানুষ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার ঘটনার, নিন্দায় সরব হয় সবস্তরের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। চরম অস্বস্তিতে পরে রাজ্যের শাসকদল। চাপে পরে উপাচার্যকে হেনস্তার ঘটনায়, অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এবার সামনে এল জামালপুর টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের শা’সানির ঘটনা। যা দেখে চমকে উঠেছে গোটা বাংলা।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা ভাঙড়ের কুখ্যাত নেতা আরাবুল ইসলাম, হামেশাই টেবিল চাপড়ে অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিত। সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হল, পূর্ব বর্ধমানের জামালপুর। টিচার্স রুমে ঢুকে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আরাবুলের কায়দায় টেবিল চাপড়ে ও আঙুল উচিয়ে কলেজ শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিলেন।

বিট্টু মল্লিক জামালপুর কলেজের বর্তমান পড়ুয়াও নন, প্রাক্তনীও নন। তারপরও কীভাবে এই ছাত্রনেতা, ঢুকে এলেন টিচার্স রুমে? কার জোরে এভাবে টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে, তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিলেন? ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, সেই প্রশ্নই তুলছে বাংলার মানুষ, উঠেছে নিন্দার ঝড়।

]]>