Bengal Scam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Aug 2022 08:21:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Scam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’, এবার বুঝলেন পার্থ https://thenewsbangla.com/tapas-roy-slams-partha-chatterjee-for-his-conspiracy-theory-after-ed-arrest-on-ssc-scam/ Fri, 05 Aug 2022 08:20:58 +0000 https://thenewsbangla.com/?p=15821 ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’; এবার বুঝলেন পার্থ চট্টোপাধ্যায়। “সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ”; এবার একহাত নিলেন এতদিনের সহকর্মী ও বন্ধু। চাকরি চুরি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করতে শোনা গিয়েছে পার্থকে। সেই নিয়ে রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে; এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর দাবি, “সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ; তাই সবকিছুর মধ্যে এখন ষড়যন্ত্র দেখটে পাচ্ছেন”।

কুণাল ঘোষের পর এবার; ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে পার্থকে একহাত নিলেন তাপস রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে; প্রায় ৫০ কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনা; দুজনের কোটি কোটি টাকার যৌথ সম্পত্তির দলিল। তারপর থেকে তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছেই। সবচেয়ে বেশি কথা শোনাচ্ছেন; তৃণমূল নেতারাই।

তিনি ষড়যন্ত্রের শিকার বলে, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে; বলতে শোনা গিয়েছে পার্থকে। গত সপ্তাহেই তাঁকে লক্ষ্য করে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন; “পার্থদা, আপনি কি ষড়যন্ত্রের শিকার?” পার্থর জবাবে বলেন, “ষড়যন্ত্রের শিকার, সব পরে জানতে পারবেন”। কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন; তা আর খোলসা করতে পারেননি পার্থ। তবে সেই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে।

আরও পড়ুন; অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পার্থকে; একহাত নিলেন তাপস। তাঁর কথায়, “ওই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে; কী ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা তদন্তকারীদের জানাক! আসলে ও সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে; তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে ওর”। বোঝাই যায়, দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই; পার্থর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। মন্ত্রিত্ব ও দলের সদস্য পদও গিয়েছে তাঁর।

পার্থ এবং অর্পিতার নামে উদ্ধার হওয়া সম্পত্তি, টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই; তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও এবার নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল। একথা বলাই যায়, দলের প্রাক্তন মহাসচিবকে ঝেড়েই ফেলল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
“উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা https://thenewsbangla.com/arpita-mukherjee-is-regularly-looking-for-partha-chatterjee-health-even-in-ed-custody/ Thu, 04 Aug 2022 07:20:19 +0000 https://thenewsbangla.com/?p=15800 “উনি কিছু খাননি”? ইডি হেফাজতেও পার্থর শরীর নিয়ে চিন্তায় অর্পিতা। অপা, গত কয়েকদিনে রাজ্য জুড়ে সবচেয়ে চর্চিত জুটির নাম একটিই। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়; সংক্ষেপে ‘অপা’। বাংলার চর্চায় থাকা নতুন জুড়ি। পার্থর দেওয়া অর্পিতার দুটি ফ্লাটে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে; ৫০ কোটি নগদ টাকা ও আরও ৫০ কোটির সম্পত্তি। আর কত সম্পত্তি রয়েছে তাঁদের দুজনের নামে; দুজনের ঘনিষ্ঠতাই বা কতটা, তা নিয়ে আমজনতার আগ্রহের শেষ নেই। অর্পিতার ৩১টা জীবনবীমার পলিসি-তেও; নমিনি সেই পার্থ। আর এই ‘ভালবাসার টান’ কমেনি; ইডি হেফাজতে গিয়েও। পার্থর শরীরের দিকে; কড়া নজর বান্ধবী অর্পিতার।

সম্পর্কটা যে শুধু টাকাকড়ি কিংবা সম্পত্তির ছিল তা নয়; দুজনের মধ্যে হৃদয়ের টানও ছিল গভীর। তা না হলে কি আদালতে ঢোকার আগেও; অর্পিতার চোখেমুখে ‘স্যর’ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এত চিন্তা এত উদ্বেগ ধরা পড়ে। মনের যোগ না খাকলে কি আদালতের লকআপে ঢোকার আগে; ছলছল চোখে মডেল-অভিনেত্রী জানতে চান, ‘স্যর কিছু খাননি?’ এর দ্বারাই বোঝা যায়; ঘনিষ্ঠতা কতটা ছিল।

আরও পড়ুনঃ মমতা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই শুরু পার্থ-অর্পিতার ‘ঘনিষ্ঠতার লীলাখেলা’

বুধবার দুপুরে দুজনকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে; দুজনে খুব কাছাকাছিই দাঁড়িয়েছিলেন। কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেনি। শুধু লকআপে প্রবেশের আগে; এক পুলিশকর্মীকে অর্পিতার প্রশ্ন ছিল; “স্যর কিছু খাননি?” এরপর নিজের মনেই বলতে থাকেন; “স্যর কিচ্ছু খাচ্ছেন না”। নিজে অবশ্য কিছুই খাননি ‘ম্যাডাম’ অর্পিতা; বন্ধু পার্থ কিছু খাচ্ছেন না বলে। এ কি অপূর্ব প্রেম!

আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র আইনজীবীদের সওয়াল জবাবে; উঠে এসেছে বহু প্রশ্ন। উঠে এসেছে অর্পিতার জীবনবিমার সংক্রান্ত তথ্য, যেখানে নমিনি আছেন পার্থ। ইডি জানিয়েছে, ২০১২ সাল থেকে দুজনের ব্যবসায়িক সম্পর্ক ছিল; একসঙ্গে দুজনে খুলেছেন কোম্পানি। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে; এমনটাই দাবি করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল; ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’। সমান অংশীদার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়; কোম্পানিতে দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি; জেরায় অর্পিতা নিজেই জানান ইডি অফিসারদের।

]]>